ছোট্ট গোল রুটি - ০৭

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
লিখেছেন সংসারে এক সন্ন্যাসী (তারিখ: সোম, ২৪/০৩/২০০৮ - ১:০৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

দুটো পরমাণু গল্প যাচ্ছে আজকের পর্বে। আসলেই পরমাণু। আমার খুব ভালো লাগা এই দুই গল্পেই নায়কের নাম ইভানত্সভ। তাকে নিয়ে ১০০টি গল্পের সংকলন আছে বলে পড়েছি। কিন্তু বইটা কোত্থাও পেলাম না। না বইয়ের বাজারে, না ইন্টারনেটে!

(খুদে রসগল্পের এই সিরিজে প্রকাশিতব্য অধিকাংশ গল্পই সোভিয়েত যুগের। রুশ ছাড়াও ইউক্রেনীয়, বেলারুশীয়, জর্জিয়ান বা অন্য সোভিয়েত প্রজাতন্ত্রগুলোর লেখকদের লেখা গল্পের অনুবাদও ছাড়া হবে এই সিরিজে। গল্পগুলো অবশ্যই মজার কৌতুকের মতো হাসি-উদ্রেককারী নয়, তবে পাঠকদের মনের ভেতরে একটা মুচকি হাসি যদি অন্তত জেগে ওঠে, তাতেই আমার তৃপ্তি।

অধিকাংশ গল্পই রুশ ভাষা থেকে অনূদিত। কয়েকটি ইউক্রেনীয় থেকে।

আজকের গল্পটি এক রুশ লেখকের।)
_____________

ইভানত্সভের গল্প

এদওয়ার্দ দভোর্কিন

১.
ঈর্ষা

সী-বীচে এক লোকের পেটে বড়ো এক কাটা দাগ চোখে পড়লো ইভানত্সভের।
- কী দারুণ সুখী এক লোক! – ঈর্ষাভরে ভাবলো ইভানত্সভ। - ওর অ্যাপেন্ডিসাইটিস অপারেশন ইতোমধ্যেই হয়ে গেছে। আর আমারটা এখনও ব্যথা করতে শুরুই করেনি...

২.
মোটর সাইকেল

একটা মোটর সাইকেলের স্বপ্ন ছিলো ইভানত্সভের। বন্ধুরা একটা মোটর সাইকেল উপহার দিলো তাকে।

এর পর বহুদিন হা-হুতাশ করলো ইভানত্সভ। কাউকে কাছে পেলেই অভিযোগের সুরে বলতো:
- আমাকে আমার স্বপ্ন থেকে বঞ্চিত করা হয়েছে!


মন্তব্য

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

চলুক
জাঝা ছাড়া আবার কী?

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

ধন্যবাদ। পুল্কিত্ হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

জাহিদ হোসেন এর ছবি

চমত্কার। কার্টুন ক্যাপশান হিসেবে দারুন হতো এগুলো।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

হয়তো হতো। তবে স-ক্যাপশান কার্টুনের চেয়ে ক্যাপশানহীন কার্টুন আমার অনেক বেশি প্রিয়। কয়েকটি নমুনা দেখুন।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

পরিবর্তনশীল এর ছবি

দেঁতো হাসি

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

দেঁতো হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অমিত আহমেদ এর ছবি
সংসারে এক সন্ন্যাসী এর ছবি

শুধু হাসি দিলেই হবে? মন্তব্য চাই, মন্তব্য! হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অমিত আহমেদ এর ছবি

ভালো লেগেছে।
কলম যে কতটা শক্তিশালী হতে পারে এ গল্প দু'টো তারই প্রমান। এত অল্প কথায় ভাবনার খোরাক রেখে দিতে মাথা আর হাত, দুয়েতেই জিনিস লাগে।


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

ঠিক বলেছেন।

রুশ এক প্রবচনের অনুবাদ করলে এরকম দাঁড়ায়: "সংক্ষিপ্ততা হচ্ছে প্রতিভার সহোদরা"।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অমিত আহমেদ এর ছবি

এটা রুশ ভাষায় লিখে মেসেজ করে দেন তো। আমার অনেক রুশ বন্ধু আছে। ওদেরকে চমকে দেয়া যাবে।


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

জনস্বার্থে এখানেও প্রকাশ করছি। যদি কারুর কাজে লেগে যায়!

krAtkost - sestrA talAnta(ক্যাপিট্যাল লেটারগুলোয় স্ট্রেস দিতে হবে)।

হুবহু উচ্চারণ বাংলায় দেয়া অসম্ভব। তবে অনেকটা এরকম: ক্রাত্কসত্ - সিস্ত্রা তালান্তা

