নাচতে যখন নেমেছি
ঘোমটা রেখে লাভ কি?
চোলি কা পিছে কেয়া হে , নাগর বুঝো না??
বৌয়ের শরীর ঘাটো
উঠিবে অমৃত
উরূ ভ্রু রক্তস্রাব গলিত আবর্জনা।
ছয়ঘরে ঘুরে ঘুরে
রসিক নাগর লীলা করে
ধর্মের বক উড়ে ছড়িয়ে ধবল ডানা।
আমরাও লীলাবতি
অহেতুক কামরতি
প্রকাশ্যে চুম্বনে আধারের নটিপনা।
সংলগ্ন সংকোচে
অধরে অধর রেখে
অধম রাসেল করে বানী অর্চনা।।
মন্তব্য
দৃষ্টি তার ফিরে এলো, কোথা সে নয়ন!
চুম্বন এসেছে তার, কোথা সে অধর!
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
নতুন মন্তব্য করুন