ভয়ে ভয়ে ছিলাম। না জানি অশ্লীলতার অভিযোগ ওঠে! আশঙ্কা অমূলক হওয়ায় আবার মাঠে নামছি। সচলায়তনের উদার ও গণতান্ত্রিক পরিবেশের সুযোগটি কাজে লাগিয়ে নিচ্ছি ষোলো আনা।
(এই সিরিজের অধিকাংশ ছড়াই মৌলিক। তবে বেশ কয়েকটির আইডিয়া পেয়েছি রুশ ইরোটিক ফোকলোর থেকে। আর গোটা দু'-তিনেক আছে ইংরেজি ছড়ার ভাবানুবাদ।)
___________
০৩.
বিয়ে ও বীয়ার
(চিরব্যাচেলরের জীবনদর্শন)
বিয়ের কথা যতোই বলো
দিই না তো দাম এক কড়ি!
বীয়ার খাবার ইচ্ছে হলেই
কিনবো বীয়ার-ফ্যাক্টরি?
০৪.
স্মৃতিমন্থণ
প্রেমিকের সাথে কতো না মজায় কেটেছে সারাটা রাত
গভীরভাবে সে আমাকে জেনেছে - হবে বার ছয়-সাত।
সকালে গেছে সে অফিসে, আমি এ রান্নাঘরের মাঝে,
রান্নায় নেই মন, তার কথা থেকে থেকে কানে বাজে।
আনমনা চোখে দেখি, ট্যাপ থেকে ফোঁটা ফোঁটা পড়ে পানি,
সেদিকে তাকালে তার কথা শুধু মনে পড়ে কেন জানি!
মন্তব্য
ওয়েলডান, ব্যাচেলর বয়!
..............................................................
শুশুকের ভয়ে কাঁপতে কাঁপতে সাঁতরে এসেছি কুমীরে-ভরা নদী!
ধন্যবাদ।
ব্যাচেলর বয় গানটি ক্লিফ রিচার্ডের। কিন্তু এই লিঙ্কের গানটির গায়ক অন্য কেউ। মূল গানটি চাইলে আওয়াজ দিন।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
সাধু, সাধু!
হাঁটুপানির জলদস্যু
সাধু সাধু সাধু
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
সহমত! এই ফোঁটা ফোঁটা সাপ্লাই-এ কি মন ভরে??? ঢাইলা দেন ভাই, ঢাইলা দেন!
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
@অলৌকিক হাসান
@সুবিনয় মুস্তফী
বেশি বেশি দিলে পেট খারাপ হইবো
তয় একটু ঘন ঘন দিমু, ভাবতাছি।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
সেইরকম!!!!
কি মাঝি? ডরাইলা?
অশ্লীশ।
তয়, সুস্বাদু।
আবার লিখবো হয়তো কোন দিন
আমার কমেন্ট কই?
(মুছে ফেলেন নাই তো???)
মুছে ফেলবো কেন???
কমেন্ট করেন নাই বইলাই কমেন্ট নাই।
আজ পর্যন্ত কারুর মন্তব্য মুছিনি।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি তুষ্ট আত্মপ্রেমেই। এর সুবিধে হলো, প্রতিদ্বন্দ্বী কেউ নেই
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
* দর্শনটা মনে ধরলো!
* দ্বিতীয়টা, এক কথায়, অসাধারণ! অর্থের কোনরকম হেরফের না ঘটিয়ে এমন চমৎকার ছন্দের কাজ, অবিশ্বাস্যরকম দারুন। নিজে ছন্দ পারি না বলে আপনাকে প্রবলরকম হিংসা করি!
_______________
বোকা মানুষ
ফোটায় ফোটায় মনে পড়ে!!!!!!
হা হা হা
/ছোট মানুষ
মজা পাইসি!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
নতুন মন্তব্য করুন