নাহ, আজকে আর কোন কল্পকাহিনী নয়। আজ সত্যি সত্যি মুমুর বিয়ে।
সুখের কথার মাধ্যমে যে স্বপ্নযাত্রা শুরু হয়েছিল, তা আনুষ্ঠানিক স্বীকৃতি পেতে যাচ্ছে আজ।
মুমুকে যেন জীবনে কখনোই “দুঃখের কথা” নামে কোন লেখা লিখতে না হয়, সেই শুভকামনা থাকলো।
মিঃ ও মিসেস মুমুকে সচলায়তনের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা।
(মুমুর ফেসবুকের ওয়ালে বিয়ে সংক্রান্ত কোন মেসেজ না লেখার অনুরোধ থাকলো মুমুর পক্ষ থেকে)
মন্তব্য
ঠিকাছে, ফেসবুকের ওয়ালে কিছু লিখলাম না, আপনার মাধ্যমে জানাই -
মুমু'র জন্য অনেক অনেক অনেক শুভকামনা!!!!
মুমুর জন্যে অনেক অনেক শুভেচ্ছা। তাদের প্রতিদিন ভরে থাকুক সুখের কথায়...
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
বিয়ের শুভেচ্ছা। ওদিকে একজন অদ্যাবধি জীবিত পুরুষের জন্যও সমবেদনা রইলো।
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
জানাই অভিবাদন
স্বপ্নময় আবেশে ভরে থাকুক দুজনের জীবন
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
'অবসরপ্রাপ্ত মিস' মুমুর জন্য শুভকামনা আর 'মরহুম ব্যাচেলর' মিঃ মুমু'র জন্য সমবেদনা... হা হা হা !
নতুন জীবন আনন্দময় হয়ে উঠুক।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
ধন্যবাদ ভাইয়া, আপনার কমেন্ট পড়ে হাসতে হাসতে পরে গেলাম
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
অনেক অনেক শুভ কামান মুমু এবং মিঃ মুমু কে----!!!
মুমু আপুর নতুন জীবনের জন্য শুভ কামনা রইল
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
বিয়েটিয়ে চাঁদমধুটধু সব মিটে গেলে একটা ছবিব্লগ পোস্টের দাবি রইলো।
বিয়ে সংবাদদাতা মাহামান্য রেনেটের কাছে মুমুকে শুভেচ্ছা পৌঁছে দেবার আকুল আবেদন
- আপনের নামেও কী কী জানি সব রটে লীলেন্দা। ঐগুলা নিয়া আপনার জবাবনবন্দী আশা করছি মাননীয় আদালতের কাছে, ১৪৪ ধারায়। নাইলে কৈলাম পরে জাকাজা ইন্টেলরে দোষ দিয়েন না।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আজ কী?
মুমু কী?
বিয়ে কী?
পুচ্ছে বেঁধেছি গুচ্ছ রজনীগন্ধা
মুমুকে অভিনন্দন পৌঁছে দেয়ার দায়িত্ব রেনেটকে দিলাম।
তাইলে তো আমার আর মুমুর বিবাহবার্ষিকী একই তারিখে হয়ে গেলো... তিনবছর আগে আর পরে...
শুভেচ্ছা
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
তাই নাকি? বাহ! শুভ বিবাহবার্ষিকী
তাই নাকি তাহলেতো আপনাকেও শুভেচ্ছা
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
মুমু আপুরে শুভেচ্ছা !!!!!
---------------------------------------------------------------------------
মধ্যরাতের কী-বোর্ড চালক
মুমুকে শুভেচ্ছা
------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
নয়া বউ আর সদ্য শহীদ জামাই বাবুকে অনেক অনেক শুভেচ্ছা! জীবন সুখের হোক...গন্ডায় গন্ডায় আন্ডা-বাচ্চা এসে মাতিয়ে দিক পিথিমী!
