পাখী উড়ে গেছে , বালিশ ঘুমায়-
আমার ছেলের লেখা প্রথম পরমাণু গল্প,
প্রথম গল্পেই জাঝা না দিয়া উপায় রইলো না। আশা করি, এই জাঝা থামবে না কখনো-
----------------------------------- ... করি বাংলায় চিৎকার ...
----------------------------------- বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
বালিশ ঘুমায় ! অসাধারণ !
আপনার ছেলেকে জাঝা
গুণবান পুত্রের পিতাকে অভিনন্দন।
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
হাহ হা। সেইরকম।
মাশা আল্লাহ। বয়স কত হইছে?
- বয়স মাশাল্লাহ অনেক। আড়াই তিন হইবো! ___________ চাপা মারা চলিবে কিন্তু চাপায় মারা বিপজ্জনক
বাহ্। বাপকা বেটা।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
হাহা অসাধারন ! আপনার পুত্রকে (বিপ্লব)
----------------------------------------- রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
----------------------------------------------- '..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
- সাব্বাশ, এই না হৈলে আমার মাইয়ার জামাই! ___________ চাপা মারা চলিবে কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ওরে এহানে তো সবে বাল্যবিবাহ দিয়া শ্যাস করল । আমরা বুইড়া ভাম হয়া যাইতেছি বিয়া হইতেছে না আর ওনারা ২-৩ বছরের বচ্চাদের বিয়া দিতাছেন। সবই কলিকাল ! eru ------------------------------------------------- pause 4 Exam
ভাগ্গিস কোল বালিসের কথা বলে নাই... ______________________________________ পথই আমার পথের আড়াল
______________________________________ পথই আমার পথের আড়াল
খাইছে!!! রাসেল ভাইয়ের ছেলে বলে কথা।
আমার চাচাতো ভাই যখন মোটামুটি কথা বলা শিখল সে অণুগল্প বলতে শুরু করল। তার সব অণুগল্পই ছিল বিয়োগাত্মক। সবগুলোর সমাপ্তি এক জায়গায় গিয়ে শেষ হত।
উদাহরণস্বরুপ:
এক দেশে ছিল একটা বাঘ। বাঘে পাছায় ফুটো ছিল না। বাঘটা হাগু করতে না পেরে মরে গেল। কি মাঝি? ডরাইলা?
মন্তব্য
প্রথম গল্পেই জাঝা না দিয়া উপায় রইলো না।
আশা করি, এই জাঝা থামবে না কখনো-
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
বালিশ ঘুমায় ! অসাধারণ !
আপনার ছেলেকে জাঝা
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
গুণবান পুত্রের পিতাকে অভিনন্দন।
মনে হয় তবু স্বপ্ন থেকে জেগে
মানুষের মুখচ্ছবি দেখি বাতি জ্বেলে
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
হাহ হা। সেইরকম।
আবার লিখবো হয়তো কোন দিন
মাশা আল্লাহ। বয়স কত হইছে?
- বয়স মাশাল্লাহ অনেক।
আড়াই তিন হইবো!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
বাহ্। বাপকা বেটা।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
হাহা অসাধারন ! আপনার পুত্রকে (বিপ্লব)
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
ঈশ্বরাসিদ্ধে:
অজ্ঞাতবাস
- সাব্বাশ, এই না হৈলে আমার মাইয়ার জামাই!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ওরে এহানে তো সবে বাল্যবিবাহ দিয়া শ্যাস করল । আমরা বুইড়া ভাম হয়া যাইতেছি বিয়া হইতেছে না আর ওনারা ২-৩ বছরের বচ্চাদের বিয়া দিতাছেন। সবই কলিকাল !
eru
-------------------------------------------------
pause 4 Exam
ভাগ্গিস কোল বালিসের কথা বলে নাই...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
খাইছে!!! রাসেল ভাইয়ের ছেলে বলে কথা।
আমার চাচাতো ভাই যখন মোটামুটি কথা বলা শিখল সে অণুগল্প বলতে শুরু করল। তার সব অণুগল্পই ছিল বিয়োগাত্মক। সবগুলোর সমাপ্তি এক জায়গায় গিয়ে শেষ হত।
উদাহরণস্বরুপ:
এক দেশে ছিল একটা বাঘ। বাঘে পাছায় ফুটো ছিল না। বাঘটা হাগু করতে না পেরে মরে গেল।
কি মাঝি? ডরাইলা?
নতুন মন্তব্য করুন