ইয়োরোপ-আমেরিকার অনেক দেশেই এই রীতিটি প্রচলিত। বসন্তকালের শুরুর দিকে ঘড়ির কাঁটা এগিয়ে দেয়া হয় এক ঘণ্টা, আর এক ঘণ্টা পিছিয়ে দেয়া হয় হেমন্তের শেষভাগে। লক্ষ্য - বিদ্যুত্ সাশ্রয় ।
গত শনিবার দিবাগত রাতে সময় এগিয়ে দেয়া হলো এক ঘণ্টা। আজকের পর্বের প্রথম ছড়াটি এই বিষয় সংশ্লিষ্ট বলে ভূমিকার এই ভ্যাজরভ্যাজরটি ফাঁদতে হলো।
এই পর্বে খাইষ্টাত্ব বেশ মাইল্ড বলেই আমার ধারণা। তাই নাউজুবিল্লাহ- ও বদনাপ্রেমীরা হতাশ হতে পারেন।
(এই সিরিজের অধিকাংশ ছড়াই মৌলিক। তবে বেশ কয়েকটির আইডিয়া পেয়েছি রুশ ইরোটিক ফোকলোর থেকে। আর গোটা দু'-তিনেক আছে ইংরেজি ছড়ার ভাবানুবাদ।)
_____________
২৫.
সময়বিভ্রাট
সময় এগোলো একটি ঘণ্টা - হলো না কাজের কাজ তাতে
দেহঘড়ি চলে আপন গতিতে নিজ সময়ের রাস্তাতে।
আগে নিয়মিত কামভাব কতো
ভোরে বিছানায় হতো উদ্যত -
কামভাব সেই জাগে ইদানীং অফিস যাবার বাসটাতে
২৬.
অভ্যেস
প্রেমিককে যেই চুমু খেতে যাই - দেয় সে আমাকে সরিয়ে,
ঠ্যালা দিয়ে ফেলে দেয় সে আমাকে, ধরি যদি তাকে জড়িয়ে।
এটা করে নাকি অভ্যাসবশে
বলেছে সে-কথা প্রায় জনা দশে -
ফুটবল মাঠে ব্যাক পজিশানে সে নাকি তুখোড় লড়িয়ে।
মন্তব্য
এই না হলে সন্যাসী!!
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
LoVe is like heaven but it hurts like HeLL
---------------------------------
বাঁইচ্যা আছি
আপনার ছড়া চাই। বুঝলেন, জনাব?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
হা...হা...
প্রথমটা বিশেষ মজার!!
কালবেলা
ধন্যবাদ।
অলৌকিক হাসান আর অমিত আহমেদের মতো আমিও বলি: অতিথিদের মন্তব্য পেলে বর্তে যাই।
কালবেলা, আশা করবো, আপনার অপেক্ষার কাল ফুরিয়ে সচল হবার বেলা ঘনাবে অচিরেই।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
দস্তুরমতো খারাশো।
হাঁটুপানির জলদস্যু
দস্তুরমতো খারাশো*?
অথচ আমার বন্ধু শাসায়
প্রকাশাযোগ্য বিশ্রী ভাষায়,
"সচলায়তনে নীড়পাতা তুই ঘন ঘন যদি মাড়াসও,
তোর মতো এক নিরেট চাষায়
ছড়াকার হবে? ছাই সে আশায়!
হবে না কিস্যু - উপায় না দেখে প্যান্ট খুলে যদি দাঁড়াসও!"
*খারাশো একটি রুশ শব্দ, যার অর্থ ভালো।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
সাবাশ গুরু! আপনার পদধূলি নিয়ে রাখতে হবে।
প্রথমটার ব্যাপারে আমার মন্তব্য — একেবারে জহির রায়হান পরিচালিত "জীবন থেকে নেয়া"।
কি মাঝি? ডরাইলা?
শীতকাল হলে পদধূলি দেয়া দুষ্কর হয়ে পড়বে। তখন পদতুষার নিতে হবে
শয়তানি করলাম। আসলে কেউ গুরু-টুরু জাতীয় শব্দ ব্যবহার করে আমাকে সম্বোধন করলে বড়োই অস্বস্তিতে পড়ে যাই।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
- ব্যাক পজিশনে তুখোড় খেলে- ছালার পাবলিকরে সার্ফ এক্সেল দিয়া ভিজাইয়া থুইলেও খাইষ্টা জিনিষ যাইবো না!
অই আমার বদনা দেওয়ার দরকার নাই। অযুটা পুষ্করিনীতেই সারুম।
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ফুটবল মাঠে - এই শব্দ দুটো আপনার চোখেই পড়লো না?
