সময়ের চেয়ে অগ্রসর র্যাব

রাসেল এর ছবি
লিখেছেন রাসেল (তারিখ: বুধ, ১০/০৯/২০০৮ - ৪:৫১অপরাহ্ন)
ক্যাটেগরি:

একজন একটু এগিয়েই থাকে আদতে,
আজ ১০ই সেপ্টেম্বর, ২০০৮, অগ্রসর র্যাবের ওয়েব সাইটে প্রকাশিত সংবাদের তারিখ দেখাচ্ছে ১১ই সেপ্টেম্বর।

তত্ত্বাবধায়ক সরকারের (৩০ অক্টোবর ২০০৬) দায়িত্ব গ্রহনের পর ০৯ সেপ্টেম্বর ২০০৮ তারিখ পর্যন্ত উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ বিস্ফোরক ও গ্রেফতারকৃত আসামীদের সামারী
11-09-2008

ক্রমিক
উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদের বিবরণ
মোট

১।
মোট অস্ত্র ২,৬৩০

২। মোট গোলাবারুদ ২৭,৮১৫

৩। মোট বিস্ফোরক (ককেটল/বোমা) ১,৩৯৯

৪। মোট অন্যান্য অস্ত্র ১০৫৬

৫। পাওয়ার জেল ৬৬ কেজি ও ১৮ প্যাকেট

৬। ইলেকট্রিক ডেটোনেটর ২০

৭। গ্রেনেড (আরজেস, এনএসপি, ইমপ্রোভাইজড্) ৪৫

৮। হ্যান্ড গ্রেনেড বডি ১৫

৯। গান পাউডার ১৪,৪৭৫ কেজি

১০। এক্সপ্লোসিভ ৬৩,৯৪৫ কেজি
১১। এ্যামোনিয়াম নাইট্টেট ৪.২৫০ কেজি
মোট গ্রেফতার (বিভিন্ন অপরাধী ) ২৬,১৬২

গত ১০ সেপ্টেম্বর ২০০৮ তারিখ উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ, বিস্ফোরক ও গ্রেফতারকৃত আসামীদের সামারী

ক্রমিক
উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদের বিবরণ
মোট

১।
মোট অস্ত্র ০৪

২। মোট গোলাবারুদ ০৬

৩। মোট বিস্ফোরক ০৪

৪। মোট অন্যান্য অস্ত্র -

৫। ফেন্সিডিল ৬৬ বোতল ও ১২ বোতল রিকোডেক্স সিরাপ

৬। হেরোইন ৫০ গ্রাম

৭। গাঁজা ০১ কেজি ও ২৫০ গ্রাম
৮। বিয়ার/মদ ১৫৮ বোতল

মোট গ্রেফতার (বিভিন্ন অপরাধী ) ২৩ জন

গত ১০ সেপ্টেম্বর ২০০৮ তারিখে র‌্যাব কর্তৃক গ্রেফতারের পরিসংখ্যান

ক্রমিক
জেলার ‍নাম
গ্রেফতারের সংখ্যা

১।
ঢাকা জেলা ২০

২। ঝিনাইদহ জেলা ০৭

৩। গোপালগঞ্জ জেলা ০২

৪। সিলেট জেলা ০২

৫। রাজবাড়ী জেলা ০৩

- - -

- - -

- - -

- - -

- - -
- - -
- - -
- - -
মোট গ্রেফতার ২৩ জন

র‌্যাব-৪, ঢাকা কর্তৃক পরিত্যাক্ত অবস্থায় অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
11-09-2008

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪, ঢাকা এর একটি দল গত ০৯ সেপ্টেম্বর ২০০৮ তারিখ ২৩৫০ ঘটিকার সময় রাজধানীর পল্লবী থানাধীন সেকশন-১১, ব্লক-এ, লাইন-৩, বাসা-৭ এর সামনে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় নিম্নবর্ণিত অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করে ।

উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ ‍ঃ

(১) রিভলবার - ০২ টি ।
(২) রিভলবারের গুলি - ০৬ রাউন্ড ।

র‌্যাব-৬, খুলনা কর্তৃক র‌্যাবের ভ্রাম্যমান আদালত কর্তৃক ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে জরিমানা আদায়
11-09-2008

