ফুরিয়ে আসছে রসদ। অতএব বাধ্য হয়েই এই ধারাবাহিকের প্রাণ সংহার করতে হবে অচিরকালে।
আর ফলাফল যা হবার কথা, তা-ই হয়েছে। প্রথম দিকের পর্বগুলোয় বেছে বেছে ভালো শব্দার্থগুলো দিয়ে ফেলায় এখন পানশে ধরনের অবশিষ্টাংশ প্রকাশ করতে হচ্ছে
(সবিনয়ে বলে রাখি, এই লেখাটি লঘু রসসৃষ্টির লঘু প্রয়াস। তাই ব্যাকরণ- বা ভাষাগত শুদ্ধতা নিয়ে প্রশ্ন তোলাটা যুক্তিযুক্ত হবে না।
'বঙ্গাভিধান' নাম দিলেও লেখাটিতে কিছু ক্ষেত্রে আমাদের সকলের জানা ভিনদেশী কিছু শব্দের আশ্রয় নেয়া হয়েছে। )
_________
ব্যঙ্গ বঙ্গাভিধান
৯১. হৃদরোগ: প্রেমে পড়ার বাতিক
৯২. সুরঙ্গ: উচ্চমানের রসিকতা
৯৩. রূপকথা: সৌন্দর্যকাহিনী
৯৪. অনুধাবন: তাড়া করা
৯৫. নিবন্ধন: বন্ধনমুক্তি
৯৬. পারগ: পায়ের রগ কাটায় সক্ষম; ছাত্রশিবিরের ক্যাডার
৯৭. বিরতি: ব্যাহত যৌনকর্ম
৯৮. অমার্জনীয়: মাজার অযোগ্য
৯৯. পত্রিকা: ছোট চিঠি, চিরকুট
১০০. ক্রমশ: সিরিয়ালে একশো নাম্বার
১০১. বাস্তববাদ: কল্পনা
১০২. চিরতা: স্থায়িত্ব, অমরত্ব
১০৩. জারজ: জারের পুত্র
১০৪. অবারিত: অসিঞ্চিত (উদাহরণ: অবারিত ভূমি - জলসেচন করা হয়নি, এমন ভুমি)
১০৫. অভিযান: প্রাক্তন ছাত্রনেতার বাহন
১০৬. অস্তরাগ: প্রশমিত ক্রোধ
১০৭. দূরান্তর: যে হৃদয়ের নাগাল পাওয়া দুষ্কর
১০৮. খাপছাড়া: ঢাকনাহীন
১০৯. আপত্তিকর: প্রতিবাদ জানিয়ে তোলা হাত
১১০. পাচার: লেগ-বাই বাউন্ডারি
মন্তব্য
যথারীতি সুরঙ্গ হয়েছে।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
ধন্যবাদ অতি অবশ্য।
এই 'সুরঙ্গ' শব্দটি আসলে 'সুড়ঙ্গ' কি না, তা নিয়ে মন্তব্যকারী একজন ব্লগারের মতো একটু কনফিউশন ছিলো আমারও। পরে দেখি, দুটোই চলে।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
জাঝা
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
বহুদিন বাদে এলেন আমার ব্লগে...
প্রীত হলাম।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
তুমুল
ব্যান্ডের গায়কের ভালো লেগেছে জেনে ভালো লাগছে
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
প্রিয় সুহৃদ:
ছোট্ট একটি জিজ্ঞাস্য।
সুরঙ্গ বলে কোনো শব্দ বাংলা অভিধানে আছে কি? সুড়ঙ্গ আছে, ধরে নিচ্ছি এটি তারই অপভ্রংশ/ ব্যাঙ্গাত্মক রূপ হিসেবে ব্যবহৃত। একক মৌলিক শব্দ কি'না সেটি জানতে চাইছিলাম,যুক্ত শব্দ হলে অসুবিধে নেই। পর্বটি ভালো লিখেছেন , অভিনন্দন
ss
আমার কাছে বাংলা অভিধান নেই (ব্যঙ্গ বঙ্গাভিধান ছাড়া )। সাহিত্য সংসদ প্রকাশিত সমার্থ শব্দকোষই সম্বল। লেখার আগেই সেটা খুলে দেখে নিশ্চিত হয়েছি: ছিদ্র শব্দটির সমার্থবোধক শব্দ হিসেবে সুরঙ্গ আছে, আছে সুড়ঙ্গও।
আপনার প্রশ্নটির জন্য ধন্যবাদ।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
তুমুল হইছে যথারিতি
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
'তুমুল' শব্দটা হিট যাচ্ছে, মনে হয়!
