সে স্মৃতি জমাতো ভালোবেসে তাই স্মৃতিচিহ্নে ভরে উঠে তার গোপন তোরঙ্গ
আমি বুকের ভিতরে তার মুখচ্ছবি নিয়ে ঘুরি কোথাও সমর্পন করতে পারি না স্মৃতির ভার
দিন যায়, দেয়ালের ক্যালেন্ডার বদলায়
তার পুরোনো স্যুটকেস ভরে যায় খুটিনাটি স্মৃতিআলাপনে
তবু কোনো কোনো মুখ দেখে তার মুখ পড়ে মনে ।
মন্তব্য
ডট ডট রাসেল?
---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
ডট ডটই হোক আর ড্যাস ড্যাসই হোক লাইনগুলো বড়ো ইয়ে । ছুঁয়ে যায় বড়ো ।
-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
জটিল
দুর্দান্ত!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
বিপদজনক মন্তব্য আসলে- মন্তব্য পাওয়াটাও বিপদজনক মনে হয়- কবিতার খসরা হিসেবে চলতে পারতো তবে এই কারো কারো মুখ দেখে তার মুখ পড়ে মনে ভাবনাটাকে আর কোনো আকৃতি দেওয়া গেলো না
------------------------------------
আমি তো গণে নেই বিচ্ছিন্ন একা
সঙ্ঘে সমুহে নেই সঙ্ঘমিতা।
কয়েকদিন আগে পড়েছিলাম, ভালো লাগার কথাটুকু জানানো হয়নি অফলাইনে ছিলাম বলে, অনলাইনে আপনাকে দেখে সে কথাটুকু জানাতে এলাম। ভীষণ রকমের ভালো লেগেছে। ২৫শে বৈশাখ লেখাটা কি সচলায়তনে পোস্ট করা যায়? আব্দার রইলো।
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
নতুন মন্তব্য করুন