কামরাঙা ছড়া - ১২

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
লিখেছেন সংসারে এক সন্ন্যাসী (তারিখ: রবি, ১৭/০২/২০০৮ - ৬:০৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

হিমুর বাক্য ধার করে বলতে চাই: শ্লীলবায়ুগ্রস্তদের পাঠ নিষেধ। আরও বলে রাখা প্রয়োজন: আমার মতো লঘুচিত্ত মানুষের যাবতীয় লেখাকে গুরুত্বের সঙ্গে গ্রহণ না করাটাই বুদ্ধিমানের কাজ হবে।

(এই সিরিজের অধিকাংশ ছড়াই মৌলিক। তবে বেশ কয়েকটির আইডিয়া পেয়েছি রুশ ইরোটিক ফোকলোর থেকে। আর গোটা দু'-তিনেক আছে ইংরেজি ছড়ার ভাবানুবাদ।)
__________

২৩.
জ্ঞানদান পদ্ধতি

যদি তুমি পেতে চাও
বিশেষ এ জ্ঞানটি,
খুলে এসো সালোয়ার,
ব্রেসিয়ার, প্যান্টি।

২৪.
সুপ্ত বাসনা

স্বামী গেছে ট্যুরে কয়দিন হলো, বউ একা আছে ঘরে
রাত এলে শুধু মন উচাটন, শরীর কেমন করে।
পুরনো প্রেমিক ফোন করেছিল কালকে বিকেল বেলা
বলে,"মাস্তুল দাঁড় করাবো, তো রেডি আছে নাকি ভেলা?"

এ কথা শুনলে শরীর কেন যে চনমন করে ওঠে!
কেন যে রক্ত শরীরের মাঝে তীব্র গতিতে ছোটে!
পুরনো প্রেমিক কক্ষনো তার শরীর ছোঁয়নি ছলে,
ইচ্ছে করছে মিটিয়ে দিতে সে পাওনাটি সুদাসলে।


মন্তব্য

হিমু এর ছবি

কামরাঙা ছড়া পড়ে মনে এলো বিটকেলে এক ফন্দি
কেন আছি যত পচা-ছড়াকার করি না সঠিক সন্ধি?
গড়ম গড়ম যার যার ছড়া
যাতে হয় আরো পাঠকের পড়া
সেই মক্সদে করি না যে কেন সংকলনেতে বন্দী?


হাঁটুপানির জলদস্যু

সুজন চৌধুরী এর ছবি

বাহ ! এইটা জবর ফন্দি
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

"জবর" বলেই আপনি পার পাবেন না। ইলাস্ট্রেশনের দায়িত্ব বর্তানো হবে আপনার ওপরেই হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

নুরুজ্জামান মানিক এর ছবি

যদিও আমিও ইশতিয়াক এর মত " এমনি এমনিই পড়ি!" তবুও কামরাঙা আর হিমুর horny ছড়া এবং সম্ভ্বব হলে রিটনের মধ্য রাতের প্দ্য থেকে কিছু ছ্ড়া নিয়ে "সংকলনেতে বন্দী "করলে ভালই হয় । কবিগুরু দিয়েই শুরু করা যেতে পারে ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

প্রস্তাবটা উত্তম। তবে আমার তো মনে হয়, আরও কিছু "পচা ছড়াকার" যোগ দিতে পারেন এই প্রকল্পে।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

@ হিমু
চার হাত-পা তুলে বসে আছি হাসি

এমন সংকলন বের করলে সমালোচনা আর গালির অভাব হবে না। তবে গালি সম্মিলিতভাবে খেলে গায়ে লাগবে কম দেঁতো হাসি

দশে মিলে করি কাজ, গালি খেলে নাহি লাজ হো হো হো

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

স্নিগ্ধা এর ছবি

হায় রে আল্লা.....................(দীর্ঘশ্বাস...)

