শ্বেডাগন প্যাগোডা- সোনায় মোড়া মন্দির

রাতঃস্মরণীয় এর ছবি
লিখেছেন রাতঃস্মরণীয় [অতিথি] (তারিখ: মঙ্গল, ২৩/০৭/২০১৩ - ১০:৪০অপরাহ্ন)
ক্যাটেগরি:

বিবরন বিশেষ কিছু লিখবো না, শুধু কিছু ছবি শেয়ার করছি। উইকি থেকে এই শ্বেডাগন প্যাগোডা সম্পর্কে জানতে পারবেন।

আমি আর বার্মিজ বন্ধু উইন তে- দুজনে গিয়েছিলাম ইয়াঙ্গুনের এই বিখ্যাত বৌদ্ধমন্দিরটি দেখতে। শুধু বলে রাখি, ছবিগুলোতে সোনালী রঙের যা কিছু দেখছেন, সেগুলো খাঁটি সোনার মোটা আস্তরে প্রলেপ দেওয়া তবে মূল গুম্বজটি কিন্তু পুরোটাই সোনার। মূল গুম্বজটি ঘিরে অনেকগুলো ছোট-বড় উপাসনালয় রয়েছে। এছাড়া এখানে ৭টি কর্নার রয়েছে- সপ্তাহের ৭ দিনের জন্যে ৭ টি কর্নার। এখানে যে সপ্তাহের যেদিন জন্মগ্রহন করেছে সে সেই নির্দিষ্ট দিনের কর্নারে গিয়ে তার মানত পেশ করবে। মিয়ানমারে এটিএম চালু হয়েছে অল্প কয়েক মাস এবং শহরে যত্রতত্র এটিএম বুথ পাবেন না। কিন্তু মন্দিরের প্রতিটি কোনে এবং গেটের পাশে একাধিক এটিএম বুথ। এছাড়া প্রতিটি বুথের পাশে সোনার জন্য অনুদান সংগ্রহের কাউন্টার। আসুন তবে, ছবি দেখি-


মন্তব্য

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

লোকজন খুঁচিয়ে খুঁচিয়ে উঠিয়ে নিয়ে যায় না সোনা?

______________________________________
পথই আমার পথের আড়াল

রাতঃস্মরণীয় এর ছবি

এখানের নিরাপত্তা ব্যবস্থা খুবই কড়া যদিও আপনি একজনও পোষাকধারী প্রহরীর দেখা পাবেন না। বন্ধুর কাছে ঠিক আপনার এই প্রশ্নটিই করেছিলাম। সে জানালো, কয়েক বছর আগে এক ভিক্ষুবেশধারী চোর লোহার তৈরী কৃত্তিম নখ দিয়ে সোনার আস্তরগুলো তুলে নেওয়ার সময় ধরা পড়ে যায়। মায়ানমারের নিরাপত্তা ব্যবস্থার একটা বৈশিষ্ঠ হচ্ছে আপনি পোষাকধারী পুলিশ বা আর্মি তেমন একটা দেখতে পাবেন না কিন্তু ওখানে সবকিছুই নিরাপত্তা ব্যবস্থার দৃষ্টিসীমায় থাকে। ধন্যবাদ।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

আশালতা এর ছবি

বাস্ রে । কি কান্ড করে রেখেছে !

----------------
স্বপ্ন হোক শক্তি

রাতঃস্মরণীয় এর ছবি

আসলেই সেখানে এলাহি কান্ড! যাদের পাহাড় বা সিড়ি ভেঙ্গে উঠতে অসুবিধা, তাদের জন্যে লিফটেরও ব্যবস্থা আছে।

ধন্যবাদ আপনাকে।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

আয়নামতি এর ছবি

হাতুড়ি বাটালি নিয়ে চোর ডাকাত যায় না ওখানে? ওমাহায় একটা হিন্দু মন্দির দেখেছিলাম।
ওটার গম্বুজটা নাকি পুরোটাই গোল্ডের। এসব জায়গাতে কেন এরকম মূল্যবান ধাতুর ব্যবহার হয়?
সাধারণ ইমারতে কি ভক্তিশ্রদ্ধা কম আসে?

রাতঃস্মরণীয় এর ছবি

সাধারণ ইমারতে কি ভক্তিশ্রদ্ধা কম আসে?

আমার তো মনে হয় ভক্তিশ্রদ্ধা আসে অন্তর থেকে সে উপাসনালয় যেমনই হোক না কেনো। বাংলাদেশে দেখেছি সুন্দর সুন্দর মসজিদ বানানো হয় নিজের ও পরিবারের নাম রৌশন করার জন্যে। ধন্যবাদ আপনাকে।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

বন্দনা এর ছবি

বান্দরবানের স্বর্ণ মন্দিরটা ও এই ধাঁচের মনে হচ্ছে।

রাতঃস্মরণীয় এর ছবি

সুযোগ মতো তাহলে ওটাও দেখতে যাবো।

ধন্যবাদ আপনাকে।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

অতিথি লেখক এর ছবি

সোনার পরিমাণ দেখে অবশ্যই তাক লেগে যায়। কিন্তু, এত তাল তাল সোনা মানে কত যে বুক-চাপা বিষাদ!
এত দেখন-দারী-ও লাগে! না কি এত দেখন-দারী-ই লাগে!
- একলহমা

রাতঃস্মরণীয় এর ছবি

দেখনদারী সব যুগে সব কালেই ছিলো এবং থাকবে বলেই মনে হয়। কিছু করার নাই। দেখনদারীর পিছনে খরচ করা পয়সাগুলো মানব কল্যাণে ব্যায় করার যেতে পারতো, অনেক মানুষের খাওয়া-আশ্রয় জুটতো। কিন্তু ঐ যে দেখনদারী!

ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপনাকে।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

অতিথি লেখক এর ছবি

ঈশ্বরেরও সোনার উপর লোভ!
ইসরাত

রাতঃস্মরণীয় এর ছবি

আমার মনে হয় না ঈশ্বরের সোনার উপর লোভ আছে কারন ঈশ্বর তো আর সোনা পরে সাজতে পারবে না। তবে মানুষ সদাসর্বদা ঈশ্বরকে সোনা-রূপা, হীরা-জহরত, ইত্যাদি ঘুষ দিয়ে তাকে লোভী বানানোর চেষ্টা করে চলেছে নিজেদের স্বার্থে।

ধন্যবাদ আপনাকে।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

মন মাঝি এর ছবি

অনেক দিন পরে আপনার লেখা দেখলাম!

আমার মার্মা বন্ধু একবার বলেছিল ওদের (মার্মাদের) মূল মন্দিরটা নাকি রেঙ্গুনে, পুরো সোনায় মোড়া। এটাই কি সেটা কিনা ভাবছি। সেরকম কিছু শুনেছেন?

****************************************

রাতঃস্মরণীয় এর ছবি

মূলত এটি বৌদ্ধমন্দির এবং এটি বৌদ্ধ ধর্মাবলম্বী মার্মাদের হতেই পারে। আমি যদিও শুনিনি। তবে পুরোটা সোনায় মোড়া মন্দির এটি সুতরাং এটি সেই মন্দির হওয়ার চাঞ্চ আছে।

ধন্যবাদ আপনাকে মাঝিদা।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

গুড জব!

মায়ানমারের সাধারণ মানুষের জীবন নিয়ে পোস্ট দাও। সাথে ছবি থাকলে আরো ভালো।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

রাতঃস্মরণীয় এর ছবি

আমি কাচিংদের নিয়ে একটু খোঁজ খবর করার চেষ্টা করছি, বিশেষ করে কাচিং ইন্ডিপেন্ডেন্ট আর্মির সুচনা ও ঘটনাপ্রবাহ নিয়ে। জেনারেলি, সাধারন মানুষদের জীবনমান অনেকটা আমাদের মতোই তবে স্বাধীনতা অনেক কম। রাখাইন প্রদেশ ছাড়া অন্যত্র সাম্প্রদায়িক সম্প্রীতি আছে ভালোই। ধন্যবাদ তোমাকে।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

মনি শামিম এর ছবি

আমারও ছবিগুলি খুব ভাল লাগলো। আমারও ছবিগুলি দেখে বান্দরবনের স্বর্ণমন্দিরের কথা মনে পড়ে গেল। আশা রাখি এমন ভ্রমন বৃত্তান্ত আরও লিখতে থাকবেন। ধন্যবাদ।

রাতঃস্মরণীয় এর ছবি

ধন্যবাদ আপনাকে।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

মনের রাজা টারজান এর ছবি

সব শেষের ছবিটা পরিপূর্ণ লাগছে।

রাতঃস্মরণীয় এর ছবি

লইজ্জা লাগে

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

ছবিগুলো এর ছবি

ছবিগুলো বাকা কেন?

রাতঃস্মরণীয় এর ছবি

তোলার সময় বাঁকা হয়ে থাকতে পারে।

ধন্যবাদ।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

ছাইপাঁশ  এর ছবি

৬ তারিখে ২৫ কেজি। গতকাল ১৭ কেজি। আজকে ১২৪ কেজি? সর্বমোট ১৬৬ কেজি সোনা বাংলাদেশের এয়ারপোর্টে ধরা পরেছে।

কত কেজি সোনা লাগতে পারে এরকম একটা মন্দির বানাইতে সেটাই ভাবতাছি!!? চিন্তিত

রাতঃস্মরণীয় এর ছবি

ভেবে হিসেব বের করতে পারলে জানাতে ভুলবেন না যেনো। হো হো হো

ধন্যবাদ।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

প্রৌঢ় ভাবনা এর ছবি

দারুণ সব ছবি ! বান্দরবানেও একটা বৌদ্ধমন্দির আছছ, 'স্বর্ণমন্দির'।


রাতঃস্মরণীয় এর ছবি

ধন্যবাদ ভাই। তবে কিছু একটা সমস্যা মনে হচ্ছে- আপনার ছবিগুলো দেখা যাচ্ছে না।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হাততালি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

রাতঃস্মরণীয় এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।