গত ০৯ সেপ্টেম্বর ২০০৮ তারিখ ১৩৩০ ঘটিকার সময় র‌্যাব-৬, খুলনা এবং ভ্রাম্যমান আদালত এর ম্যাজিষ্ট্রেট এর সমন্বয়ে গঠিত ভেজাল বিরোধী অভিযান দল যশোর জেলার নওয়াপাড়া রোড এবং শেখহাটি এলাকার পানির বোতল ভর্তির কারখানা ও মুড়ি তৈরীর কারখানাগুলোতে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে নিম্নবর্ণিত কারখানাসমুহগুলোতে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরী/বিক্রয় করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট কর্তৃক এএস ফুড এ্যান্ড বেভারেজ কোং এবং রেজাউল ইসলামকে মো ১২,০০০/- টাকা জরিমানা আদায় করে । উল্লেখ্য যে, জরিমানার টাকা অভিযুক্তদের নিকট হতে আদায় করতঃ ভ্রাম্যমান আদালত কর্তৃক কার্যকরী ব্যবস্থা গ্রহন করা হয়েছে ।

বুঝি না আসলে কি থেকে কি হয়, আজকে যেই সংবাদ প্রকাশিত হয়েছে সেটাও হয়তো পাওয়া যাবে ১০ তারিখের সংবাদ ঘাটলে


মন্তব্য

তানবীরা এর ছবি

তাহলে আর বাংলাদেশকে কেউ অনগ্রসর বলতে পারবে না।
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

রাসেল এর ছবি

চমৎকার লাগলো দেখে ১০ই সেপ্টেম্বর উদ্ধারকৃত গোলাবারুদের সংখ্যা এবং গ্রেফতারের সংখ্যা। এটা রাখলাম জমিয়ে, আগামি কাল সকালে দেখবো এই তালিকার কোনো বদল হয় কি না।
------------------------------------

আমি তো গণে নেই বিচ্ছিন্ন একা
সঙ্ঘে সমুহে নেই সঙ্ঘমিতা।

------------------------------------

আমি তো গণে নেই বিচ্ছিন্ন একা
সঙ্ঘে সমুহে নেই সঙ্ঘমিতা।

আলমগীর এর ছবি

ডেটাবেস রিস্টোর করতে টাইম উল্টাপাল্টা হতেই পারে। এটা বরং আপনার ব্লাফ তত্ত্ব ভুল প্রমাণ করবে। স্ক্রিনের কোণায় দেখানো তারিখ ঠিকই আছে।

রাসেল এর ছবি

হুমম সত্যি কথা আলমগীর সাহেব-

প্রকাশিত সংবাদে কোথাও ক্রস ফায়ারের সংবাদ নেই, মির্জা সাইট হ্যাক করে শুধু ক্রস ফায়ারের সব সংবাদ মুছে ফেলেছে। পরিত্যাক্ত অস্ত্র উদ্ধারের গল্পগুলো পেছনে রেখে গেছে, কিন্তু পরিত্যাক্ত হয়ে যাওয়ার আগে অস্ত্র মালিকের অপমৃত্যুর গল্পটা মুছে মির্জা ভালোই করেছে।
আদতে র্যাবের সাইটে ঘোরাঘুরির বাসনা হলো কথিত গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত মুছে ফেলবার দাবি থেকে।

কোনায় দেখানো তারিখ ঠিক দেখাচ্ছে হয়তো, তবে এটা ডিজিটাল ইনপুট না, র্যাবের একটা মিডিয়া সেকশন আছে, তারাই এইসব তথ্য সংগ্রহ করে, তারাই কম্যুনিকেশন করে সংবাদপত্র খবর পাঠায়।

জুন ১৮,টুটুল কিংবা আকাশ ক্রস ফায়ারে নিহত হয় কুষ্ঠিয়ায়, জুন ১৪ থেলে ২৭ কোনো দিনের সংবাদেই এই বিষয়টা নেই। আপনি একটু ঘুরে দেখেন, কোথাও র্যাবের বীরত্ব গাঁথা ছাড়া অপকর্মের কোনো সংবাদ আছে কি না

