বেস গিটারের জন্ম রহস্য

রাতঃস্মরণীয় এর ছবি
লিখেছেন রাতঃস্মরণীয় [অতিথি] (তারিখ: রবি, ০১/০৫/২০১১ - ৮:২৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

(মুখবন্ধঃ এই লেখাটা নিছক একটা ভূমিকাসম্বলিত কৌতুক। সুক্ষ্ম, মার্জিত এবং পরিশীলিত রুচিবোধসম্পন্ন পাঠক এটা নিজ দায়িত্বে পড়বেন। পাঠশেষে নাসিকাকুঞ্চন শিরোধার্য)।

গিটারের সাথে আমার সম্পর্ক দুই যুগের। এরমধ্যে প্রথম যুগ কেটেছে উদ্দাম প্রেমলীলায় এবং দ্বিতীয় যুগ কাটেছে নিদারূন বিরহে। তার মানে প্রেম কিন্তু এখনও শেষ হয় যায়নি। জানিনা কখন এই প্রেম কেরোসিন শেষ হতে থাকা হারিকেন বা কুপির মতো দপ্‌ করে জ্বলে ওঠে। আমার প্রথম প্রেম হয়েছিলো বিড়ির সাথে, এরপর হলো গিটারের সাথে এবং সর্বশেষে আশৈশব অপ্রেমিকা-বন্ধু এবং পরবর্তীতে স্ত্রীর সাথে। স্ত্রী অপর দুটো প্রেমের কথা ভালোমতোই জানেন। তিনটে প্রেমই আমার সমানে চলছে। যদিও আমার প্রথম প্রেমটার ব্যাপারে স্ত্রী কখোনোই সুথী ছিলেন না তবে তিনি উপলব্ধি করতে পেরেছেন যে সম্ভবত ওটাই আমার জীবনের সবথেকে শক্ত প্রেম।

যা বলেছিলাম, গিটার ধরিনা প্রায় একযুগ। বাসায় গিটারগুলোতে ধুলো পড়ে আর স্ত্রী মাঝে মাঝে মুছে রাখেন। প্রায়শই শুনতে হয় তার অভিযোগ এই গিটার নিয়ে। তিনি প্রায়শই বলে থাকেন যে ঘরে এগুলোর যাদুঘর না বানিয়ে বরং অনেক ছেলেরা আছে যারা ভালো বাজায় কিন্তু পয়সার অভাবে ভালো গিটার কিনতে পারেনা, তাদের যেনো এগুলো দিয়ে দেই। কিন্তু তা আর হয়না। রাফিন মাঝে মাঝে বায়না করে ওগুলো পেড়ে দিতে। দিতে হয়। তারপর একটা দুটো স্ট্রিং না ছেঁড়া পর্যন্ত তার থামা নেই। দোকান থেকে নতুন স্ট্রিং কিনে এনে লাগিয়ে রাখি কিন্তু বাজানো হয় না। গত শনিবার বাজারে হাঁটতে গিয়ে কিনে ফেললাম অনেক দামী একটা অরিজিনাল ইয়ামাহা গিটার। জানিনা এটার ভবিষ্যৎ কি!

