ছোট্ট গোল রুটি - ০৮

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
লিখেছেন সংসারে এক সন্ন্যাসী (তারিখ: সোম, ০৭/০৪/২০০৮ - ২:১০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সাম্প্রতিককালে সচলায়তনে খুদে গল্পের জোয়ার দেখে বড়োই উজ্জীবিত বোধ করছি। ধুলোর পুরু স্তরের নিচে পড়ে থাকা সংগ্রহটি বের করেছি আবার। ধুলো ঝেড়ে ফেলেছি। এখন ঝেড়ে ফেলতে হবে আলস্য। বেজায় কঠিন সে কাজ...

(খুদে রসগল্পের এই সিরিজে প্রকাশিতব্য অধিকাংশ গল্পই সোভিয়েত যুগের। রুশ ছাড়াও ইউক্রেনীয়, বেলারুশীয়, জর্জিয়ান বা অন্য সোভিয়েত প্রজাতন্ত্রগুলোর লেখকদের লেখা গল্পের অনুবাদও ছাড়া হবে এই সিরিজে। গল্পগুলো অবশ্যই মজার কৌতুকের মতো হাসি-উদ্রেককারী নয়, তবে পাঠকদের মনের ভেতরে একটা মুচকি হাসি যদি অন্তত জেগে ওঠে, তাতেই আমার তৃপ্তি।

অধিকাংশ গল্পই রুশ ভাষা থেকে অনূদিত। কয়েকটি ইউক্রেনীয় থেকে।

আজকের গল্পটি এক রুশ লেখকের।)

___________________

পার্শ্ব প্রতিক্রিয়া

আন্তোন মাকুনি

ফুসকুড়ি উঠলো দুকভের। ঘাড়ে। দুকভ গেল ডাক্তারের কাছে। ফুসকুড়ি প্রতিষেধক ওষুধ দিলো ডাক্তার। দুকভ ওষুধ খেলো - ঘুরে উঠলো মাথা। ডাক্তার বললো:
- পার্শ্ব প্রতিক্রিয়া।

দিলো অন্য ওষুধ। মাথা ঘোরা বন্ধ করার। দুকভ খেলো। চুল পড়তে শুরু করলো তার। দুকভ গেল ডাক্তারের কাছে। ডাক্তার বললো:
- পার্শ্ব প্রতিক্রিয়া।

দিলো টাক প্রতিষেধক ওষুধ। দুকভ খেলো। শুরু হলো দাঁত ব্যথা। দুকভ দৌড়লো ডাক্তারের কাছে। ডাক্তার বললো:
- পার্শ্ব প্রতিক্রিয়া।

দাঁতের ব্যথা সারার ওষুধ দিলো। দুকভ খেলো। প্যারালাইসিস হয়ে গেল দু'পায়ে। দুকভ ডাক্তারের কাছে গেল কোনওমতে। ডাক্তার আবার বললো:
- পার্শ্ব প্রতিক্রিয়া।

প্যারালাইসিস নিরাময়ের ওষুধ দিলো। দুকভ খেলো। কান কট্কট্ করতে শুরু করলো। দেখে ডাক্তার বললো:
- পার্শ্ব প্রতিক্রিয়া।

ক্লোরিন দিয়ে কান পরিষ্কার করলো। খসে পড়লো দুকভের দু'কান। ডাক্তার বললো:
- পার্শ্ব প্রতিক্রিয়া।

ইনজেকশন দিলো। পাঁচশো সিসি করে। মাথার দু'পাশে। দুকভের চোখ কপালে উঠে গেল। ডাক্তার বললো:
- পার্শ্ব প্রতিক্রিয়া।

দুকভ জিজ্ঞেস করলো:
- এখন কী করা?
ডাক্তার উত্তর দিলো:
- বিদ্যুতের শক দিয়ে চিকিত্সা করা হবে।
শক দেয়া হলো। প্রথমে ২২০ ভোল্ট, পরে ৩৮০। দুকভের দু'চোখ চলে গেল মাথার পেছনে। ডাক্তার বললো:
- পার্শ্ব প্রতিক্রিয়া।

অপারেশন করলো। প্রথমে সারা শরীরে দেখা দিলো লাল লাল দাগ। পরে সবুজ সবুজ। ডাক্তার বললো:
- পার্শ্ব প্রতিক্রিয়া। আকুপাংচারে কাজ হতে পারে।