দু;জনার জন্য অনেক শুভেচ্ছা রইলো।
--------------------------------------------------------
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
মুমুকে প্রেম বিবাহের শুভেচ্ছা। নজরুল ভাইকে ৩ বছর প্রেম বিবাহ ঠিক মতো চালাবার জন্য শুভেচ্ছা।
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।
শুভেচ্ছা রইলো
_________________
ঝাউবনে লুকোনো যায় না
শুভ হোক, সুন্দর হোক, আনন্দময় হোক প্রতিটি মুহূর্ত। যদিও মাঝেমাঝে একটু ইয়ে হবে; কিন্তু ইয়ের পরে যে আনন্দ, সেই আনন্দটুকুই চিরস্থায়ী হোক আপনাদের।
শুভকামনায়-
প্রকৃতিপ্রেমিক, প্রকৃতিপ্রেমিকা ও প্রকৃতিকন্যা।
প্রকৃতিপ্রেমিক, প্রকৃতিপ্রেমিকা ও প্রকৃতিকন্যা সবাইকে অনেক অনেক ধন্যবাদ
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
শুভকামনা রইল।
শুভ বিবাহ।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
শুভেচ্ছা!
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
শুভকামান শুভকামান শুভকামান।
-----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
নতুন জীবনের অনেক অনেক শুভেচ্ছা,হয়তোবা এই রকম মুমুয়িত কথাবার্তা কমবে এবার
শুভেচ্ছা রইলো
অভিনন্দন মুমু! অভিনন্দন সেই ভাগ্যবানকেও যিনি এখন থেকে সকাল-বিকাল মুমুয়িত প্রশ্নের উত্তর খুঁজে ফিরবেন।
যাক এবার সালসা নাচের পার্টনার পেয়ে গেলেন। এরপর দেশে ফিরলে আপনাদের যুগল নাচ দেখা যাবে।
আপনাকে কোট করে বলি,
"সবুজ আশার বীজ বুনেছি,
ভালবাসার গান শুনেছি,
মন দুয়ারে সে এসেছে, সুখের দেশের রাজারকুমার,
যার হাতে হাত রাখবো, দেবো মুঠো ভরা স্বপ্ন আমার।।"
আপনার মুঠোভরা স্বপ্নগুলো বাস্তবতার রূপ পাক সেই কামনা করি।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
ধন্যবাদ ভাইয়া, কিন্তু আপনার মেসেজ পড়ে ও আমাকে জিজ্ঞেস করে মুমুয়িত প্রশ্ন মানে? হাহাহাহাহা
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
অনেক অনেক শুভেচ্ছা।
----------------------------------------------------------------------------
ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক
দাম্পত্যজীবন সুখের হোক।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
অভিনন্দন ও শুভেচ্ছা
সুন্দর জীবন এর কামনা দুজনের জন্য ই
জলপুত্র তথাস্থু,
অনেক শুভেচ্ছা মুমু৷ ভীষণ ভালো থাকুন সারাজীবন৷
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
মুমুকে অনেক শুভ কামনা।
শুভ কামনা
শুভকামান শুভকামান শুভকামান।
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
মুমুর জন্য অনেক অনেক শুভকামনা।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
মুমু'র জন্য অনেক অনেক অনেক শুভকামনা!
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
আন্তরিক অভিনন্দন জানাই!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
বিবাহ একটা ভ্রান্ত ধারমা। তারপরো শুভেচ্ছা।
শুভকামনা! সুখী হও দোকলা জীবনে!
.........................................................................................
আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।
ওয়াও, রেনেট কি বলবো, অনেক অনেক ধন্যবাদ এভাবে শুভেচ্ছা জানানোর জন্য। ভেরি সুইট ওফ ইউ। সেদিন লিংক না দিলে জানতামও না এই লেখার কথা কারন সচলে বেশ কদিন আসা হয়নি ব্যস্ততার কারনে।
আর সেই সাথে সবার এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে গুড উইস দেখে এত ভালো লাগল যে বলে বোঝাতে পারবো না। আমাদের দুজনের পক্খ থেকে সবাই কে অসংখ্য ধন্যবাদ। দোয়া করবেন আমাদের জন্য
রেনেট তোমাকে আবারো ধন্যবাদ
মি: ও মিসেস আহমেদ
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
নতুন মন্তব্য করুন