এই শুদ্ধ ভাবমুর্তিপ্রকাশী ওয়েব সাইট দেখে এখানের গুরুত্বপূর্ণ খোঁয়া যাওয়া তথ্যের বিষয়টা বুঝবার চেষ্টা করছি আপাতত। আপনিও একটু ঘুরে জানান কি কি হারিয়ে গেছে তথ্যসন্ত্রাসীর হাতে।

------------------------------------

আমি তো গণে নেই বিচ্ছিন্ন একা
সঙ্ঘে সমুহে নেই সঙ্ঘমিতা।

------------------------------------

আমি তো গণে নেই বিচ্ছিন্ন একা
সঙ্ঘে সমুহে নেই সঙ্ঘমিতা।

আলমগীর এর ছবি

ভাই আমি সাহেব না, নাম ধরে ডাকলেই হয়।
আগেও ক্রস ফায়ারের খবর তাদের সাইটে দেখেছি বলে মনে হয় না। তাদের কুকীর্তির কথা সাইটে রাখবে এটা বিশ্বাস হয় না। তারা কত জন মানুষ মেরেছে, কখন কাকে কাকে মেরেছে, প্রকাশ্যে মানুষকে পিটিয়েছে এসব নিয়ে আগে অনকে গলা ফাটিয়েছি। পুরোনো পোস্টে/মন্তব্যে পাবেন।

কিন্তু আপনার লেখার মূল বিষয়টা আমার মনে হয়েছিল তারিখটা একদিন পরের দেখানো (এখন মনে হচ্ছে আপনি ভিন্ন বিষয় বলতে চেয়েছেন।) তারিখটা যে ডেটাবেস থেকে আসছে, সেটা ইংরেজি দেখেই বোঝা যায়। (সার্ভারের টাইম জোন, পিএইচপির কোডিঙ, ডেটাবেস, এড ডজন কারণে টাইম উল্টা পাল্টা আসতে পারে।) এই সচলেই দেখবেন কেউ কেউ সচল হয়েছেন ১৯৭০ সালে!

ভালো থাকবেন (একটু দৌড়ানোর জন্য আলোচনায় ভালমতো যোগ দিতে পারছি না)।

অতন্দ্র প্রহরী এর ছবি

হুমম।
________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

দুর্দান্ত এর ছবি

ওয়েবসাইটের এই ভুলটি যেন আসল খবরটাকে খাটো না করে ফেলে। RAB - 4 এর যে দলটি একটি সফল উদ্যোগ নিয়ে দুটি রিভলবার আর গুলি উদ্ধার করেছেন, তারা নিশ্চই প্রসংশার যোগ্য।

রাসেল এর ছবি

তাতো অবশ্যই র্যাবের কর্মতৎপরতার আমি মুগ্ধ ভক্ত,আমি তথ্য খুঁজবার চেষ্টা করছি, যেসব তথ্য খোঁয়া গেছে মির্জার অপতৎপরতায়। আপাতত দেখা যাচ্ছে মির্জা শুধুমাত্র ক্রস ফায়ারের গল্পগুলো মুছে ভালো ভালো সংবাদগুলোকে রেখে গেছে।

------------------------------------

আমি তো গণে নেই বিচ্ছিন্ন একা
সঙ্ঘে সমুহে নেই সঙ্ঘমিতা।

------------------------------------

আমি তো গণে নেই বিচ্ছিন্ন একা
সঙ্ঘে সমুহে নেই সঙ্ঘমিতা।

নজমুল আলবাব এর ছবি

আপনেরতো ভালই সহ্যশক্তি। এই খাইস্টা জিনিসগুলা বইসা বইসা দেখছেন, কপি করছেন পরে আবার পোস্টাইছেনও...

