কামরাঙা ছড়া - ০৩

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
লিখেছেন সংসারে এক সন্ন্যাসী (তারিখ: শুক্র, ০৭/১২/২০০৭ - ৪:১৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ব্লগার হিমুর উৎসাহ আর তাগাদার কারণে আমার আলস্যবিলাস বিসর্জন দিতে হচ্ছে কিছুটা। এই পর্ব ছাড়ার পরিকল্পনা ছিলো আগামী সপ্তাহে। নির্ধারিত সময়ের পূর্বে জন্ম নেয়া শিশুর সম্ভাব্য দুর্ভোগের দায় আগেভাগেই চাপিয়ে দেয়া হলো হিমুর ওপরে দেঁতো হাসি

(এই সিরিজের অধিকাংশ ছড়াই মৌলিক। তবে বেশ কয়েকটির আইডিয়া পেয়েছি রুশ ইরোটিক ফোকলোর থেকে। আর গোটা দু'-তিনেক আছে ইংরেজি ছড়ার ভাবানুবাদ।)

০৫.
বালিকার প্রশ্ন

বালিকার জেদ - পরবে এখনই ব্রেসিয়ার!
বললো মামণি, "লক্ষ্মীটি শোনো,
অহেতুক তুমি জেদ করো কেন?
বড়ো হলে পরে যতো খুশি পরো
নেই দেরি খুব বেশি আর।"

বললো বালিকা, "বড়ো হলে পরে!
মানেটা কী তার? নির্ভুল করে
উত্তর দাও - আমি বড়ো উৎসুক:
আমি বড়ো হলে? নাকি বড়ো হলে বুক?"

০৬.
বউ রেখে ব্যাংককে

ব্যাংককে আমি যাচ্ছি বেড়াতে, বউ জানে - যাবো পাবনা
অফিসের কাজে, তাই তার মনে নেই কোনও দুর্ভাবনা।
ফুর্তি করার খায়েশ, তাই তো বউ রেখে যাবো বঙ্গে,
সাগরে গোসল করতে গেলে কি পানি নেয় কেউ সঙ্গে?

_____________

বোনাস ছড়া
(কামরাঙা ছড়া এটাকে বলা যাবে না)

সদুপদেশ

কমোড থেকে জল খেয়ো না
জল ওখানে নোংরা খুব,
ফ্লাশ করে নাও, তারপরেতে
কমলে ফেনা দাও চুমুক।


মন্তব্য

হিমু এর ছবি

এক্কেবারে ফন্ডোডাস!!

আপনাকে অভিবাদন!!!


হাঁটুপানির জলদস্যু

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আপনাকেও ধন্যবাদ ক্যাটালিস্টের ভূমিকা পালন করার জন্যে।

"ফন্ডোডাস" কি আপনার বানানো কোনও শব্দ?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

তানভীর এর ছবি

সন্ন্যাসী তো মনে হয় এক্কেবারে ভগবান রজনীশ দেঁতো হাসি ...ফাটাইয়ালাইছে!

========
"পুনরায় রৌদ্রহীন রৌদ্রে আমি, পথহীন পথে"

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

ফাটাইতে চাই নাই, ভাই, ফাইট্যা গ্যাছে দেঁতো হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অতিথি লেখক এর ছবি

আপনার হাতের ছুঁড়ে দেয়া ল্যাসোয় ধরা পড়েছে শব্দেরা। অভিবাদন আপনাকে।
-নির্বাসিত

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

লঘু চরিত্রের এক লেখা লিখে এমন সিরিয়াস প্রশংসা পাবো, ভাবতেও পারিনি। সহজেই অনুমেয়, মহা-পুলকিত বোধ করছি।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

হাসান মোরশেদ এর ছবি

ষ্ণ!
-----------------------------------------
মৃত্যুতে ও থামেনা উৎসব
জীবন এমনই প্রকান্ড প্রচুর ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

ভাই, ভালো কইলেন না গাইল দিলেন, বুজলাম না হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ষ্ণ! - মানে কী এখনো বুঝতে পারেন নাই? চোখ টিপি

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍আন্দাজ করতে পারি, তবে নিশ্চিত নই মন খারাপ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি তুষ্ট আত্মপ্রেমেই। এর সুবিধে হলো, প্রতিদ্বন্দ্বী কেউ নেই চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সুজন চৌধুরী এর ছবি

