শিরিনের গান মেড ইজি

রাসেল এর ছবি
লিখেছেন রাসেল (তারিখ: সোম, ১৯/০৫/২০০৮ - ৯:১৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

অনুবাদ করে করে এগিয়ে যাই। গান শুনি, শিরিনের গান। তার বিশিষ্ট উচচারণরীতির ফাঁকফোকর খুঁজে বের করতে হয়, এরপরে সেখানে মোটামুটি একটা অর্থবহ শব্দ প্রতিস্থাপন, এবং সেটাকে বোধগম্য করে তোলার শেষ প্রচেষ্টার পরে যখন বুঝতে পারি আদতে এখানে উপযুক্ত শব্দটা এই তখন হঠাত করেই মনটা ভালো হয়ে যায়। আমাদের লোকগীতিতে এত ভালো কথা আছে।

শিখিয়া পীড়িতি করিলো ডাকাতি ভুলিয়া রইয়াছে আমায় সখী কি করি উপায়

সে ভুলে রয়েছে আমার মনে আছে আমি যে ভুলিতে পারি না হায়
পাষাণে বাধিবে নিষ্ঠুর সাজিবে সরলে গরল এতো ছলনা
যদি তুমি জানো বন্ধুয়ারে আনো নইলে প্রাণ রাখা দায়
সখীরে কি করি উপায়

যদিগো এই মন ছিলো বন্ধুর মন তবে কেনো ভবে দিলো আসিতে
বাঁচা মরা সমান ভরিয়া দু নয়ান তবে পারিলাম না তারে দেখিতে
বুকে মারো ছুড়ি যাই প্রাণে মরি খবর জানাইয়ো মথুরায়
সখীরে কি করি উপায়

বলে আমিরুদ্দীন পাইবো এক দিন বুঝিবে সেই দিন বিচার কালে
“ধারাপুরা” বুঝি না তোমারে করি মানা বান্দিয়া রাখিয়ো অই তমাল ডালে
আমায় নিয়ো কোলে প্রাণনাথ আসিলে ফেলে দিয়ো বন্ধুয়ারি পায়
সখীরে কি করি উপায়

একটা গান শুনেই পরিশ্রান্ত হয়ে যাই। বার বার শুনেও ধারাপুরা বুঝি না এই শব্দটাকে উদ্ধার করতে পারি না।

যদিও
সে বুলে রয়েছে আমি যে বুলিতে পারি না
ফাশানে বাদিবে এত চলনা যদি তুমি ঝানো
প্রতিটা অন্তরায় নতুন নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে তবে কুল শেভিং ক্রীমের বিজ্ঞাপন দেখে নতুন করে উঠে দাঁড়াই।

যদি গো এই মন চিলও বন্ধুর মন বুকে মার শুড়ি যাই প্রাণে মরি
খবর জানাইয়ো মতুরায়

বলে আমিরুদ্দীন ফাইব একদিন বান্ধিয়া রাইকো

আমায় নিয়ো খুলে বন্ধুয়া আসিলে

নিজের যোগ্যতায় নিজেই আশ্চর্য হয়ে যাই। আমি কেনো এত পারি।

নিজের অভিজ্ঞতা থেকে বুঝলাম শিরিনের গান শুনে সঠিক ভাবে বুঝবার ক্ষমতা খুব বেশী মানুষের নেই, তাই নিজের তাগিদেই দেশের আপামর জনগণের জন্য শিরিনের গান মেড ইজি-

বাংলা ভাষায় অল্প প্রাণ মহাপ্রাণ বর্ণ আছে- শিরিনের গান শুনবার সময় সকল অল্প প্রাণ বর্ণকে মহাপ্রাণে রূপান্তরিত করে এবং একই ভাবে সকল মহাপ্রাণ বর্ণকে অল্পপ্রাণে রূপান্তরিত করে অরূপের ভবিষ্যত বানান সংশোধক এবং বানান পরামর্শক সফটওয়্যারে বসাতে হবে। এবং এরপরে নিজের ভাবনার উপরে ভরসা রাখতে হবে, সম্ভবত আপনি যা শুনছেন কিংবা আপনার যা বোধগম্য মনে হচ্ছে সেটা সম্ভবত গীতিকার নাও লিখে থাকতে পারেন-

বাট আফটার রিডিং দিস মেড ইজি,অলমোস্ট অল ওফ দ্যা টাইম ইফ ইউ মিস দ্যা বুলস আই- ইউ ডিড নট মিস ইট বাই মাচ। ইউ আর সার্টেইনি বি ক্লোজার দ্যান বিফোর ইউ ওয়্যার ।

