ছোট্ট গোল রুটি - ০১

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
লিখেছেন সংসারে এক সন্ন্যাসী (তারিখ: বুধ, ৩০/০১/২০০৮ - ৫:২৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

খুদে রসগল্পের এই সিরিজে প্রকাশিতব্য অধিকাংশ গল্পই সোভিয়েত যুগের। রুশ ছাড়াও ইউক্রেনীয়, বেলারুশীয়, জর্জিয়ান বা অন্য সোভিয়েত প্রজাতন্ত্রগুলোর লেখকদের লেখা গল্পের অনুবাদও ছাড়া হবে এই সিরিজে। গল্পগুলো অবশ্যই মজার কৌতুকের মতো হাসি-উদ্রেককারী নয়, তবে পাঠকদের মনের ভেতরে একটা মুচকি হাসি যদি অন্তত জেগে ওঠে, তাতেই আমার তৃপ্তি।

অধিকাংশ গল্পই রুশ ভাষা থেকে অনূদিত। কয়েকটি ইউক্রেনীয় থেকে।

আজকের গল্পটি এক ইউক্রেনীয় লেখকের।

ঋণস্বীকার: সিরিজের নাম আমি ঠিক করেছিলাম "রুশ রসগল্প"। পরে হিমুর প্রস্তাবিত স্মৃতিজাগানিয়া "ছোট্ট গোল রুটি" নামটা খুব মনে ধরে গেল।

_________________

উপন্যাস রচনারহস্য

ভাসিলি দেনিসভ-মেলনিকভ

- আমাকে এখন যেতে হবে, - বললো লেখক পেত্রোভের পরিচিত এক মেয়ে। একসঙ্গে সিনেমা দেখার পর সে এসেছে লেখকের ঘরে। - কফির জন্য ধন্যবাদ।

- নাকি থেকে যাবে?

- এটা কি ভূমিকা?

- ভূমিকা নয়, আস্ত এক উপন্যাস, - চালাকি করার চেষ্টা করলেন পেত্রোভ।

- লেখকদের পরিভাষা বড়ো একটা বুঝি না আমি, - কাঁধ ঝাঁকিয়ে বললো নিনা। - তারচে’ সোজাসুজি বলো, কবে আমরা বিয়ে রেজিস্ট্রি অফিসে যাবো?

- শোনো, নিনা, - কী উত্তর দেবেন লেখক পেত্রোভ, ঠিক বুঝে উঠে পারছিলেন না, তবু বুদ্ধি করে বললেন, - পাঠকের দরবারে উপন্যাস পেশ করার আগে রাফ কপি লিখতে হয়।

- ঠিক আছে, রাফ কপিই লেখা হবে, - সম্মতি জানিয়ে মাথা নাড়লো নিনা। - কাল থেকেই কোনও আফ্রিকানের সঙ্গে প্রেম শুরু করে দেবো (রুশ ভাষায় ‘রাফ কপি’ বর্ণিত হয় ‘কালো কপি’ হিসেবে। - স. এ. স.) । - টেবিল থেকে ভ্যানিটি ব্যাগ তুলে নিয়ে সে হাঁটা ধরলো দরজার দিকে।

- দাঁড়াও, - প্রায় চিত্কার করে বললেন লেখক। - শুরুতেই আমাকে সূচিপত্র দেখাচ্ছো কেন?

দরজার পাশে দাঁড়ালো নিনা। পেত্রোভ তার কাছে গিয়ে মানভঞ্জনের চেষ্টা করলেন।

- তুমি নিশ্চয়ই জানো, প্রচ্ছদের নিচে কী আছে, তা বই কেনার আগে দেখে নিতে হয়, - তাঁর হাত ‘পৃষ্ঠা ওল্টানোর’ চেষ্টা করলো।

শোনা গেল চড়ের শব্দ। হাত সরিয়ে নিলেন পেত্রোভ।

- প্রচ্ছদের নিচে কী আছে, তা দেখার মানেই বইটা ভালো করে পড়ে ফেলা নয়! - মর্মভেদী দৃষ্টিতে তাঁর দিকে তাকালো নিনা। - তারচে’ বড়ো কথা, কথা হচ্ছিলো রাফ কপি বিষয়ে। - হাত রাখলো সে দরজার হাতলে। - আমি চললাম আফ্রিকান ছেলে খুঁজতে।

- একটু দাঁড়াও, - তিক্তস্বরে বললেন পেত্রোভ। - আমি বলেছি শুধু রাফ কপির কথা, আর অমনি তুমি নিজেকে কার্বন পেপারের নিচে ফেলতে ব্যস্ত হয়ে পড়েছো।

- তুমি অমন করে কথা বললে ব্যস্ত হয়ে তো পড়বোই, - ফুঁপিয়ে কেঁদে উঠলো নিনা। - আমার আর কিচ্ছু কলার নেই, - কান্না-ভেজা চোখে সে তাকালো পেত্রোভের দিকে।

- কালই যাবো বিয়ে রেজিস্ট্রি অফিসে, - হার মেনে নিলেন পেত্রোভ। - শুধু এখন কেঁদো না।

নিনা আশ্বস্ত হলো।

- এই তো লক্ষী মেয়ে, - পেত্রোভ স্বস্তির নিঃশ্বাস ফেললেন। - এখন কি দেখতে পারি, কী আছে প্রচ্ছদের নিচে?

