ব্যঙ্গ বঙ্গাভিধান - ০৪

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
লিখেছেন সংসারে এক সন্ন্যাসী (তারিখ: সোম, ০৫/১১/২০০৭ - ৯:২৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আজ সচলায়তনে সিরিজ লেখার প্রাচুর্য (ভোখেনব্লাট - ৩, শিরোনামহীন-০১, ছব্লগ-১, কিছু হুজুগ বিষয়ে বিকল্প পঠন -১, হীরকরাজার দেশে - ০১, বিপন্ন বনের বিপন্ন মানুষদের উষ্ণতায় - তৃতীয় কিস্তি) দেখে মনে হলো এই মিছিলে যোগ দেয়ার এখনই সময় হাসি

(সবিনয়ে বলে রাখি, এই লেখাটি লঘু রসসৃষ্টির লঘু প্রয়াস। তাই ব্যাকরণ- বা ভাষাগত শুদ্ধতা নিয়ে প্রশ্ন তোলাটা যুক্তিযুক্ত হবে না।
'বঙ্গাভিধান' নাম দিলেও লেখাটিতে কিছু ক্ষেত্রে আমাদের সকলের জানা ভিনদেশী কিছু শব্দের আশ্রয় নেয়া হয়েছে। )

ব্যঙ্গ বঙ্গাভিধান
৩১. স্তনমুখ: স্তন দিয়ে আপ্যায়ন (তুলনা: মিষ্টিমুখ)
৩২. আর্তরব: দুঃস্থ এক রাজনীতিবিদ
৩৩. গতিবিধি: ট্রাফিক আইন
৩৪. গুপ্তচর: পানির নিচে লুকিয়ে থাকা চর (উদাহরণ - ফেরি গুপ্তচরে আটকে গেছে)
৩৫. পর্ণশালা: সেক্স শপ
৩৬. মুক্তধারা: ডায়রিয়া
৩৭. মুদ্রাদোষ: টাকার বড়াই করার অভ্যেস
৩৮. নাবালক: যৌনকেশোদগম হয়নি যে-কিশোরের
৩৯. দুনিয়াজোড়া: দুই পৃথিবী (তুলনা: জুতোজোড়া)
৪০. অন্ধকার: হেডলাইটহীন গাড়ি

আগে প্রকাশিত:
ব্যঙ্গ বঙ্গাভিধান -০১
ব্যঙ্গ বঙ্গাভিধান - ০২
ব্যঙ্গ বঙ্গাভিধান - ০৩


মন্তব্য

কেমিকেল আলী এর ছবি

হা হা মজা পাইলাম

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

মজা দিতে পেরে কৃতার্থ হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

মুহম্মদ জুবায়ের এর ছবি

সিরিজটি চমৎকার হচ্ছে। আমি আমার নিজস্ব একটা যোগ করে দিই।

পচা = যে চা পানের অযোগ্য

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

দেঁতো হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

ধন্যবাদ।
তবে যদি শেখাতেন মজাদার সব ইমোটিকন যোগ করা যায় কীভাবে, এই নাদান আহ্লাদে বিগলিত হতো হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

হিমু এর ছবি

বেশ মোক্ষম সময়ে ছাড়ছেন দেখছি। জাঝা


হাঁটুপানির জলদস্যু

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

সময়ের চাহিদা চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

আচ্ছা আমি চেষ্টা করি, দেখি হয় নাকি।

১. সত্কার: যে গাড়ির (কার) ট্যাক্স ও কাগজপত্র ঠিক আছে।
২. আসমান: সমান পর্যন্ত (তুলনা: আজীবন)।
৩. মায়াবতী: যে রমণী প্রচুর জন্মনিয়ন্ত্রণের বড়ি (মায়া) খেয়ে মোটা হয়ে গেছে।

-----------------------------------------------
খড়বিচালি জোগাড় করি, ঘর বানাবো আসমানে

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

তিন নম্বরটা জটিল হৈছে দেঁতো হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

দেঁতো হাসি
বদরুল: বাজে আইন-কানুন হাসি

ভালো লাগছে এই ভেবে যে, কিছুটা হলেও কেউ কেউ সংক্রমিত হয়েছেন আমার এই নিরাময়াতীত রোগে।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অতন্দ্র প্রহরী এর ছবি

চমৎকার! ৩১, ৩৬ মনে গেঁথে গেল একদম! হাসি
_______________
বোকা মানুষ মন খারাপ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।