রাজাকারদের সময়

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
লিখেছেন সংসারে এক সন্ন্যাসী (তারিখ: মঙ্গল, ১৫/০৭/২০০৮ - ৪:১২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

প্রায় কুড়ি বছর আগে (নভেম্বর ২, ১৯৮৯) সাপ্তাহিক কাগজ পত্রিকার "নিবিড় নীলিমা" কলামে যে-প্রবন্ধটি লিখেছিলেন, সময়ের প্রয়োজনে সেটির কিছু অংশ সচলায়তনে উদ্ধৃত করার তাগাদা অনুভব করছি।

এই দীর্ঘ সময়ের ব্যবধানেও লেখাটি কী ভীষণরকম সময়োপযোগী! কী বাস্তব!

----------

রাজাকারদের সময়

একাত্তর ছিলো মুক্তিযোদ্ধাদের সময়; আর এটা রাজাকারদের সময়। মাত্র একটি বছর ছিলো মুক্তিযোদ্ধাদের; পুরো দেড়টি দশক দখল করে আছে রাজাকাররা।
...

রাজাকার আর মুক্তিযোদ্ধা শুধু ব্যক্তি নয়; তারা দু'টি বিপরীত আদর্শ। প্রগতি-মুক্তি-স্বাধীনতা-কল্যাণের নাম মুক্তিযোদ্ধা; প্রতিক্রিয়াশীলতা-অধীনতা-মধ্যযুগীয়তা-বর্বরতা-মনুষ্যত্বশূন্যতার নাম রাজাকার।

....

রাজাকার হওয়া সহজ; কঠিন মুক্তিযোদ্ধা হওয়া। মুক্তিযোদ্ধা হওয়ার জন্যে অপরিহার্য প্রগতি-মুক্তি-স্বাধীনতা-কল্যাণে অটল আপোষহীন বিশ্বাস।

...

একবার রাজাকার মানে চিরকাল রাজাকার; কিন্তু একবার মুক্তিযোদ্ধা মানেই চিরকাল মুক্তিযোদ্ধা নয়। যে-মুক্তিযোদ্ধা বিশ্বাস হারিয়ে ফেলে আদর্শে, সে আর মুক্তিযোদ্ধা থাকে না, হয়ে ওঠে রাজাকার।

...

এখন যেখানে যাই, যে-দিকে তাকাই, দেখি ব'সে আছে রাজাকাররা। রাজনীতি দখল করে আছে তারা, কোনো কোনো বিশ্ববিদ্যালয় তাদের দখলে, বিচিত্র ধরনের সংঘ এখন তাদের অধিকারে।

...

কিছু কিছু পত্রপত্রিকা ও বইপত্র পড়লেই বুঝি ওগুলো রাজাকারের ছুরিকায় লিখিত।

...

বহু মুক্তিযোদ্ধা দেড় দশকে দীক্ষা নিয়েছে রাজাকারদের কাছে। রাজাকাররা এখন স্থির করে, রাষ্ট্রের কাঠামো যথেষ্ট দূষিত করে সংবিধানকে, তৈরি করে সংস্কৃতির কাঠামো; এমনকি মুক্তিযুদ্ধের মূল বাণীও ব্যাখ্যা করে তারা।

...

বাস্তব জগৎটিকে তারা দখল করেছে, এটা খুবই মারাত্মক; তবে এর চেয়েও ভয়াবহ হচ্ছে, তারা অবাস্তব জগৎটি - আমাদের স্বপ্ন, কামনা, সৃষ্টিশীলতা ও মননশীলতার এলাকাটিও দখল করতে যাচ্ছে। বাংলার বাস্তব ও স্বপ্নলোক জুড়ে সারাক্ষণ কাজ ক'রে চলেছে রাজাকাররা; মুক্তিযোদ্ধাদের দেখা নেই।

...

ধর্মনিরপেক্ষতা রাজাকারদের আরেক বড়ো শত্রু। কারণ ধর্মনিরপেক্ষতা মানবিক।

...