- কী আছে, তা তো সবাই জানে, - মুচকি হেসে বললো নিনা। -আছে শিরোনাম লেখা পৃষ্ঠা।

#

সকালে ঘুম থেকে উঠে নিনা বললো তৃপ্ত স্বরে:
- এখন বুঝলাম, কী করে উপন্যাস লেখা হয়।

- আর আমি বুঝলাম, বই কী করে বাঁধাই হয়, - দীর্ঘশ্বাস ফেলে বললেন লেখক পেত্রোভ।


মন্তব্য

হিমু এর ছবি

হো হো হো হো হো ... কায়দাটা দারুণ মনে ধরেছে। প্রয়োগ করার মতো বই খুঁজতে হবে একটা।


হাঁটুপানির জলদস্যু

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

নানাবিধ (সমাপ্ত বা অসমাপ্ত) উপন্যাস লেখার চেষ্টায় আমাদের, পুরুষদের, জীবন কেটে যায় চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ধুসর গোধূলি এর ছবি

- আপনে কি মিয়া খাইষ্টা জিনিষ ছাড়া ভালো জিনিষের বুননে অভ্যস্ত নন?
আস্তাগফিরুল্লাহ দশবার পড়লেও তায়াম্মুম করা ছাড়া গতি নাই।
_________________________________
<সযতনে বেখেয়াল>

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আপনের জ্বালায় এইসব ছাইড়া 'সহজ ধর্মশিক্ষা' টাইপের লেখা শুরু করতে হইবো চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

ধন্যবাদ। আমি পুলকিত হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

আরণ্যক সৌরভ এর ছবি

হুই মিয়া,
আপনার লেখায় আর স্বনামে কমেন্ট করার সাহস পাইতেসি না, সেইজন্যে বেনামে।
জব্বর হইসে। সুবহানাল্লাহ।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

বেনামে কমেন্ট করলেও পাবলিক তো ঠিকই বুঝে ফেলেছে অরণ্যের ভেতরে কে চোখ টিপি

প্রশংসা পেলে কৃতার্থ হয়ে যাই হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অতিথি লেখক এর ছবি

'ছোট্ট গোল রুটি' গল্পটা প্রথমে বলে নিলে ভাল হতো না?
অসাধারণ গল্পট ওটা, অনেকেই পড়ে নি....

- অপ্রিয়

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

প্রিয় অপ্রিয় চোখ টিপি

ঠিকই বলেছেন। পুরো রূপকথাটা না হলেও অন্তত নামের শানে-নজুলটা বলে নেয়া উচিত ছিলো।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

লুৎফুল আরেফীন এর ছবি

অসাধারণ!
তুমুল!
কঠিন!

চলুক।

বুড়োরা সবাই সমস্বরে বললো, "নবজন্ম", আমি চাইলাম "একটা রিওয়াইন্ড বাটন"

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আপনার মন্তব্যটা পড়ে এতোটাই জোশ পেলাম যে, কাল-পরশুর মধ্যে দ্বিতীয় পর্ব নামিয়ে ফেলার সিদ্ধান্ত নিতে বিলম্ব হলো না।

ধন্যবাদ দিয়ে আপনার উচ্চতা হ্রাস করতেই হচ্ছে হো হো হো

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

এইটা একটু হাই থটের। দুইবার পড়া লাগছে। হাসি

গুল্লি

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

সকল কৃতিত্ব গল্পকারের। অনুবাদকের ভূমিকা নেহাতই নগণ্য।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ঝরাপাতা এর ছবি

গুল্লি না একেবারে গ্রেনেড . . . . .


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

লেখকের সঙ্গে চেনাজানা থাকলে বা তাঁর ঠিকানা-ফোন নাম্বার জানলে আপনার এই প্রতিক্রিয়া তাঁকে অতি অবশ্য জানাতাম। অবশ্য জানাতে গিয়ে কপিরাইট আইন ভঙ্গের কারণে ধরা খাবার সম্ভাবনাও তাতে থাকতো চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ইশতিয়াক রউফ এর ছবি

উপন্যাস লেখা দূরের কথা, এখনো তো গল্পই মাথায় আনতে পারলাম না! মন খারাপ

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

অনেকেই ছোট ছোট গল্প লিখে অভিজ্ঞতা অর্জন করে তার পরেই কেবল হাত দেয় উপন্যাস রচনায়। অনেকের ছোট গল্প কোন অজান্তে উপন্যাসে পরিণত হয়ে বের হয় বই আকারে চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

নজমুল আলবাব এর ছবি

পঠিত বলে সিল মারা হল।

ভুল সময়ের মর্মাহত বাউল

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

পঠিত বলতে আপনি বুঝিয়েছেন আমার লেখা নাকি আমার লেখায় উল্লেখিত উপন্যাসের কথা? চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

বিপ্লব রহমান এর ছবি

- এই তো লক্ষী মেয়ে, - পেত্রোভ স্বস্তির নিঃশ্বাস ফেললেন। - এখন কি দেখতে পারি, কী আছে প্রচ্ছদের নিচে?
- কী আছে, তা তো সবাই জানে, - মুচকি হেসে বললো নিনা। -আছে শিরোনাম লেখা পৃষ্ঠা।

(বিপ্লব)


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

বিপ্লব রহমানের বিপ্লব মানে তো বিশাল ব্যাপার!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অমিত আহমেদ এর ছবি

জটিলস্য!

অতন্দ্র প্রহরী এর ছবি

বুদ্ধি কম তো, তাই (প্রথম পড়ায়) পুরোপুরি বুঝতে পারলাম না মন খারাপ
সিরিজের নামটা অভিনব।
_______________
বোকা মানুষ মন খারাপ

দুষ্ট বালিকা এর ছবি

ওরে সব্বোনাশ! সেরাম গল্প! উত্তম জাঝা!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।