ভূক্তভোগীর রাজনীতি শিক্ষা

রাতঃস্মরণীয় এর ছবি
লিখেছেন রাতঃস্মরণীয় [অতিথি] (তারিখ: সোম, ২৩/০৪/২০১২ - ১২:১৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

শুনেছো কি রাজনীতি কা’কে বলে ভায়া?
শুনবোনা, কি যে বলো, না শুনে কি পারি!
রাজপথে নীতিবাজ ফখরুল-মায়া
ফেস্টুনে ঢাকা, আরও দুই মহা নারী।

এদের যে নীতি তাকে রাজনীতি বলে,
বুঝলে গোবর্ধণ? শ্রোতা মাথা নাড়ে।
এ বড়ো আজব কল, ঢুকলে এ কলে
নাম-জশ মালপানি ধাঁ ধাঁ করে বাড়ে।

কেউ কেউ বলে একে রাজাদের নীতি
কেউবা বলেছে একে নীতিদের রাজা
কারো কারো এই কাজে আছে বেশ প্রীতি
বাকীদের হাড়-মাশ-কলজেটা ভাজা।

রাষ্ট্রবিজ্ঞানেতে দ্বিধা বেশ আছে,
পৌরনীতিতে বেশ ফাঁকা থেকে যায়।
তাইতো ঘেঁষেনা ওরা এ-ওর কাছে
দ্বিমতেই চলে হাসিনায়-খালেদায়।

যদিও সংজ্ঞায়নে কল্যাণকর
দায়িত্ববোধ নিয়ে বেশ কথা বলা।
এগুলো বলাতে তারা সদা উঁচু স্বর
কিন্তু দেখায় কাজে জোড়া কাচকলা।

নির্বাচনের হাওয়া লাগে যেই পালে
অঙ্গীকারের ভারে তারা গদ গদ।
বড়ো বড়ো আশা দেয় হাসি মেখে গালে
হাজী সেজে যায় যতো গেজেটেড বদ।

ভোটের পরেতে আর করে না গো ফস
উলঙ্গ হয়ে এই সত্যিটা নাচে
যাঁতাকলে পড়ে মরে গরীবের রস
তবু নির্বাক রয়, বাঁটে পড়ে পাছে!

হরতালে বিক্ষোভে গোটা দেশ কাঁপে
মরে যতো হতভাগা মফিজের দল
নীতি সব পড়ে মারা রাজাদের চাপে
লাজে মরে প্লেটো আর এ্যারিস্টোটল।

দিনমজুরের দিন কাটে ভূখা নাঙা
কেরানীরা যেতে না’রে নিজ নিজ কাজে
দিন শেষে নেতা বসে খায় পানি রাঙা
ভূক্তভোগীর বলো সেটা দেখা সাজে?

বিড় বিড় করে শ্রোতা নিজ মনে কয়,
তাহলে রাজনীতির সংজ্ঞাটা কি?
জনকল্যানে তবে কি সে দিশাময়?
কি বা তার সঠিক কাজের পরিধী?

সহসা মগজে মারে জ্ঞ্যানের ঝিলিক,
চিন্তাতে উঁকি দেয় এক ফালি রোদ।
রাজনীতি মানে হলো আম পাবলিক
নীতিবিদ দ্বারা মারা খেয়ে যাও পোঁদ।


মন্তব্য

আকতার আহমেদ এর ছবি

দারুণ! বেশ ভাল হয়েছে।

রাতঃস্মরণীয় এর ছবি

ধন্যবাদ আকতার আহমেদ।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

তানিম এহসান এর ছবি

হে রাতঃস্মরণীয় রাতের ছড়াকার ভুক্তভোগী চোখ টিপি

চালিয়ে যান... শিশুদের কথা ভুলবেননা কিন্তু মন খারাপ

আর ইয়ে, “সাঁঝে” শব্দটা মনে হয় সাজে হবে। আজকাল আমিও বানানে ভুল ধরি, কই যাই চোখ টিপি

সচলে এসে আমার বাঙলা ফিরে পাচ্ছি!

রাতঃস্মরণীয় এর ছবি

হাঁ, বাংলা তো দরকারই। চোখ টিপি

ওটা ঠিক করে দেবো।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

তানিম এহসান এর ছবি

উহু, বাঙলা ই বলেছি, সেই বাঙলায় ভাষা হিসেবে বাংলা আছে।

আপনি যে বাংলার কথা বলে চোখে চোখে কথা বললেন ভাইজান, সেই জিনিসে ঘোরালো দুর্গন্ধ, কাছে যাওয়ার ইচ্ছেটাই করতে পারিনি কোনদিন।

রাতঃস্মরণীয় এর ছবি

একবার দু'ঢোক গিললে বুঝতেন কি জিনিস হেলায় হারিয়েছেন! এক্কেবারে গরীবের শিভাস রিগ্যাল। ভালো মানের বাংলায় হ্যাংওভার হয়না এবং যতোই হাই'তে ওঠেন, বেসামাল হবেন না। আরেকটা কথা, বাংলায় কিন্তু প্রাতঃকর্মটা বেশ ভালোই হয়, একদম পরিষ্কার করে দেয়। কি, হবে নাকি এক পাইট দাদা ....................?

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

কল্যাণ এর ছবি

ওয়াও হাততালি

_______________
আমার নামের মধ্যে ১৩

রাতঃস্মরণীয় এর ছবি

ধন্যবাদ কল্যাণদা।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

কল্যাণ এর ছবি

দাদা বলে বয়স চুরি করা চলবে না মানি না দেঁতো হাসি খাইছে

_______________
আমার নামের মধ্যে ১৩

রাতঃস্মরণীয় এর ছবি

তা না হয় চুরি করলাম না দাদা। কিন্তু তাহলে এখন কি করবো? চিন্তিত

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

প্রৌঢ় ভাবনা এর ছবি

চলুক। হাসি

রাতঃস্মরণীয় এর ছবি

ধন্যবাদ আপনাকে।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

উচ্ছলা এর ছবি
রাতঃস্মরণীয় এর ছবি

ধন্যবাদ উচ্ছলা।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

প্রদীপ্তময় সাহা এর ছবি

বাকীদের হাড়-মাশ-কলজেটা ভাজা।

খুব ভাল লাগল। হাততালি

রাতঃস্মরণীয় এর ছবি

ধন্যবাদ আপনাকে।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

বাউলিয়ানা এর ছবি

চলুক

রাতঃস্মরণীয় এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

মোখলেছুর রহমান সজল এর ছবি

আহা বেশ বেশ বেশ!
চলুক।

রাতঃস্মরণীয় এর ছবি

ধন্যবাদ আপনাকে। ব্যান্ড মিউজিক নিয়ে আপনার নতুন কোনও লেখা পাচ্ছিনা যে ভাইয়া!

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

রোমেল চৌধুরী এর ছবি

উঁহু, শেষটা এমন হলে কি হয়?

রাজনীতি-নীতিকথা সকলি অলীক
রাতঃস্মরণীয় ভনে, শোনে পাবলিক।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

রাতঃস্মরণীয় এর ছবি

চলুক

এটা কখনো ছাপায় প্রকাশ করলে এটা জুড়ে দেবো দাদা।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।