অনুবাদের হ্যাপা: সাহায্য চাই

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
লিখেছেন সংসারে এক সন্ন্যাসী (তারিখ: শনি, ২৬/০৪/২০০৮ - ৬:৫৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আন্তোন চেখভের একটি গল্পের ইংরেজি নাম: THE LADY WITH THE DOG. বছর কয়েক আগে এই গল্পটি অনুবাদ করার বাসনা হয়েছিল। কিন্তু সীমিত ভাষাজ্ঞানের কারণে অতি সহজ-সরল এই নামটির জুতসই বঙ্গানুবাদ করতে না পারায় বাসনাটি তখন "কিল্ড ইন দ্য ফিল্ড" হয় (মাঠে মারা যায়)।

সচলায়তনের সব বাঘা-বাঘা লেখক (অতিথি লেখকদেরও হিসেবের বাইরে রাখছি না), বাংলায় তাঁদের অগাধ দখল ও স্বচ্ছন্দ বিচরণ, আমাকে এই নামটি অনুবাদে সাহায্য করবেন আশা করি। অনুবাদটি যথাসম্ভব মূলানুগ হলে ভালো হয়। মূল থেকে একটু দূরে "নারী ও তার সারমেয়" জাতীয় অনুবাদ আমার মাথায় এসেছিল, বাতিল করে দিয়েছি।

গল্পটি অনুবাদের ইচ্ছে আর নেই। কিন্তু THE LADY WITH THE DOG গল্পটির বাংলায় নাম কী হতে পারে, সেই কৌতূহল রয়ে গেছে ষোল আনা।


মন্তব্য

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

কুত্তাওয়ালী দেঁতো হাসি
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

পারেনও! হো হো হো

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি একগামী পুরুষ। একমাত্র নারীদের ভালোবাসি চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

রেজওয়ান এর ছবি

আমারও হুমায়ুন আহমেদের নাটকের সিরিজের কুত্তাওয়ালীর কথা মনে পড়েছিল প্রথমে।

তবে এইখানে গল্পটি পড়ার পর ব্যাপারটি কঠিন হয়ে গেল। 'পোষা কুকুর নিয়ে রমণী' জাতীয় কিছু হবে হয়ত। আসলে আমাদের সংস্কৃতিতে এরকম সারমেয় চড়িয়ে কেউ হেঁটে যাচ্ছে এমন কল্পনা করা যাচ্ছে না। তাই তা শব্দে রূপান্তরিত করাও কঠিন।

পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍আসলে আমাদের সংস্কৃতিতে এরকম সারমেয় চড়িয়ে কেউ হেঁটে যাচ্ছে এমন কল্পনা করা যাচ্ছে না। তাই তা শব্দে রূপান্তরিত করাও কঠিন।

একবারে আসল পয়েন্টে বলেছেন।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি একগামী পুরুষ। একমাত্র নারীদের ভালোবাসি চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

তারেক এর ছবি

কুত্তাওয়ালীটা আমারো পছন্দ হইছে। সেকেন্ড চয়েস কুকুরবান্ধব নারী।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍চেকভের গল্পের নাম কুত্তাওয়ালী কল্পনা করতে পারেন? অ্যাঁ

আর কুকুরবান্ধব নারী মানে তো যে নারী কুকুরের জন্য হুমকি নয় হো হো হো

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি একগামী পুরুষ। একমাত্র নারীদের ভালোবাসি চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

উদাস এর ছবি

আক্ষরিক অনুবাদ জানিনা ... ভাবানুবাদ করতে পারি ...
স্বামী- স্ত্রী
(স্বামী কেন কুকুর?)

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍স্বামী কেন কুকুর?

হো হো হো

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি একগামী পুরুষ। একমাত্র নারীদের ভালোবাসি চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অমিত আহমেদ এর ছবি

সারমেয় সঙ্গিনী


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

চলুক

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍গল্পের নাম THE DOG WITH THE WOMAN হলে এই নামটি হয়তো মেনে নেয়া যেতো। আর তাছাড়া, "সারমেয় সঙ্গিনী" শুনলে মাদী-কুকুরের কথা বলা হচ্ছে মনে হবার সম্ভাবনাই বেশি।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি একগামী পুরুষ। একমাত্র নারীদের ভালোবাসি চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

তানভীর এর ছবি

কুকুরের মালকিন সেই নারী চিন্তিত

অথবা

কুকুর নিয়ে হাঁটা নারীটি

=============
"আগে কী সুন্দর দিন কাটাইতাম"

