নতুন করে বলার আর কিছু নেই। যেকোন ম্যাচেই পাকিস্তান হারাই আমার মন একমাসের জন্য ভালো করে দেয়ার জন্য যথেষ্ঠ। তার উপর ম্যাচটা যদি হয় বিশ্বকাপের সেমিতে, তার উপর সেই পরাজয় যদি আসে নিজের দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, তার উপর সেই ম্যাচের শেষ ৩ ওভারে যদি জেতার জন্য করতে হয় ৪৮ রান... কোনটা রাইখা কোনটার কথা বলি? আজকে পাকিস্তান হারা উপলক্ষ্যে বাকী বছর আর মনই খারাপ করুম না!!!
এই আনন্দের কোন সীমা পরিসীমা নেই। এমন বেসামাল আনন্দিত বহুদিন হইনি। পাকিস্তান শব্দটার আগে অবশ্য কম করে হলেও ১০০টা গালি দিতে মঞ্চাইতেসে।
পাকিস্তান হারলে এমন পৈশাচিক আনন্দ হয় কেন?????
ধন্যবাদ হাসি, হোয়াইট এবং অস্ট্রেলিয়া...এরকম অনাবিল আনন্দ দেয়ার জন্য।
সবশেষে একটা ছবি--- আকমইল্যা হাসে না কান্দে? Foreshadowing ??
মন্তব্য
আনন্দে ঘুমই আসছেনা মাইরি
জয় বাংলা
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ফাকিস্তামকে ফাকানোর জন্য অস্ট্রেলিয়াকে পচুর অভিনন্দন।
---------------------------------------------------------------
অভ্র আমার ওংকার
বকমল কি সেঞ্চুরি-টেঞ্চুরি মেরে দিসে নাকি?
- আমি চামে চামে বিডিআরের প্রতিভার একটা প্রমাণ দিয়া যাই। সে তার কোনো এক স্ট্যাটাসে মেরে দিছিলো সেদিন।
কামরান আকমল > Kamran Akmol > K. akmol > Kakmol > কাকমল > কাউয়ার গু
কামরান আকমল = কাউয়ার গু
এর চেয়ে ভালো কোনো স্ট্যাটাস আমি বহুদিন দেখি নাই।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হাহাহহা, জট্টিল স্ট্যাটাস! ফাটাফাটি লাগল!
কামরান আকমল = কাউয়ার গু
উমর আকমল = উল্লুকের গু (যদিও বিডিয়ারের থিওরি অনুযায়ী মেলে নাই, কিন্তু গন্ধ বাইর হইসে নিশ্চিত!)
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
ফাগিস্তান পোন্দাবাদ! ফাগিস্তান পোন্দাবাদ! ফাগিস্তান পোন্দাবাদ!
বিয়াফক আনন্দ পাইলাম...
ফাকিস্তানের পোনদে বাঁশ
আমি জিয়েম্ভাই এর কথা কই!
হাসি তো হাসায়া দিল!!!
পাইক্যারা পুরাই সাইজ হয়া গেছে!!!! (শয়তানি হাসির ইমু )
_________________________________________
ৎ
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
"হাসি, হাসি দিলো ফাঁসি...
দেকলো ফাকিবাসি !!! "
_________________________________________
সেরিওজা
খেলা দেখতে পারিনি
পাকিস্তানকে প্রানঢালা অভিনন্দন রইলো
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
একা একা খেলা দেখছিলাম। অস্ট্রেলিয়ান ইনিংসের শুরু থেকেই মন খারাপ। রান-রেট ঠিক থাকলেও নিয়মিত উইকেট পড়ায় অস্ট্রেলিয়ার ম্যাচে ফেরার আশা দেখছিলাম না। ১৭, ১৮ আর ১৯ ওভারে মনে হলো, অস্ট্রেলিয়া কতো রানে হারে সেটাই দেখার বিষয়।
শেষ ওভারে ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল মিচেল জনসনের সিঙ্গল। তারপরই দেখলাম ম্যাজিক।
অনেকদিন মন ভালো থাকবে।
.......................................................................................
Simply joking around...
.......................................................................................
Simply joking around...
মজার ব্যপার হইলো কালকেই আমি প্রথম একটা ম্যাচ পুরাটা দেখলাম- আর খেলা শেষে আক্ষরিক অর্থেই নাচতে নাচতে 'অ্যান্টিপাকিস্তান ক্রিকেট টীম সমর্থক' গ্রুপে ঢুকলাম যে কিছু আনন্দ ছড়ায় আসি- গিয়ে দেখি সব পাপীর দল আগের থেকেই সেইখানে ঢুকে বসে আছে- আর এক 'মহাপাপীর' স্ট্যাটস ছিলো
____________________ __________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
ব্যাপক আনন্দের খবর। কিন্তু খেলাটা দেখতে পারি নাই।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
৫৬/৪ দেখে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ সকালে ছোটাছুটি। সকালে খবর দেখে একগাল মাছি। তবে, ঘটনা হচ্ছে আমি আগেই ভবিষ্যদ্বাণী করেছিলাম এবার আবারো '৮৬-এর রিলায়েন্স বিশ্বকাপের মতো অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ফাইনাল হতে যাচ্ছে।
আচ্ছা, নিয়তি কি আমার আর কিছু ইচ্ছে এমনিভাবে পুরণ করতে পারতো না???? ((((
________________________________
খাঁ খাঁ দুপুরে, গোধূলিতে আর রাতে বুড়ি পৃথিবী
কেবলই বলছে : খা, খা, হারামজাদা, ছাই খা!
(ছাই: মণীন্দ্র গুপ্ত)
_______________________________
খাঁ খাঁ দুপুরে, গোধূলিতে আর রাতে বুড়ি পৃথিবী
কেবলই বলছে : খা, খা, হারামজাদা, ছাই খা!
(ছাই: মণীন্দ্র গুপ্ত)
নতুন মন্তব্য করুন