শরীরের যেখানে যেখানে সুচ ফোটানো সম্ভব, ফোটালো। পাথরের ব্যথা শুরু হলো কিডনিতে। ডাক্তার বললো:
- পার্শ্ব প্রতিক্রিয়া। জলচিকিত্সা করতে হবে।

কিডনির ব্যথা প্রবলতর হলো। ডাক্তার বললো:
- পার্শ্ব প্রতিক্রিয়া। পাথর গুঁড়ো করে ফেলতে হবে।
হাতুড়ি নিয়ে কাজে নেমে পড়লো ডাক্তার। দুকভের হার্ট-অ্যাটাক হলো।
- পার্শ্ব প্রতিক্রিয়া, - ডাক্তার বললো। - ভান করতে আপনি যদিও ভালোই পারেন, তবু মেডিক্যাল লীভ-এর একটা সার্টিফিকেট আপনাকে দিচ্ছি।
- এক মাসের লীভ? - জিজ্ঞেস করলো দুকভ।
- এক মাসের মানে? - ডাক্তার বললো। - শুধু আজকের। কাল থেকেই আবার কাজে যাবেন।
শুনেই মারা গেল দুকভ।
- পার্শ্ব প্রতিক্রিয়া, - কাঁধ ঝাঁকিয়ে বললো ডাক্তার। - বের করে নিয়ে যাও ওকে। নেক্সট!


মন্তব্য

ইশতিয়াক রউফ এর ছবি

বাহ!

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

বালা পাইছেন?
আমিও তাই খুশি।‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
কী যে করি! আবার ফোন করেছিল মাদাম ত্যুসোর মিউজিয়াম থেকে... হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

তীরন্দাজ এর ছবি

মজার গল্প আর সুন্দর, ঝরঝরে অনুবাদ! ভাল লাগল খুব।

**********************************
যাহা বলিব সত্য বলিব

**********************************
যাহা বলিব, সত্য বলিব

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

প্রশংসা পেলে গলে যাই হাসি ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
কী যে করি! আবার ফোন করেছিল মাদাম ত্যুসোর মিউজিয়াম থেকে... হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

স্নিগ্ধা এর ছবি

'ছোট্ট গোল রুটি' পড়লো, হাসি পেল, হাসতে গিয়ে চোয়াল আটকালো, বন্ধুকে ফোনে জানালো -
"পার্শ্ব প্রতিক্রিয়া" বললো বন্ধু।

"কিছু দুঃখের কাহিনী পড়, সেরে যাবে", কাজেই পড়লো, কাঁদতে গিয়ে পায়ে ব্যথা হলো, বন্ধুকে ফোনে জানালো -
"পার্শ্ব প্রতিক্রিয়া" বললো বন্ধু।

"নিয়মিত ব্যায়াম কর, সেরে যাবে", সুতরাং জিমে গেল, চোখে সংক্রমণ হলো, বন্ধুকে ফোনে জানালো -
"পার্শ্ব প্রতিক্রিয়া" বললো বন্ধু।

"বেশী গাজর খা, সেরে যাবে", অতএব দোকানে গেল, দাম দেখে হ্নদরোগ হলো, বন্ধুকে ফোনে জানালো -
"পার্শ্ব প্রতিক্রিয়া" বললো বন্ধু।

তবে এবার আর উপদেশে না গিয়ে অতিষ্ঠ বন্ধুটি একটি বন্দুক নিয়ে কিছু হাসিবিক্রেতা সচলকে গুলি করলো -
এবং (জনস্বার্থে) তারা বিকল হলো - পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই!

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍"পার্শ্ব প্রতিক্রিয়া"-র পার্শ্ব প্রতিক্রিয়া পড়ে আমি গড়াগড়ি দিয়া হাসি

"কিছু হাসিবিক্রেতা সচল" বলতে যদি আমাকেও ইঙ্গিত করে থাকেন, তো বলি - হাসি আমি বিক্রি করি না, বিতরণ করি বিনামূল্যে। আর সেই "অপরাধে" আমাকে গুলি করে বিকল করার তীব্র প্রতিবাদ জানাই। আপাতত এটাই আমার পার্শ্ব প্রতিক্রিয়া হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
কী যে করি! আবার ফোন করেছিল মাদাম ত্যুসোর মিউজিয়াম থেকে... হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ফকির ইলিয়াস এর ছবি

আসলে জীবন টাই তো ''পার্শ্ব প্রতিক্রিয়া'' এর ফসল।
খুব ভালো লাগলো অনুবাদ টি।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍জীবনটাই তো ''পার্শ্ব প্রতিক্রিয়া'' এর ফসল

ঠিকই তো!

