আমার ধারণা, এই সিরিজটা ক্রমশ একঘেয়ে হয়ে পড়ছে। তাই অচিরেই এর সমাপ্তি ঘোষণা করবো, ভাবছি। টানবো আর, বড়ো জোর, দু'-তিন পর্ব। তার পরেও হয়তো বেশ কিছু রয়ে যাবে অপ্রকাশিত। তবে সেগুলো নেহাতই মামুলি ও সাধারণ গোছের।
(সবিনয়ে বলে রাখি, এই লেখাটি লঘু রসসৃষ্টির লঘু প্রয়াস। তাই ব্যাকরণ- বা ভাষাগত শুদ্ধতা নিয়ে প্রশ্ন তোলাটা যুক্তিযুক্ত হবে না।
'বঙ্গাভিধান' নাম দিলেও লেখাটিতে কিছু ক্ষেত্রে আমাদের সকলের জানা ভিনদেশী কিছু শব্দের আশ্রয় নেয়া হয়েছে। )
_________
ব্যঙ্গ বঙ্গাভিধান
৭১. সোজাসুজি: সহজ সুজি রন্ধনপ্রণালী
৭২. কৃতকাম: কমপ্লিটেড ইন্টারকোর্স
৭৩. শ্বেতাঙ্গ: শ্বেতী রোগে আক্রান্ত শরীর
৭৪. ওষ্ঠরাগ: রাগের সময় ফুলে ওঠা ঠোঁট
৭৫. কোথাকার: হারিয়ে যাওয়া গাড়ি অন্বেষণ
৭৬. নিঃশ্বাস: শ্বাসহীন (তুলনা: নিঃসঙ্গ - সঙ্গহীন)
৭৭. পুরোহিত: সম্পূর্ণ ভালো
৭৮. সংসার: ক্লাউন-প্রধান (উদাহরণ: কাল একটা সংসার সিনেমা দেখলাম)
৭৯. সমাজসেবী: সমাজ সেবন করে অভ্যস্ত ব্যক্তি (তুলনা: মাদকসেবী)
৮০. ধনাকাঙ্খা: নারীর যৌনবানসা
৮১. অবতরণিকা: বাজে, ছোট্ট নৌকা
৮২. মতিগতি: এক পত্রিকার সম্পাদকের সন্দেহজনক আচরণ
৮৩. নির্ভর: ওজনহীন
৮৪. আচরণ: গুরুজনের পা স্পর্শ করে শ্রদ্ধা প্রদর্শনের পদ্ধতি
৮৫. অতিরিক্ত: খুব গরীব
৮৬. কল্পনা: বানানো কথা নয়
৮৭. লাবণ্য: লবণত্ব; লবণের মাত্রা (উদাহরণ: তরকারিতে লাবণ্য বেশি হয়েছে)
৮৮. উপযাজক: সহকারী পাদ্রী
৮৯. হারপিক: মেয়ের ফেলা পানের পিক
৯০. রংবাজ: চিত্রকর
মন্তব্য
চালানোর জন্য রসদ প্রয়োজন, রে ভাই! আর্সেনাল প্রায় শূন্য হবার পথে
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
অনেকগুলাই উল্লেখ করার মত, কিন্তু এই পর্বে আমার সবচেয়ে ভাল লাগছে
আমার নিজেরও বেশ পছন্দ এটি।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
জাঝা: জারিয়া-ঝাঞ্ঝাইল (নেত্রকোনার একটি রেলস্টেশনের নাম)
কয়েকটি ভালো লেগেছে। একঘেয়ে বলে তো মনে হচ্ছে না।
..................................................
ছিদ্র খুঁজে বেড়াই, বন্ধ করার আশায়
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
জারিয়া-ঝাঞ্ঝাইল - দারুণ!
আপনার মন্তব্যের পর ডিকশনারি দেখে নিজের ভুল আবিষ্কার করলাম। আমি লিখেছিলাম "একঘেঁয়ে"। লেখার সময়েই একটা সংশয়বোধ ছিলো, কিন্তু আলস্যবোধের তীব্রতা ডিকশনারির দিকে হাত বাড়াতে দেয়নি।
আপনাকে ধন্যবাদ।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
- ৮০ নাম্বারটা পইড়া আর পিছে তাকাই নাই।
নাউযুবিল্লাহ্... আস্তাগফিরুল্লাহ্... লা হাওলা ওয়ালা ক্কুয়া'তা!
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আমার লেখাগুলোর সৌজন্যে আপনাকে হরদম আল্লাহ-বিল্লাহ করতে হচ্ছে, অজু করে সাফ-সুতরো থাকতে হচ্ছে অর্থাৎ ছওয়াব ইনকাম করছেন রীতিমতো। সেটা ভেবে দেখেছেন?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
একঘেঁয়ে মানে? এই সিরিজ তো ফাটাফাটি হচ্ছে! আর মাত্র দুই-তিন পর্বের হুমকি দেখানোর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রতিবাদ জানাতে গিয়ে প্রতিবাদ শব্দটা নিয়েও খটকা লাগল।
চলুক! চলুক!
ভাল আছি, ভাল থেকো।
ভাল আছি, ভাল থেকো।
খেলাধুলোর জগতে একটা কথা চালু আছে - ফর্মে থাকতে থাকতেই অবসর নিয়ে ফেলা উচিত
আমারও অনেকটা সেই অবস্থা। স্টক তো অফুরান নয়। তবে আপনার উচ্চকিত প্রশংসা আর প্রীতিকর প্রতিবাদ এই পর্বটির জীবন কিছুটা দীর্ঘায়িত করতেও পারে। কে জানে!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
মতিগতি আর ধনাকাঙ্খা, দুইটাই বিস্ফোরক!
হাঁটুপানির জলদস্যু
আরে ভাই, ধনাকাঙ্খা পুরুষদেরও আছে বলে শুনেছি।
কিন্তু তারা কি সত্যিকারের পুরুষ?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
মতিগতি, পুরোহিত, অতিরিক্ত, রংবাজ... খুব মনে ধরলো। বাকিগুলোও চমৎকার, যথারীতি, সে তো আর আমার বলার অপেক্ষা রাখে না।
_______________
বোকা মানুষ
নতুন মন্তব্য করুন