গত কয়েকদিন আমরা সবাই কাগু কাগু করতে করতে মামুর কথা ভুলেই গেছি! জ্বি হ্যাঁ, আজকে মাহবুব মুর্শেদ (মামু)-র বায়ো কি তেয়ো তম জন্মদিন।
মামু জিমে তার লগ্নীকৃত অর্থ সুদে(আজুবা)-আসলে(সালমান খান লুক এলাইক)তুলে আনুক সামনের বছরটিতে। বিভিন্ন কারণে (বিস্তারিত বলতে গেলে পোস্ট তৈলাক্ত হয়ে যাবে…আর কে না জানে, স্লিম ফিগারের জন্য তৈল পরিহার করা অবিশ্যি জরুরী) অসম্ভব প্রিয় এই মানুষটাকে জন্মদিনে অনেক, অনেক শুভেচ্ছা।
শুভ জন্মদিন, মুর্শেদ ভাই!!
মন্তব্য
জন্মদিনে অনেক অনেক শুভকামনা!
ধন্যবাদ ফাহা।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ জন্মদিন......
ধন্যবাদ অচেনা আপনি।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ জন্মদিন, মুর্শেদ! অনেক, অনেক শুভেচ্ছা রইলো
ধন্যবাদ স্নিগ্ধাদি।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ জন্মদিন বস !!!
_________________________________________
সেরিওজা
ধন্যবাদ সুহান!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ জন্মদিন মামু...
কিন্তু রেন্টুরে মাইনাস। আমি লেখতেছিলাম একটা ব্লগ। আমারে মাঝপথে থামিয়ে দেওনের লাইগ্গা।
শাস্তিস্বরূপ আপনি দেশে আসলে আপনাকে বাড়িতে দাওয়াত করে এনে খালি মুখে ফেরত পাঠিয়ে দেওয়া হবে
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
পোস্ট ঘ্যাচাং কইরা দেই তাইলে। পোস্ট অপেক্ষা খানাদানার গুরুত্ব আমার কাছে অনেক বেশি
---------------------------------------------------------------------------
একা একা লাগে
---------------------------------------------------------------------------
একা একা লাগে
- অসুবিধা কী? আপনে আরেকটা লেখেন, আরেকজনরে নিয়া। হাজার হাজার সচল আছেন এখানে, ধরে টরে একজনের জন্মদিন বানিয়ে লিখে ফেলেন একটা পোস্ট।
ট্রায়াল হিসেবে আপনি বিডিআর-এর জন্মদিন নিয়েই লিখে ফেলেন।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হে হে.. থ্যাঙ্কু।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ জর্মদিন
থ্যাঙ্কু লীলেন্দা।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ জন্মদিন।
________________________________
বিধিবদ্ধ পঙ্কিলতা।
জীবন বাবু,তাঁর কবিতা।
তৃপ্তিদায়ী আত্মশ্লাঘা।
এবং এ রাতজাগা।
************************************
ধন্যবাদ সহজীয়া।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ জন্মদি মুর্শেদ ভাই
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
তুমি মুর্শেদ ভাইরে জন্ম দাও? ক্যাম্নে কী!?!?!?!?!
-----------------------------------------------------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি, বলি আমি এই হৃদয়েরে; সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
ধন্যবাদ নিবিড়!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ জন্মদিন ।
মেয়ে
ধন্যবাদ।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
কয়েকদিন আগে রাজশাহী গিয়েছিলাম, সেখানে এক ছেলেকে দেখলাম, আপনার "মুর্শেদের ইউনিকোড লেখনী ও পরিবর্তক" অ্যাপ্লিকেশনটি ব্যবহার করছে। মজার ব্যাপার হলো, ইংরেজি বাংলা কোনোটাই সে ঠিকমতো লিখতে পারে না। এতো প্রান্তিক জায়গাতেও (স্থানিক এবং অভ্যাসগত উভয়) আপনার এই সচল ক্রিয়ায় আমি রীতিমতো বিস্মিত ও মুগ্ধ হয়েছিলাম।
শুভ জন্মদিন এস এম মাহবুব মুর্শেদ। সুস্থ সুন্দর এবং সক্রিয় থাকুন, সবসময়।
চোখের সামনে পুড়ছে যখন মনসুন্দর গ্রাম...
আমি যাই নাইরে, আমি যেতে পারি না, আমি যাই না...
চোখের সামনে পুড়ছে যখন মনসুন্দর গ্রাম...
আমি যাই নাইরে, আমি যেতে পারি না, আমি যাই না...
