শব্দ নিয়ে এক ধরনের বালখিল্য এই খেলায় খেলোয়াড় (বা লেখোয়াড়) হতে পারেন যে কেউ। আমি নিশ্চিত, যতো ক্ষুদ্রাকৃতিই হোক না কেন, প্রায় সবারই আছে এমন শব্দার্থ সংকলন। ওসব শেয়ার করুন। জনতা জানুক।
(সবিনয়ে বলে রাখি, এই লেখাটি লঘু রসসৃষ্টির লঘু প্রয়াস। তাই ব্যাকরণ- বা ভাষাগত শুদ্ধতা নিয়ে প্রশ্ন তোলাটা যুক্তিযুক্ত হবে না।
'বঙ্গাভিধান' নাম দিলেও লেখাটিতে কিছু ক্ষেত্রে আমাদের সকলের জানা ভিনদেশী কিছু শব্দের আশ্রয় নেয়া হয়েছে। )
_________
ব্যঙ্গ বঙ্গাভিধান
৪১. অন্তর্ধান - চাল
৪২. মূলধন - শীতের সকালে ঠাণ্ডা পানিতে গোসল করার পর পুরুষাঙ্গের আকার (সবিনয়ে বলে রাখি, এটা আমার এক বন্ধুর কাছে শোনা)
৪৩. তামাশা - ব্রোঞ্জপদক জেতার প্রত্যাশা
৪৪. অশ্রুতচর - যে স্পাইয়ের কথা আগে শোনা যায়নি
৪৫. উপার্জন - সাইড ইনকাম
৪৬. মমত্ব - নিজেকে নিয়ে বড়াই করার অভ্যেস
৪৭. পরাজয় - মহান জয় (তুলনা: পরাশক্তি)
৪৮. কুহক - অন্যায্য
৪৯. অত্যাচার - ফর্মালিটিজের চূড়ান্ত (বিশ্লেষণ: অতি + আচার)
৫০. আদিরস - পুরনো মদ
মন্তব্য
স্বার্থপর- পরের স্বার্থ দেখে যে
ভালবাসা - ভাল + বাসা (বাড়ী)
দুর্জয় - খারাপ জয় (তুলনা- দুর্জন )
উপদেশ - ছোট দেশ
কামার - যিনি... (তুলনা- খেলোয়াড়; যিনি খেলেন)
আমাশা - আম খাওয়ার আশা
গুরুজী, আপাতত এই কয়টা দিলুম
========
"পুনরায় রৌদ্রহীন রৌদ্রে আমি, পথহীন পথে"
অসাধারণ!
আপনি আর হিমু, মনে হচ্ছে, আমারে ভাতে মারবেন
আপনাদের দু'জনকে " ব্যঙ্গ বঙ্গাভিধান"-এর সম্পাদকমণ্ডলীর সদস্য করে নেয়া হলো
খুব ভালো লাগলো 'স্বার্থপর' (আমারও ছিলো মনে, কেমনে ব্যাটা পারিল সেটা জানতে!!!), 'কামার'...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
ধন্যবাদ। খুশীতে আরো দু'টো যোগ করলাম-
গণিকা - মহিলা অংকবিদ
টাকশাল - টেকো নিবাস
========
"পুনরায় রৌদ্রহীন রৌদ্রে আমি, পথহীন পথে"
আগের কোনও এক পর্বে ছিলো গণক - গণিকার পুংলিঙ্গ।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
কাশিধাম = যক্ষ্মা হাসপাতাল
ব্রাদার = বক্ষবন্ধনী বিক্রেতা
গলবস্ত্র = মাফলার
আবালবৃদ্ধবণিতা = টেকো বুড়োর বউ
সরবরাহ! = দূরে গিয়া মর, শুয়োর!
জলবায়ু = আর্দ্র বাতকর্ম
বারবণিতা = মহিলা বারটেন্ডার
মোহাবিষ্ট = বিশাল হাগু
প্রবাল = কর্তিত গুপ্তকেশ
কোপানল = পুং জননাঙ্গ
সীতাকুন্ড = স্ত্রী জননাঙ্গ
পরিমল = জ্বিনপরীদের বর্জ্য
হাঁটুপানির জলদস্যু
গুল্লি!
বিশেষ করে 'সরবরাহ', 'জলবায়ু', 'পরিমল' (আমি এর মানে করেছি - পরিশোধিত বিষ্ঠা)...