কঠিন হইছে দাদা,
আপনাকে ছড়ার (ছোড়া) চেয়ে ছুড়ি বিশেষজ্ঞ বলে মনে হচ্ছে।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

প্রায় সব পুরুষই ছুড়ি-বিশেষজ্ঞ। হয় প্র্যাকটিক্যালি, নয়তো সুযোগের অভাবে মনে মনে দেঁতো হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ধুসর গোধূলি এর ছবি

- এরকম ঝাক্কাস ঝাক্কাস অশ্লীল কথা পান কই?
কোন মুদির চাল খান বলেনতো!
খাইষ্টা লেখক হিমুর তালে পড়ে আগ্গুন জিনিষ প্রসবের দায়ে আপনাকে জাঝা দেয়া গেলো। দেঁতো হাসি
_________________________________
<সযতনে বেখেয়াল>

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

অশ্লীলের আর কী দেখলেন! অচিরেই আরও 'সাহসী' হবার আশা করছি চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ধুসর গোধূলি এর ছবি

- হৈ মিয়া, কামড়াঙ্গা ফলটাই তো অশ্লীল, কেমুন খাঁজ কাটা দেখেন্না?অশ্লীল ফলের নামে হেডিং দিছেন তো অশ্লীল কমুনাতো কি কমু?
_________________________________
<সযতনে বেখেয়াল>

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

কাম রাঙা ছড়া বড়ই উপাদেয় হইতেছে।
তোফা তোফা

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

কাম রাঙা সবকিছুই উপাদেয় দেঁতো হাসি
ধন্যবাদ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

domestic saint এর ছবি

muhaaahaaaaaaaaa

আমিও কই সাধু সাধু!!!
এইটা পইড়া আগের দুইটাও এক তানে পইড়া ফেললাম......এক্কেরে ফাটাফাটি!

কমেন্টের বাকি অংশ ভক্তের সামান্য প্রণামী...

বহু দেনদরবারে কেনা হলো PC
কামরাঙা site ঘুরে কাটে দিবা নিশি।
রঙ্গিন Screen এ ঘুরি নীলরঙা site-এ
শরীরটা বিক্ষত কামরাঙা bite-এ
হাতে বই, Screen এ উন্নত বক্ষা
মা এসে দেখে যদি নাহি হবে রক্ষা।

দিক্ষা নিয়েছি আমি,
গুরু মোর রসময়।
রাত লাগে কামরাঙা
দিন ভারি অসময়।

বহুদিন ধরে, বহু ব্যয় করে
বহু সাইট ঘুরে, খুঁজিয়া ফিরেছি
নীলছবি আমি অমৃতা অরোরার*
দেখা হয় নাই পাশের বাড়িতে
বৃষ্টিতে ভেঁজা স্বচ্ছ শাড়িতে
নিটোল শরীরে থরথর কাঁপা উন্নত পয়োধার**।
* বলিউডি নায়িকা।
** আসল শব্দটি পয়োধর।

অয়ন এর ছবি

ওরে খাইছে

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

ধন্যবাদ domestic saint.
saint-রা দেখছি ইদানিং খুব আধুনিক হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

domestic saint এর ছবি

বোম ভোলানাথ!!
সন্ন্যাসী, Mystic saint হইতে পারলাম না গুরু, তাই তো এখনো সংসারে মানে, গৃহপালিত হইয়ায় জীবন যাপন। আধুনিক আর হইতে পারলাম কই?
"আমার তাইতে ধন্ধ লাগে গো সাইজী,
কার আশায় বান্ধিয়াছ ঘর?"

অদৃশ্য ভগবান এর ছবি

দুরন্ত হয়েছে ।
তবে বোনাস ছড়া আরো চাই ।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

বোনাস পেতে কার না ভালো লাগে! দেঁতো হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সৌরভ এর ছবি

ঞ্ঝঝব্বর!