অরূপের কাছে এর কার্যপ্রনালী শুনলাম কদিন আগে- আমার নিজের সন্দেহ এই অল্পপ্রাণ মহাপ্রাণ রূপান্তরের ভাবনাটা তার ভেতরে জন্ম নিয়েছে শিরিনের গান অনুবাদের সময়।

বিদেশী একজন যার বাবা মা কোনো এক কালে চট্রগ্রামের অধিবাসী ছিলো তার কণ্ঠের গান শুনে মুগ্ধ হয়ে যেতেই হয়। অন্তত এক জন বিদেশী নাগরিক বাংলায় গান গাইছে এটার আনন্দ কম না। শিরিন হয়তো জনগণের ভোটে এবার বাংলাদেশের সেরা গায়িকা হয়ে যাবে, তবে সেটা নিয়ে কিছু বলা যাবে না, যে দেশে বিপ্লব শ্রোতাদের ভোটে সেরা সঙ্গীত শিল্পী নির্বাচিত হয় সেই দেশের জনগণের গানের রুচি নিয়ে কথা বলা অনর্থক।


মন্তব্য

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

আপনে দেখি গানের ক্ষেত্রে গণতন্ত্র মানতে রাজি না।
-----------------------------------------------
Those who write clearly have readers, those who write obscurely have commentators.--Albert Camus

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

রাসেল এর ছবি

মতাহির ভাই
অনেক দিন পরে দেখলান নাড়াচাড়া দিয়া খাড়াইলেন।
ভাই শইলডা ভালা।
গণতন্ত্র না মাইন্যা উপায় আছে- একজন এখানে আসছে, কবি, মুর্তালা রামাত- সে আবার ক্লোজ আপ ওয়ান সেরা কবি।
তার কবিতার বইটা পড়ে দেখলে বুঝবেন বাংলাদেশের বর্তমান।

------------------------------------

আমি তো গণে নেই বিচ্ছিন্ন একা
সঙ্ঘে সমুহে নেই সঙ্ঘমিতা।

------------------------------------

আমি তো গণে নেই বিচ্ছিন্ন একা
সঙ্ঘে সমুহে নেই সঙ্ঘমিতা।

কনফুসিয়াস এর ছবি

রাসেল ভাই,
মূর্তালা রামাতের কবিতা পড়ছি বহুৎ। আপনার অবজ্ঞা প্রদর্শনের কোন কারণ খুইজা পাইলাম না। ওরে যদি আপনি বাংলাদেশের বর্তমান অবস্থার স্ট্যান্ডার্ড ধরেন, তাইলে তো কমু অবস্থা বেশ সন্তোষজনক। কারণ এই স্ট্যান্ডার্ডের কবিতা "বর্তমান" সময়ে খুব বেশি চোখে পড়ে বইলা মনে হয় না।

-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

আরিফ জেবতিক এর ছবি

আমার মনে হয় অরূপের উচিত একটা সঙ্গীত মেড ইজি কনভার্টার বানানো । সেখানে অডিও ফাইল ঢুকিয়ে কনভার্ট করে শিরিন , মিলা , তিশমা এসব শোনা যেতে পারে ।

এ ব্যাপারে আপনাকে বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ দেয়ার দাবী জানাই ।

তাছাড়া ফুয়াদের কাছ থেকে সূত্রগুলো জেনে নিতে হবে কনভার্টার বানানোর আগে ।

তানবীরা এর ছবি

মাত্র শিরিন বেলজিয়ামে গান গেয়ে গেলেন। ২৭শে এপ্রিল। আমি সামনা সামনি দর্শন এবং শ্রবন করেছি বিধায় মন্তব্য দেয়া থেকে বিরত থাকলাম। শুধু মনে হলো বাংলা গানরে মাফ কইরা দিলে হয় না ???

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

হিমু এর ছবি

রাসুদা ইদানীং ভাতের সাথে কী খাও?


হাঁটুপানির জলদস্যু

রাসেল এর ছবি

ভাতের সাথে?
ভাই ভাতই ঠিক মতো পাইতাছি না আবার সঙ্গত চাও দেখি।
তয় মাঝে মইধ্যে ভাত জুটলে প্রথম আলো থেইক্যা আলুর ১০১ রেসিপির ছবি দেইখ্যা ভাতটা মনে কর গিইল্যা ফেলাই।
মইন উ কইছে ভাতের উপরে চাপ কমাইতে তাই কামড়াই না গিল্যা ফেলাই, ভাতেরে কষ্ট দিয়া লাভ নাই
------------------------------------

আমি তো গণে নেই বিচ্ছিন্ন একা
সঙ্ঘে সমুহে নেই সঙ্ঘমিতা।

------------------------------------

আমি তো গণে নেই বিচ্ছিন্ন একা
সঙ্ঘে সমুহে নেই সঙ্ঘমিতা।

আরিফ জেবতিক এর ছবি

ভাতের উপর চাপ কমাইবার এই তরিকাটি অতি উত্তম । এটা প্রচার করে আপনিও বিটিভিতে প্রোগ্রাম করতে পারবেন ।
লেগে যান ।