আপনার'ব্রাদার'দের ভিডিও দেখুন
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
গাম্ভীর্য় (গামলা ভর্তি বীর্ষ ) শব্দটা মনে হয় বাদ পড়ে গেলো।
-------------------------------------
জল ভরো সুন্দরী কইন্যা, জলে দিছ ঢেউ।
হাসি মুখে কওনা কথা সঙ্গে নাই মোর কেউ।
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
আমি আসলে চেষ্টা করেছি এই ধরনের প্রচলিত শব্দাবলি (বিশেষজ্ঞ, নিমাই বা গাম্ভীর্য) এড়িয়ে চলতে। বলতে পারেন, মৌলিকত্ব আনার প্রয়াস
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
ভয়ে ভয়ে দিচ্ছি। যদি পুনরাবৃত্তি হয় তাহলে নিজগুণে ক্ষমা করে দেবেন।
নিমাই = সমতলবক্ষা নারী
উপমা = মায়ের মত কিন্তু মায়ের সমকক্ষা নয় এমন কেউ। (তুলনা -উপসচিব )
পরচুলা = অন্যের চুলা
বলদ = বল দেয় যে ( ফুটবল খেলায় )। (তুলনা - করদ কর দেয় যে এটা অবশ্য আমার নিজস্ব নয়। কোথায় যেন পড়েছিলাম।)
ভয়ের কিছু নাই। কেউ মাইর-ধইর করবো না, ইংরেজিতেও কতা কইবো না
নিমাই প্রসঙ্গে এই সিরিজের প্রথম পর্বে ভূমিকায় লিখেছি।
উপমা-র শব্দার্থ আমি করে রেখেছি - সৎ মা অথবা খালাম্মা (আপনার করা অর্থের মতোই)।
বাকি দুটোও সুন্দর।
চালিয়ে যান। আপনাকেও " ব্যঙ্গ বঙ্গাভিধান"-এর সম্পাদকমণ্ডলীর সদস্য করে নেবো
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
- দুই নাম্বারটাতো চুড়ান্ত অশ্লীল।
ঐ কেডা আছোস, আমারে ওযুর পানি দে। তওবা পড়তে হৈবো!
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আমার নাপাক লেখা পড়ার জন্য ধন্যবাদ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
বন্ধুর কাছে শোনা মানে ???
আপনার অভিজ্ঞতা নেই ? আপনি দেখছি অতিশয় দরিদ্র , নির্ধন।
দরিদ্র আমি হতে পারি, তবে আমার মূলধনটিই আমার মূলধন
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
বেশ মজা পাচ্ছি আপনার এবং অন্যান্যদের স্বরচিত ব্যঙ্গ বঙ্গাভিধান পড়ে। ছোটবেলায় শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এর "জেনারেল ন্যাপলা" গল্পটি পড়েছিলাম। সেখানে পন্ডিতমশাই ছাত্রদের প্রতিদিন কিছু দুর্বোধ্য বাংলা শব্দের অর্থ জিগ্যেস করে তাদের জব্দ করতেন এবং এতে করে বিশেষ আত্মপ্রসাদ লাভ করতেন। তিনি ক্লাসে এসে চোখ বন্ধ করে যার নাম বলতেন তাকেই সেদিন বলির পাঁঠা বানানো হত এবং তার মাথার উপরেই খাঁড়ার ঘা নেমে আসত। তো একদিন তিনি নেপালচন্দ্র ওরফে ন্যাপলাকে (গল্পের নায়ক) দুটি শব্দের অর্থ জিগ্যেস করলেন। ন্যাপলা দুটি শব্দের কোনটার অর্থই জানত না, কিন্ত সে দমে যাওয়ার পাত্র নয়। তাই সে নিজের মত করে শব্দ দুটির অর্থ বলেছিল। সেই শব্দ দুইটি এবং তাদের ব্যঙ্গাত্মক শব্দার্থ গুলি বলার জন্যই এত কথার অবতারণা। গল্পটি বলার লোভ সামলাতে পারলাম না বলে দুঃখিত।আশা করি পাঠক নিজগুণে আমাকে ক্ষমা করবেন।
ইরম্মদ = ইরান দেশের মদ
অকুতোভয় = কুকুর কে যে ভয় পায়না
-সু
গল্পটা পড়া হয়নি। 'অকুতোভয়' চমৎকার লাগলো।
এই কাহিনীটি না বললেই বরং পাঠক আপনাকে ক্ষমা করতো না
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
দাদা তাফা !!!
এইবার বাক্যগঠন শুরু করার সময় হৈছে।
যেমন- তামাশা করিয়াছিলাম,পাইয়া মমত্ববোধ করিতেছি।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
দাদা, বিরক্ত হইয়া পড়লেন নাকি?