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আমি কিন্তু চেয়েছিলাম মূল নামের প্রায় আক্ষরিক অনুবাদ মন খারাপ

আপনার আবিষ্কৃত দুর্ধর্ষ সব পরিভাষা টাইপের একটা কিছু হলে বর্তে যেতাম।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি একগামী পুরুষ। একমাত্র নারীদের ভালোবাসি চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ধুসর গোধূলি এর ছবি

- নারীর হাতে একটি কালো কুকুর।
- কৃতজ্ঞতা হুমায়ুন কাকু।

এখানে 'হাতে' শব্দটিকে 'সাথে' বানিয়ে দিতে পারেন আর 'কালো'কে যেকোন রং দিয়ে প্রতিস্থাপন করতে পারেন। ও হে, যেহেতু কুকুরের সংখ্যা উল্লেখ নাই তাই, একটির জায়গায় 'কয়েকটি' শব্দও চয়ন করতে পারেন।

"নারীর হাতে কয়েকটি নীল কুকুর"
_________________________________
<সযতনে বেখেয়াল>

দ্রোহী এর ছবি

কিংবা হতে পারে "কুকুরের হাতে কয়েকটি নীল নারী"।

সন্ন্যাসীদা ক্ষমা করবেন ফাজলামী করার জন্য। তবে "এক্টা মাইয়া আর একটা কুত্তা। পাশাপাশি হাঁটতাছে" টাইপ কোন নামের দরকার হলে আমাকে বলবেন। আমি সানন্দে সাহায্য করবো।

সুশীল কিছু কেন জানি আসে না আমার। হাসি


কি মাঝি? ডরাইলা?

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍আর বলবেন না। আমারও সুশীলতা-সংকট।

এই ফাজলামি ক্ষমা করতে পারি শুধু একটি শর্তে: ভবিষ্যতে ফাজলামি অব্যাহত রাখতে হবে হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি একগামী পুরুষ। একমাত্র নারীদের ভালোবাসি চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍@ ধুসর গোধূলি

নারীর হাতে কয়েকটি নীল কুকুর

একেবারে হুমায়ূনাইজড হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি একগামী পুরুষ। একমাত্র নারীদের ভালোবাসি চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ধুসর গোধূলি এর ছবি

- হ, সেটাতো আগেই স্বীকার করছি।
আমার নিজের কোনো ক্রিয়েটিভিটি নাই, আপনে চাইলে মিলনীয় উপপাদ্যও সাপ্লাই দিবার পারি দেঁতো হাসি
_________________________________
<সযতনে বেখেয়াল>

পরিবর্তনশীল এর ছবি

কিংকং ভাই সর্বনাশ করছে।
কুত্তাওয়ালী ছাড়া মাথায় আর কিছু আসতেছেনা। দেঁতো হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍এবারের মতো মাফ করে দিলাম হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি একগামী পুরুষ। একমাত্র নারীদের ভালোবাসি চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অতন্দ্র প্রহরী এর ছবি

আমারো একই অবস্থা। মাথায় খালি এখন কুত্তাওয়ালী ঘুরতাছে! দেঁতো হাসি

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍মাথায় খালি এখন কুত্তাওয়ালী ঘুরতাছে!

কুত্তাওয়ালীর প্রেমে পড়লেন নাকি? অ্যাঁ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি একগামী পুরুষ। একমাত্র নারীদের ভালোবাসি চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অতিথি লেখক এর ছবি

THE LADY WITH THE DOG.
নাকি
THE LADY WITH A DOG
কোনটার বাংলা করবো! ইয়ে, মানে...

মূল রুশ নামটা কী ছিল? নাকি এই গল্প ইংরেজীতেই লেখা?
গল্পের ভাবার্থ অনুযায়ী একটা নাম ঠিক করতে না চাইলে আমার মত মূর্খের জন্য বিপদ। মন খারাপ

বাচ্চাদের গল্প হলেঃ
"মেয়েটি ও তার কুকুর ছানা"

বুড়াবুড়িদের গল্প হলেঃ
"বৃদ্ধা ও তার প্রবীণ (সঙ্গী/কুকুর)"
খাইছে

ধুরো কিছুই জুতসই হচ্ছেনা। "সারমেয় সঙ্গিনী" টাই ভালো!!
আমার বাংলা জ্ঞান আটকে গেল নাকি বাংলা ভাষা আটকে গেল?!! মন খারাপ

-----------
স্পর্শ

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍THE LADY WITH THE DOG.
নাকি
THE LADY WITH A DOG
কোনটার বাংলা করবো!