আপনার অভিনব অশ্লীলায়ন প্রতিভা আছে
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
- মাধুরীও কোনো এক ছিনেমায় ছাহরুখ মিয়ারে কৈছিলো, আসো ফুটবল খেলি। এখন ঘরের ভিতরে ফুটবল খেলে ক্যামনে? তাগো'র ঘুমানোর ঘরটা কি আমেরিকার রোজবৌল স্টেডিয়াম নাকি?
এগুলা বুঝতে হবে, বুঝে তারপর এগজাক্ট শব্দ পিক করে পিকিং পাঠাতে হবে। (খবরদারঃ বেইজিং না কৈলাম!)
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
কোনও মেয়ের ফুটবল খেলার প্রস্তাব দেয়ার কথা শুনলে যে চিন্তাটা/প্রশ্নটা মাথায় আসে, তা শব্দে প্রকাশ না করাটাই শ্রেয়
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
- হ, আমি মনে করেন শরমের চোটে সিডিটা খুইলা নিয়া সার্ফ এক্সেলে চুবায়া রাখছিলাম আধাঘন্টা!
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
সন্দীপ পাতিল নামের এক ইন্ডিয়ান ক্রিকেটার এক সময় ক্রিকেট ছাইড়া ফিলিমে অভিনয়ের খায়েশ প্রকাশ করছিলো। শুইনা আমার এক চেনা পাবলিক কইছিল, ওই হালায় অহন সিনেমায় থার্ড লেগ দিয়া বাউন্ডারি মারবো
আরো কিছু কইছিল, কিন্তু কওয়া যাইবো না।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
- সার্ফ এক্সেলের ঠোঙা একদিক ফুটা কইরা, সেইটার ভিতর দিয়া কন। কথা পরিষ্কার হৈয়া বাইর হৈবো, ব্যাপার না!
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
অত:পর অরিন্দম কহিল বিষাদে..
যাক, শেষ পর্যন্ত আমাদের সন্ন্যাসী তাঁর স্ব-মূর্তি ধারণ করিল
অতি উত্তম !
জনৈক "বেক্কল ছড়াকার"
আপনার কাছ থেকে "অতি উত্তম" মন্তব্যটি পাওয়াটা বিরাট ব্যাপার। তবে কেন জানি একটু সংশয় রয়েই গেল । আমার কেন জানি মনে হচ্ছে, আপনার কালরাঙা ছড়ায় (হায় হায়! এইটা কী কইলাম? থুক্কু! কালের ছড়ায়।) আমার আন্তরিক প্রশংসার ফর্মাল রিটার্ন দিচ্ছেন...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
হ!
আল্লাহ, মাফ কইরো আমারে।
সন্ন্যাসী খাইস্টা কথা লেখে খালি।
হিমু ভাইর থেকেও খাইস্টা।
আপনি আসলেই সন্ন্যাসী তো? আমার খুব সন্দেহ হয়।
আবার লিখবো হয়তো কোন দিন
খাইছে!
তয় জানেনই যখন আমি খালি খাইষ্টা কথা লেখি, তো পড়তে আয়েন কিয়ের লাইগ্যা?
আর সন্ন্যাসী আমি খাঁটি, তা তো কোথাও বলিনি বা লিখিনি! আমার সন্ন্যাস সংসারে
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
A clean house is a sign of a misspent life
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
খাসা!
**********************************
যাহা বলিব সত্য বলিব
**********************************
যাহা বলিব, সত্য বলিব
ধন্যবাদ আছে।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
A clean house is a sign of a misspent life
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
লগ ইন এর বেড়াজাল চিরে মন্তব্য না করে পারলাম না। হাসতে হাসতে পেটে খিল ধরে গেল নিজের এই দুর্দশাতেও। আপনি একজন জিনি্য়াস।
তানিয়া
সুদৃশ্য ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো মন্তব্য।
সহস্র ধন্যবাদ।
কিন্তু আপনি দুর্দশায় আছেন জেনে খারাপ লাগছে।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
A clean house is a sign of a misspent life
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
এক্কেরে খাসা হইচে...
---------------------------------
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!
হ! আপনেরে কইচে!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
A clean house is a sign of a misspent life
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
পড়লাম...বুজলাম..।
-নিরিবিলি
ধন্যবাদ দিলাম।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
A clean house is a sign of a misspent life
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
এক্কেরে সেইরকম...
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
যেই রকম চাইছিলেন?
ইদানীং কম লিখছেন, মনে হচ্ছে!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
কী যে করি! আবার ফোন করেছিল মাদাম ত্যুসোর মিউজিয়াম থেকে...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
ওরে সর্বনাশ!
দূর্দান্ত!
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
সময়বিভ্রাট বেশি ভাল লাগল
_______________
বোকা মানুষ
এটাও তো একটা খেলা, তাই না? কে হারে, কে জেতে----
/ছোট মানুষ
নতুন মন্তব্য করুন