র্যাবের ওয়েব সাইট পুনরায় হ্যাক হলো

রাসেল এর ছবি
লিখেছেন রাসেল (তারিখ: শনি, ১৩/০৯/২০০৮ - ৩:২৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

অনেক বিতর্ক হলো আলোচনাও হলো, র্যাবের ওয়েব সাইট হ্যাক করে মির্জা ১ দিনের রিমান্ড শেষে ফিরেও আসলো।

তবে র্যাবের ওয়েব সাইটের নিরাপত্তা কি বেড়েছে মোটেও, বন্দুকধারী কালো গিলাফপড়া সদস্যের ছবি থাকলেই সাইটের অন্তর্জালিক নিরাপত্তা বৃদ্ধি পায় না,

কা'বা ঘরের ছবি রেখে কিংবা কুরবানীর গরুর রক্তের ছাপ দরজায় রেখে গৃহে অপদেবতার প্রবেশ রুখতে চায় অনেকেই, র্যাবের মতিগতিও তেমন।
অন্তত এত আলোচনার পরেও পুনরায় যখন ওয়েব সাইট হ্যাক হয়ে যায় তখন এইসব নির্বোধদের কাছ থেকে কি আশা করা যায়?

http://www.rab.gov.bd/news_list.php

নীচের ছবিটা দেখবার মতো, যদি আপলোড করা যায় তাহলে আপলোড দিবো।


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

আলমগীর এর ছবি

রাসেল
আপনি একটু কষ্ট করে ওয়েব সাইটের নিরাত্তা নিয়ে একটু পড়াশোনা করুন। সাইট ক্র্যাক হওয়া মানে নির্বোধেরা সেটা চালাচ্ছে তা না। নিরাপত্তা কোন পণ্য না যে তারা কিনে আনবে আর সাইটে বসিয়ে দেবে।

ঘটনাটাকে এভাবে ব্যাখ্যা করা যায় কি: মির্জার কীর্তিতে উৎসাহী হয়ে এখন অনেকেই সে সাইটের পেছেনে লেগেছে। এই আশংকাই তো করছিলাম আমরা।

ভূঁতের বাচ্চা এর ছবি

মীর্জার উৎসাহে অন্যরা উৎসাহিত হয়েছে পুনরায় হ্যাক করতে এটা যেমন ঠিক তেমনি প্রথমবার হ্যাকড হবার পর র‌্যাবের উচিত ছিল সাইটের নিরাপত্তা বৃদ্ধি করে তবেই সাইট পুনরায় আপ করা। কিন্তু তারা সেটি না করে নির্বুদ্ধিতার পরিচয় দেয়নি সেটাও বলা যাচ্ছেনা।

--------------------------------------------------------

আলমগীর এর ছবি

প্রথমবার হ্যাকড হবার পর র‌্যাবের উচিত ছিল সাইটের নিরাপত্তা বৃদ্ধি করে তবেই সাইট পুনরায় আপ করা। কিন্তু তারা সেটি না করে নির্বুদ্ধিতার পরিচয় দেয়নি সেটাও বলা যাচ্ছেনা।

আরে ভাই, নিরাপত্তা বৃদ্ধি করবে মানে? ইটের দেয়াল দিতে ১০হাজার টাকা লাগলে, লোগার গরাদ দিতে ২লাখ লাগে। লোহার গরাদের বাইরে সৈন্য সামন্ত নিয়োগ করতে হলে ২কোটি লাগে।

আপনাদের ধারণা ড়্যাবের ওরা অকাট মুর্খ। এটা ঠিক না। জ্ঞানের অভাব থাকতে পারে, তবে তার চেয়েও বেশী অভাব টাকার।

ভূঁতের বাচ্চা এর ছবি

অকাট মূর্খও বলিনি আলমগীর ভাই।
এতই প্রতিকূলতা থাকলে সাইট না রাখাই কি যুক্তিযুক্ত নয় ?
এমন সাইট রেখে তো নিজেদেরই ভাবমূর্তির বারোটা বাজানো হচ্ছে।
একেবারে গরীবের ঘোড়া রোগের মতন দশা হয়ে গেলনা !?!?

--------------------------------------------------------

সবজান্তা এর ছবি

আমি নিতান্ত মূর্খ মানুষ, তবু ভয়ে ভয়ে বলি। সিকিউরিটি কি শুধুই টাকার ব্যাপার ? আমি ব্যক্তিগত জীবনে গোটা দুয়েক ওয়েব সাইট ( যার মধ্যে একটি ফোরাম ছিল ) করেছি। আমার সেই ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমার মনে হয়েছে, খোঁজ খবর রাখাটা অনেক জরুরি। কখন কোন ভালনারাবিলিটি রিলিজ পেল, তার প্যাচ কখন রিলিজ পেল ইত্যাদি জানা। সেই সাথে প্যাচ বিহীন ফল্টি মডিউলগুলি যদি অত্যাবশ্যক না হয় তবে তাদের আন-ইন্সটল করে ফেলা -এরকম টুকিটাকি কাজগুলি আর কিছু না হোক, স্ক্রিপ্টকিডদের হাত থেকে অনেক বেশি সুরক্ষিত করে।

