অযথাই লিখা লিখি০

রাসেল এর ছবি
লিখেছেন রাসেল (তারিখ: সোম, ১৮/০২/২০০৮ - ৭:৪২অপরাহ্ন)
ক্যাটেগরি:

কোনো এক স্বাধীনতা দিবসের আগের রাতে হলে ছিলাম- তখন অবশ্য হলে থাকাটা একটা উৎসবের বিষয় ছিলো- আমরা ১০ ১২ জন বন্ধু ফজলুল হক হলে গিয়ে সারা রাত থাকি-
উৎসবের আমেজ থাকে- রাত ২টায় মিতালী হোটেলি গিয়ে রাতের খাবার খাই আর কার্জন হলে ঘুরি-

এমন একটা দিনে মাঝ রাতে একা একা ফিরছি হলে- আসলে মাঝরাতের ক্যাম্পাস দেখবার ইচ্ছা ছিলো তাই শহীদ মিনার ঘুরে- জগন্নাথ আর সলিমুল্লাহ হল থেকে উদয়ন হয়ে ভিসির বাসা- ভিসির বাসার সামনে থেকে টিএসসি হয়ে কার্জন হল-

বিশ্ববিদ্যালয়ে তেমন অনুষ্ঠান নেই তবে পুলিশ আছে অনেক- টি এস সি থেকে বাংলা একাডেমির সামনে দিয়ে আসছি- চরম শীৎকারের শব্দ- আকাশ বাতাস মথিট করে শীৎকার চলছে- আর তিন নেতার মাজারের সামনে উৎসুক পুলিশ আর রিকশাওয়ালার ভীড়- ওহ মা- মাগো- আর না- নানাবিধ টুকরা শব্দের ভেতরে হাঁটছি আর ভাবছি আসলে কোথায় এই শব্দের উৎপত্তি-

আশ্চর্য কোনো ঘটনা না এটা- শহীদ মিনারের সামনের চাতাল আর জিমনাসিয়ামের মাঠে নিয়মিত আসর বসতো আগে- সোহওয়ার্দি উদ্যান ভাসমান পতিতাদের অভয়ারণ্য হয়ে যাওয়ার পরেও সিটি কর্পোরেশনের টনক নড়ে নি- ইংলিশ রোড থেকে পতিতা পল্লী তুলে দেওয়ার পরে সেখানের মাসিদের ভাগ্নীরা বাহদুর শাহ পার্ক আর হাইকোর্টের সামনে বসে থাকে দিনভর - রাতে শহরের পথে পথে যৌনতার বিকিকিনি হয় এ খবর সবাই জানে-

পথে হাঁটতে হাঁৎতে ভাবি আসলেই তিন নেতা বড় আমোদে আছেন- তাদের বুকের উপরে শুয়ে থাকে ন্যাংটা মেয়ে মানুষেরা - তবে একটা দৃশ্য কল্পনা করে হাসি- যদি কখনও কোনো দিন হঠাৎ ন্যাংটা মেয়ের পাশ দিয়ে এপিটাফ উঠে যায় কোনো মৃত নেতার ঈমান দাঁড়িয়ে যায় সেটা কি রকম হবে?

রিকশাওয়ালাদের উৎসাহ দেখে আর বেশী ক্ষণ থাকতে পারি না- আগ্রহে জল ঢেলে চলে আসি-

এর পরেও অনেক বার সে রাস্তায় যাওয়া আসা হয়েছে- ভাসমান পতিতারা স্থানবিচ্যুত হয়েছে- মাঝ রাতের রিকশায় তাদের আসা যাওয়া দেখেছি-তবে কখনও ভাবি নি এমন দু;স্বপ্ন দেখবো-

শহরের কয়েকটা এনজিও কাজ করে তৃতীয় যৌনাঙ্গ বিশিষ্ঠ মানুষদের নিয়ে- সহজ কথায় বললে হিজরাদের নিয়ে তাদের কাজকারবার- হিজরারা যে জৌবিক বৈশিষ্টের জন্য এমন সেটা আদতে তেমন ভাবে প্রকাশিত নয়- অনুমানে অনেক কিছুই বলা যায় তবে একটা গবেষণা বলছে আদতে শরীরে এক্স ক্রমোজোম যদি ৯৫ শতাংশ থাকে এর পরও একজন বৈশিষ্ঠে পুরুষ হতে পারে- এক্স ওয়াই আসলে তেমন গুরুত্বপূর্ণ বিষয় না- সব সময় ৫০% এক্স আর ৫০% ওয়াই থাকে না পুরুষের শরীরে- ৬৬% এক্স ৩৩ % ওয়াই থাকতেই পারে- তাই এক্স এক্স ওয়াই এই জেনেটিক বিচ্যুতি তেমন গুরুত্বপূর্ণ মনে হয় নি-

তাদের নতুন একটা নাম দেওয়াই যায়- রজঃস্বলা পুরুষ- যারা আচরনে মননে নারী তবে দেহ পুরুষালী- এবার দুঃস্বপ্নের পর্দা উম্মোচিত হোক-

