এই পর্বে ব্যঙ্গ বঙ্গাভিধান সিরিজের মৃত্যু ঘোষণা করছি। মারদাঙ্গা টাইপ কিছু মাথায় না এলে এর পুনরুজ্জীবনের কোনও সম্ভাবনা নেই।
(সবিনয়ে বলে রাখি, এই লেখাটি লঘু রসসৃষ্টির লঘু প্রয়াস। তাই ব্যাকরণ- বা ভাষাগত শুদ্ধতা নিয়ে প্রশ্ন তোলাটা যুক্তিযুক্ত হবে না।
'বঙ্গাভিধান' নাম দিলেও লেখাটিতে কিছু ক্ষেত্রে আমাদের সকলের জানা ভিনদেশী কিছু শব্দের আশ্রয় নেয়া হয়েছে। )
___________
ব্যঙ্গ বঙ্গাভিধান
১৩১. বর্ণমালা: রংধনু
১৩২. বিরক্ত: রক্তহীন
১৩৩. আনারস: আমদানীকৃত জুস
১৩৪. হস্তশিল্প: আত্মরতির আর্ট
১৩৫. ডিপজল: গভীর পানির মাছ
১৩৬. কলরব: শব্দ উত্পাদক যন্ত্র
১৩৭. চিড়িয়াখানা: আজব খাদ্য
১৩৮. অনুলিপি: চিঠির উত্তর
১৩৯. কামনা: সেক্স নয়
১৪০. গোচর: গরু চারণভূমি
১৪১. বিতৃষ্ণা: বিশেষ ধরনের তৃষ্ণা, মদ খাবার ইচ্ছে
১৪২. দীর্ঘসূত্র: লম্বা ফর্মুলা
১৪৩. অভাব: ভাবহীনতা
১৪৪. পরলোক: আপন নয় এমন ব্যক্তি
১৪৫. বরবটি: বটি হাতে ক্ষুব্ধ স্বামী
১৪৬. লজ্জাকর: লজ্জার ট্যাক্স (অনুরূপভাবে - অপমানকর, মর্যাদাকর, নিন্দাকর, কার্যকর...)
১৪৭. বিবিধ: স্ত্রী বিষয়ক
১৪৮. কাণ্ডকারখানা: স মিল
১৪৯. দূরদর্শী: প্লাস পাওয়ারের চশমা পরিহিত ব্যক্তি
১৫০. অন্তরঙ্গ: শেষ মশকরা
মন্তব্য
আমি ভাবলাম একটা পাদটীকা (পেটে গ্যাস হওয়া ঠেকানোর জন্য ব্যবহৃত ইঞ্জেকশন) দেবেন সিরিজের শেষে।
হাঁটুপানির জলদস্যু
ভূমিকা দিয়েই আপনার মুখবন্ধ করতে চেয়েছিলাম
কিন্তু আপনি, দেখছি, আপনার পাদদেশ উত্তোলন করে পাদটীকার দাবি তুলেছেন
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
আমাকে আবার পূজ্যপাদ ভেবে বসবেন না যেন!
হাঁটুপানির জলদস্যু
পুজো করতে গেলে তো পাদপ্রদীপ জ্বালিয়ে নিতে হবে
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
- জ্বী, প্রদীপের সলতেতে আগুনটা দেওয়ার দায়িত্ব আমি নিতে চাই।
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ছবিতে তো দেখি, আপনি সিগারেটে আগুন জ্বালিয়ে দাঁড়িয়ে/বসে আছেন। তবু আরও আগুন জ্বালতে ইচ্ছে করে? আগুন জ্বলছে কি শরীরে আর মনেও?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
শেষ করে দিলেন?!
জন্মিলে মরিতে হবে...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
জটিলসসসসসসসসস!
শার্লক হোমস রিটার্ন করবেই।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
বলছেন?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
বললেই হলো শেষ?
আরিফ জেবতিককে লেখা আদায়ের জন্য নিয়োগ দেয়া হবে কিন্তু!
-----------------------------------------------
Those who write clearly have readers, those who write obscurely have commentators.--Albert Camus
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
ডরাইছি
নীরবে, অগোচরে মরে গেলে কেউ খেয়ালই করতো না! ঘোষণা দিলাম বলেই না সহানুভূতি, আক্ষেপ, প্রচ্ছন্ন হুমকি শুনতে পাচ্ছি। বেশ উপভোগ করছি ব্যাপারটা।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
আরে এইভাবে সিরিজটা ঘ্যাচাং করে দিলেন!
অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখার চেয়ে মেরে ফেলাই ভালো। অন্তত আমার তা-ই মনে হয়েছে।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
সেইরকম এক্টা জমজমাট সিরিজ ছিল। ব্যাপার না, দর্কার পর্লে আবার চালু কর্বেন।
কি মাঝি? ডরাইলা?
