বাংলাদেশের বিজ্ঞাপন শিল্প উন্নত হয়েছে এমন কথা শুনলে মজা লাগে এখন, অন্তত যেটুকু সময় টিভি দেখতে পারি সেইটুকু সময়ে বিভিন্ন বিজ্ঞপন দেখলে মন হারিয়ে যায়-
একটা বিজ্ঞাপন আছে কোনো এক নিপল কোম্পানির- সেখানে এক মায়ের মুখের সামনে একটা নিপল ঝুলে- এই নিপলটা বিশুদ্ধ না- প্রতিবারই মনে হয় এই বুড়ী কেনো ফিডার খাবে- অবশেষে বিজ্ঞাপনের শেষে আসে সেই শিশু যার জন্য এই নিপল কেনার পায়তারা-
তবে সবচেয়ে মজা লাগে পাথরের বিজ্ঞাপন দেখতে- প্রায় বিস্মরণে চলে যাওয়া অভিনেত্রী অঞ্জনা একটা পাথরের বিজ্ঞাপনের অভিনেত্রী- তার বিজ্ঞাপন কিংবা সেই দাড়িওয়ালা বেডার বিজ্ঞাপন- সেখানে সে বলে- জীবনটা এমন হলো কেনো- সোনা ধরলেও মাটি হয়ে যায়-
খুকখুক করে হাসি- এবং এর পরে জিঙ্গেল শুনি, জীবনের রং বদলে যাবে- উন্নতি হবে--
আমরা ঠিক কোন সময়ে বসবাস করি- একটুকরো বৈদেশি পাথর হাতে লাগাইলে আমাদের সব কিছুই বদলে যাবে এমন বিশ্বাস নিয়ে চলা মানুষ কম না , তাই এই জ্যোতিষ কিংবা পাথরের ব্যবসায়ীরা সপ্তাহে একদিন সিলেটে গিয়ে নিজের হাতে পাথর পরীক্ষা করে প্রদান করেন-
শালার জীবনটা অদ্ভুত- কবে যে রং বদলাবে- পাথর ছাড়াই।
মন্তব্য
বিজ্ঞপন !!!
অনিচ্ছাকৃত ভুলটা শুধরে নিলে ভালো লাগতো।
--------------------------------
জল ভরো সুন্দরী কইন্যা, জলে দিছ ঢেউ।
হাসি মুখে কওনা কথা সঙ্গে নাই মোর কেউ।
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
সিলেটে আসে নাকি? কেমনে? কবে? তারিখ আর সময়টা দেনতো একবার যাইতে চাইছিলাম
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
বাংলাদেশী বিজ্ঞাপণ- এ এক ইতিহাস, কাব্যময়, ভাষাময়, গতিময়, সুরময়, হাসি-কান্না-চমকের জমজমাট ত্রিশ সেকেন্ড।
মনে পড়ে ছোটোবেলায়-
কী মানিক, কি বাত্তি লাগাইলি?- ক্যা, ফিলিপস- মাছের রাজা ইলিশ আর বাতির রাজা ফিলিপস।
কী করে ভুলি-
তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে
জানি না তুমি ফুল না আমাকেই বেশি ভালোবাসতে- শার্প ব্লেড।
আরো আছে-
চাঁন প্রিন্ট শাড়ি শাড়ি শাড়ি
কিংবা
লুকাস ব্যাটারি
অথবা জাম্প কেডস।
আহারে সেই যুগ আর নাই। এই যুগের পোলাপানেরা দি সোর্ড অফ টিপু সুলতান দেখার জন্য তার আগে পয়তাল্লিশটা বিজ্ঞাপণের হ্যাপাও সহ্য করে না।
"তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে
জানি না তুমি ফুল না আমাকেই বেশি ভালোবাসতে- শার্প ব্লেড।"
ফাহা আমার যতদুর মনে পড়ে এই বিজ্ঞাপনের মডেল ছিলেন কুমার বিশ্বজীৎ, আর বিজ্ঞাপনটি বোধকরি শার্প ব্লেডের নয় সোর্ড ব্লেডের।
-------------------------
জল ভরো সুন্দরী কইন্যা, জলে দিছ ঢেউ।
হাসি মুখে কওনা কথা সঙ্গে নাই মোর কেউ।
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
তাই তো বলি, শার্প ব্লেডটা কেন জানি যাচ্ছিলোনা।
ধন্যবাদ থার্ড আই, এটা সোর্ড ব্লেডই হবে।
আপনার মতন স্মরণশক্তি যদি থাকতো!
খুব শিগগিরই নাকি টিভিতে বলা হবে, আপনারা এতোক্ষণ বিজ্ঞাপনগুলি দেখলেন অমুক নাটকের সৌজন্যে!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
করিমুল্লাহ সু স্টোর,গরীবুল্লাহ মার্কেট,বন্দরবাজার,সিলেট...টুট।
-----------------------------------
কিস্তিমাতের যুদ্ধ শেষে,সাদাকালো ঘুটিগুলো এক বাক্সেই ফেরত যাবে...
"খুব শিগগিরই নাকি টিভিতে বলা হবে, আপনারা এতোক্ষণ বিজ্ঞাপনগুলি দেখলেন অমুক নাটকের সৌজন্যে!"
হা হা হা ,,, হাসতেই আছি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
নতুন মন্তব্য করুন