আপনি পারজ? হতেই পারেন- সেটা আপনার চয়েস। আপনার যদি পারজ বা খাঞ্চোত হতে ইচ্ছে হয় তো হবেন- সেটা আপনার চয়েস।
আশির দশকে পাকিস্তানের গায়ক হাসান জাহাঙ্গীর বাংলাদেশে শো করতে এসেছিলো। শেরাটন হোটেলে এমন একটি শো’তে উপস্থিত ছিলো সেইসময়কার জাতীয় পার্টির এমপি আমিনা বারী, সাথে তার কৈশোরোত্তীর্ণ কন্যা। অনুষ্ঠানের এক পর্যায়ে উন্মাদনার বশে আমিনা বারীর মেয়ে তার শরীর থেকে টিশার্ট খুলে ফেলতে উদ্যত হয় এবং খুলতে খুলতে মঞ্চের দিকে ধাবিত হয়। সেটি গলা পর্যন্তু তুলে ফেললেও তার মা তাকে ধরে এনে সিটে বসায়। একই কাণ্ড কিছুক্ষণ পরে সে আবারও ঘটায় এবং এবারও তার মায়ের হস্তক্ষেপে সে টিশার্টটি পুরো খুলতে পারেনি। তবে প্রিন্টমাধ্যমে হাসান জাহাঙ্গীরের প্রতি তার সেই উন্মাদনার ছবি প্রকাশ পেয়ে যায়। আমি নিজেও সেই ছবি দেখেছি।
শোনা যায় বাংলাদেশের একজন ইংরেজি সংবাদ পাঠিকার সাথে ইমরান খানের সখ্যতা হয়েছিলো। এক সন্ধ্যায় ইমরান তার বাসায় নৈশভোজের নিমন্ত্রণে গিয়ে রাতটা সেখানেই কাটিয়ে আসে।
ম্যারি মি আফ্রিদি- বেশিদিন আগের কথা নয়।
শাহাদাত হোসেন বলেছে, “দাড়ির ব্যাপারে আসলে আমার শহীদ আফ্রিদিকে বেশি ভালো লাগে। আমার দাড়িও ওরকমই। মেয়েরা সবাই বলে দাড়ি থাকলে আমাকে আফ্রিদি আফ্রিদি লাগে। বিদেশে গেলেও দাড়ি থাকলে কেউ বলে না যে আমি বাংলাদেশি। বলে পাকিস্তানি।”
তো আপনি পারজ হতে চাইলে তা নতুন কোনও চাওয়া হবে না, কারণ এদেশে পারজদের বিচরণ নতুন কিছু নয়। শীশ্ন-শশ্রু থেকে শুরু করে সবকিছুতেই পাকিপ্রেম। জাফর ইকবাল বা সালমান শাহ’র মতো নায়কেরা অথবা কবি গুণ বা এন্ড্রু কিশোরের দাড়ি যাদের আকৃষ্ট করতে ব্যার্থ হয়েছে।
তো একজন পারজ হিসেবে আপনি খেলার সাথে রাজনীতি না মিশাতে বলবেন, তাই তো! তবে অনুরোধ করছি একটু নজর দিতে- যাদের প্রেমে পড়ে আজ আপনি পারজ হলেন তারা আপনার মাতৃভূমি নিয়ে কি ভাবে, বা আপনার মা-বোন নিয়ে কি বলে।
তবে হ্যাঁ, একজন প্রকৃত পারজ হলে এতে আপনি কিছুই মনে করবেন না। কারণ আপনার পাকিপ্রেমের কাছে নিজের মায়ের সম্ভ্রম নগণ্য। তো, থাকুন আপনি পারজ হয়ে। তবে আমি একখান পরামর্শ দিয়ে যাই-