এই তো বুঝনেওয়ালা পাব্লিক
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
হিন্দি সিরিয়ালে নায়ক, নায়িকা, এমনকি পিতা মাতা'দেরকেও দেখা যায় বার বার মরে আর পুনরুজ্জীবন লাভ করে।
আশা করি, সেটা একটু হলেও আপনাকে ইন্সপিরেশন যোগাবে।
আমি আমার দূরদর্শী (plus power এর চশমা বিশিষ্ট) চোখে সেরকমই দেখতে পাচ্ছি
___________________________
বুড়োরা সবাই সমস্বরে বললো, "নবজন্ম", আমি চাইলাম "একটা রিওয়াইন্ড বাটন"
আপনার চোখে ফুলচন্দন পড়ুক
ইন্সপিরেশন যদি কখনও পাই, তো তা নিশ্চিত অন্য কোনও উত্স থেকে। হিন্দি সিরিয়াল বা ফিল্ম আমি একদম দেখি না
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
ডিপজলটা বুঝি নাই
বাংলা আর ইংরেজির খিচুড়ি! DEEPজল।
মানি, এটা বাংলা কোনও শব্দ নয়, তবে বাংলা ভাষাভাষীদের কাছে প্রচলিত একটি নাম বলেই শব্দটি ব্যবহার করেছি।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
অনুলিপি = অতিক্ষুদ্র চিঠি অর্থেও চলতে পারে।
পারতো, বানানটা অণুলিপি হলে।
যদিও এই অভিধানের শব্দার্থগুলো সবসময় বানাননির্ভর নয়। আর তাই উচ্চারণনির্ভর হলে গ্রহণযোগ্য হয় আপনার ভার্সনটিও।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
অনুলিপি মানে পুচ্ছলিখন হতে পারে? অনুসরণ মানে যদি পেছনে পেছনে যাওয়া হয়, তাহলে অনুলিপি কেন পেছনে লেখা হবে না?
অবশ্যই হবে। একইভাবে অনুবাদক হবে - পেছনে পেছনে বাজনা বাজায় যে
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
আরে... এই সিরিজের মৃত্যু ঘোষণা করার কোনো অধিকার তো আপনাকে আমি এখনো দেই নাই। কয়টা দিন ঘুম দেন, দেখবেন এরকম আরো বেরুবে।
আমার এক বন্ধু (এখন ঢাবির সম্মানিত শিক্ষক) একবার সমস্যার সমাধান কীভাবে করা যায় সে প্রসঙ্গে বলেছিলো- আমার তো চিন্তা করলেই বেরিয়ে আসে। আমরা অবাক হয়ে তাকিয়ে ছিলাম। তাকে দিয়ে চিন্তা করিয়েছিলাম অনেক, কিন্তু কিছু বেরুতে দেখিনি। পরদেহ বা হাতের সাহায্যে বের করতেই আমাদের অবস্থা কাহিল হয়ে যায়, তার চিন্তা করতেই বেরিয়ে আসে!!
আপনিও বিছানায় চিন্তা করতে থাকেন, বেরিয়ে আসবে। পরে জাস্ট এখানে পেস্ট করে দিবেন। ক্যামন?
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ভেম হইয়া গেছে ভবিষ্যতে আর হবে না।
আর আমার মতে, চিন্তার জন্য বিছানার চেয়ে শ্রেয় জায়গা টয়লেট।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
প্রথম টেস্ট ইনিংসে ১৫০ রান, তাও কোনও প্রকার লাইফ ছাড়া। এবার ব্যাটসম্যান বিরতিতে যেতে পারেন।
ওয়ান ডে কিংবা টুয়েন্টি২০ তে নতুন ধারার ব্যাটিং মশলা নিয়ে সন্ন্যাসী'জির প্রত্যাবর্তন আশা করছি।
এই ইনিংসে আউট হয়ে গেলাম বটে, তবে আরও দুটো সিরিজে তো খেলছি এখনও!
অনেক অনেক আগে 'এপিটাফ' নামে ইংরেজি এক ক্রিকেটীয় ছড়ার অনুবাদ করেছিলাম:
যতোই তুমি আগলে খেলো,
কথাটি নয় ভোলার -
স্টাম্পটি তোমার ভাঙবে ঠিকই
মৃত্যু নামের বোলার।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
গভীর শোক কিন্তু পুনর্জন্মের প্রত্যাশায়...................
শোক আমারও। এই সিরিজ দিয়েই আমার ডেব্যু হয়েছিল সচলায়তনে...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
সিরিজটা উপভোগ করতেছিলাম। কি আর করা... তবে সাংঘাতিক পূণর্জীবনের আশায় আছি।
______________________________________
পথই আমার পথের আড়াল
আমি জানি, আপনি এই সিরিজের পাঠক ছিলেন। মাঝখানে বেশ কিছুদিন কিন্তু আপনাকে দেখিনি সচলে। তবে ইদানীং আপনার সক্রিয়তা বেড়েছে দেখে ভালো লাগছে।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
আপাদত রেস্ট নেন।
নতুন শব্দের নোট নিতে থাকেন নোটবুকে।
পরে সময় সুযোগ বুঝে আবার শুরু করেলেই হবে।
ব্যঙ্গ বঙ্গাভিধান ১-১০ সব মন্তব্য সহ একসাথে মার্জ করা গেলে ভালো হতো। কর্তৃপক্ষ, এমন কিছু কি করা সম্ভব?
শেষই হয়ে গেল!
এইটা আমার পড়া সচলায়তনের অন্যতম সেরা সিরিজ মনে করছি। খুব ভাল লেগেছে।
_______________
বোকা মানুষ
নতুন মন্তব্য করুন