দুঃখিত, ভাই। ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍
THE LADY WITH THE DOG
ঠিক করে দিয়েছি।
মূল রুশ নামটার হবহু ইংরেজি অনুবাদ এটি।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি একগামী পুরুষ। একমাত্র নারীদের ভালোবাসি চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অন্দ্রিলা এর ছবি

আমি অধ্যাপক মণীন্দ্র দত্তের করা অনুবাদ পড়েছিলাম। সেখানে গল্পটার নাম ছিলো, কুকুরসঙ্গী মহিলা (the lady with the dog)

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

নামটির খুবই চমত্কার অনুবাদ।
ধন্যবাদ তথ্যটির জন্য।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি একগামী পুরুষ। একমাত্র নারীদের ভালোবাসি চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

মাহবুব লীলেন এর ছবি

কুকুরসঙ্গী
কুকুরসঙ্গ নারী

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍মণীন্দ্র দত্তের অনুবাদের সঙ্গে প্রায় মিলে গেল। গ্রেইট মেন থিংক অ্যালাইক হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি একগামী পুরুষ। একমাত্র নারীদের ভালোবাসি চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অছ্যুৎ বলাই এর ছবি

কুত্তাওয়ালীই বেস্ট চোখ টিপি
কুকুর মালকিন
কুকুর হাতে ভদ্রমহিলা

তবে অনুবাদ আক্ষরিক হওয়ার দরকার নেই। নাম নির্বাচনটা নির্ভর করে গল্পের ওপর।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍অনুবাদ আক্ষরিক হওয়ার দরকার নেই।

কথা সত্য। তবে আমার জেদ চেপে গিয়েছিল, এই সহজ নামটির হুবহু অনুবাদ করা যাবে না কেন!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি একগামী পুরুষ। একমাত্র নারীদের ভালোবাসি চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ধুসর গোধূলি এর ছবি

- 'সহজ কথা যায় না বলা অতো সহজে'।

ভাইরে, একবার I Miss You এর পুংখানুপুংখ বাংলা করতে গিয়ে বুঝছি হ্যাপাটা কী জিনিষ! শ'য়ে শ'য়ে অনুবাদের মধ্য থেকেও নিজের মনের মতো জিনিষটা নিতে পারিনি।

আপনে একটু ট্রাই কইরা দেইখেন তো I Miss You সংক্রান্ত পেরেশানী থাইকা এই গরীবরে বাঁচাইতে পারেন কীনা।
_________________________________
<সযতনে বেখেয়াল>

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍এইটার ঝামেলাতেই বাঁচি না, আপনি আবার দিলেন আরেক গিট্টু লাগাইয়া হাসি

I Miss You - আমি তোমাকে ধরতে/আঘাত করতে/নাগাল পেতে ব্যর্থ হয়ে চলেছি দেঁতো হাসি

দূর মিয়া, জ্বালাইয়েন না তো চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি একগামী পুরুষ। একমাত্র নারীদের ভালোবাসি চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

* কুকুরওয়ালা সেই রমণী (মূল; কাসেম বিন আবু বকরের - বোরখা পড়া সেই মেয়েটি)

* রমণী ও একটি কুকুর (হুমায়ূনীয়)

* একজন মহিলার হাতে লম্বা রশি, রশির ঐপ্রান্তে বাধা একটি কুকুর (আনিসুল হকএর শিশুতোষ স্টাইল)

* কুক্কুর্নারী (ধ্রুব এষের মিনি উপন্যাস টাইপ)

অমিত আহমেদ এর ছবি

* মহিলাকে ডেকেছিল ঘাউ ঘাউ কুকুর (আরিফ জেবতিকয়ীয়)
* কুত্তম (অমিত আহমেদীয়)
* কুত্তা মহিলা শেকল (নজমুল আলবাবীয়)
* কুকুর বাছা মহিলা (মাহবুব লীলেনীয়)
* মহিলা যদি কুকুর না হাঁটায় (মুহম্মদ জুবায়েরীয়)


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ফাটাইয়া দিসেন!
হাসতে হাসতে গড়াগড়ি গড়াগড়ি দিয়া হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি একগামী পুরুষ। একমাত্র নারীদের ভালোবাসি চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

নজমুল আলবাব এর ছবি

ও অমিত

ও শিমুল

আমি শ্যাষ...

