সহব্লগার মৃদুল আহমেদের নানা-নানী বিষয়ক মজাদার প্যাঁচালো ছড়াটি পড়তে গিয়ে জানাজানি বিষয়ক প্যাঁচালো গল্পটির কথা মনে পড়ে গেল
(খুদে রসগল্পের এই সিরিজে প্রকাশিতব্য অধিকাংশ গল্পই সোভিয়েত যুগের। রুশ ছাড়াও ইউক্রেনীয়, বেলারুশীয়, জর্জিয়ান বা অন্য সোভিয়েত প্রজাতন্ত্রগুলোর লেখকদের লেখা গল্পের অনুবাদও ছাড়া হবে এই সিরিজে। গল্পগুলো অবশ্যই মজার কৌতুকের মতো হাসি-উদ্রেককারী নয়, তবে পাঠকদের মনের ভেতরে একটা মুচকি হাসি যদি অন্তত জেগে ওঠে, তাতেই আমার তৃপ্তি।
অধিকাংশ গল্পই রুশ ভাষা থেকে অনূদিত। কয়েকটি ইউক্রেনীয় থেকে।
আজকের গল্পটি এক জর্জিয়ান লেখকের।)
-----------------------------
কে বেশি জানে
মালখাজ ৎসোতাদজে
আমি কিছু্ই জানি না। আমি এটা নিশ্চিত জানি।
কিন্তু যেহেতু আমি জানি যে, আমি কিছুই জানি না, তার মানে আমি একটা কিছু জানি।
আমার বস জানেন যে, আমি কিছুই জানি না। তাঁর ধারণা, তিনি আমার চেয়ে বেশি জানেন।
তবে তিনিও জানেন যে, আমি কিছুই জানি না, এবং আমিও জানি যে, আমি কিছুই জানি না। অথাত্ আমরা জানি সমপরিমাণ।
যদিও অন্য দৃষ্টিকোণ থেকে বিচার করলে - আমি জানি যে, আমার বস জানেন যে, আমি কিছুই জানি না, এবং তিনি তা জানেন না, সুতরাং আমি জানি তাঁর চেয়ে দুই গুণ বেশি।
আবার দেখুন, আমার বস জানেন না যে, আমি জানি যে, তিনি জানেন যে, আমি কিছুই জানি না। তার মানে দাঁড়াচ্ছে, তিনি আমার আমার তুলনায় অর্ধেক জানেন।
যেহেতু আমি জানি যে, আমি জানি যে, আমার বস জানেন না যে, আমি জানি যে, তিনি জানেন না, অর্থাত্ আমি অনেক কিছুই জানি এবং আমার বস অনেক কিছুই জানেন না।
এখন উপসংহার টানা যাক: আমি জানি যে, আমি কিছুই জানি না; আমি জানি যে, আমার বস জানেন যে, আমি কিছুই জানি না; আমি জানি যে, আমার বস জানেন না যে, আমি জানি যে, আমি কিছুই জানি না। এর অর্থ আমি সব জানি।
পক্ষান্তরে, আমার বস কেবল জানেন যে, আমি কিছুই জানি না; এবং জানেন না যে, আমি জানি যে, আমি কিছুই জানি না; আরও জানেন না যে, আমি জানি যে, তিনি জানেন যে, আমি কিছুই জানি না। দাঁড়াচ্ছে, তিনি কিছুই জানেন না। আর আমি তো জানিই যে, তিনি কিছুই জানেন না।
তাহলে আমাদের মধ্যে কে বেশি জানে? আমি, যে কিছুই জানে না? নাকি আমার বস, যিনি জানেন যে, আমি কিছুই জানি না, তবে জানেন না যে, আমি জানি যে, আমি কিছুই জানি না, এবং এ-ও জানি যে, তিনি জানেন যে, আমি কিছুই জানি না? আর তিনি কিন্তু জানেন না যে, আমি এটা জানি...
মন্তব্য
সন্ন্যাসী মহাশয় - সারাদিন মাথাটা জ্যাম হয়ে ছিলো, এখন জানা না জানা নিয়ে জানতে গিয়ে সেটা ছুটলো - সেজন্য ৎসোতাদজে কে দু'গুণ আর আপনাকে অর্ধেক ধন্যবাদ তবে এটা পড়ার পরে আমি একটা কথা জানতে পারলাম - আপনি কিছুই জানেন না, সেটাও আপনি জানেন না, অতএব আসলেই আপনি কিছু জানেন না - আবার এখন আমি বলে দেয়ার পর আপনি সব জানেন !!
হায়রে - কত অজানারে .........
