জনসাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, এই সিরিজটি পুরোপুরি সুশীল হবে। অতএব "স্পেশাল" কিছুর আশা করে কেউ হতাশ হলে সন্ন্যাসীকে দোষ দেয়া যাবে না
(খুদে রসগল্পের এই সিরিজে প্রকাশিতব্য অধিকাংশ গল্পই সোভিয়েত যুগের। রুশ ছাড়াও ইউক্রেনীয়, বেলারুশীয়, জর্জিয়ান বা অন্য সোভিয়েত প্রজাতন্ত্রগুলোর লেখকদের লেখা গল্পের অনুবাদও ছাড়া হবে এই সিরিজে। গল্পগুলো অবশ্যই মজার কৌতুকের মতো হাসি-উদ্রেককারী নয়, তবে পাঠকদের মনের ভেতরে একটা মুচকি হাসি যদি অন্তত জেগে ওঠে, তাতেই আমার তৃপ্তি।
অধিকাংশ গল্পই রুশ ভাষা থেকে অনূদিত। কয়েকটি ইউক্রেনীয় থেকে।
আজকের গল্পটি এক রুশ লেখকের।)
------------------------
আমার প্রতিবেশী
এদ্ওয়ার্দ উস্পেনস্কি
নতুন প্রতিবেশী বেড়াতে এলো আমার বাসায়।
- কী করছেন? - আমার ঘরে ঢুকতে ঢুকতে সে জিজ্ঞেস করলো।
- প্যান্ট ইস্ত্রি করছি।
- ওভাবে কেউ প্যান্ট ইস্ত্রি করে? এইভাবে করুন।
আমার প্যান্টটা হয়ে গেল চমত্কারভাবে ইস্ত্রি করা শর্টসের মতো। ফুটবলারেরা যেমন পরে।
কয়েক মিনিট বাদেই আবার এলো সে। জিজ্ঞেস করলো:
- কী করছেন?
- ফ্রিজ মেরামত করছি।
- ওভাবে কেউ ফ্রিজ মেরামত করে? এইভাবে করুন।
আমার ফ্রিজের ভেতরের স্বাভাবিক তাপমাত্রা গিয়ে দাঁড়ালো ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসে।
ভালিয়া এলো। ওকে নিয়ে কোথাও যেতে ইচ্ছে করলো না। তাই বাসাতেই বসে রইলাম আমরা।
- কী করছেন? - ঘরে ঢুকতে ঢুকতে জিজ্ঞেস করলো প্রতিবেশী।
- বান্ধবীকে চুমু খাচ্ছি।
- ওভাবে কেউ চুমু খায়?
জীবনটা অসহনীয় হয়ে উঠলো।
আত্মহত্যা করার সিদ্ধান্ত নিলাম।
- কী করছেন? - আমি টুলের ওপরে দাঁড়াতেই ঘরে ঢুকে সে প্রশ্ন করলো।
- গলায় দড়ি দিতে যাচ্ছি।
- ওভাবে কেউ গলায় দড়ি দেয়? দেখুন, কীভাবে তা করতে হয়।
বেঁচে থাকা সহজতর হয়ে উঠলো।
মন্তব্য
---------------------------------
এসো খেলি নতুন এক খেলা
দু'দলের হেরে যাবার প্রতিযোগিতা...
প্রাচীন গ্রুপ Bread-এর একটি গানের প্রথম লাইনটাকে একটু ঘুরিয়ে বলি:
If an emoticon painted a thousand words, তাহলে তো বেশ হতো! তবে এ-ও সত্য, তা অনেক কিছু বুঝিয়ে দেয় বটে। ধন্যবাদ।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
জব্বর
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
যাক! এবার আর 'সাধু' বলেননি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
- আরররে, কোন জংলায় গিয়া বইসা ছিলেন এইসব কাঁচামাল লইয়া!
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আরররে, কাঁচামালরে পাকা করতে সময় লাগবো না?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
সন্ন্যাসীদা, কয়দিন মিস করছি আপনেরে, কই আছিলেন? ছোট্ট গোল রুটির স্বাদ ভালৈছে
=============
"কথা বল আমার ভাষায়, আমার রক্তে।"
সচলায়তনাসক্তি আমার ইদানীং এতোই বাইড়া গেছিল যে, দুনিয়ার সব কাজ ('কাম' কইলেই তো ফাল দিয়া উঠতেন) ফালাইয়া বইসা থাকতাম সচল খুইলা। তাই কয়টা দিন নিজেরে জোর কইরা বনবাসে (ধুগোর ভাষায় 'জংলা'-য়) রাখছিলাম। মাঝেমইধ্যে এই ধরনের সাময়িক বনবাসের প্রয়োজন আমার আছে।
কিন্তু তানভীর ভাই, 'কয়দিন মিস করছি আপনেরে' - এমন কথা শুনলে উচাটন মন নিয়ে বনবাস দুঃসহ হয়ে উঠবে!
তবে বনবাসে গেলেও সুস্বাদু গোল রুটি সরবরাহে আন্তরিকতা থাকবে।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
পাগলা ঘোড়া খেপেছেরে
---------------------------------
চোখের পাতায় হাত রেখে ওরা আমাকে স্বপ্ন দেখার যন্ত্রণা দেয়।
- বদ্দারে কন দড়িডা লৈতে, আপনে বান্ধেন আর আমি আব-ই-জমজম লৈয়া আইতাছি!
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আপনাগো ধান্দা বুজছি। তাইলে ফেরত যাই আমি জংলায়।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
@ পরিবর্তনশীল
ডরাইলেন, মনে হইতাছে?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
বেশ!
হুমম!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
বিপ্লব দিলুম।
বুঝে নিলুম
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
দুর্ধর্ষ (বাক্য রচনা আর করলাম না!)!!
হাঁটুপানির জলদস্যু
এই রকম মন্তব্য makes my day...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
- হিমুর মন্তব্যে একটা 'ণ' বাদ পড়তেই যদি আপনের দিন তৈরী হইয়া যায় তাইলে উহা সহযোগে কী অবস্থা হৈবে জনাব?
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আপনি হইলেন গিয়া খাইষ্টারাজ
ওজু, বদনা আর কোরানের আয়াতের পিছনে আর কতো লুকাইবেন?
আর জাইনা রাখেন, "...ণ" - এইটা আমার লাইন না।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
হা: হা: হা: হা: হা: হা: হা: হা: !!
প্রীত হলাম।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
প্রতিবেশীর জন্য উপদেশ ----- রয়েসয়ে......
দেরি হয়ে গেল না কি?
নাকি আপনি দুনিয়ার সমস্ত প্রতিবেশীর উদ্দেশে ছেড়েছেন উপদেশটি?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
দেরী হয় নি তো? রাজা যায়, রাজা আসে.........
কাজে কাজেই পৃথিবীর তাবৎ প্রতিবেশী দের উদ্দেশ্যে......
ও রে! ...
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
মজা পেয়েছেন জেনে ভালো লাগছে।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
যথারীতি (বিপ্লব)
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
জাঝা
হাঃ হাঃ হাঃ
খুবই মজারু!
_______________
বোকা মানুষ
অতি উপাদেয়!
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
জীবনটা এরকম ই ৷
নতুন মন্তব্য করুন