কামরাঙা ছড়া - ১০

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
লিখেছেন সংসারে এক সন্ন্যাসী (তারিখ: বিষ্যুদ, ৩১/০১/২০০৮ - ৫:১৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

খাইষ্টা লেখক হিসেবে দুর্নাম কামাতে সক্ষম হয়েছি বেশ অল্প সময়েই দেঁতো হাসি । ন্যাংটার যেহেতু নেই বাটপাড়ের ভয়, আমিও তাই নিঃসংকোচে চালিয়ে যাচ্ছি আমার কর্মকাণ্ড। তবে আমার ধারণা, বর্তমান পর্বে খাইষ্টাত্বর মাত্রা মোটামুটি কম চোখ টিপি

(এই সিরিজের অধিকাংশ ছড়াই মৌলিক। তবে বেশ কয়েকটির আইডিয়া পেয়েছি রুশ ইরোটিক ফোকলোর থেকে। আর গোটা দু'-তিনেক আছে ইংরেজি ছড়ার ভাবানুবাদ।)

__________

১৯.
অর্থহীন শর্ত

প্রেমিক আমার লাজুক ভারি
বললো, "ও কাজ করতে পারি -
শর্ত শুধু - যখন তুমি অষ্টাদশী হবে।"
শর্ত এমন দেয়ার মানে
সে আর শুধু আল্লা জানে -
অভিষেকটি আমার তো, হায়, হয়েই গেছে কবে!

২০.
সাধ না মিটিলো

ফ্রক সে বানিয়েছিল দৈনিক পত্রিকা দিয়ে
ভেবেছিল, নিশ্চয়ই সকলের লেগে যাবে তাক
গেলে কোনও পার্টিতে হৈচৈ হবে তাকে নিয়ে
সে হবে ময়ূর আর চারপাশে সকলেই কাক।

শখ তার মিটলো না, ঘটে গেল ঘটনা রে ভাই,
কী যে মর্মান্তিক! স্মৃতি তার বড়ো দুর্বহ
হঠাত্ আগুন লেগে সব তার পুড়ে হলো ছাই
পুড়ে গেল ফ্রন্ট পেজ, স্পোর্টিং সেকশনসহ।


মন্তব্য

হিমু এর ছবি

মারহাবা! মারহাবা!!


হাঁটুপানির জলদস্যু

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

"আপনার মেহেরবানী"।
আপনার কথা আপনাকেই ফিরিয়ে দিলাম হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

হাসাতে পেরে আমিও খুশি।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

স্নিগ্ধা এর ছবি

তবে আমার ধারণা, বর্তমান পর্বে খাইষ্টাত্বর মাত্রা মোটামুটি কম

একটু stereotypical হচ্ছে ব্যাপারটা কিন্তু তবু স্বীকার করছি যে সেজন্যই মনে হয় নির্ভয়ে মন্তব্য করতে পারলাম - ছড়াদুটা মজার হাসি

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

একটু stereotypical হচ্ছে ব্যাপারটা...

একঘেয়েমি হয়তো সত্যিই এসে গেছে। তবু চেষ্টা করবো বৈচিত্র্য আনতে। আর একটু সহ্য করুন। এমনিতেই আর দু'তিন পর্ব পরে সিরিজটি বন্ধ করে দিতে হবে। স্টক দ্রুত সমাপ্তির পথে।

মন্তব্যে আপনার "নির্ভয়ে" শব্দটির ব্যবহার দেখে একটু অবাকই হলাম। "এইখানে কেউ মাইরধোর করবো না, ইংরেজিতেও কথা কইবো না।" দেঁতো হাসি নিঃসংকোচে আপনার অপছন্দ বা আপত্তির কথাও যদি লেখেন, সত্যি খুশি হবো।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