মহাশয়া স্নিগ্ধা, আপনার কল্যাণে আমার অজ্ঞানতার অন্ধকার কেটে যেতে শুরু করেছে
আপনাকে অজস্র পূর্ণ ধন্যবাদ।
এর পর থেকে আপনার মাথার জ্যাম ছোটানোর প্রয়োজন হলে আওয়াজ দেবেন। মালখাজ ৎসোতাদজে গোছের কারুর সঙ্গে যোগাযোগ করবো। কাজ হলে অন্তত অর্ধেক ধন্যবাদ তো পড়বে আমার পাতে!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
লেখাটা পড়ার আগে কিছু জানতাম কি না মনে পড়ছে না। অর্থাৎ আমি জানতাম কি না, সেটা জানি না,তবে এখন যে কিছু জানি না, সেটা জানি।এইযে আমি যে কিছু জানি না, এটা জানলেও ব্যাপারটা যে আসলে জানার মধ্যে পড়ে না সেটা জানি। আবার এই যে ব্যাপারটা যে জানার মধ্যে পরে না, সেটা যে জানি, সেই জানাটা আসলে কোন জানার মধ্যে পড়বে কি না, সেটা জানি না। তাহলে ব্যাপারটা দাড়াল হলো " "
অনুবাদ করবার সময়ই মাথাটা ঘুরছিল। আপনার মন্তব্য পড়ে এখন পুরো আউলাইয়া গেল
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
এডি মারফির একটা মুভিতে ছিলো
ইউ নো মি/ আই নো দ্যাট ইউ নো মি/ ইউ নো দ্যাট আই নো দ্যাট ইউ নো মি / আই নো দ্যাট ইউ নো দ্যাট আই নো দ্যাট ইউ নো মি/ ইউ নো দ্যাট ..... এরপর আমার নিজেরই মাথা ঘুরায়, মনে হয়
"এত জাইনে অইবে কি?"
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
আমিও একটা ইতালীয় ছবি দেখেছিলাম, ছবিটির নাম ছিলো "আই নো দ্যাট ইউ নো দ্যাট আই নো"।
এই সুযোগ বলে রাখি, এই গল্পটির রচনাকাল ১৯৭৪ সাল।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
এ লাইনে ডোনাল্ড রামসফেল্ডই মনে হয় সবচেয়ে বড় বস। রামসফেল্ডের সেই হাস্যকর উক্তিটা ছিল- " Reports that say that something hasn't happened are always interesting to me, because as we know, there are known knowns; there are things we know we know. We also know there are known unknowns; that is to say we know there are some things we do not know. But there are also unknown unknowns - the ones we don't know we don't know"
এই উক্তির জন্য তাকে "Foot in Mouth" এওয়ার্ডও দেয়া হয়েছে
= = = = = = = = = = =
তখন কি শুধু পৃথিবীতে ছিল রং,
নাকি ছিল তারা আমাদেরও চেতনায়;
সে হৃদয় আজ রিক্ত হয়েছে যেই,
পৃথিবীতে দেখ কোনখানে রং নেই।
এমন একটি বাক্য মুখে বলার জন্য বিশেষ প্রতিভা প্রয়োজন!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
ভয়াবহ।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
ভয় পেলেন কেন, বুঝলাম না
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
বিশ্ব চাপাবাজির প্রতিভা?
রবি ঠাকুরের গানের দুটো লাইন চাপাবাজির এই ধরনটিকে সঠিকভাবে সংজ্ঞায়িত করেছে।
অনেক কথা যাও যে ব'লে কোনো কথা না বলি
তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
হায় হায়, বলেন কী সন্ন্যাসী! রবিবাবু সদ্য হাঁটতে শেখা নাতনীর আবোলতাবোল বকুনি শুনে ঐ গান লিখেছিলেন।
আপনার অবস্থা তো যেন সন্ন্যাসে এক সংসারী
আহ্হা! আমি কি পটভূমিকার কথা বলেছি? স্রেফ বলেছি, চরণদু'টি চাপাবাজির ওই ধরনটি চমত্কারভাবে বর্ণনা করে
আর আমাকে "সন্ন্যাসে এক সংসারী" বলবার কার্যকারণ ও অভিপ্রায় বুজতার্লাম্না
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
এতো জানা-অজানার ক্যাচালে আমি শুধু ঐটুকুই জানি, তাই কইয়া ফেলছি।
আর জানা অজানা- এইসব থেইকা পলানোর লাইগাই মাইনষে সন্ন্যাস নেয় বইলা শুনছি। আপনার ভাবগতিক অন্যরম লাগলো কিনা...
"আমি জানি যে আমার অনেক কিছুই অজানা"
ব্যাস তাইলেই আর কথা থাকলোনা!! এই কথার আর লুপ ঘুরানো যাবেনা।
হা হা হা
কত অজানারে!!!