আমি গিটারের লিড, বেস এবং রিদম, তিনটাই মোটামুটি বাজাতে পারতাম। ড্রামসটাও একসময় ভালোই বাজাতাম। কিবোর্ডটাও চলে যেতো। কতো শতো যে কনসার্ট করেছি তার হিসেব দেওয়া অসম্ভব। কিন্তু মনেপ্রাণে যেটাকে সবথেকে বেশি উপভোগ করতাম, সেটা হলো বেস গিটার। সেজন্যেই হয়তো পরে অন্যসবগুলো ছেড়ে দিয়ে শুধু বেস গিটার নিয়ে পড়ে থাকলাম, একটা যুগ। যাহোক, দেশে ফিরতে আর মাত্র এক সপ্তাহ বাকী। একটা প্রজেক্ট নিয়ে ভাবছি। বাংলার লোকজ সুরকে ওয়েস্টার্ণ নোটেশনে তুলে তা প্রকাশ করতে হবে। ভালো নোটেশন লেখে এরকম কাউকে খুঁজে বের করতে হবে। অস্ট্রেলিয়া প্রবাসী সূফি বন্ধু যাকে বাংলাদেশের সবথেকে ট্যালেন্টেড রক গিটারিস্ট বলে একসময় ভাবা হতো এবং যে এই উপমহাদেশের প্রথম জিটিআই গ্রাজুয়েট, ম্যাংগো মান্ত্রা নামের একটা রক ব্যাণ্ডের লিড গিটারিস্ট রুবায়েত চৌধুরির সাথেও কথা হয়েছে, সে ও সাথে থাকবে বলে কথা দিয়েছে। দেখি কতদূর কি হয়!

যাকগে, যে বেস গিটার নিয়ে এতো ভাবনা, সেই বেস গিটার নিয়ে কৌতুকটা দিয়েই শেষ করি।

Bass Guitar 2 copy


মন্তব্য

সাফি এর ছবি

নাসিকা কুঞ্চন করলাম

রাতঃস্মরণীয় এর ছবি

প্রতিজ্ঞামোতাবেক শিরে ধারণ করলাম।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

নাদির জুনাইদ এর ছবি

লেখাটি ভাল লাগলো। আপনাদের আগামী প্রোজেক্টটির সাফল্য কামনা করি।

রুবায়েত চৌধুরি সম্পর্কে জানতে আগ্রহ বোধ করছি। এর আগে ওনার কথা শুনিনি, ম্যাংগো মান্ত্রা ব্যান্ডের কোন গানও শোনা হয়নি। উনি বাংলাদেশে কোন্ ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন? ঠিক কোন্ সময়ে রুবায়েত চৌধুরি পারফর্ম করতেন বাংলাদেশে এই তথ্যটিও জানতে ইচ্ছে করছে। দয়া করে জানালে খুশি হবো।

রাতঃস্মরণীয় এর ছবি

ধন্যবাদ আপনাকে। এখানে ক্লিক করলে রুবায়েতের করা বেশ কিছু জনপ্রিয় বাংলা গান পাবেন যেগুলো শাফিন আহমেদ, মাকসুদসহ অন্যেরা গেয়েছেন। রুবায়েত বাংলাদেশে নির্দিষ্ট কোন্‌ ব্যাণ্ডের সাথে বাজাতেন তা আমিও জানিনা তবে আমার জানামতে তিনি রকষ্টার্টা, প্রয়াত নিলয় দাস, শাফিন আহমেদ, এবং আরও অনেকের সাথেই বাজাতেন।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

মাহবুব রানা এর ছবি

লেখায় গীটার/মিউজিক সংক্রান্ত আপনার বর্নাঢ্য অতীতের আভাস পেলাম, এগুলো নিয়ে আরো লিখবেন আশা করি।
নতুন প্রজেক্টের আপডেটও জানতে চাই।

রাতঃস্মরণীয় এর ছবি

মূলত ঢাকাবিমূখ মনোভাব এবং তৎপরবর্তীতে পেশাগত ব্যস্তাতা আমাকে মিউজিক থেকে দূরে সরিয়ে দিয়েছে। তাই, এতোকাল পরে যখন ঢাকাবাসী হতে চলেছি, তাই এবার একটা চেষ্টা করবো। ধন্যবাদ।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