স্নিগ্ধা এর ছবি

আরে না, আপনার লেখার কথা বলিনি- আমি 'আমার' stereotypical হয়ে , অর্থাৎ মেয়ে বলে এই সিরিজের আগের ছড়া গুলো মজার হলেও মন্তব্য না করার কথা mean করেছি হাসি নির্ভয়ের ব্যাপারটাও সেকারণেই কিছুটা ফাজলামি করে বলা। virtual মারধর খেলেই বা কি আর না খেলেই বা কি - আপনার motto অনুযায়ী নাহয় ভেবে নেব it could've been lot worse! রাস্তায় গণপিটুণীও তো খেতে পারতাম? হাসি

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

সব্বোনাশ! কোনও এক কমেন্টে লেখা আমার motto-র কথা আপনি মনে রেখেছেন! দাঁড়ান, জামার কলার উঁচিয়ে দিই, খুলে দিই ওপর দিকের কয়েকটি বোতাম... হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অতিথি লেখক এর ছবি

ওয়াহ-ওয়াহ।
এবারের দুটো জম্পেশ হয়েছে।

-নির্বাসিত

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

বিগলিত দেঁতো হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

গৌতম এর ছবি

এই যুগের সন্ন্যাসীদের কী অবস্থা!! খাইষ্টা যখন হইলেন, তখন আর মাত্রা কমাইয়া কী লাভ! বালা অইছে।

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আমি কিন্তু বলিনি, খাইষ্টাত্বর মাত্রা কমিয়েছি। বলেছি, কম হয়েছে। তরকারি রান্না করে পরিবেশনের সময় "আজ ঝাল কম হয়েছে" বলে ঘোষণা দেয়ার মতো ব্যাপার অনেকটা হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ইশতিয়াক রউফ এর ছবি

একদম ঝাকানাকা!

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ধুসর গোধূলি এর ছবি

- হৈ মিয়া, লোটাবদনা লইয়া বসলাম আর আপনে কী শুনাইলেন? পুরা সিসটেম লস হইয়া গেলো। মন খারাপ
_________________________________
<সযতনে বেখেয়াল>

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আপনাকে নিয়ে বড়োই বিপদে আছি! লেখা খাইষ্টা হলে লোটা-বদনা থাকে না আপনার হাতের কাছে। আবার খাইষ্টাত্ব কম হলেও ঠ্যালা দিয়ে কথা বলেন। কী যে করি! চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অতিথি লেখক এর ছবি

খাইষ্টা লেখক হিসেবে দুর্নাম যেহেতে কামাতে সক্ষম হয়ছেনে তাই এবং নেই বাটপাড়ে ভয়, তাই বর্তমান পর্বে খাইষ্টাত্বর মাত্রা কমানোর যুক্তি পলোম না।

কবিদের তো একটূ খাইষ্টা হতে হয় বৈকি । কবি আল্ মাহ্ মুদের চত্রিকল্প এ আমারা পাইঃ

১। ত্রিকোন আকারে যেন
ফাক হয়ে রয়েছে মৃন্ময়ী । (প্রকৃতি , সোনালী কাবিন )

২। জলজ তুনের মতো ফের
জন্ম নেবে ধরত্রীর মুত্রভেজা যোনীর দেয়ালে
( ভারতবর্ষ , বখতিয়ারের ঘোড়া )

৩। তারপর তুলতে চাও কামের প্রসঙ্গ যদি নারী
খেতের আড়ালে এসে নগ্ন করো যৌবন জরদ (সনেট , সোনালী কাবিন)

রিটনের "মধ্যরাতের পদ্য " আর নির্গুনের "কাম কবিতা সমগ্র "এর সাথে না হয় থাকল একালের সন্যাসির "কামরাঙ্গা ছড়া সমগ্র " ।

নুরুজ্জামান মানিক

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

খাইষ্টা লেখক হিসেবে দুর্নাম যেহেতে কামাতে সক্ষম হয়ছেনে তাই এবং নেই বাটপাড়ে ভয়, তাই বর্তমান পর্বে খাইষ্টাত্বর মাত্রা কমানোর যুক্তি পলোম না।

