সাম্প্রতিককালে সচলায়তনে ছড়াকার রিটন ভাইয়ের পদচারণা নেই বড়ো একটা। পাঠক হিসেবে আমাদের জন্য তা খুশির খবর নয় অবশ্যই, তবে হতে-চেয়েছিলাম-ছড়াকার আমার মনে হচ্ছে, এই মওকায় বছর দশেক আগে লেখা কিছু 'বড়োদের ছড়া' বাজারে ছাড়া যেতে পারে।
এই সিরিজের অধিকাংশ ছড়াই মৌলিক। তবে বেশ কয়েকটির আইডিয়া পেয়েছি রুশ ইরোটিক ফোকলোর থেকে। আর গোটা দু'-তিনেক আছে ইংরেজি ছড়ার ভাবানুবাদ।
__________
০১.
পিতা-পুত্র
মাঝরাতে ঘরে বেডল্যাম্প জ্বেলে বিছানায় শুয়ে পুত্র,
গভীর নিবেশে রুদ্ধশ্বাসে পড়ে চলে কামসূত্র।
বাবা ঘরে ঢুকে দৃশ্যটি দেখে বিস্মিত, বাকরুদ্ধ!
নিশ্চিত হলো পুত্র: এবার আম যাবে ছালাসুদ্ধো।
বই কেড়ে নিয়ে বললেন বাবা,"দেখাচ্ছি মজা, তিষ্ঠো!"
পুত্র হতাশ: দশটি আসন রয়ে গেল অবশিষ্ট।
০২.
সতী নারী
মহিলাকণ্ঠে গান:
বহু পুরুষের প্রলোভন ছিলো
কাউকেই আমি ছুঁইনি,
আমার প্রেমিক নভোচারী ছাড়া
আর কারো সাথে শুইনি।
পুরুষকণ্ঠে কোরাস:
ধরি যদি, কথা সত্যি বলছে নারী,
আমরা তাহলে সকলেই নভোচারী।
মন্তব্য
হাহহা জোস হইছে। দুইটাই। জাঝা। আরো ছাড়েন।
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
জাঝা
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
সাধু, সাধু! চলুক!!
হাঁটুপানির জলদস্যু
হি হি হি!
আমিও দিলাম জাঝা!
চলুক!
ভাল আছি, ভাল থেকো।
ভাল আছি, ভাল থেকো।
এতোগুলো জাঝা-র মধ্যে আপনারটা কিন্তু স্পেশাল। এই প্রথম আমি মন্তব্য পেলাম নারী জাতির প্রতিনিধির কাছ থেকে (সন্ন্যাসী বলেই হয়তো পাত্তা পাই না তাদের কাছে )। তা-ও আবার এমন 'দুষ্টু' লেখায়।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
অফটপিক, বিনয়বাবুর শুধু ভুট্টা না ডালা সিরিজও....
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
নির্মলেন্দু গুণ 'নিশিকাব্যে' কিছুটা হলেও কামরাঙা কিছু অসাধারণ কবিতা লিখেছেন। এই যেমন:
দু'টি স্তন যেন ঝুলন্ত দু'টি দুর্গা,
বিসর্জনের জন্য নৌকায় প্রস্তুত।
হুক খুলে দিলেই হুড়মুড় করে
ওরা ঝাঁপিয়ে পড়বে নদীতে।
আরেক কবিতায় লিখলেন:
আমার ধর্মের নাম যৌন ধর্ম।
হিন্দু, বৌদ্ধ, জৈন, ইসলাম
বা খ্রিষ্টান ধর্ম আমার ধর্ম নয়।...
এসবের তুলনায় আমার এই লঘু রচনা...
তবু প্রশংসা পেলে কার না ভালো লাগে!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
জাঝা
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
@ সুবিনয় মুস্তফী
@ সুমন চৌধুরী
@ অলৌকিক হাসান
@ হিমু
@ নজমুল আলবাব
অকৃপণ প্রশংসার জন্য আমার কৃতজ্ঞতা।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
- অশ্লীল জাঝা
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
"অশ্লীল" শব্দটি আপনার কাছ থেকেই আসবে, সে-ব্যাপারে প্রায়-নিশ্চিত ছিলাম
জাঝা -র জন্য ধন্যবাদ।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
এটাকে সাপ্তাহিকের বদলে দৈনিক করা যায় কি?
হাঁটুপানির জলদস্যু
যদি বলি - যায়, তার মানে ঘাড়ে চেপে বসলো এক দায়িত্ব । কর্তব্যবোধ প্রবল বলে দায়িত্ব নিলে আমি তা পালন করি আন্তরিকভাবেই। কিন্তু আমি, আলস্যবিলাসী মানুষ, যথাসম্ভব এড়িয়ে চলতে চাই যাবতীয় বাধ্যবাধকতা, দায়-দায়িত্ব।
আপনার এই মন্তব্যে উৎসাহিত বোধ করছি খুব। আর তাই প্রতিদিন না হলেও সপ্তাহে দু'-তিনদিন দেবো বলে আশা রাখছি।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
উত্তম!
হাঁটুপানির জলদস্যু
পুরা কোপানি হইছে। ঘাবড়াইয়া গেলাম!!!
কি মাঝি? ডরাইলা?
ঘাবড়ালে তো চলবে না! দ্বিতীয় পর্বও ছেড়েছি ইতোমধ্যে।
এবং আরও আসিতেছে...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
চছছচচলুক!
আবার লিখবো হয়তো কোন দিন
এখনো কি বছর দশেক আগেরগুলো দিয়ে কাম সারছেন?নাকি ব্রান্ড নিউ?
খাইসে!
আপনি কি পেশায় প্রত্নতত্ত্ববিদ?
ছড়াগুলোর বয়স দিয়ে কী হবে? ক্ল্যাসিক রচনার কি বয়স থাকে?
মজাক করলাম। এখন সিরিয়াসলি বলি, এই সিরিজে এখনও পর্যন্ত প্রকাশিত ছড়াগুলোর অধিকাংশই বছর দশেক আগে রচিত। তবে সেই স্টক শেষ হয়ে গেছে বেশ কয়েক পর্ব আগে।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি তুষ্ট আত্মপ্রেমেই। এর সুবিধে হলো, প্রতিদ্বন্দ্বী কেউ নেই
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
কামরাঙা সিরিজ আমার অনেক আগেরই পড়া। কিন্তু যদি এই চমৎকার, উপভোগ্য সিরিজের রচয়িতাকে কিছুই না বলি, সেটা অত্যন্ত অনুচিত কাজ হবে।
এই দুটো খুবই মজার। বিশেষ করে দ্বিতীয়টা পড়ে প্রথমদিন যেভাবে হেসেছিলাম, এতদিন পর, আবারও হাসছি, সেই একই ভাবে!
_______________
বোকা মানুষ
দ্শ বছর আগেই এতো পাকা ছিলেন? হুমম। এই হলো বাস্তবের সন্ন্যসীদের হাল।
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
ভালই মজা!!!!১
/ছোট মানুষ
হাহাহাহাহা!
----------------------------
ইহাসনে শুষ্যতু মে শরীরং
ত্বগস্থিমাংসং প্রলয়ঞ্চ যাতু।
অপ্রাপ্য বোধিং বহুকল্পদুর্লভাং
নৈবাসনাৎ কায়মেতৎ চলিষ্যতি।।
- ললিতবিস্তর
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
নতুন মন্তব্য করুন