তাকে লেখা প্রথম চিঠির পিছনের কথা

রাতঃস্মরণীয় এর ছবি
লিখেছেন রাতঃস্মরণীয় [অতিথি] (তারিখ: শুক্র, ২৪/০৬/২০১১ - ১:১৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আসলে সব দোষ আয়নামতির। তিনি কি মনে করে জাগে সকাল, হাঁকেনা হরকরা, আসেনা চিঠি! লিখলেন আর পুরোনো অনেক কথাগুলো মনে করিয়ে দিলেন। অনেক খেঁটেখুটে তিনি লিখেছেন, পড়লেই বোঝা যায়। খাটুনি কি আমরাও কম খেটেছি সেই স্কুলজীবন থেকে! পত্রমিতালির নেশায় গাইড কিনে বেড়াতাম। দু'একটা মিতালি যে হয়নি, তা'ও কিন্তু না। আস্তে আস্তে উপরের ক্লাসের দিকে উঠতে থাকলাম আর পোঁদটাও একটু একটু করে পাকতে থাকলো। সবিস্তার বর্ণনায় আর না যাই এখন। তবে স্কুলের শেষ দু'টো বছর গ্রামের স্কুলে পড়েছিলাম, নানাবাড়িতে থেকে। তখন আম্মার চিঠির জন্যে পথ চেয়ে থাকতাম যদিও থাকতাম মাত্র ১৫ কিলোমিটারের ব্যবধানে।

যাকগে আসল কথায় আসি, আয়নামতি হঠাৎ করেই জাগিয়ে দিলেন চিঠি নিয়ে কিছু অনুভূতি। চোখ দুটো একটুক্ষণ বুঁজে থাকলাম, খামখেয়ালী চৌদ্দটা লাইন কখন যে বেরিয়ে আসলো তা টেরও ঠিকমতো পেলাম না। চিরকাব্যভীতু এক ভবঘুরের ভীতির জঠর ছিঁড়ে কাব্য প্রসবের এ এক অপপ্রয়াস মাত্র। সমালোচনা গ্রহনের জন্যে মস্তক অবনত রইলো।

তোমাতে আমাতে চেনাচিনি, জানাজানি-
জেনেছিলো তা কি বাদল দিনের কেয়া?
শুনেছিলো তা কি শ্রাবণ মেঘের দেয়া,
হৃদয়ের কানে হৃদয়ের কানাকানি?

অবলা হৃদয়ে সলাজ সলাজ আঁড়
ভেবেছিলে কভু, শ্রান্ত সাঁঝের কোলে
বুকের গহীনে কথামালাগুলো দোলে;
আছড়ে ভাঙছে হৃদযমুনার পাড়।

সেদিন কথারা ফুল থেকে যেতো ফুলে,
তারায় তারায় ছুটে যেতো আহাজারি।
ছোট দুটো বুকে বাক্যের মহামারী
আমি জানি, তুমি সেকথা যাওনি ভুলে।

সেরাতে প্রথম ছুটলো বুকের বান।
তোমাতে প্রথম চিঠির সম্প্রদান।।

২২ জুন ২০১১; রাত ১১:৩০


মন্তব্য

আব্দুর রহমান এর ছবি

"ছোট দুটো বুকে বাক্যের মহামারী,

আমি জানি,তুমি সেকথা যাওনি ভুলে।"

লা জওয়াব। মারহাবা, বহত খুব।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

রাতঃস্মরণীয় এর ছবি

অনেক বহুত শুকরিয়া আব্দুর রহমান ভাই। হাসি

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

আয়নামতি1 এর ছবি

ভাবতেই ভীষণ আনন্দ হচ্ছে আমার সামান্য একটা লেখা কারো স্মৃতির দরজায় কড়া নেড়েছে! হাসি এটা আপনার লেখা কবিতা!!! ভাইরে, কবিতা নিয়ে সমালোচনা করার সাধ্য আমার অন্তত নাই। শুধু মুগ্ধতাটুকু জমা রেখে গেলাম।
'সেই প্রথম চিঠি লেখার মানুষটি' কে? জাতির একজন হয়ে সে ব্যাপারে আগ্রহ জানিয়ে গেলাম। আশা করি তাকে নিয়ে একটা পোষ্ট পাবো। অনেক শুভকামনা।