ওপরে গৌতমের মন্তব্যের জবাবে এর উত্তর লিখেছি।

আল মাহমুদের শুধু কবিতা কেন, গল্পও কি কম যায়! তাঁর লেখা গল্প "পানকৌড়ি" (নাকি "পানকৌড়ির ডুব", মনে পড়ছে না) প্রায় পর্নোগ্রাফিক মনে হয়েছিল কৈশোরে।

রিটন আর নির্গুনের বই দুটো পড়া হয়নি। হাতেই পাইনি কখনও। নির্গুনের নিশিকাব্য অবশ্য পড়া আছে। তবে তাঁদের লেখার কাতারে আমার ছড়াগুলো - দৃশ্যটা কি বড্ড দৃষ্টিকটু হবে না?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

জিহাদ এর ছবি

হাসতে হাসতে গড়াগড়ি...

হেভী মজা পাইসি...

স্বপ্নাহত

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

ধন্যবাদ।
স্বপ্নাহত কি ছড়াহত হয়ে গেলেন? চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

লুৎফুল আরেফীন এর ছবি

হা হা হা .... .. সবচেয়ে মজা লাগলো আপনার উপক্রমণিকা....ভূমিকার সাথে কন্টেন্ট এর অমিল না ঘুচুক - এই কামনা রইলো চোখ টিপি

বুড়োরা সবাই সমস্বরে বললো, "নবজন্ম", আমি চাইলাম "একটা রিওয়াইন্ড বাটন"

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

কৈফিয়ত দিতে দিতেই জীবনটা শেষ হয়ে যাবে, মনে হচ্ছে চোখ টিপি

উপক্রমণিকায় আমি কিন্তু ভুল লিখিনি। তার জলজ্যান্ত প্রমাণ ধুসর গোধূলি আর স্নিগ্ধাদি'র মন্তব্য। আর তাছাড়া এই সিরিজের আগের কয়েকটি পর্বের সঙ্গে তুলনা করলেও ব্যাপারটি আপনার কাছে পরিষ্কার হবে (চামে আমার আগের লেখাগুলো আপনাকে পড়িয়ে নেয়ার ধান্ধা দেঁতো হাসি )

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ইফতেখার নূর এর ছবি

চালিয়ে যান আমরা আছি পিছু পিছু...
আমার ভাই, তোমার ভাই....
সন্ন্যাসী ভাই, সন্ন্যাসী ভাই.....

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

ধন্যবাদ, ভাই হাসি

তবে এমন স্লোগান না দেয়াই ভালো। ভোটে দাঁড়ানোর বিন্দুমাত্র খায়েশ নেই হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

এইটা মিস হয়ে গেছিলো।
জব্বর হইছে।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

না পড়লে তো জব্বর মিস হয়ে যেতো দেঁতো হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অয়ন এর ছবি

র্র্হর্হ

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

না পারলাম বুঝতে, না পারলাম উরুশ্চারণ করতে চোখ টিপি
ভাই, ভালো কইলেন না গালি দিলেন?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

শ্যাজা এর ছবি

আরে বাহ।
ফুল মার্কস।।


---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

কী সৌভাগ্য আমার! কামরাঙা ছড়ার এই পর্বে পেলাম নারীজাতির দু'জন প্রতিনিধির মন্তব্য! বড়োই প্রীত বোধ করছি।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

শ্যাজা এর ছবি

লিখত্যাছেন-
সে হবে ময়ূর আর চারপাশে সকলেই কাক।
আর সমর্থনের দোষ?


---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)

নজমুল আলবাব এর ছবি
সংসারে এক সন্ন্যাসী এর ছবি

মানে মন্তব্য নেই? মন খারাপ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অতন্দ্র প্রহরী এর ছবি

সাধ না মিটিলো বেশি দারুন!
_______________
বোকা মানুষ মন খারাপ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।