আরও কয়েক পর্ব দেওয়ার প্ল্যান আছে। সহ্য করবেন তো?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
কি যে কন দাদা !!
আমি আপ্লুত হইয়া কইলাম।
আপনাদের প্রতিভায় আমি মুগ্ধো।
ধরেন, পত্রিকায় রিপোর্ট বাইর হইলো
কামারের কোপানলে পরিয়া সীতাকুণ্ড ক্ষতবিক্ষত ।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
দৌড়াক !!! চমৎকার হইতেছে!!!
৪২ নাম্বারটা প্রচলিত।
কি মাঝি? ডরাইলা?
আমি তো, ভাই, স্বীকার করেই নিয়েছি যে, ৪২ নম্বরটা মৌলিক নয়। তবে ওটি ব্যাপকভাবে প্রচলিত জানলে দিতাম না।
উৎসাহ দিচ্ছেন বলেই যতোক্ষণ স্ট্যামিনা আছে, দৌড়বো
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
ফরাসী ভাষায় একটা বিশেষ নাম আছে ঃ দুবল আঁতাঁদর ( double entendre), যখন একই শব্দের, বা বাক্যাংশের একাধিক অর্থ হয়, এবং তার একটি আদি-রসাত্মক। অন্য ভাষায় ব্যাপারটিকে এমন বিশেষ অভিধা দিয়ে সম্মানিত করা হয়েছে কি না আমার জানা নেই। বাংলার অমিত সম্ভাবনার ব্যাপারে আপনার এবং সহ-অভিধানিকদের গবেষণা আরো ব্যাপকতা লাভ করুক।
কিছুটা অপ্রাসংগিক (এবং সম্ভবত অনেকের জানা) একটা গল্প মনে হলো। একটা লোককে তার আত্মীয়-বন্ধুরা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেলেন।
-"কি সমস্যা?"
-"পরীক্ষা করে দেখলেই বুঝবেন।"
ডাক্তার একটা কাগজে একটা সরল রেখা এঁকে দেখালেন। "বলুন তো এটা আপনার কাছে কি মনে হয়?"
লোকটা একটা বাজে কথা বলল।
ডাক্তার কাগজে একটা বৃত্ত আঁকলেন। " আর এটা?"
লোকটা আর একটা বাজে কথা বলল।
বিমূঢ় ডাক্তার অনেক চিন্তা করে ত্রিভুজ আঁকলেন। হেঁ-হেঁ, এবার দেখা যাক।
লোকটা ত্রিভুজটাকে উলটে ধরে আবার একটা আদি-রসাত্মক অর্থ বার করল।
ডাক্তার দীর্ঘশ্বাস ফেলে বললেন - "আপনার যৌন অবসেশন আছে|"
লোকটা ক্ষেপে গিয়ে বলল - আমার অবসেশন আছে!! এই সব অশ্লীল ছবি একের পরে এক কে এঁকে যাচ্ছে ?"
আমার যৌন অবসেশন আছে দারুণ, কিন্তু কোন ডাক্তারই আমাকে এ কথাটা বলতে চায়নি।
হাঁটুপানির জলদস্যু
আপনার মতো আমিও এই নিরাময়াতীত রোগে আক্রান্ত। এবং জানেন, রোগটি আমি বেশ উপভোগ করি।
আমার ধারণা, এই অবসেশনটি আছে প্রায় সব পুরুষের। তবে অনেকেই তা লুকিয়ে বা চেপে রাখতে পারে।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
@বজলুর রহমান
ব্যঙ্গ বঙ্গাভিধান-এর নেহাতই আনন্দদায়ক সংকলন-প্রক্রিয়াটিকে গবেষণা আখ্যা দিয়ে রীতিমতো লজ্জায় ফেলে দিলেন।
দ্ব্যর্থবোধক শব্দাবলি আছে, আমার বিশ্বাস, সব ভাষাতেই। রুশ বা ইউক্রেনীয় ভাষায় এসবের বিশেষ কোনও নাম নেই বলেই জানি, যদিও ব্যঙ্গাত্মক শব্দার্থের চর্চা এই ভাষা দুটোয় অত্যন্ত ব্যাপক এবং প্রবল।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
আমাকে দুইজন মেইল করে ধমক দিয়েছে
তাই আমার বিদ্যা প্রকাশ করার সাহস পেলাম না
আপনি নিজ্ঞাপনে মন্তব্য করার পর?