পোয়েট অব এ ডিমাইজ এর ছবি

প্রজেক্টটির জন্য শুভ কামনা। মিউজিক সব সময়ই আকর্ষণ করে।

রাতঃস্মরণীয় এর ছবি

ধন্যবাদ আপনাকে।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

ফাহিম হাসান এর ছবি

এত ছোট লেখা দিলেন? বড় করে আরেকটা দেন শিগগিরি। হাসি

রাতঃস্মরণীয় এর ছবি

ভাই, এটাতো আসলে লেখা ছিলোনা। এটা শ্রেফ কৌতুকটার মূখবন্ধ! দেঁতো হাসি

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

তারাপ কোয়াস এর ছবি

শুভকামনা প্রজেক্টটির জন্য। আর বস একটা ছোট্ট অনুরোধ, আবার গিটার হাতে তুলে নিন। খুব তাড়াতাড়ি সচলায়তনে আপনার করা কোন নতুন/পুরানো কম্পোজিশান শেয়ার করার জোর দাবি জানায়ে গেলাম! অজুহাত চইল্ত ন হাসি


love the life you live. live the life you love.

রাতঃস্মরণীয় এর ছবি

ধন্যবাদ তাপসদা। লেফট-রাইট কম্বিনেশন এক্কেবারে নষ্ট হয়ে গেছে। ফিরে পেতে টাইম লাগবে। আপনার এই মন্তব্য পড়ার পর চেষ্টা করছিলাম প্ল্যাকিং করে খাঁচার ভিতর অচিন পাখি গানটা তুলতে, কিন্তু বহুদিনের অনভ্যাসে যুৎ করতে পারলাম না। তবে এবার সিরিয়াসলি ভাবছি আবার শুরু করবো।

এপ্রিলের প্রথম সপ্তাহে ছুটিতে বাড়ি গিয়ে কয়েকদিন ধুমসে দোতরা বাজালাম, একজন ওস্তাদ নিজের হাতে বানিয়ে দিয়েছেন। সাথে বাঁশী, ম্যাণ্ডোলিন, তবলা, হারমোনিয়াম আর মন্দিরা ছিলো। ভূল করে রেকর্ড করা হয়নি। আগামী সপ্তাহে দেশে ফিরে যেয়ে iPhone-e দু'একটা কম্পোজিশন রেকর্ড করে শেয়ার করবো।

আমি কিন্তু আপনার গিটারবাদনের ভক্ত বনে গেছি। সচলায়তনে যদিও অল্প শুনেছি। খুবই ভালো লেগেছে। অত্যন্ত ক্লিন হাত এবং নোট নির্বাচনে বিচক্ষণ।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

রাহিন হায়দার এর ছবি

কৌতুকে তো আর চিড়া ভিজছে না এখন থেকে! জলদি কিছু বাজিয়ে ছাড়ুন। দোতারা হলেও চলবে। দেঁতো হাসি

রাতঃস্মরণীয় এর ছবি

আর ক'টা দিন সবুর করেন, পেলান করেছি। দেঁতো হাসি

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

রোমেল চৌধুরী এর ছবি

অ. ট.
রাহিন ভাই, সেই কবে 'পলায়ন' নিলেন, সুর করতে। আর কতদিন সবুর করাবেন, গুণী? নাকি রাতঃস্মরণীয়ের মতো 'মুখবন্ধ' দিয়েই মুখ বন্ধ করে রাখবার ফন্দি এঁটেছেন। ভালো থাকুন, সাবধানে থাকুন।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

প্রজেক্টটির জন্য শুভকামনা।

রাতঃস্মরণীয় এর ছবি

ধন্যবাদ রাজাবাবু। আপনাকে সম্প্রতি বেশ নিষ্ক্রিয় দেখছি। কর্মব্যস্ততা যাচ্ছে বোধ করি।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

রাতঃস্মরণীয় এর ছবি

বন্ধু

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আবার দেশে আসতেছেন নাকি?

______________________________________
পথই আমার পথের আড়াল

রাতঃস্মরণীয় এর ছবি

পাকাপাকি ইনশাআল্লাহ। এখন থেকে অন্তত ৩০% টাইম ঢাকায় বসবো। ৭ তারিখ পৌঁছবো ঢাকায়। ক্যান, আপনেরে কইছিলাম তো! ভুইলা গেলেন নাকি?