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আপনার দীর্ঘশ্বাসের কারণটা ঠিক বোধগম্য হলো না মন খারাপ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

স্নিগ্ধা এর ছবি

আপনার দীর্ঘশ্বাসের কারণটা ঠিক বোধগম্য হলো না মন খারাপ

শুনুন ভায়া সন্ন্যাসীদা, বলি একখান কথা -
'সম্মিলিত বই'এর কথায় উঠল ঘুরে মাথা,

'বিশিষ্ট' সেই পদ্যসকল একইসাথে জমা,
করলে দাদা হবে যা সে 'বই' নয় তো - 'বোমা' !!

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আরে! আরে! এই তো দেখি আরেক লেখক ছড়ার!
জলদি কিছু ছাড়ুন, অনেক লোক রয়েছে পড়ার।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ইশতিয়াক রউফ এর ছবি

"আমি তো এমনি এমনিই পড়ি!"

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

"আমি তো এমনি এমনিই পড়ি!"

এই হিট-বাক্যের জন্মদাতা হিসেবে আপনাকে (বিপ্লব)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ইয়াআলি
ঢিশুম
ঢিসুম
ঠুশ
ঠা
ঠা
গুল্লি

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

বাংলা ছবি দেখার রেশ আপনার এখনও যায়নি, মনে হচ্ছে হো হো হো

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

থার্ড আই এর ছবি

জ্ঞান অর্জন করলাম।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

এটা আপনি কী বললেন? অ্যাঁ

জ্ঞান অর্জনের জন্য কী কী করা আবশ্যক, তা আপনি ভালো করে পড়ে দেখেছেন তো? চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ধুসর গোধূলি এর ছবি

- আমি ভাবতাছি কোন মন্তব্যই করুম না!
কেউ দেখলো নাতো আবার!!
_________________________________
<সযতনে বেখেয়াল>

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আগে আপনে অজু-বদনা-নাউজুবিল্লাহ টাইপের কথা কইয়া হুলুহস্থুল ফালাইয়া দিতেন! আর এখন...

কী হইসে আপনের, কন তো ঠিক কইরা!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ধুসর গোধূলি এর ছবি

- মিয়া ক্যারেক্টার সাট্টিফিকেট লওয়ার টাইম হৈছে। এখন কী আর অযু-বদনা লৈয়া দৌড়াইলে চইলপে? হাতে কলমে শিক্ষা গ্রহণ করিতে হইবে না? তয় বলা যায় না, আবার শুরু হইয়া যাইতে পারে লোটা-বদনার ঝনঝনানি চোখ টিপি
_________________________________
<সযতনে বেখেয়াল>

মাহবুব লীলেন এর ছবি

বাঙালি এবার সত্যবাদী হচ্ছে
দেহের জ্বালাকে আর মনের জ্বালা বলে চালাতে হচ্ছে না
সাধু সাধু সাধু

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আপনার মন্তব্যটি পড়ে কেন জানি হুমায়ূন আজাদের লেখা একটি বাক্য মনে পড়লো: "মানুষের কথা ছেড়ে বাঙালির কথাই ধরা যাক" হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সুমন চৌধুরী এর ছবি

দেঁতো হাসি



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

হাসাতে পারলে "বালা পাই" হো হো হো

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সৌরভ এর ছবি

আমিও এমনি এমনিই পড়ি!



আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

এমনি এমনিই পড়েন এবং কমেন্ট করতে বিব্রত বোধ করেন মাঝেমধ্যে চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

রায়হান আবীর এর ছবি

গুল্লি

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

গুল্লি খাইয়া কাত!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

লুৎফুল আরেফীন এর ছবি

পড়ছি, এহন ওযু করমু।

___________________________
বুড়োরা সবাই সমস্বরে বললো, "নবজন্ম", আমি চাইলাম "একটা রিওয়াইন্ড বাটন"

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

ধুসর গোধূলি ওযু করা যেই বাদ দিছে, অমনি আপনে শুরু করলেন!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