গভীর আবেগে স্বপ্নে পাওয়া নায়িকার বস্ত্র উম্মোচন পর্ব চলছে- ধীরে ধীরে উঠে যাচ্ছে পর্দা আর ও মা
আতংকে ঘুম ভেঙে যায়- অথচ কয়েক দিন আগেও এ সমস্যা ছিলো না-
দিব্যি শেরাটনের সামনে দিয়ে হাঁটছিলাম দপদপ করে- ঘাড়ে ব্যাগ- হাতে সিগারেট- গাড়ী সামলে পাশ কাটিয়ে কি ভাবে যাবো ভাবছি যখন- শেরাটনের গেটে দেখলাম একজন দাঁড়িয়ে আছে কড়া মেকাপে- আর পরিধেয় দেখে তেমন সুবিধার মনে হলো না-

রাস্তা পার হয়ে চোখের কোণ দিয়ে দেখি স্কার্ট পড়া একটা মেয়ে দাঁড়িয়ে- একটু অবাক হলেও তেমন পাত্তা না দিয়েই হাঁটতে থাকি- সামনে প্রধান উপদেষ্টার বাসভবন- সেখানে কড়া পুলিশ পাহাড়া-
রাস্তার পাড় হতেই মৃদু পিছু ডাক শুনি- এ্যাই ছেলে এ্যাই-

কে সে ছেলে আমিও চারপাশে তাকাই-
আমিই লক্ষ্যবস্তু বুঝতে পারি- একটু আগ্রহ নিয়ে তাকাই-

এই ছেলে এই- চুদবা? আচমকা প্রশ্ন শুনে রীতিমতো হতবাক- না হৃতবাক হয়ে যাই- পা চালিয়ে হাঁটি আর সামনের ফাজিল টোকাই ছোকরা হি হি হি হাসে- ভাই আপনেরে কি বললো এইটা ভাই ও ভাই-
আমার ব্যাক্তিত্বের ফানুস ফুটো হয়ে যায়- ধ্বসে যায়

এনজিওগুলোর মাহত্ব্য বুঝতে পারি- কোনো না কোনো ভুক্তভোগী এই সচেতনতার তাগিদ বোধ করেছে-
প্রায় নিয়মিত এ রাস্তা দিয়ে যাতায়ত করি- কখন এমন বিদিক সমস্যার মুখোমুখি হই নি- কদিন আগেই আবার আসছি এবার কাকরাইল মসজিদের একটু আগে- গাছের আড়াল থেকে একজন ফুচকি মারে- দেহ ভঙ্গিমায় আমন্ত্রন-

আমি আরও বিভ্রান্ত হয়ে বসে থাকি-

শালার সমস্যাটা কি- আমার চেহারায় কি হিজরাচোদা ভাব আসছে নাকি?

একটি বিষয় খেয়াল করে দেখলাম- রমনা পার্কের আশে পাশে এই ভাসমান পতিতা কিংবা হিজরা পতিতাদের প্রকোপ বেড়েছে এই সামরিক সমর্থিত মানুষদের ঘনঘন প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎপ্রচেষ্টার পর থেকেই-
সেনাপ্রধান ভেতরে মিটিং করেন আর সঙ্গে আসা সাঙ্গপাঙ্গদের বিনোদনের জন্যই কি তবে -----------------


মন্তব্য

আরিফ জেবতিক এর ছবি

যথারীতি অসাধারন সমাপ্তি ।

অছ্যুৎ বলাই এর ছবি

জনগুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, সাঙ্গপাঙরা অ্যাকটিভ, না প্যাসিভ?

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

ধুসর গোধূলি এর ছবি

- এইটা কী কন?
হিজড়ায় আপনেরে ডাকে? লা হাওলা ও'য়ালা ক্কুয়াতা!
_________________________________
<সযতনে বেখেয়াল>

রাসেল এর ছবি

এইটা আমারও কথা- শালার ইশারা ইঙ্গিত কেনো আমারেই- জনতার দরবারে জরিপ করতে হবে- আদতেই কি চেহারায়------

------------------------------------

আমি তো গণে নেই বিচ্ছিন্ন একা
সঙ্ঘে সমুহে নেই সঙ্ঘমিতা।

অতিথি লেখক এর ছবি

বাপরে ... ... একেবারে উত্তর পাড়ায় হামলা ... ... যদিও উত্তরপাড়া শুধু নামেই, এখন ক্রমবর্ধমান শহরের চাপে এবং সম্ভবত আমাদের রাজনৈতিক অদূরদর্শীতায় এখন তা রাজধানীর কেন্দ্রে পরিনত।

রাসেল এর ছবি

ক্যামোন হামলা হৈলো?

-------------------------------------------------------
বাংলায় হাগি, মুতি, বাঁচি

------------------------------------

আমি তো গণে নেই বিচ্ছিন্ন একা
সঙ্ঘে সমুহে নেই সঙ্ঘমিতা।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।