রাতঃস্মরণীয় এর ছবি

ধন্যবাদ আয়নাপু। অসাধারণ লেখা পাঠকমাত্রকেই ছুঁয়ে যায়। তাই আপনি আপনার লেখাটাকে সামান্য বললেও আমি বলতে পারছি না। জীবনে হাতে গোনা কয়েকটা কবিতা লিখেছি, আমিও কবিতা বুঝি না। যা মাথায় আসলো তা'ই নামিয়ে আনলাম।

মন্তব্যের সেকেন্ড প্যারায় নো কমেন্ট। তিনি যে ই হোন, আমার স্ত্রী নন। দেঁতো হাসি

আপনার জন্যেও অনেক শুভকামনা।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

আমি এই মাত্রই ভাবছিলাম যে আপনার লেখা দেখছি না ইদানীং। বাবা দিবসের অনুগল্পটা মিস করেছিলাম, পড়ে আসলাম। আপনি কি এখন দেশে?
কোবতে ভালো লেগেছে, কিন্তু আয়নামতি আপুর পোস্টের মন্তব্য থেকে মুছে দিলে হয় তাইলে...

বানানঃ শ্রাবন > শ্রাবণ, আঁড় > আড় (আড়াল অর্থে চিন্তিত ), কভূ > কভু, আর 'আহাজারী' মনে হয় 'আহাজারি' (ঘুম পেয়েছে, চেক করে দিতাম নইলে)

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

রাতঃস্মরণীয় এর ছবি

কোবতে ভালু পাওয়ায় ধন্যবাদ যাযাপু, বেশ কিছুদিন একটু ব্যস্ততাজনিত কারণে আমাকে কম দেখছেন। জ্বী, আমি এখন দেশে, ঢাকায় পার্ট টাইম বসছি। রাজশাহীর দিকে গেলে জানাবো। আপনি ঢাকার দিকে আসলে আওয়াজ দিয়েন।

আয়নাপু আমার কমেন্টে একটা প্রতিমন্তব্য করে ফেলেছেন, তাই ওটা থেকেই যাক! আর এখানে 'আঁড়' শব্দে বাধা বা লজ্জা বোঝাতে চেয়েছি। আমি নিশ্চিত না চান্দের বিন্দু বসবেন কি না।

হাসি

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

পাগল মন এর ছবি

কবিতাটা অসাধারণ লাগলো (আমি যদিও কবিতার 'ক'ও বুঝিনা মন খারাপ )

------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।

রাতঃস্মরণীয় এর ছবি

ধন্যবাদ পাগল ভাই। আমিও আপনার মতো একজন, কবিতার ক'ও বুঝিনা। তবে সময়ে সময়ে পড়তে ভালু পাই। হাসি

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

ফাহিম হাসান এর ছবি

খাসা! তবে আপনার শ্রেষ্ঠত্ব সংলাপ রচনায়। হাত খুলে গল্প লিখুন না।

রাতঃস্মরণীয় এর ছবি

ধন্যবাদ ফাহিম ভাই। শরম এবং প্রেরণা, দু'ই পাই। লইজ্জা লাগে

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

রোমেল চৌধুরী এর ছবি

আব্দুর রহমান ভাইয়ের কথার পুনরুক্তি করে বলি, "বহুত খুব"।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

রাতঃস্মরণীয় এর ছবি

শুকরিয় মেহেরবানী বস্‌। হাসি

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

তানিম এহসান এর ছবি

চমৎকার লাগলো লেখাটি। কবিতাটিও চমৎকার হাসি

রাতঃস্মরণীয় এর ছবি

ধন্যবাদ তানিম এহসান। হাসি

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

মৌনকুহর. এর ছবি

উত্তম জাঝা!

রাতঃস্মরণীয় এর ছবি

অনেক ধন্যবাদ মৌনকুহর। হাসি

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

বেশ লাগলো।

রাতঃস্মরণীয় এর ছবি

ধন্যবাদ আপনাকে রাজা। হাসি

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

জাবীন চৌধুরী এর ছবি

চমৎকার কবিতা। ৯ থেকে ১২ নাম্বার লাইনগুলো অসাধারন লাগলো।

চলুক

রাতঃস্মরণীয় এর ছবি

ধন্যবাদ জাবীন। হাসি

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।