আমি কিন্তু ভারি বিস্মিত ও হতাশ হলাম। কিন্তু মেইল-ধমকে ঘাবড়ালে চলবে কী করে? শামসুর রাহমান, হুমায়ূন আজাদেরা কিন্তু প্রত্যক্ষ হুমকিরও তোয়াক্কা করেননি।
এক দফা এক দাবি: আপনার বিদ্যা প্রকাশ করুন।
অপেক্ষায় রইলাম।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
প্রকাশক পাওয়া গেছে! যাই কই!!! ও হে অভিধান-সংকলকেরা, আপনারা ঝাঁপিয়ে পড়ুন কাজে...
অরূপ সাহেব কথা দিয়েছেন। পাবলিক সাক্ষী।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
আরও কিছু--
বরকন্দাজ = বর কনে ছুঁড়ে মারে যে (তুলনা - তীরন্দাজ)
পরিব্রাজক = পরি-দের বক্ষবন্ধনী বিক্রেতা
চৌকিদার = ব্যাচেলর (চৌকি/খাটের দার গ্রহণ করেছে যে)
কর্ণাটক = কান বন্ধ (কর্ণ + আটক)
জ্বালামুখ (যেমন আগ্নেয়গিরির জ্বালামুখ) = স্ত্রী প্রজনন তন্ত্র
বৃহন্নলা = বৃহৎ পুংজননতন্ত্র
========
"পুনরায় রৌদ্রহীন রৌদ্রে আমি, পথহীন পথে"
পরিব্রাজক আর চৌকিদার দারুণ।
আপনাদের সক্রিয় অংশগ্রহণ আমাকে বড়োই উৎসাহিত করছে। অতএব অচিরেই আসিতেছে পরবর্তী পর্ব।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
শিশ্ন= যেখানে শিস দেয়া নিষেধ
প্রচেত= প্রতিদিনই চেতে থাকে যে
প্রদোষ = প্রধান দোষ যার(মূল আসামী)
সমীচীন= চীন দেশের শমী কায়সার
শাশুড়ী= সুর করিয়া শাসায় যে বুড়ী(এটি প্রচলিত)
সংবাদ= সং কে বাদ দিয়ে বিচিত্রানুষ্ঠান
করমচা = করমের বিনিময়ে চা (কজের বিনিময়ে খাদ্য অনুসারে)
কামলা = কামভাবে আউলা যে জন
সুন্দর= শুনে শুনে দরাদরি ( নিজের বুদ্ধি দিয়ে নয়, পাশের জনেরটা শুনে- - -)
খবর = খ(আকাশ) এ থাকা বর = পাইলট স্বামী
পশমিনা = আমি পশ্ নই
সূচনা = যেখানে সূচ ঢোকানো নিষেধ
লালন = লাল রংয়ের মোজাইক লন
বন্ধন = বন থেকে ধরে আনা _______
বনবাসী= দুই দিনের বাসী বনরুটি
মৌতাত= মৌমাছিকে তাতালে যা ঘটে
বকলম= বক পাখীর গায়ের লোম
চিৎকার = চিত হয়ে থাকা গাড়ি (কার)
লজজাকর= যে কর দিতে লজ্জা লাগে (উদাহরণ: সেক্স প্রডাক্ট এর জন্য জি এস টি)অথবা:
লজ্জা লজ্জা মুখে ধরা হাত (কর)
চর্বণ = দুবলার চরে থাকা বোন
আরেকটা মনে এলো এইমাত্র:
বন্ধনী= বনের উসিলায় ধনী হলেন যিনি( উদাহরন: বনের রাজা ওসমান গনি)
আপনার অংশগ্রহণে বড়োই প্রীত বোধ করছি। কয়েকটি তো রীতিমতো অনবদ্য! সমীচীন, কামলা, মৌতাত, বন্ধনী...
সকলের সহযোগিতায় একটা পূর্ণাঙ্গ অভিধান দাঁড়িয়েই যাবে, মনে হচ্ছে
ভবিষ্যতেও আপনার সক্রিয়তা আশা করছি।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
আপনার নিজস্ব ও অন্যান্যদের মন্তব্যগুলো মিলিয়ে বই না হোক, অন্তত একটা পিডিএফ তো করা যেতে পারে। আমার জানা নেই, এরমধ্যেই তা করা হয়ে গেছে কি না। হয়ে থাকলে কোথায় পাব, জানাবেন প্লীজ।
_______________
বোকা মানুষ
অনুমতি ছাড়াই খোমাখাতায় লিঙ্কাইলাম! হাসতে হাসতে চেয়ার থেকে পড়ার যোগাড়!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
নতুন মন্তব্য করুন