বাহ্ আমিও অবাক হয়ে গেলাম! আপনাকে অসংখ্য ধন্যবাদ।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ জন্মদিন!!
--------------------------------------------------
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
ধন্যবাদ তিথী!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ জন্মদিন
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
থ্যাঙ্কু অনার্য্য! অনেকদিন আপনের গানাবাজনা শুনি না।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ জন্মদিন ভাইয়া
-------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....
-----------------------------------------------------------------------------------------------------
" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি
থ্যাঙ্কু জুয়েইরিযাহ।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
সুমনদা...ক্যাক্কুক? [হাসি হাসি মুখে চোখ পিটপিটাই!]
-----------------------------------------------------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি, বলি আমি এই হৃদয়েরে; সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
ক্যক্কুক বাকি রাইখা দেই।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ জন্মদিন মুর্শেদ। অনেক অনেক শুভকামনা রইল।
ধন্যবাদ স্বাধীন।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ জন্মদিন,মামু ভাই!
_________________
হাত নাক চোখ দেখতে যদিও মানুষের মত সব্বার
সকলেই তবে মানুষ হয় না,কেউ কেউ হয় ‘জব্বার’!
ধন্যবাদ ভাইগ্না ভাই।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ জন্মদিন, মুর্শেদ! অনেক, অনেক শুভেচ্ছা
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
ধন্যবাদ কাকুল!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
ভালো থাকবেন, মুর্শেদ ভাই।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
ধন্যবাদ বুনো।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবসময়, সবাইকে নিয়ে।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
ধন্যবাদ রণদা।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ জন্মদিন মামু!
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
ধন্যবাদ সুমন ভাই।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ জন্মদিন এসেমথ্রি ভাই! (মামু ভাই বলতে কেমুন জানি লাগে )
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
থ্যাঙ্কু ও-ডিম, থুক্কু ওডিন ভ্রাতা।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ জন্মদিন মুর্শেদ ভাই ! কেক্কুক খাইতে চাই
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
হে হে বাকির খাতায় তোলা থাকুক। দ্যাশে গিয়া হবেনে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।
থ্যাঙ্কু বর্ষা।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
জন্মদিনে রাশি রাশি শুভেচ্ছা
আপনাকে রাশি রাশি ধন্যবাদ।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
পুলাটা ব্যাপক হেজিমোনিতে ফেলে দিলো। অফিস থেকে উঁকি ঝুঁকি দিতেছিলাম। এই পোস্ট দেখে শরমে মইরা যাইতে ইচ্ছা করতেছিল।
ব্যাপক থ্যাঙ্কু মন্তব্যকারীদের সবাইকে ধন্যবাদ। প্রত্যেককে এক এক করে ধন্যবাদ দিবো অফিস থেকে বেরিয়ে। নাইলে বসে ঝাড়ি দিবে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ জন্মদিন, মামুজান!
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
ধন্যবাদ ভাইগ্নাজান।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
- মা.মু কাছে আসো, আরও কাছে, আরেকটু!
আইছো?
এইবার আমার পিঠটা একটু চুলকায়া দিয়া যাও!
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। আশীর্বাদ করি, অনেক বড় হও, তালগাছের লাহান।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
খুবই কৌতুক হলো দেখছি।
ধন্যবাদ ম্যান।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ জন্মদিন মুর্শেদ।
এম. এম. আর. জালাল
"ফিরে দেখুন একাত্তর ঘুরে দাঁড়াক বাংলাদেশ।"
এম. এম. আর. জালাল
"ফিরে দেখুন একাত্তর ঘুরে দাঁড়াক বাংলাদেশ।"
ধন্যবাদ।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ জন্মদিন!
থ্যাঙ্কু ভ্রম।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ জন্মদিন মুর্শেদ ভাই।
অনেক অনেক শুভেচ্ছা রইল। ভাল থাকবেন।
ধন্যবাদ তৌফিক।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আমার এখনো সময় হয় নি, কেবল বৃহস্পতিবার রাত নয়টা। তবু বলি, শুভ জন্মদিন।
অন টপিকঃ অনেক দিন ভালো কেক্কুক খাওয়া হয় না। (শ্রেকের puss in boots এর চেহারা হবে, লোকে বলে এইটা আমি খুব ভালো দিতে পারি )
___________________
রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি
___________________
রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি
থ্যাঙ্কু। আপনাদের ওখানে গেলে ক্যক্কুক খাওয়াবোনে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
মুর্শেদ,
শুভ জন্মদিন। ভাল থাক। বড় হও।
--------------------------------------------------------------------------
অভ্র আমার ওংকার
থ্যাঙ্কু।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ জন্মদিন
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
ধন্যবাদ।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ জন্মদিন, মুর্শেদ
আনন্দে কেবল এই দিন নয়, এই জীবন কাটুক আপনার!