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এতো তাড়াতাড়ি আসবেন সেটা বুঝি নাই
আসেন

______________________________________
পথই আমার পথের আড়াল

রাতঃস্মরণীয় এর ছবি

ঢাকায় পৌঁছাইয়া কল দিমুনে। মুক্তিযুদ্ধ যাদুঘর সংক্রান্ত একটা কাম আছে। আরও দুই একটা কাম আছে। হেল্প লাগবো আপনার। টাইম দিয়েন এট্টু।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

রোমেল চৌধুরী এর ছবি

রাতঃস্মরণীয়,
এই প্রজেক্টে আমিও শামিল হতে চাই। না গিটার বাজাতে নয়, উৎসাহ যোগাবার হাততালি বাজাতে।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

রাতঃস্মরণীয় এর ছবি

ঝুলছে বিচি গাছের ডালে
হাততালি দাও তালে তালে।।

ধন্যবাদ বস, প্রেরণা পাই।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

তাসনীম এর ছবি

শুভ কামনা রইল।

আপনি কোন ব্যান্ডে বাজাতেন?

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

রাতঃস্মরণীয় এর ছবি

ধন্যবাদ ভাই। আমার ব্যান্ড জীবন সূখকর হয়নি শুধুমাত্র ঢাকাবিমূখতার কারণে। খুলনার ব্যান্ড স্পার্টানে বেশ কিছুদিন বাজিয়েছি। ইভসে বাজিয়েছি খুবই অল্পকয়দিন তাদের এ্যালবাম বের হওয়ার আগে। একটা নামবিহীন ব্যান্ড করেছিলাম খুলনা-ঢাকা মিলিয়ে কয়েকজন বন্ধু মিলে। ডিফারেন্ট টাচের সাথে এবং মেজবা ভাইয়ের সাথে অনেক খ্যাপ করেছি। তবে সিরিয়াসলি ব্যান্ড করেছিলাম 'হোয়ার্স ওয়ার্ল্ড' নাম দিয়ে। তখনকার ব্যান্ডমেটদের মধ্যে বোরহান আহমেদ বৃহান (ব্যাস্ত একজন পোষ্টার এবং কভার ডিজাইনার) ১৮ বছরের বিরতি দিয়ে আবার গানে ফিরে এসেছে। ওর সাম্প্রতিক দুটো এ্যালবাম হচ্ছে ফেসবুক প্রেম এবং লাভ এণ্ড হেইট। আজমীর বাবু বেশ নাম করেছে সঙ্গীত পরিচালক হিসেবে। ওর সুর করা দুটো প্রিয় গান হচ্ছে জেমসের গাওয়া বর্ষা আমার চোখের প্রিয় ঋতু এবং কবিতা তুমি স্বপ্নচারিনী হয়ে খবর নিওনা। লিটু সুরকার হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। জাহিদ হাসান বাবুও একজন পেশাদার মিউজিশিয়ান। আমরা বিটিভিতে অডিশন দিয়ে চাঞ্চ পেয়েছিলাম কিন্তু একটা ট্র্যাজিক ঘটনার কারণে আমরা আর টিভিতে যাইনি। আমাদের সাথে বাজাতো অসাধারণ এক তরুন ড্রামার রাহুল। ও ছোট্টবেলায় ক্ল্যাসিকাল তবলায় বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিলো। ও ব্যাঙ্গালোরে পড়তে যেয়ে পাহাড়ের চুড়া থেকে নিচে পড়ে যেয়ে মারা যায়। এরপর আমরা খুবই মুষড়ে পড়ি এবং আমি একরকম গানবাজনা ছেড়ে দেই।