আর আরিফ ভাই এর কথা অনুযায়ী ( যেটা আমিও কোন এক ব্লগে পড়েছিলাম) র‌্যাব যে দুই-আড়াই লাখ টাকা খরচ করে, সেটা দিয়ে কিন্তু আর যাই হোক, এরকম দু-চার দিন পর পর হ্যাক আশা করা যায় না। শুনতে খুব খারাপ লাগলেও, আমাদের দেশেই অনেক ছেলে-মেয়ে আছে যারা শখে বিভিন্ন কমিউনিটি ফোরাম চালায়, ওদেরকে মাসে মাসে পঞ্চাশ হাজার টাকা দিলে এর চেয়ে অনেক বেশি সুরক্ষিত রাখতে পারবে এই সাইট - অন্তত আমার তাই বিশ্বাস।


অলমিতি বিস্তারেণ

আলমগীর এর ছবি

কখন কোন ভালনারাবিলিটি রিলিজ পেল, তার প্যাচ কখন রিলিজ পেল ইত্যাদি জানা। সেই সাথে প্যাচ বিহীন ফল্টি মডিউলগুলি যদি অত্যাবশ্যক না হয় তবে তাদের আন-ইন্সটল করে ফেলা

সেটার জন্যই টাকা+মানুষ দরকার। ফোরাম আর সরকারী সাইট চালানো ভিন্ন বিষয়। আমাদের দেশের সরকারী দপ্তর কী নিয়মে চলে আপনার তা ধারণা থাকবে।

আড়াই লাখ টাকা মাসে বিশেষ কিছু না। LHC এর সাইট ক্র্যাক হয়েছে আজকের খবর অনুসারে।

শেয়ার্ড প্লাটফর্মে শুধু প্যাচ আপডেট বিশেষ কিছু দেয় না।

অছ্যুৎ বলাই এর ছবি

এইবার মির্জাকে ছেড়ে দিক। এখন বলা সহজ হবে মীর্জাকে ভুল করেই তারা ধরেছিলো। তবে ঘটনা কৌতুকপ্রদ।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

অতন্দ্র প্রহরী এর ছবি

ঘটনাটাকে এভাবে ব্যাখ্যা করা যায় কি: মির্জার কীর্তিতে উৎসাহী হয়ে এখন অনেকেই সে সাইটের পেছেনে লেগেছে। এই আশংকাই তো করছিলাম আমরা।

আমি আলমগীর ভাইয়ের মন্তব্যের সাথে একমত।
______________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

আরিফ জেবতিক এর ছবি

রেবের আর্থিক অসুবিধার কথা শুনে সমবেদনা জানাই । বেচারারা ইটের দেয়াল বানানোর টাকা পায় না , সুতরাং লোহার গরাদ বানাবে কিভাবে ?

কিন্তু এক ব্লগারের কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী রেবের ওয়েবসাইট মেইনটেনেন্সের জন্য মাসে এক কোম্পানিকে দেয়া হয় আড়াই লক্ষ টাকা ।

আমি ঘোষিত কম্পুকানা । আমার অফিসের দরিদ্র ওয়েবসাইটের মেইনটেন্সের জন্য আলাদা কোন বাজেট নেই , শুধু ডোমেইন আর হোস্টিংয়ের জন্য বছরে যৎসামান্য টাকা দিতে হয় ।

রেবের ওয়েবসাইটটি দেখে আমার অফিসের ওয়েবের চাইতে বেশি কিছু মনে হয় নি , একই সমান কোয়ালিটি মনে হয়েছে । আমি বরং ৭০টি ডোমেইন ইমেইল এড্রেস ব্যবহার করি , রেব বেচারারা ইয়াহুর ফ্রি এড্রেসেই আছে ।

আমি যখন বছরে মাত্র কয়েকহাজার টাকায় সাইট মেইনটেইন করি , সেখানে রেবের খরচ বছরে ৩০ লক্ষ টাকা ।

ব্লগের কেউ যদি আমাকে জানান যে ৩০ লক্ষ টাকা একটি সাইটের নূন্যতম নিরাপত্তা রক্ষায় যদি যথেষ্ঠ না হয় , তাহলে এই খাতে মোটামুটি কতো খরচ হতে পারে ? তাহলে রেবের বাজেট ঘাটতি সম্মন্ধে একটা ধারনা পেতাম ।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এই রকম ঘটনা আরো ঘটতেই থাকবে এরকমই আশংকা করি নাই?

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

মাহবুব লীলেন এর ছবি

এইসব ওয়েব টোয়েভ বাদ দেন
আসেন আমরা আবার হাতে চিঠি লিখে সরকারি ডাকঘরে পোস্ট করি
আর দলিল দস্তাবেজ সিন্দুকে তালা মেরে রাখি

রণদীপম বসু এর ছবি

...আর মোবাইলের বদলে সেই টরেটক্কাটকটক টেলিগ্রামে ফিরে যাই..

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।