আরেকটি রক্তাক্ত ধর্মীয় উৎসব

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
লিখেছেন সংসারে এক সন্ন্যাসী (তারিখ: মঙ্গল, ২২/০১/২০০৮ - ৯:২৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ঘুমোতে যাবার ঠিক আগে এক সাইটে চোখে পড়লো পাকিস্তানে আশুরা পালনের কয়েকটি বীভৎস ছবি। আমি স্তম্ভিত, বাকরুদ্ধ। ঘুম কি এখন আর সহজে আসবে?

ছবিগুলো দেখার আগে ভেবে দেখুন, আপনার নার্ভ দুর্বল না তো!

ছবির সংখ্যা - ১০
সাইজ - ৪৫০ কিলোবাইট


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

শিট!!! এইটা কি দেখাইলেন? দুধের শিশুরেও ছাড়ে নাই! মন খারাপ

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

শিশুদের অংশগ্রহণ (স্বেচ্ছায় নিশ্চয়ই নয়) দেখেই আমি শক্ড হয়েছি সবচেয়ে বেশি।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

কনফুসিয়াস এর ছবি

বীভৎস সব কারবার!

-----------------------------------
যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আমার বড়ো জানতে ইচ্ছে করে, এই বর্বরতায় অংশ নেয়াটা কীভাবে জাস্টিফাই করে এই লোকগুলো।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

লুৎফুল আরেফীন এর ছবি

এতো খারাপ কিছু এই প্রথম দেখলাম।
মানুষের রক্তে মাটি রাঙানোর এই বিকৃত উৎসবে শিশুদের হাজির করার জন্য এদের বিরুদ্ধে কোনও মানবাধিকার সংস্থা কথা বলে না কেন?

মাথাটা ধরে গেল। এই অনাচার সহ্য করা যায় না। কোনওভাবেই না!!!!

____________________________________________
বুড়োরা সবাই সমস্বরে বললো, "নবজন্ম", আমি চাইলাম "একটা রিওয়াইন্ড বাটন"

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

ছবিগুলোয় লক্ষ্য করে দেখুন, শিশুরা দর্শকই কেবল নয়, ওদের অংশগ্রহণও করানো হয়েছে।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অতন্দ্র প্রহরী এর ছবি

ছবির লিংকটা কাজ করলো না। ফাইল বোধহয় অন্যত্র সরানো হয়েছে। তবে কমেন্ট পড়ে যা বুঝলাম, এরকম (জানি না আসলে কেমন!) বিকৃত রক্তাক্ত উৎসবে শিশুদের শামিল করানোতে আমি নিজেও কিছুটা শকড।
_______________
বোকা মানুষ মন খারাপ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।