কবির প্রশংসার আলাদা মূল্য আমার কাছে। ধন্যবাদ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
কী যে করি! আবার ফোন করেছিল মাদাম ত্যুসোর মিউজিয়াম থেকে... হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

রায়হান আবীর এর ছবি

দারুন!!
---------------------------------
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

অচিরেই আরও আসিতেছে!
প্রস্তুত হোন। ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
কী যে করি! আবার ফোন করেছিল মাদাম ত্যুসোর মিউজিয়াম থেকে... হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

মাহবুব লীলেন এর ছবি

অফিস কামাই করে গোল রুটি পড়ছি
(সচলায়তনের পার্শ্বপ্রতিক্রিয়া)

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু বেশ নিরীহ গোছের। আপনার উল্লেখিতটিও চোখ টিপি

একটা প্রশ্ন: পার্শ্ব প্রতিক্রিয়া না পার্শ্বপ্রতিক্রিয়া?কোনটি সঠিক? আমি নিজেই দ্বন্দ্বে আছি।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
কী যে করি! আবার ফোন করেছিল মাদাম ত্যুসোর মিউজিয়াম থেকে... হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অতিথি লেখক এর ছবি

আমার একদিনের রিপোর্ট ১৫ দিনেও লেখা হইতেছেনা...ইহাও পার্শ্বপ্রতিক্রিয়া (সচলায়তনের পার্শ্বপ্রতিক্রিয়া)

কল্পনা আক্তার
কল্পনাআক্তার@হটমেইল.কম

......................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

ইশতিয়াক রউফ এর ছবি

আমারও একই হাল!

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍@ কল্পনা আক্তার

সচলায়তনের পার্শ্ব প্রতিক্রিয়ায় সব যে অচল হবার জোগাড়!

আপনাকেও একই প্রশ্ন: পার্শ্ব প্রতিক্রিয়া না পার্শ্বপ্রতিক্রিয়া?
আমাকে দ্বন্দ্বমুক্ত করুন...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
কী যে করি! আবার ফোন করেছিল মাদাম ত্যুসোর মিউজিয়াম থেকে... হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

নজমুল আলবাব এর ছবি
সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍"প্র"-এর জায়গায় "র" লিখলেও অর্থে ইতরবিশেষ হতো না হো হো হো

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
কী যে করি! আবার ফোন করেছিল মাদাম ত্যুসোর মিউজিয়াম থেকে... হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

বিপ্লব রহমান এর ছবি

হো হো হো হো হো হো হো হো হো


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍আমিও যোগ দিই আপনার সাথে...
হো হো হো হো হো হো হো হো হো

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
কী যে করি! আবার ফোন করেছিল মাদাম ত্যুসোর মিউজিয়াম থেকে... হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

হা হা হা।
পার্শ্বপ্রতিক্রিয়া।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍থ্রি চিয়ার্স-এর মতো থ্রি হা? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
কী যে করি! আবার ফোন করেছিল মাদাম ত্যুসোর মিউজিয়াম থেকে... হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

হিমু এর ছবি

আগেরগুলির তুলনায় এটায় লবণ একটু কম হয়েছে।


হাঁটুপানির জলদস্যু

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

"লাবণ্য" ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍কম বিষয়ে আপনার সঙ্গে একমত। খুদে গল্পের স্পেশাল মোচড়টি এতে নেই। তবে আমাকে ভীষণ আকৃষ্ট করেছিল লেখার ধরনটি যা আমি অনুবাদেও রক্ষা করার চেষ্ট করেছি।

আসছে গল্পটি আপনার ভালো লাগবে, আমি প্রায় নিশ্চিত হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
কী যে করি! আবার ফোন করেছিল মাদাম ত্যুসোর মিউজিয়াম থেকে... হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

মুজিব মেহদী এর ছবি

দুকভের দেখি কৈ মাছের প্রাণ। মরতে অনেক বেশি সময় নিলেন ভদ্রলোক।

................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍আগেই মরে গেলে গল্পটি অণুতর হতো হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
কী যে করি! আবার ফোন করেছিল মাদাম ত্যুসোর মিউজিয়াম থেকে... হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