ভগবান রজনীশের নাম আপনার হয়তো আর মনে নেই। তার মিলন থিওরি ছিলো দুই দেহের মিলনের মাধ্যমে হৃদয়ের মিলন, দুই হৃদয়ের মিলনের মাধ্যমে আত্মার মিলন এবং দুই আত্মার মিলনের মাধ্যমে পরমাত্মার মিলন। সামারি হলো পরমাত্মার সাথে মিলন ঘটাতে হলে শুরুটা হতে হবে যৌনমিলনের মাধ্যমে। প্রয়াত হুমায়ূন আহমেদের বইতে পড়েছিলাম পরে ছবিতে দেখেছিও অনেক আমেরিকান নিম্নাঙ্গের অন্তর্বাস তৈরি করে আমেরিকার পতাকাখচিত কাপড় দিয়ে। মানবদেহের সর্বাপেক্ষা প্রিয় অঙ্গ যার মাধ্যমে হৃদয় থেকে আত্মা এবং তা থেকে পরমাত্মায় মিলন। সুতরাং মিলনের উতকর্ষ সাধিত করতে শিশ্ন ও ভগ অপরিহার্য এবং সহায়কের ভুমিকায় কুচদামের অবদান অনস্বীকার্য। তাই যারা পাকিস্তানকে হৃদয় ও আত্মার নিবিড় সান্নিধ্যে রাখতে চান, তারা গণ্ডদেশে পাকিস্তানের পতাকা অঙ্কিত না করে শিশ্নমুণ্ডিতে, ভগবেদীতে ও কুচদামে পাকি পতাকা অঙ্কন করে আনুন। দেহে ও মনে অহর্নিশি পাকি আবেশ পাবেন।
মন্তব্য
শেষের প্যারাটা পুরোই বিস্ফোরক! মনে পড়ে আমাদেরই 'হার কালা করলাম রে' গানটা পাকিস্তান প্রবাসী (নাকি নিবাসী?) আলমগীরকে দিয়েই গাওয়ানোর পর সারাদেশে কি রকম আলোড়ন তুলছিল। অথচ, আমাদের লোকগীতিগুলো কানের কাছে গেয়েও দেশি শিল্পীরা পাত্তা পায়নি।
পারজ শব্দটাও অসাধারণ একটা আবিষ্কার।
শুভেচ্ছা :)
[কবিগুণ = কাব্য প্রতিভা মনে করছিলাম। এটা "কবি গুণ" করে দিন। ]
শাহাদাতের
পড়েই একটা ঘটনা মনে পড়ল। ২০১৩ এর জুলাইয়ের ঘটনা। আমাদের 'বন্ধু' বা 'হোস্ট' ফ্যামেলি তাদের চার বাচ্চা নিয়ে একবার আমাদের বাসায় এসেছিল। পরে আমাদের ধন্যবাদ জানিয়ে লিখেছিল:
আমার মেজাজ বিগড়ে গিয়েছিল এটা পড়ে। এত কিছুর পর কিভাবে মনে করল আমরা পাকিস্তানি? বাংলা বই দেখালাম, বাংলাদেশ নিয়েও কথা বললাম -সব বেমালুম ভুলে গেল!
জবাব দিয়েছিলাম:
পরে তারা অবশ্য দুঃখ প্রকাশ করেছিল।
আমার অন্তত এটুকু ভালো লেগেছিল যে অন্তত আরও দু'টো মানুষকে জানাতে পেরেছিলাম পাকিদের বর্বরতা।
শুভেচ্ছা :)
=DX (Y)
সুবোধ অবোধ
অসাধারণ!!!
শেষ প্যারার জন্য ^:)^
সুবোধ অবোধ
ধন্যবাদ আপনাকে। :)
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
ধন্যবাদ আপনাকে। পারজ শব্দটি প্রথম দেখেছি সচল নজরুল ইসলামের ফেসবুক স্ট্যাটাসে, জানিনা এটি কার আবিষ্কার তবে নিঃসন্দেহে অসাধারণ আবিষ্কার।
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
X(
ধন্যবাদ! :)
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
রাতঃদা মানেই চাঁছাছোলা সুতীব্র বাক্যবান। তবে আজকে একটু কম হয়ে গেছে। যাই হোক, খাঞ্চোৎদের কল্যাণে বহু বহু দিন বাদে সচলের পাতায় রাতঃস্মরণীয়র আবির্ভাব ঘটলো। এতদিন কোথায় ছিলেন?