হাসতে

হাসতে

হেড

বিষ

ভুল সময়ের মর্মাহত বাউল

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

অমিত আহমেদ | শনি, ২০০৮-০৪-২৬ ১৯:১৭
* মহিলাকে ডেকেছিল ঘাউ ঘাউ কুকুর (আরিফ জেবতিকয়ীয়)
* কুত্তম (অমিত আহমেদীয়)
* কুত্তা মহিলা শেকল (নজমুল আলবাবীয়)
* কুকুর বাছা মহিলা (মাহবুব লীলেনীয়)
* মহিলা যদি কুকুর না হাঁটায় (মুহম্মদ জুবায়েরীয়)

হা হা হা।
সচলের এ যাবৎকালের অন্যতম সেরা কমেন্ট!!!

গড়াগড়ি দিয়া হাসি

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

@ আনোয়ার সাদাত শিমুল
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍জাস্ট জট্টিল! (তালিয়া)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি একগামী পুরুষ। একমাত্র নারীদের ভালোবাসি চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অয়ন এর ছবি

নি:সঙ্গ নারী ও একটি কুকুর

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি একগামী পুরুষ। একমাত্র নারীদের ভালোবাসি চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সুমন চৌধুরী এর ছবি

একটি কুকুর ও একটি নারী দেঁতো হাসি



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍হাসেন ক্যান? অ্যাঁ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি একগামী পুরুষ। একমাত্র নারীদের ভালোবাসি চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

হিমু এর ছবি

শ্বাপদসঙ্কুলা হো হো হো!


হাঁটুপানির জলদস্যু

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ গড়াগড়ি দিয়া হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি একগামী পুরুষ। একমাত্র নারীদের ভালোবাসি চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ক্যামেলিয়া আলম এর ছবি

কুকুরটির সাথের নারীটি
নারী ---- কুকুর সঙ্গী---
এক নারী ও সাথী কুকুর
নারী ও কুকুর
------- ধুর আর মাথায় আসে না-------- আগে ভাবতাম বাংলার আবেগ ইংরেজী দিয়ে ধরা যায় না----- এখন দিনে দিনে দেখি ইংরেজীর ব্যাপারও তাই------ এজন্যই রবি বুড়াটা পঁচাত্তর বয়সে জার্মানী শিখে নিছিল শুধু এক ল্পের আবেদন বুঝতে ---------
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍আসলে যে-কোনও অনুবাদে মূল লেখাটির অনেকখানি হারিয়ে যায়। এক ভাষার আবেগ, আবেদন, সৌন্দর্য্য ও স্বকীয়তা অন্য ভাষায় পুরোপুরি পৌঁছে দেয়া অসম্ভব বলেই মনে হয়। অনুবাদ হচ্ছে ভাতের স্বাদ আলুতে মেটানোর মতো একটি ব্যাপার হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি একগামী পুরুষ। একমাত্র নারীদের ভালোবাসি চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

মাসুদা ভাট্টি এর ছবি

ভদ্রমহিলা এবং তার পোষা কুকুর - ভেবে দেখতে পারেন।

যদি একটু কাব্যিক নাম চান তাহলে হতে পারেঃ

নারী ও তার গৃহপালিত সারমেয়

অথবা

একজন নারী ও তার সঙ্গী কুকুরটি

অথবা

সম্ভ্রান্ত মহিলা ও তার কুকুর-কাহিনী

অথবা

নারীটির হাতে ছিল তার কুকুরের গলায় বাঁধা শেকলটি

অথবা

ওদেসার সমুদ্রকূলে নারী ও তার সঙ্গী কুকুর (গল্পটি বোধহয় ওদেসা বা সিমফেরাপোল-এর সমুদ্র সৈকতের প্রেক্ষাপটে লেখা, তাই নয় কি?)

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍আপনার প্রস্তাবিত কয়েকটি নাম চমত্কার। তবে সবগুলোই কিছুটা ইম্প্রোভাইজড। আমার আসলে জানতে ইচ্ছে করেছিল, যথাসম্ভব মূলানুগ থেকে নামটির অনুবাদ কেমন দাঁড় করাতে পারি আমরা।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি একগামী পুরুষ। একমাত্র নারীদের ভালোবাসি চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আমি অভিভূত ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍প্রভূত সাড়া পেয়ে। সবাইকে ধন্যবাদ।

খুব মজা নিয়ে লক্ষ্য করলাম, অনুবাদে দু'-একজন ছাড়া কেউ WITH শব্দটি ব্যবহার করেননি হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি একগামী পুরুষ। একমাত্র নারীদের ভালোবাসি চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।