নজমুল আলবাব এর ছবি

আমি আগেই কইছিলাম এইগুলারে পুস্তক আকার দিতে। জনদাবীতো জোরালো হইতাছে দেখি।

যথারিতি গুল্লি

ভুল সময়ের মর্মাহত বাউল

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

কথা সত্য। এই প্রস্তাবের পাইওনিয়ার ছিলেন আপনিই। সংকলনটা বেরোলে আহ্বায়ক হিসেবে আপনার নাম দেয়ার প্রস্তাব আমি করবো।

যথারীতি ধন্যবাদ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

পরিবর্তনশীল এর ছবি

ছিঃ ছিঃ
আমি এইসব খারাপ জিনিস পড়ি না।
তবে... সংকলন বের হইলে ইকটু জানাবেন আর কি।।
---------------------------------
চোখের পাতায় হাত রেখে ওরা আমাকে স্বপ্ন দেখার যন্ত্রণা দেয়।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

সংকলন বের হলে "ইকটু" না, চারদিকে শোরগোল তুলে জানানো হবে চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অতিথি লেখক এর ছবি

শুধুই অশ্লীল।

----------------
মুহাম্মদ

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আমার দোষ নেই। শুরুতেই সতর্ক করে দিয়েছিলাম।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

নুরুজ্জামান মানিক এর ছবি

সংসারে এক সন্ন্যাসী এর কাজ কাম নাই নাকি । সব মন্তব্যের জবাব দিয়েছেন দেখি ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

সংসারে এক সন্ন্যাসী এর কাজ কাম নাই নাকি

কাজ আমার বেশি নাই, সেইটা সত্য। তবে কাম... না, কমু না চোখ টিপি

আপনেরও দেখি কাজ-কাম বেশি নাই। ঘুইরা ঘুইরা দ্যাখেন, কে কার লেখার উত্তর দিলো হো হো হো

ঠাট্টা বাদ দিয়ে বলি। সম্মানীর বিনিময়ে পত্রিকায় লেখা ছাপিয়েও আমি সেই আনন্দ পাইনি, যা আমি পাই এই ব্লগে নিজের লেখা প্রকাশ করে। পাঠকদের সঙ্গে সংলাপ আমি বড়োই উপভোগ করি। এভাবে মন্তব্য-প্রতিমন্তব্যের মাধ্যমে গড়ে ওঠে এক ধরনের ভার্চুয়াল ঘনিষ্ঠতা।

অনেক সময় মূল লেখার চেয়ে মন্তব্যগুলো বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। এমন উদাহরণ সচলায়তনে আছে।

সবার মন্তব্যের উত্তর দেয়ার এই অভ্যেসটা আমার আপনার জন্য কি গাত্রদাহী?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

স্নিগ্ধা এর ছবি

সে জন্য কি আমার মন্তব্য/ছড়া'র উত্তর দিলেন না? মন খারাপ

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

দিয়েছি তো! ভালো করে দেখুন।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

নুরুজ্জামান মানিক এর ছবি

আমিও আপনার মত সম্মানীর বিনিময়ে পত্রিকায় লেখা ছাপিয়েও সেই আনন্দ পাইনি, যা আমি পাই এই ব্লগে নিজের লেখা /মতামত প্রকাশ করে। পাঠকদের সঙ্গে সংলাপ আমি বড়োই উপভোগ করি।

সবার মন্তব্যের উত্তর দেয়ার আপনার অভ্যেসটা আমি appreciate করি ,গাত্রদাহ এর প্রশ্নই উঠেনা , আমি ইয়ার্কি করেছিলাম ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

অতন্দ্র প্রহরী এর ছবি

দুর্দান্ত! হাসি
_______________
বোকা মানুষ মন খারাপ

অতিথি লেখক এর ছবি

মাস্তুল!!!

হা হা

/ছোট মানুষ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।