অতিথি লেখক এর ছবি

শিরিনের গান শুনি না , শুনলে বুঝি না বোঝার চেষ্টাও করি না।
-নিরিবিলি

সুমন চৌধুরী এর ছবি
আলমগীর এর ছবি

রাসেল ভাই
ক্ষেপছেন কেন? শিরিন তো ভালই গায়। আঞ্চলিক উচ্চারণে তার বিশেষ সমস্যা তো নাই। (আমি চাটগাইয়া বেশি বুঝি না, বৌ কিছু বুঝে)

রাসেল এর ছবি

আপনে মিয়া আমার মেড ইজির ফার্স্ট কাস্টমার, লক্ষী যারে কয়, আপনেরে দিয়াই বউনি করতে হইবো।
গান শুনেন কিন্তু বুঝেন না, বৌ বুঝে সেইটা বুইঝ্যাই চুপ থাকেন। বৌয়ের উপ্রে কথা কওনের সাহস নাই, বৌ যদি আবঝাব বুঝায়া দেয় কিছু কইবার পারবেন না। এই মেড ইজি টেকনিক ফলো কইরা দেখেন, খোদার উপ্রে খোদাগিরি করা যাইবো।

------------------------------------

আমি তো গণে নেই বিচ্ছিন্ন একা
সঙ্ঘে সমুহে নেই সঙ্ঘমিতা।

------------------------------------

আমি তো গণে নেই বিচ্ছিন্ন একা
সঙ্ঘে সমুহে নেই সঙ্ঘমিতা।

ধুসর গোধূলি এর ছবি

- আমিও শিরিনের গান শুনছি মনে হয়, কিন্তু এখন মনে করতে পারতাছিনা কোনটা সে!

আইচ্ছা, শিরিন কোনটা?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

আলমগীর এর ছবি

রসিক দেল কা জ্বালা
ও লাল কোর্তা ওয়ালা
দিলে বড় জ্বালা রে পাঞ্জাবী ওয়ালা।

(ব্যাকগ্রাউন্ডে হাবিবের ক্রসফেডিং ইফেক্ট ধরে নেন।)

সুজন চৌধুরী এর ছবি

আমি পুরা ১মত মেড ইজি লাগবৈ ।
আইজ পর্যন্ত পাঞ্জাবীওয়ালার ১ম লাইন আবিষ্কার করতে পারলাম না।


লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ

হিমু এর ছবি

সুকে ত্তাকা জাল্লা
হোয় লাল কুর্তাঅল্লা
দিলে ভড় জালা রে পানজাবিওয়াল্লা


হাঁটুপানির জলদস্যু

রেজওয়ান এর ছবি

বেশীর ভাগ জনগণ ইদানীং গানে না দেহের ঝাঁকি ও সুরে মজেছে সেটির একটি জরিপ করা দরকার। বাংলাদেশী স্টাইলের গণতন্ত্রের এই সমস্যা ৪৯% লোকের কথা পুরোপুরি অগ্রাহ্য করা হয়। আর আদর্শ গণতন্ত্র নাকি সংস্কৃতির মত চর্চার ব্যাপার। না ব্যাপারটা অন্যদিকে মোড় নিচ্ছে।

আমার এক বন্ধু (পরিচিত) বড়াই করছিল যে সে মেহেরীনের জন্যে গান লিখেছে। আমি বললাম তার তো বাংলা উচ্চারণে সমস্যা, তোমার গানের তো বারোটা বাজাবে! সে বলল তাই নাকি? আমি তো টের পাই নি, ওর গান ভাল মত শুনতে হবে।

জি, সমস্যাটা ওইখানে।

পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

শিরিনের মিউজিক ভিডিও দেখছেন? আমি দেইখা পুরা বোবা হয়া গেছিলাম... সেই দুঃসহ স্মৃতি মনে হইলে এখনও দিলে ঝাঁকি খাই। এইটা ঠিক বলছেন... যেই দেশে পাঠকের ভোটে বিপ্লব হয় সেরা গায়ক সেই দেশে গান নিয়া কথা কওনে যুত নাই।

______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

দ্রোহী এর ছবি

না জ্জেনে বুল বুজো না প্রাণে ব্যথা দিও না।


কি মাঝি? ডরাইলা?

শামীম এর ছবি

গুল্লি
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

আরিফ জেবতিক এর ছবি

আজকে সিডিটা কিনেছি । চালানোর সাহস পাই নাই এখন পর্যন্ত ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।