---
স্পর্শ
যাবে না কেন? খুব যাবে। এই দেখুন।
আমি জানি যে, আমার অনেক কিছুই অজানা। আর যদি আমি জানি যে, আমি জানি যে, আমার অনেক কিছুই অজানা, তার মানে আমি আরও একটু বেশি জানি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
মারছে রে!!
-----------------------------
এখনো নজরবন্দী!
ইচ্ছার আগুনে জ্বলছি...
সাত সকালে দিলেন তো মাথাডা আউলায়া... আর কাম পান না না? জান মিয়া আরেকটা গোল রুটি ভাইজ্যা আনেন জলদি।
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আমার মাথা তো আগেই আউলাইয়া গেছে, তবে আরও বহুত লোকের মাথা আউলাইতে পাইরা খুব মজা পাইছি
রুটি আইতাছে দিন কয়েকের মধ্যেই। খিদাটা আপনাগো ভালো মতোন পাইয়া লউক আগে ...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
হাহা মজা পাইসি, আমি নিজেই মাঝে মাঝে মনে মনে এই জানাজানির খেলাটা খেলি
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
জানতে ইচ্ছে করছে, কদ্দূর পর্যন্ত যেতে পারেন
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
ওরে.. কতো কথা বলে রে ... !!!
আমার অবস্থাও হইছে নজরুল ভাই এর মতো.. পইড়া মাথা গেছে আউইলাইয়া .. বিপ্লব ক্যাম্নে দ্যায় গুলাই ফ্যালছি
খাড়ান.. মনে কইরা লই
এই ল্যাখার জইন্য (বিপ্লব)
এই তো আরেকজন "আউলানোর" শিকার
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
জানি, আমার গনিত বিদ্যা জোরালো নয়। সেজন্যে বেশ একটা চক্করে পড়ে গেলাম জানাজনির হিসেব করতে গিয়ে!
অনুবাদ অদ্ভুত সুপাঠ্য! সৃন্দর!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
এই লেখায় অনুবাদের কোনও কৃতিত্ব আছে বলে আমার তো মনে হয় না। শুধু "আমি জানি" আর "আমার বস জানেন" দিয়েই তৈরি পুরো লেখাটা।
তবু ধন্যবাদ লেখাটা পড়ার জন্যে।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
সন্ন্যাসী জানেন না যে তিনি কিছুই জানেন না
এবং আমি জানি যে সন্ন্যাসী কিছুই জানেন না
০২
অনেকদিন হলো স্যার
এবার বোধ হয় ভূমিকা অংশটি লেখার নিচে দেয়া যেতে পারে
কারণ প্রথম পেজের প্রিভিউতে আপনার চিরস্থায়ী ভূমিকা ছাড়া পড়া যায় না কিছুই
সরাসরি গল্প পড়তে চাই
এখন দেখুন। আমি জানি যে, আমি কিছুই জানি না। এবং আমি আরও জানি যে, আপনি জানেন যে, আমি কিছুই জানি না। তার মানে আমি আপনার চেয়ে বেশি জানি
আপনার পরামর্শ অনুযায়ী এর পরবর্তী পর্ব থেকে আমার "চিরস্থায়ী" ভূমিকাকে চিরতরে উপসংহার বানিয়ে দেয়া হবে।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
এইটা পইড়া আমার জানাজানির ইচ্ছা সব চইলা গ্যাসেগা!!
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
---------------------------------
বাঁইচ্যা আছি
না জানলে পরীক্ষায় পাশ করবেন কীভাবে?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
মানুষ জানে না যে, জানাজানির চেষ্টা করাটা জানাকে প্রায়শ না জানার দিকে ঠেলে দেয়। এই যেমন আমি অনেক জানার পরও আরো জানতে চেয়ে লেখাটা পড়তে শুরু করে পড়া শেষে কেমন জানা হলো তা জানতে গিয়ে দেখছি, না জানা ছাড়া আমার আর কোনো কিছুই জানা নেই।
................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
আপনার মন্তব্যটি পড়ে কেন জানি মনে পড়লো:
The more you study, the more you know. The more you know, the more you forget. The more you forget, the less you know…
That means, the more you study, the less you know.
So why study?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
সত্যজিত রায়ের "হীরক রাজার দেশে" কথা মনে পড়ে গেল ঃ
"জানার কোন শেষ নাই, জানার চেস্টা বৃথা তাই " ।
আমি জানতাম "আমি কিছুই জানিনা ।" এখন দেখি আমার দলে আরো অনেকেই রয়েছে !