আবার লিখবো হয়তো কোন দিন

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

এমন মন্তব্য আগে কোথাও দেখি নাই হাসি
ধন্যবাদ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

হিমু এর ছবি

এইবার ৪ নাম্বার।


হাঁটুপানির জলদস্যু

হিমু এর ছবি

আমি ভুলোমনা, তবু মাঝে মাঝে কেন এটা ওটা দেখে
হৃদয়ের মাঝে স্মৃতির মুরলী বেজে ওঠে থেকে থেকে
ফেরিঅলা হাঁকে, "ডাব, ডাব" বলে, অমনি স্মরণে মম
ললিতার কথা, তার দেহলতা, বাজে সাইরেনসম।
জাম্বুরা হাতে জনগণ আর তম্বুরা হাতে গাইয়ে
পাপিতার স্মৃতি এই পোড়া মনে কেন ফের দেয় পাইয়ে?
কোন এক শিশু দু'হাতে দু'খানি আপেল লইয়া ছোটে
আমার মগজে জেনিতার স্মৃতি পলকে জাগিয়া ওঠে।
আম বলো আর আমড়াই বলো, স্মরণ রুধিতে নারি
ফলমূল দেখে কেন মোর খালি মনে আসে পরনারী?
ইহারে শুধাই তাহারে জিগাই, সমাধান নাহি মিলে
বান্ধবী কন দাঁতে দাঁত চেপে, "রোগ ভালো হবে কিলে।"


হাঁটুপানির জলদস্যু

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

ভেবেছিলাম, ফাঁকা ফিল্ডে গোল দিয়ে যাবো অবলীলায়। এখন দেখা যাচ্ছে মাঠে প্রবল প্রতিদ্বন্দ্বীর উপস্থিতি মন খারাপ

এই লেখা মন্তব্যে দিয়েছেন কেন? আলাদা পোস্ট ছাড়ুন। সিরিজ চালু করুন প্রয়োজনে। শুরু হোক দুই 'কামকবির' লড়াই দেঁতো হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

হিমু এর ছবি

উঁহুহু, এসব বলে ৪ নাম্বার দিতে ফাঁকিবাজি করলে চলবে না। আপনি সিরিজ আগান, আমরা মাঝে মাঝে টুকটাক চিপা থেকে গুল্লি করে যাবো।


হাঁটুপানির জলদস্যু

অমিত এর ছবি

ওরে কে আছিস, সন্ন্যাসীরে একটু তামুক দে।
ফাডাইসেন বস দুই নম্বরটায়

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍তামুক-টামুক চলে না আমার।
তরল কিছু থাকলে পাঠান হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি তুষ্ট আত্মপ্রেমেই। এর সুবিধে হলো, প্রতিদ্বন্দ্বী কেউ নেই চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

দ্রোহী (মন্তব্য লিমিট অতিক্রান্ত) এর ছবি

গুরু !!! অধম ভক্তের প্রণতি গ্রহণ করুন।

(হিমু তো পুরান পাপী - ওর ব্যাপারে কি আর বলব! গৃহপালিত সন্ন্যাসীর ছড়া পড়েও চমৎকৃত হয়েছি। )

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

কেউ আমারে পালে না। আমি একলাই মাস্তান। তাই ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍আমারে "গৃহপালিত সন্ন্যাসী" বলার তেব্র পেরতিবাদ জানাই।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি তুষ্ট আত্মপ্রেমেই। এর সুবিধে হলো, প্রতিদ্বন্দ্বী কেউ নেই চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অতন্দ্র প্রহরী এর ছবি

দারুন, তবে প্রথমটার শেষ দুই লাইনে আমি ছন্দ ঠিক মেলাতে পারলাম না। হয়তো আমারই ছন্দজ্ঞানহীনতার কারণে। মন খারাপ

দ্বিতীয়টা তো লা-জওয়াব! হো হো হো
(আমার জন্ম বগুড়াতে হলেও, ছোটবেলার প্রায় পুরোটাই কিন্তু কেটেছে পাবনায়!) চোখ টিপি

সদুপদেশ কেমন যেন গা-গুলানো মনে হলো! ইয়ে, মানে...
_______________
বোকা মানুষ মন খারাপ

অতিথি লেখক এর ছবি

একা একা থাকলে, কিম্বা বন্ধুদের সাথে থাকলে খুব হাসতাম-----

চমত্‌কার!!!!!!!!

/ছোট মানুষ

দুষ্ট বালিকা এর ছবি

আহেম! উত্তম জাঝা!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।