একটা কথা বলবো বলবো, মনেই থাকে না। আপনার 'অবতার'টি কিন্তু অভিনব
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
ব্যাকগিয়ার লাগায়া ৫ নাম্বার পর্যন্ত ঘুইরা আসছি, মগার অবতারের তর্জমা পাইলামনা, জলদি বলেন এইটার মাজেজা, জলদি...
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
না রে, ভাই, এইটা আমার বান্দরামির অভিধানের শব্দ নয়। 'অবতার' হইলো ইংরেজিতে AVATAR. ইন্টারনেটে বিভিন্ন চ্যাট, ফোরাম বা ব্লগে নিজের নামের লগে পাবলিক যেই ফটুক লাগাইয়া দ্যায় (আমার যেমন বান্দরের ছবি), সেইটাই অবতার।
চামে লেকচার ঝাইড়া দিলাম )
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
এইগুলা দিতে জান বাইরাইয়া যাওনের জোগাড়। ভাগ্যিস পোলা লগে ছিল, সে হেল্প করল। আজকালকার পোলামাইয়া, ডিম ফুইটাই সব শিখে ফেলে
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
আমার কিন্তু এই পর্বটা আগের অনেকগুলোর চেয়ে ভাল লাগলো! চালিয়ে যান।
আপনারও কি এমনটা হয়নি, নিজের যে লেখাটি আপনার কাছে মামুলি মনে হয়েছে, তা পেয়েছে আশাতীত পাঠকপ্রিয়তা?
"আপনাদের প্রশংসা, উৎসাহই আমার পাথেয়" - বহু ব্যবহারে জীর্ণ এই বাক্যটিকে জীর্ণতর করতেই হচ্ছে।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
আমার কাছে সবই মামুলি। মানুষ হিসেবে আমার মাত্রা জানা আছে আমার। সচলায়তনে লেখার অভাব হয়ে গেলে কিছু ফিলার ছাড়ি আর কি! তবে পাঠকপ্রিয়তা দেখলে আসলেই অন্য রকম একটা আহ্লাদ-আহ্লাদ ভাব চলে আসে।
ধরে নিলাম, আপনার সব লেখাই আপনার কাছে (আমাদের কাছে নয়) মামুলি, তবু more equal বলে একটা কথা আছে না? একজন পিতা বা মাতা তাঁর সব সন্তানকে সমান ভালোবাসেন, আমি বিশ্বাস করি না। "প্রিয়তর" বলে একটা কথা যেমন আছে, তেমনি আছে "কম মামুলি" বা "মামুলিতর"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
শশশশশ... আমার ছোট ভাই শুনে ফেললে খবর আছে। এমনিতেই তার অবহেলার অভিযোগের অন্ত নাই!
জব্বর!!
====================
অবিরাম ছুটে চলায় হঠাৎ থমকে যাওয়া
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
ধন্যবাদ।
কবির প্রশংসা সব সময়ই স্পেশাল
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
এই পর্বের শব্দগুলো অতি চমৎকার হয়েছে। (বিপ্লব)
কি মাঝি? ডরাইলা?
বলছেন?
খুশি হলাম।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
অসাধারণ!
মোটামুটি চেনা এই শব্দগুলো দেখি, অবাক হই। আপনার বানানো অর্থগুলো দেখি, আরো অবাক হই। আর আপনার সৃজনশীলতার পরিধি আন্দাজ করতে যখন যাই, পারি না, অবাক হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলি! এইভাবে আমার অবাক হওয়ার ক্ষমতা নষ্ট করে দেওয়ার জন্য আপনাকে নিন্দা জানাই!
_______________
বোকা মানুষ
জারজ = জারের পুত্র
আহ জারজ হওয়া কী সৌভাগ্যের ব্যাপার।...প্রিন্স অফ রাশা।
অমার্জনীয় - মাজার অযোগ্য ..... হাহাহাহা হাহাহাহা!
নতুন মন্তব্য করুন