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এতটাই ছোট যে গল্প না বলে চুটকী বলা উচিৎ। হাসি
ভাল্লাগছে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

পুরোপুরি সহমত পোষণ করতে পারছি না। আকার কৌতুকের মতো হলেও ভাষা আর প্রকাশভঙ্গি কিছুটা হলেও ভিন্নতর। তাই বলতে পারেন সুশীল কৌতুক হো হো হো

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অপরিচিতা এর ছবি

হি হি হাসি

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

সবাই দেখছি হাসি দিয়েই খালাস!
তো, অপরিচিতা, পরিচয় দেবেন কবে?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ধুসর গোধূলি এর ছবি

- বস, পরমানু সাইজ নিয়া টেনশন লইয়েন না। পরমানুরে কীরূপে পুরা একটা কোষে পরিণত করোন যায় সেই দায়িত্ব এই অধমের। চোখ টিপি

কই হে আমার অনুপরমানু টীম! আমার কলকব্জারা, আমার শের-সিংহরা কই হে, বেলা যে বয়ে যায়। শুরু হোক তাইলে এবার ...
_________________________________
<সযতনে বেখেয়াল>

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

সাগরেদগো লইয়া ভালোই বানাইছেন এক ভাব সম্প্রসারণ দল হাসি
শুরু করেন। দেখি, এইবার খাইষ্টামি কদ্দূর যায় চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ধুসর গোধূলি এর ছবি

- সেদিন, কোথায়, কে যেনো আমায় বলছিলো একই অঙ্গে কতো রূপ! সেই ভরসাতেই না আমার সেই 'কতো রূপ' গুলারে ডাকলাম আর আপনে কিনা খাইষ্টামির একটা অশ্লীল অপবাদ দিলেন?

ম্যায় অর মেরি তেরো রকম অনুভূতি আকসার আপনের কাছে বদনাকম্বলসহ দৌড়ানি খাতি হ্যায়! মন খারাপ
_________________________________
<সযতনে বেখেয়াল>

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

জমানা পাল্টেছে, মশায়! আগে আপনি আমাকে দিতেন খাইষ্টামির অপবাদ। এখন তা বুমেরাং হয়ে গেছে হো হো হো

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অতিথি লেখক এর ছবি

"আমি যথারীতি মুগ্ধ।" হাসি

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

"প্রতিশোধ" নিলেন? হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ইশতিয়াক রউফ এর ছবি

দ্বিতীয় পরমাণু গল্পটা খুবই শক্তিশালী।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আমিও তা-ই মনে করি। আর তাই ইচ্ছে করেই ওটাকে এক নাম্বারে দিইনি। চেয়েছি, পাঠকের মনে দ্বিতীয় গল্পের রেশ থাকুক।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সুলতানা পারভীন শিমুল এর ছবি

হা হা হা
দুটোই দারুণ লাগলো।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

প্রীত হলাম হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

বিপ্লব রহমান এর ছবি

শাবাশ! ছোট্ট গোল রুটি, চলুক গুটি গুটি।... হাসি


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আপনাদের কাছ থেকে প্রেরণা পেলে অবশ্যই চলবে।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

নিঘাত তিথি এর ছবি

এই গল্প দু'টো মারাত্মক। বিশেষ করে দ্বিতীয়টি। অনেক ধন্যবাদ।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

দ্বিতীয় গল্পটি আমি রুশ ভাষায় মুখস্থ করে ফেলেছি। আর সুযোগ পেলেই ঝেড়ে দিচ্ছি যেখানে-সেখানে হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অতিথি লেখক এর ছবি

ছোট্ট গোল রুটি, খেয়ে (পড়ে) বড়ই আনন্দ পাচ্ছি।

-সু

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

খেয়ে-পড়ে বেঁচে থাকুন হো হো হো

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অতন্দ্র প্রহরী এর ছবি

প্রথমটা মোটামুটি, তবে দ্বিতীয়টা অসাধারণ! তবে মাঝে মাঝে নিজের একগাঁদা অপূর্ণ স্বপ্নের কথা মনে হলে ভাবি, কেউ যদি স্বপ্নগুলো থেকে বঞ্চিতও করত আমাকে, মন্দ হতো না!
_______________
বোকা মানুষ মন খারাপ

মহিউদ্দিন ডালিম এর ছবি

মুচকি হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।