জাহিদ হোসেন এর ছবি

শিব্রামের এরকম একটা গল্প ছিল (ডিটেইলস মনে নেই) যেখানে ডাক্টার কাশি সারায় রোগীকে নিউমোনিয়ায় আক্রান্ত করিয়ে।
এই গল্পটি পড়ে দারুন হেসেছি।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

হাসাতে পেরে দারুণ প্রীত বোধ করছি।‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
কী যে করি! আবার ফোন করেছিল মাদাম ত্যুসোর মিউজিয়াম থেকে... হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ধুসর গোধূলি এর ছবি
সংসারে এক সন্ন্যাসী এর ছবি

ধন্যবাদ অতি অবশ্য। তবে...
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍এই প্রথম রসকষহীন মন্তব্য পেলাম আপনার কাছ থেকে। ব্যাপারটা কী? অ্যাঁ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
কী যে করি! আবার ফোন করেছিল মাদাম ত্যুসোর মিউজিয়াম থেকে... হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

নিঘাত তিথি এর ছবি

গল্প ভালো। আরো সুন্দর অনুবাদের ধরন।
কিন্তু মজার এই গল্প পড়ে আমার মন খারাপ হয়ে গেলো। ঠিক এই রকম ঘটনা বাস্তবেও ঘটে। ঘটেছে। সেটা আর মজার থাকেনা। দীর্ঘ, জীবনব্যাপী কষ্টের হয়ে যায়।
দুঃখিত, এই রকম একটি বেরসিক মন্তব্যের জন্য।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

লেখাটি পড়ে যে-প্রতিক্রিয়াটি হলো, তা প্রকাশ করে ফেলাটাই তো উচিত‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍। তাই সরস না রসহীন হলো মন্তব্যটি, তা তো বড়ো কথা নয়।

রুশ ভাষায় একটা কথা প্রচলিত আছে যার ইংরেজি করলে দাঁড়ায় LAUGHTER THROUGH TEARS (বাংলা করতে ব্যর্থ হলাম)। মানে আমাদের দুঃখ বা মনোকষ্টের ব্যাপারগুলো হালকা চালে রস মিশিয়ে প্রকাশ করা। বলা যায়, রূঢ় বাস্তবতাকে ব্যঙ্গ করে এক ধরনের আত্মতৃপ্তি পাবার একটা উপায়বিশেষ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
কী যে করি! আবার ফোন করেছিল মাদাম ত্যুসোর মিউজিয়াম থেকে... হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অতিথি লেখক এর ছবি

হা.........।।হা............।।মজা পাইছি...।।

কালবেলা

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍আপনার মজা পাওয়া দেইখা আমিও মজা পাইলাম হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
কী যে করি! আবার ফোন করেছিল মাদাম ত্যুসোর মিউজিয়াম থেকে... হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

নুরুজ্জামান মানিক এর ছবি

নিঘাত তিথি লিখেছেন:
" মজার এই গল্প পড়ে আমার মন খারাপ হয়ে গেলো। ঠিক এই রকম ঘটনা বাস্তবেও ঘটে। ঘটেছে। সেটা আর মজার থাকেনা। দীর্ঘ, জীবনব্যাপী কষ্টের হয়ে যায়।"

এই রকম ঘটনায় মারা যায় আমার সহোদর বোন ১৪ ই মাচ ১৯৯৫।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍সুপ্রিয় নুরুজ্জামান মানিক,
প্রশংসা- বা সমালোচনাসূচক যে-কোনও মন্তব্যই সহজভাবে নেয়ার ক্ষমতা আমার আছে। কিন্তু আপনার মন্তব্য আমাকে হতভম্ব, বিমূঢ় করে দিয়েছে। বিশ্বাস করুন, ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে আমার। আমায় ক্ষমা করবেন আপনার দুঃখবোধকে উসকে দেয়া লেখা অনুবাদ এবং প্রকাশের জন্য। এমন হবে জানলে লেখাটি আমি প্রকাশই করতাম না।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সুজন চৌধুরী এর ছবি
সংসারে এক সন্ন্যাসী এর ছবি

মূল গল্প পড়ার সময় আমিও চমত্কৃত হয়েছিলাম।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
কী যে করি! আবার ফোন করেছিল মাদাম ত্যুসোর মিউজিয়াম থেকে... হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অমিত আহমেদ এর ছবি
অতন্দ্র প্রহরী এর ছবি

ভাল্লাগলো হাসি
_______________
বোকা মানুষ মন খারাপ

মহিউদ্দিন ডালিম এর ছবি

আমার মিশ্র প্রতিক্রিয়া

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।