ভুল সময়ের মর্মাহত বাউল

রাসেল এর ছবি

খাইস্টা জিনিষ না, উপাদেয় সময় বিশেষে,তাদের তথ্য ভান্ডারে বলা আছে ২০০৫ এর ডিসেম্বর পর্যন্ত মাত্র ৫ জন নিহত হয়েছে গোলাগুলিতে। কথিত ক্রস ফায়ারে ২০০৫ সালে নিহত হয়েছে নিদেনপক্ষে ৩০০ মানুষ, তবে র্যাবের পরিসংখ্যানকে প্রশ্ব করা উচিত না। প্রশ্ন করলেই ক্রস ফায়ারে ফেলে দিতে পারে, কিংবা হারামি মির্জা এই তথ্যগুলো মুছে দিয়েছে।

------------------------------------

আমি তো গণে নেই বিচ্ছিন্ন একা
সঙ্ঘে সমুহে নেই সঙ্ঘমিতা।

------------------------------------

আমি তো গণে নেই বিচ্ছিন্ন একা
সঙ্ঘে সমুহে নেই সঙ্ঘমিতা।

অনিশ্চিত এর ছবি

রাসেল... ভাই কি অনেকদিন পর লিখলেন? লেখালেখিতেও কি বিরতি চলে?

‌‌-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!

‌‌-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

"র‌্যাব" নিয়ে গত কয়েকদিনের আলোচনায় দেখছি কেউ লিখছেন "ড়্যাব", কেউ লিখছেন "র্যাব" (এর উচ্চারন কিভাবে করবো?) আবার বাংলায় সমস্যা দেখে কেউ লিখছেন RAB।

ইংরেজী RAB-এর বাংলা উচ্চারন "র‌্যাব" হওয়াই উচিত। সচরাচর তাই লেখা হয়ে থাকে। সচলে যারা "ড়্যাব" বা "র্যাব" লিখছেন তারা কি তা ইচ্ছে করে লিখছেন নাকি সিস্টেমের গোলমালে এমনটা হচ্ছে? যদি সিস্টেমের গোলমাল হয়ে থাকে তাহলে বলার কিছু নেই। তবে এটি ইচ্ছেকৃত হলে তা একটু দৃষ্টিকটু।

র‌্যাব বিষয়ক সচলে প্রকাশিত প্রতিটি লেখাই সুচিন্তিত এবং গুরুত্বপূর্ন। অবশ্য র‌্যাব নিয়ে হালকা কথাবার্তা বলার কোন উপায় আছে বলে মনে হয় না। অমন ভারী বিষয় নিয়ে লেখার সময় মূল চরিত্রের নাম অপ্রচলিত বা বিকৃত উচ্চারনে লেখাটা কি ভালো দেখায়? বাংলা বানানের ক্ষেত্রে শফিক রেহমানীয় পদ্ধতি অনুসরন না করাই কি ভাল না?

আমার এই মন্তব্যর জন্য আমি আগে ভাগেই ক্ষমা চেয়ে নিচ্ছি (আমার অপরাধ হোক বা না হোক)। কারন, ইদানীং সচলে মন্তব্য-আলোচনাগুলো হঠাৎ করেই অসহিষ্ণু হয়ে উঠছে। ব্যাপারটা একেবারেই ভালো লাগছেনা। বিতর্ক পছন্দ করি, কুতর্ক না, আর ব্যক্তিগত আক্রমন তো একেবারেই না।

===============================
তোমার সঞ্চয় দিনান্তে নিশান্তে পথে ফেলে যেতে হয়


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

শামীম এর ছবি

র এর য-ফলা দিলে অনেক সিস্টেমেই সেটাকে ঠিকমত দেখাতে পারে না (ফায়ারফক্স + ইউনিকোডের ব্যাপার)। দেখায় য-রেফ এর মত (র্যাব)। তাই ঐ বিকৃতি এড়াতে আমি ড় ব্যবহার করি - কারণ বাংলা থেকে ইংরেজি কী-বোর্ডে গিয়ে RAB লিখে আবার বাংলায় ফেরৎ আসার চেয়ে ড়্যাব লেখা দ্রুততর।

আশা করি এরপর আর ভুল বোঝার অবকাশ থাকবে না।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।