বলতে পারেন আমি একজন খ্যাপিষ্ট ছিলাম। একটা সময়ে আমি আর আমার ছাত্রেরা ছাড়া খুলনায় কোনও এ্যাকটিভ বেসিস্ট ছিলোনা। তখন বেশি বাজিয়েছি খোকনের সাথে। খোকন বর্তমানে রূপম নামধারী জনপ্রিয় শিল্পী। আতাহার টিটো আর ফ্রান্স প্রবাসী মিউজিশিয়ান আরিফ রানার সাথে বাজিয়েছি। খুলনা বেতারের আউটডোর বিশেষ অনুষ্ঠানগুলোতে বাজাতাম। আর একটা ছেলেকে গানের জগতে ধরে এনেছিলাম এবং ষ্টেজে একটা দুটো করে করে গান গাওয়াতে গাওয়াতে পরে ওর সাথে অনেকদিন বাজালাম। সে হচ্ছে আজকের বাংলাদেশের বিখ্যাত রকষ্টার মিজান। ওয়ারফেজ ব্যান্ডে গায়। ছাত্রদের মধ্যে অনেকেই ভালো বাজাচ্ছে। তবে বেশি নাম করেছে রানা। গত কয়েকবছর ধরে সোলসে বাজাচ্ছে। আর রুবেল মালয়েশিয়াতে প্রফেশনাল মিউজিক করতো তবে অনেকদিন হলো ওর খবর আর জানিনা।

ব্যান্ডজীবন সুখের হইলো না। দেখি সামনে কি আছে!

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

সোহেল ইকরাম এর ছবি

আপনার আগেরটা দেখসি ফেসবুকে। এইটায় বেসবাবা সুমন ভাইয়ের ছবি দ্যান নাই। জটিল হইসে।

রাতঃস্মরণীয় এর ছবি

ঠিক ধরেছেন, কিন্তু সে তো ২০০৯ সালের কথা। কিছু কারণে এবার সুমনের ছবিটা বাদ দিয়েছি। ধন্যবাদ আপনাকে সোহেল ইকরাম। হাসি

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

কল্যাণF এর ছবি

এইবার দেশে আসলে আপনার বাজনা শুনব লাইভ, পলাইতে পারবেন না, নো ওজুহাত।

রাতঃস্মরণীয় এর ছবি

আমার বাজনা শুনতে চাইলে আপনার রিটার্ন ফ্লাইটের ঠিক আগে আগে টাইম করবেন যাতে দৌড় দিয়ে ফ্লাইটে উঠে যেতে পারেন।

আপনি থাকেন কোথায় ভাই?

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

কল্যাণF এর ছবি

এহহহ, এই সব বলে ঠেকাতে পারবেন না রাতঃদা'। মিজানের গান খুব ভালু পাই, ওয়ারফেজের জন্য এক্কেরে পার্ফেক্ট ভয়েস মনে হয় আমার।

(আমি মোজাম্বিকে আছি এখন)

রাতঃস্মরণীয় এর ছবি

২-৩ বার পাসপোর্ট-ভিসা ছাড়াই মোজাম্বিকে গিয়েছি। অবশ্য প্রতিবারই অল্প সময়ের জন্যে। আর যখন ভিসা নিয়ে যাওয়ার প্ল্যান করেছিলাম, ভিসা নিয়েছি ঠিকই কিন্তু যাওয়া আর হয়ে ওঠেনি। আর একবার ভূলকরে মোজাম্বিকে ঢুকে পড়েছিলাম এক ঝড়ের রাতে। এখানে দেখেন

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

কল্যাণF এর ছবি

তাজ ভাই, আপনার ভুল করে মালাউই থেকে মোজাম্বিকে ঢুকে পড়ার অভিজ্ঞতা পড়ে ফেলেছি আপনি লিঙ্ক দেওয়ার আগেই দেঁতো হাসি । কপাল ভাল যে ওই বদ্গুলার হাতে পড়েন্নাই। বাপ্প...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।