আলমগীরকে আমার কোনদিনই আহামরি এমন কিছু গায়ক মনে হয়নি। শুধু পাকিস্তানী বলেই বোধহয় ওর এত ভক্তকুল ছিলো এদেশে।
----ইমরান ওয়াহিদ
"একজন পাকিস্তানে বাস করেও বাংলায় গান গাইতে পারে" -একটা বড় সেনসেসন ছিল এটা।
ধন্যবাদ আপনাকে। আমি শ্রীলঙ্কায় পেশাগত কাজ ও অফিস সময়ের শেষে পড়াশুনা নিয়ে খুবই ব্যাস্ত সময় কাটাচ্ছিলাম এবং এখনও বেশ চাপেই আছি। আশাকরছি অচীরেই আবার নিয়মিত হবো।
আলমগীরের গানের গলা বেশ ভালো কিন্তু তাকে সেলেব্রিটির পর্যায়ে নেওয়ার মতো কিছু না। তবে তার ভাই নয়ন মুন্সীকে বাংলাদেশের অন্যতম প্রতিভাবান গিটারবাদক মনে করা হতো। নয়ন কানাডায় সড়ক দূর্ঘটনায় মারা যায়। এরা বরিশালের মানুষ।
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
(Y)
____________________________
ধন্যবাদ আপনাকে! :)
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
শেষ প্যারাটা পড়ার পরও কোন কোন পারজ পারজই থেকে যাবে। পারজ বলে কথা! থুঃ!!
দুর্ভাগ্যজনক, কিন্তু আপনি ঠিকই বলেছেন। ধন্যবাদ।
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
রূনা লায়লা কি পারজ?
তিনি ১৯৭৪ সালে লাহোর থেকে বাংলাদেশে চলে আসে। পরেও তিনি উর্দু গান গেয়েছে যেমনটি জেমস গেয়েছে হিন্দি গান। কিছুদিন আগে দেখলাম এক অনুষ্ঠানে বিচারকের আসনে বসে তিনি আশা ভোঁসলে, আবিদা আলী ও প্রতিযোগিদের সাথে হিন্দি/উর্দুতে কথা বলছে। তার সম্পর্কে অতি সামান্য জ্ঞ্যান থেকে তিনি পারজ কিনা এর উত্তর দেওয়া সম্ভব নয়।
তবে তার একটা সাক্ষাতকার পড়ে জানলাম তার শোতে উপস্থিত দর্শক শ্রোতারা তার কাছ থেকে সবথেকে বেশি শুনতে চায় দমাদ্দম মাস্তকালান্দর গানটি। তার অসংখ্য অসাধারণ বাংলা গান থাকার পরও পাবলিক এই উর্দু গানটির প্রতি এতো মোহাচ্ছন্ন, ভাবতেই অবাক লাগে, দুঃখ হয়।
ধন্যবাদ আপনাকে। :)
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
কোন একটা প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধনীতে রুনা এই গানটি গেয়েছিলেন। যদ্দুর মনে পড়ে (এবং এখানে সেখানে পড়েছি), সেই অনুষ্ঠানের অায়োজকরাই ঠিক করে দিয়েছিলেন যেন রুনা এই গানটি গান।
বাংলাদেশের সাথে খেলায় রুনা লায়লা পাকিস্তানকে সমর্থন করেন কিনা জানা নেই। তবে, তিনি পাকিস্তানের প্রতি সহানিভুতিশীল হলে অবাক হব না।
তবে, বাংলাদেশের আর যেকোন পারজ রুনা লায়লার চেয়ে নিকৃষ্ট। রুনা পাকিস্তানের আলো হাওয়ায় অনেক দিন কাটিয়েছেন, পাকিস্তানি টিভিতে গান গেয়েছেন, পাকিস্তানিরা তাকে তারকাও মনে করে। আর, বাংলাদেশে আলো হাওয়ায় বড় হওয়া একটা মানুষ যখন পাকিস্তানকে সমর্থন করে, সেটা কিছুতেই মেনে নেয়া যায় না।
শুভেচ্ছা :)
হুমম, আপনে নাস্তেক :P
হাহাহা আস্তেকদাদু। কেমন আছেন? :)
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
নতুন মন্তব্য করুন