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
আপনি যদি জানেন যে, আপনি কিছুই জানেন না, তার মানে কিন্তু আপনি অনেককিছুই জানেন
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
মহা ভেজালের লেখা.....কি পড়লাম এখন কিছুই মনে করতে পারতাছি না।
কল্পনা আক্তার
..........................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
ভাগ্যিস, ভেজালবিরোধী অভিযান এখন স্তিমিত!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
- ধুরো মিয়া মাঝখানে আইসা জানা নাজানা আর অজানা নিয়া পুরা তালগোল পাকাইয়া গেলোগা!
আবার পড়া শুরু করলাম, আবারো সেই জানানাজানাঅজানা... এইসব কীরে ভাই? ইট্টু খাইষ্টা মাইষ্টা কিছু ছাড়োন যায় না?
আমি কয়দিন ইররেগুলার আর আপনেরা পুরা আগরবাতি মোমবাতি ধূপধুনা জ্বালাইয়া মাজার ইশটাইলে জ্বিকিরেআসগার শুরু কইরা দিলেন নিকি হালায়!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
অজু করনের শখ হইসে?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
মালখাজ ৎসোতাদজে এইটা কি নাম। শুইনাই তো খারাপ খারাপ কিছু কথা মাথায় আসে।
এক ভাষার শব্দ অন্য ভাষায় হাস্যকর মনে হতেই পারে। এই যেমন, বাংলায় "মহিলা" উচ্চারণ করলে ইউক্রেনীয়রা ভাবে "কবর"-এর কথা! কারণ ওদের ভাষায় mohila মানে কবর!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
একটা ব্লগ লিখবো ভাবছিলাম। দিলেন মাথাটারে আউলাইয়া...খেলমুনা।
--------------------------------
মাথা "আউলাইনা" আরেকজন পাওয়া গেছে
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
এই রুটিতে ডুমুর মেশানো হইছে। আমার মাথা আউলাইতেছে...
আবার লিখবো হয়তো কোন দিন
সবার চিন্তাই, দেখছি, একই লাইনে...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
এই রুটিতে ডুমুর মেশানো হইছে। আমার মাথা আউলাইতেছে...
একই কমেন্ট দুইবার পোস্টানো দেইখাই বুইঝা গেসি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
প্রথমবার মন্তব্য লিখে ক্লিক করার পরে ইন্টারনেট সার্ভারের মাথা আউলাইয়া গেলো, আমি অপেক্ষা করি। নেট ফিরিয়া আসিলো, আবার ক্লিক করলাম। পরে দেখি, মাঝে মাইনক্যা চিপায় সৌরভের কমেন্ট। পুরা আউলিয়ানা...
জানার কোন শেষ নাই
জানার চেষ্টা বৃথা তাই
হক কথা!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
জানা
অজানা
খাজানা
খাজনা
বাজনা
নাচনা
োতনা...
লাইনে আসেন মিয়া!!!
না রে, ভাই। বে-লাইনে থাকতেই "বালা পাই"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
ভাই এতো কার্বোহাইড্রেট তো শরীরের জন্য হানিকারক। অনেক তো রুটি খাইছেন...মইন সাহেব এতো কইরা বলতাছে আলু খান আলু খান...কইতে কইতে ফেনা উঠায়া ফেলতাছে...তার কথাটা রাখলেও তো পারেন।
দৃশা
মমতাজান্টি গানেগানে কয় - আলু দিয়ে রুটিও হয় ।
আলু দিয়ে যে রুটি বানানো যায় এটা বুঝি আপনি জানেন না। মমতাজকে খবর দিন, শিখিয়ে দিয়ে যাবে।
@ দৃশা
সিরিজের নাম তবে "ছোট্ট গোল আলু"-ই রাখতে হবে, মনে হচ্ছে
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
জানার জন্য জান দেয়ার মতো জান্তব বা জিঞ্জিরা টাইপ যান্ত্রিক প্রক্রিয়ার জানালায় জানুতে ভর করে উঁকি দেব, এমন শক্ত জান আমার নয়...
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
ঠিক আছে, যান, জানাজানির জন্য জান না দিলেও চলবে
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
কোপা শামসু। এইটা আগে পড়ছি।
কি মাঝি? ডরাইলা?
কোথাও ছাপা হয়েছিল, বোধ হয়। নিজ চক্ষে দেখিনি, শুনিওনি নিজ কর্ণে
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
ধুর, আমি তো কিছুই জানি না! অকাট মূর্খ একটা!
_______________
বোকা মানুষ
এই রুটিটা সুন্দর গোল হইছে॥
কী চমৎকার মাথা আউলা করে দেবার মত লেখা একটা!!!
নতুন মন্তব্য করুন