থ্যাঙ্ক ইউ অনিকেতদা।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ জন্মদিন প্রিয় ব্লগার। অনেক অনেক শুভ কামনা।
ধন্যবাদ রাজিব।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ জন্মদিন
ধন্যবাদ ভাবী।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ জন্মদিন মুর্শেদ।
+++++++++++++++++++++++++++++++++++++
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
থ্যাঙ্কু তাসনীম ভাই।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ জন্মদিন !
থ্যাঙ্কু এনাম।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ জন্মদিন।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
ধন্যবাদ বলাইদা।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ জন্মদিন, মাহবুব ভাই
-আতিউর
ধন্যবাদ আতিউর।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ জন্মদিন মুর্শেদ সাহেব
কপালে হাত দিয়ে কী দেখেন?
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
ধন্যবাদ রানা। এক জনকে খুঁজি।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ জন্মদিন মুর্শেদ ভাই
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
আরে মুমু! অনেক দিন পর! অনেক ধন্যবাদ!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ জন্মদিন মামু।
অনেক ধন্যবাদ দ্রোহী ভাই!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
মামু, জন্মদিনের পরেরদিনের শুভেচ্ছা।
শুভেচ্ছা একটু পরের দিকেই দিলাম। এত শুভেচ্ছার পাশাপাশি আমার এই হেভিওয়েট শুভেচ্ছা একদিনে পাইলে বদহজম হওয়ার চান্স থাকে!! (চামের উপর বামে দিয়া বাংগালীর তিন নাম্বার হাত দেখায়া দিলাম)
---- মনজুর এলাহী ----
ধন্যবাদ মনজুর।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা থাকলো, মুর্শেদ ভাই
আশা করি দিনটা ভালো কাটাইসেন।
থ্যাঙ্কু অপ্র।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
হিমু গেলেন কই? কেউতো এখনো "শুকনা কাঁথা" দিলো না। তার আগে আমি একটা ঝুনঝুনি হাতে ধরাইয়া শুভেচ্ছা জানাই।
-জন্মদিনে ঝুনঝুনি শুভেচ্ছা।
.
___________________________________________
ভাগ্যিস, আমার মনের ব্যাপারগুলো কেউ দেখতে পায় না!
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
থ্যাঙ্কু জুলিয়ান ভাই।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আর, এখানে মুর্শেদ-কে!
শুভ জন্মদিন, মুর্শেদ। তোমাকে বলা হয়নি কিন্তু বাংলা ভাষা আন্তর্জালে প্রচারের জন্য আগে এবং এখনও যা করছো, সেটার জন্যে সামান্য ধন্যবাদ বলে ছোট করতে চাই না (তোমাদের এই ডেভেলাপমেন্টের ক্রনোলজি লেখে রাখা দরকার আছে কারণ বাংলা ভাষা নেটে প্রসারের কাজে তোমাদেরও অনেক অবদান, আর লেটেস্ট ডিবেইটে দেখতেই পাচ্ছো কীভাবে মানুষ সত্যকে বিকৃত করে, এসে কাদা ছোঁড়াছুড়ি করে)।
সচলে আসাই কিন্তু তোমার মতো মানুষদের জন্যেও। আজকে সেই সুযোগে চমৎকার এই পরিবারের সামান্য একজন হতে পেরে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।
ভাল থেকো। নতুন নতুন ইন্টারেস্টিং প্রোজেক্টে ভরে থাকুক তোমার জীবন।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আরেকবার জন্মদিনের (বাসি) শুভেচ্ছা মুর্শেদ ভাই
আরও অনেক বড় হন, ছোট ভাই-বোনদের মনে রেখেন বেশি করে আর অনেক অনেক কেক খান আর আইস্ক্রীম খা্ন, আর জীমে যাবার সময় আমাদের কথা আবার মনে করেন, আর আমি লিস্টে টুকে রাখি কয়টা ট্রীট পাব...
যাযাবর ব্যাকপ্যাকার
___________________
নীলগিরি ডাকছে আমায়
ভাসতে হবে মেঘের ভেলায় ...
ধন্যবাদ ব্যাকপ্যাকার।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
নতুন মন্তব্য করুন