একাত্তরের মুক্তিযোদ্ধাদের তো ফিরতেই হবে; এর সাথে ব্যাপকভাবে আসতে হবে নতুন কালের মুক্তিযোদ্ধাদের, যারা বিশ্বাস করে স্বাধীনতা, সমাজতন্ত্র, গণতন্ত্র, ইহজাগতিকতা, প্রগতিশীলতায়।

...

রাজাকারি জলবায়ুতে কিশোর তরুণেরা হয়ে উঠবে রাজাকার।

...

রাজাকারদের গলার স্বর পৌঁছে যাচ্ছে দেশের দূরতম প্রান্তের কিশোরটির কানে; রাজাকারদের জীবাণুগ্রস্ত বাক্য প্রগতিবিরোধী পত্রপত্রিকা ভর করে উপস্থিত হচ্ছে টেবিলে। তারা আক্রান্ত আছে প্রতিক্রিয়াশীল রাজাকারি জলবায়ু দিয়ে। তাদের নতুন প্রজন্মকে উদ্ধার করতে হবে এ অবস্থা থেকে।

...

আমাদের বর্তমান রাজাকারদের দখলে; ভবিষ্যত্ও কি থাকবে রাজাকারদের দখলে?


মন্তব্য

জিজ্ঞাসু এর ছবি

বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করলে বলতে হবে, হ্যাঁ ভবিষ্যতও থাকছে রাজাকারদের দখলে। কারণ তারা তাদের রাজাকারি বজায় রাখতে তৎপর। আমরা তাদের ঠেকাতে তৎপর নই। আমরা মন্তব্য করেই খালাস।

------------------------------------------
সহজ করে বলতে মোরে কহ যে, সহজ কথা যায়না বলা সহজে।

___________________
সহজ কথা যায়না বলা সহজে

আকতার আহমেদ এর ছবি

আমাদের বর্তমান রাজাকারদের দখলে; ভবিষ্যত্ও কি থাকবে রাজাকারদের দখলে?

আমাদের বর্তমান যদি হয় প্রায় কুড়ি বছর আগের অতীতের চেয়েও ভয়ঙ্কর .. তাহলে কী বা আর বলার থাকে নতুন করে !

রায়হান আবীর এর ছবি

ধন্যবাদ তুলে দেবার জন্য। ধন্যবাদ ছোট করে দেবার জন্য।

---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

কীর্তিনাশা এর ছবি

দুর্বোদ্ধ দুঃসময়ে ভেবে পাই না কি করার আছে আমার, আমাদের।
-----------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

তীরন্দাজ এর ছবি

ধর্মনিরপেক্ষতা রাজাকারদের আরেক বড়ো শত্রু। কারণ ধর্মনিরপেক্ষতা মানবিক।

এই কথাটির সত্যতা টের পাওয়া যায় প্রতি পদে পদেই!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

ইশতিয়াক রউফ এর ছবি

ভাল লেখা নাকি কালজয়ী হয়। দুঃখজনক হল, এই লেখাটি ভাল/কালজয়ী। মন খারাপ


রাজাকার রাজা কার?
এক ভাগ তুমি আর তিন ভাগ আমার!

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

একাত্তরের মুক্তিযোদ্ধাদের তো ফিরতেই হবে; এর সাথে ব্যাপকভাবে আসতে হবে নতুন কালের মুক্তিযোদ্ধাদের, যারা বিশ্বাস করে স্বাধীনতা, সমাজতন্ত্র, গণতন্ত্র, ইহজাগতিকতা, প্রগতিশীলতায়।

আমরা সেই দিনটিরপ্রত্যাশায়।

____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

অতন্দ্র প্রহরী এর ছবি

ভীষণ দাগ কাটলো মনে। ধন্যবাদ, দারুন এই পোস্টের জন্য, যদিও ফাঁকিবাজির কারণে চোখ এড়িয়ে গিয়েছিলো। হাসি
_______________
বোকা মানুষ মন খারাপ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।