গত পর্বের কামরাঙা ছড়া দুটোকে আনোয়ার সাদাত শিমুল বললেন "সায়েন্টিফিক"। ভাবলাম, বিজ্ঞান না হোক, বৈজ্ঞানিকদের নিয়েও তো এমন ছড়া লেখা যেতে পারে! নিউটন আর আর্কিমিডিসকে নিয়ে রচনা করে ফেললাম দুটো। আইডিয়াদাতা আনোয়ার সাদাত শিমুলকে কৃতজ্ঞতা।
(এই সিরিজের অধিকাংশ ছড়াই মৌলিক। তবে বেশ কয়েকটির আইডিয়া পেয়েছি রুশ ইরোটিক ফোকলোর থেকে। আর গোটা দু'-তিনেক আছে ইংরেজি ছড়ার ভাবানুবাদ।)
_____________
১৩.
নিউটনের স্বপ্নভঙ্গ
আপেলতলায় নিউটন বসে চোখ দুটো মুদে মগ্ন,
মানসচক্ষে ভাসছিল, আহা, একটি রমণী নগ্ন।
দু'হাত বাড়িয়ে সেই দেহটিকে করেছেন যেই স্পর্শ -
আপেল ফেলেই স্বপ্ন ভাঙালো বেরসিক মহাকর্ষ।
১৪.
ইয়েরেকা*
উদ্ভট এক স্বপ্ন দেখেছি, খেতে ইলিশের মাছ চায়
আর্কিমিডিস। উপরি খায়েশ - বাঙালি মেয়ের TOUCH চায়।
ইচ্ছে পোরাতে গেছি তার ঘরে,
মাছ খাওয়া আর TOUCH হলে পরে
আমার কাপড় খুলে সে বসালো জল-ভরা চৌবাচ্চায়।
*নামকরণ হিমুর।
মন্তব্য
আর্কিমিডিস, নিউটন আর সেই রমণী, যে নাঙ্গা,
ইহাদের লয়ে রচিত ছড়া যে সেরকম মারদাঙ্গা!
যতোই আসুক আঘাত-বিঘ্ন, পরিবেশ হোক বৈরি,
বিজ্ঞানীদের ইয়ে মেরে আরো ছড়া তবু হোক তৈরি।
হাঁটুপানির জলদস্যু
না রে, ভাই, বিজ্ঞানীদের ইয়ে মারাটা কি ঠিক হবে? ওঁরা আমাদের শ্রদ্ধেয়, প্রাতস্মরণীয়। আমি আসলে তাঁদের নিয়ে প্রচলিত কাহিনীগুলোকে ভিন্ন এবং বাস্তবতাবর্জিত সরস এক দৃষ্টিকোণ থেকে দেখানোর দুঃসাহস করেছি মাত্র। এতে তাঁদের মাহাত্ম্য একটুও ক্ষুন্ন হয়নি বলেই আমার বিশ্বাস।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
নিউটনটা হইছে তয় আগেরগুলার মত জোশের সাথে নাউজুবিল্লাহ কইতে পারলামনা
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
পরের পর্বে আপনার নাউজুবিল্লাহ বলার ব্যবস্থা করতে পারবো ইনশাল্লাহ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
গুল্লি
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
চৌধুরী সাহেবের গুল্লি
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
সন্ন্যাসীরে কবে যে অপ্রাপ্তমনস্ক মুল্লারা ছুলে চড়াইবো!
আবার লিখবো হয়তো কোন দিন
আর আপনেরা চাইয়া চাইয়া দেখবেন?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
- এইবারেরটা কিঞ্চিৎ পর্দানশীন হৈছে।
অই কই গেলি রে, পানির লোটাটা ফেরৎ নে, অযু করোন লাগবো না!
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
বদনা ফেরত না পাঠাইয়া হাতের কাছে পানি (জমজমের এবং "ফুটন্ত হৈলে ভালো হয়" - আপনেরই বক্তব্য) ভর্তি কইরা রাখেন। অচিরেই কামে (মানে কাজে) লাগবো
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
- সেইসময় আর লোটা-বদনায় কাজ হৈবো না, ডাইরেক্ট ঝাপান লাগবো কূয়ায়।
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
@ সুমন চৌধুরী
@ অলৌকিক হাসান
@ থার্ড আই
চারপাশ (থুক্কু, তিনপাশ) থেকে এই হারে গোলাগুলি করলে তো ক্রসফায়ারে মারা পড়বো!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
সন্ন্যাসী মশাই দেখছি এই অধমকেও স্মরণ করেছেন। কী দিয়ে সম্মান জানাই? আপাতত: তরতাজা কামরাঙাই দিলাম।
ছবিটা সেইরম! দেখেই লোভ লাগলো!
কিন্তু, ভাই, অধম-টধম জাতীয় শব্দ ব্যবহার করে আমাকে লজ্জায় না ফেললেই কি হতো না?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
সেরম মজা পাইলাম।
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
নিউটনেরটা অসম্ভব ভাল হয়েছে।
_______________
বোকা মানুষ
নতুন মন্তব্য করুন