কামরাঙা ছড়া - ০৯

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
লিখেছেন সংসারে এক সন্ন্যাসী (তারিখ: রবি, ২০/০১/২০০৮ - ১:২৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

প্রিয় ব্লগার ধুসর গোধূলির কিংবদন্তীসম শ্যালিকাপ্রীতির কথা ভেবে আজকের পর্বের একটি ছড়া তাঁকে উৎসর্গ করার চিন্তা ছিলো হাসি । কিন্তু ছড়াটি যেহেতু দুলাভাই-শ্যালিকা সম্পর্কিত, আর ধুসর গোধূলি যেহেতু পরশ্যালিকাভক্ত, তাই ব্যাটে-বলে হলো না মন খারাপ

(এই সিরিজের অধিকাংশ ছড়াই মৌলিক। তবে বেশ কয়েকটির আইডিয়া পেয়েছি রুশ ইরোটিক ফোকলোর থেকে। আর গোটা দু'-তিনেক আছে ইংরেজি ছড়ার ভাবানুবাদ।)

__________

১৭.
অবুঝ কবি

আমার সুগোল স্তনের ওপরে লিখেছো কবিতা-পদ্য,
সনেট লিখেছো তলপেট জুড়ে - লাইন সঠিক চোদ্দ।
শরীর আমার কবিতায় ঢাকা
তবু এইভাবে যায় কি গো থাকা?
বোঝো না কি তুমি? উদ্যোগী কেন হও না এখনই অদ্য?

১৮.
শালী-দুলাভাই

একবার ঈদে সালামটি করে বলেই বসলো শালী,
"দিতে হবে আজ বেশ কিছু টাকা, হাত একবারে খালি।"
দুলাভাই বলে, "শুকনো সালামে জুটবে না টাকা ম্যালা,
তার চেয়ে, বলি, এসো শুরু করে দিই কোলাকুলি খেলা।
তবে শুরুতেই করে ফেলি, চলো, একটি চুক্তি পাকা,
যতো বেশি জোরে চাপ দেবে তুমি, ততো বেশি পাবে টাকা।"


মন্তব্য

আড্ডাবাজ এর ছবি

ওমা এতো দেখি পাকা সন্ন্যাসী। সাধু বেশে....

অন্ধকারের উতস হতে উতসারিত আলো

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

হলে পাকা সন্ন্যাসীই হওয়া উচিত। কাঁচা সন্ন্যাসীর ভাত নেই চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সুমন চৌধুরী এর ছবি

জাঝা



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

সৌরভ এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি


আবার লিখবো হয়তো কোন দিন

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ওপস!
গুল্লি

নজমুল আলবাব এর ছবি

নাউজুবিল্লার কোন ইমোটিকন নাই কেন?

ইমোটিকন চাই, দিতে হবে...

ভুল সময়ের মর্মাহত বাউল

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আপনার দোয়ায় আপনাকে নাউজুবিল্লা বলাতে পেরে নিজেকে কামিয়াব (এই শব্দের সঙ্গে 'কাম'-এর কোনও সম্পর্ক নেই) মনে হচ্ছে হাসি

আপনি তো নাউজুবিল্লার ইমোটিকনের দাবি করছেন, ওদিকে আরেকজন তো "আস্তাগফিরুল্লার ও ইমোটিকন চাই" বলে চিৎকার শুরু করেছেন (নিচের কমেন্টটা দেখুন) হো হো হো

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ধুসর গোধূলি এর ছবি

- আস্তাগফিরুল্লার ও ইমোটিকন চাই।
এইসব খাছরা জিনিষ আমার নামে চালানোর তেব্র পেরতিবাদ জানাই।
হালায় অখনো কুলাকুলি করার লাইগ্যা বউই পাইলাম না, শালী তো দূরাস্ত!

তয় কেউ কারো শালী ধার দিতে চাইলে আমি আপত্তি করুম না চোখ টিপি

অবুঝ কোবতের কথা নাইবা বললাম। দূর্দান্ত খাছড়া রে!!!
_________________________________
<সযতনে বেখেয়াল>

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আগের দুই-একটা জুইতমতোন খাইষ্টা হয় নাই কইয়া আরিট্টু হইলে 'সুশীল' গাইল খাইতে লইছিলাম। সামাল দিবার পারছি, মনে হইতাছে চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ধুসর গোধূলি এর ছবি

- এইবারের টাও খুবেকটা জুইয়ের হয় নাই। স্টেথোসকোপে কি আর কাপড়ের ওপর দিয়ে হৃদয়ের ধুকপুক সঠিক ধরা দেয়! চোখ টিপি
_________________________________
<সযতনে বেখেয়াল>

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

@ সুমন চৌধুরী
@ সৌরভ
@ আনোয়ার সাদাত শিমুল

সবিশেষ ধন্যবাদ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

মৃন্ময় আহমেদ এর ছবি

জাঝা @ আলবাব & গোধু

====================
অবিরাম ছুটে চলায় হঠাৎ থমকে যাওয়া

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

অতন্দ্র প্রহরী এর ছবি

ভাগ্যিস, আমি কবি নই! চোখ টিপি শালী-দুলাভাই তো রীতিমতো ক্ল্যাসিক! হাসি
_______________
বোকা মানুষ মন খারাপ

অতিথি লেখক এর ছবি

আমার এক বন্ধু হ্যান্ড শেক করার সময় বলতো-

'যত ঝাঁকি, তত নেকি।'

কিন্তু, যত চাপ তত ____ (?)

/ছোট মানুষ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।