সংবিদ্ধিবদ্ধ সতর্কীকরণ: ইহা গল্প নহে।
সমস্যা ও সমাধান
আলেক্সান্দর শ্মিদ্ৎ
আমাদের দেশে ৫৩ শতাংশ মেয়ে আর ৪৭ শতাংশ পুরুষ। শুকনো এই পরিসংখ্যানের পেছনে কী সত্য লুকিয়ে আছে? সত্যটা হলো এই যে, ৫৩ জন মেয়ের মধ্যে কেবল ৪৭ জনের আছে রেজিস্ট্রি করা আইনগত স্বামী এবং বাকি ৬ জন নিঃসঙ্গ। আর এখান থেকেই হিংসা, ঈর্ষা, অসুস্থ প্রতিদ্বন্দ্বিতা, সংসারে ভাঙন এবং নানাবিধ রোগের উৎপত্তি। আমরা অবশ্য এসবের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছি, তবে বরাবরের মতোই মূল কারণ না খুঁজে করে চলেছি পরিণতির চিকিৎসা।
মূল কারণ – ৬ জন নিঃসঙ্গ নারী।
এখন কী কর্তব্য?
জন্মহার নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অতিরিক্তদের ধ্বংস করে ফেলাটাও অমানবিক। এখন উপায় একটাই। ৪৭ জন পুরুষের মধ্যে ৬ জনের শুধু স্ত্রী নয়, প্রেমিকাও থাকতে হবে।
আরেকটা বিষয়ও বিবেচনায় নিতে হবে। পুরুষদের অর্ধেকই এতো বেশি অ্যালকোহলাসক্ত যে, মেয়েদের সম্পর্কে তাদের কোনও আকর্ষণই নেই। আবার একদল পুরুষ সামরিক বাহিনীতে বাধ্যতামূলকভাবে নিয়োজিত, দেশের প্রতিরক্ষার চিন্তায় তারা ব্যস্ত, মেয়েদের নিয়ে চিন্তা করার সময় কোথায় তাদের? এরাও হিসেব থেকে বাদ পড়ে যাচ্ছে। অন্যদিকে অনেক চালাক-চতুর চটপটে মেয়ে স্বামীর পাশাপাশি একটা প্রেমিক জুটিয়ে নিতে সচেষ্ট। এই হিসেবটাও মাথায় রাখা দরকার। অবস্থাটা তাহলে কী দাঁড়াচ্ছে?
সুতরাং এই সিদ্ধান্তে আসতেই হয় যে, প্রত্যেক সুস্থ পুরুষ স্ত্রীর পাশাপাশি একজন প্রেমিকা জুটিয়ে নিতে বাধ্য। এই শর্ত অনিবার্যভাবে পালন করা হলেই শুধু সুষম সমাজ গঠনের সম্ভাবনা জেগে উঠবে।
(খুদে রসগল্পের এই সিরিজে প্রকাশিতব্য অধিকাংশ গল্পই সোভিয়েত যুগের। রুশ ছাড়াও ইউক্রেনীয়, বেলারুশীয়, জর্জিয়ান বা অন্য সোভিয়েত প্রজাতন্ত্রগুলোর লেখকদের লেখা গল্পের অনুবাদও ছাড়া হবে এই সিরিজে। গল্পগুলো অবশ্যই মজার কৌতুকের মতো হাসি-উদ্রেককারী নয়, তবে পাঠকদের মনের ভেতরে একটা মুচকি হাসি যদি অন্তত জেগে ওঠে, তাতেই আমার তৃপ্তি।
অধিকাংশ গল্পই রুশ ভাষা থেকে অনূদিত। কয়েকটি ইউক্রেনীয় থেকে।
আজকের গল্পটি এক ইউক্রেনীয় লেখকের।)
মন্তব্য
খুবই ঝকঝকে হিসেব। গল্পটা দারুণ লাগলো। এখন শুধু গণিতের অপটিমাইজেশন কাজে লাগানো দরকার।
হাঁটুপানির জলদস্যু
দুই বউ না হোক, তবু আপনার হিসেব তো প্রায় মিলেই গেল! তাছাড়া দুই বউ অপেক্ষা এক বউ ও এক প্রেমিকা উত্তম বলেই আমার ধারণা
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
হুমম! বুঝছি, সবতের ঘরেরশানতি নষ্ট করার মতলব ! চমৎকারভাবনাউদ্দিপকমশলাজাতখাদ্য ।
.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......
লেখক দিলেন সুষম সমাজ গঠনের ফর্মুলা, অথচ আপনি বলছেন ঘরের শান্তি নষ্ট করার মতলব! ক্যাম্নে কী?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
আরো ভালো হয় যদি মাথাপিছু ২.০৫ জন করে পাওয়া যেতো। তাহলে বউয়ের কাছে পঁচিশ দিন, আর প্রেমিকার সাথে পনেরো দিন কাটানোর পর একচল্লিশতম দিনে প্রেমিকার খালাতো বোনের সাথেও ভাবভালোবাসা করা যেতো।
হাঁটুপানির জলদস্যু
বসার সুযোগ পেলেই বাঙালির শয়নপ্রস্তুতির প্রবণতা
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
বাংলাদেশের পরিসংখ্যানটা প্রকাশ করা যায় না স্যার?
তাহলে অন্তত আমাদের একটা আইনগত ভিত্তি তৈরি হতো....
না হলে বড়োই ভয়ে ভয়ে দায়িত্ব পালন করতে হয়...
দায়িত্বটি আইনগত করে নিলেই তো ল্যাঠা চুকে যায়
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
এরকম গানিতিক ব্যাখ্যা ...একেবারে পানির মত পরিস্কার =)
গাণিতিক ব্যাখ্যা ... পানির মতো...
তার মানে পানিতিক ব্যাখ্যা বলা চলে, কী বলেন?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
অসাধারণ এই গোলরুটি! যাকে গল্প বলা উচিৎ নহে।
মুখা বলিয়াছিল, "গাঁয়ের লোকদের বল তিনটা করিয়া বিবাহ করিতে৷ তার মধ্যে দুটি বউ সে নিজে ভোগ করিবে, তৃতীয়টিকে বর্গা দিবে পড়শির কাছে৷ সকলেই এই কর্ম বৃত্তাকারে করিলে সকলের সাথে সকলের বউতুতো ভাই সম্পর্ক স্থাপিত হইবে৷ তখন আর কেহ মারপিট করিবে না৷ কুটুম্বিতাই উত্কৃষ্ট পন্থা৷ ইহা হইল গিয়া শান্তির "এক তৃতীয়াংশ" ফরমূলা৷"
আর সন্ন্যাসী বললেন স্ত্রীর পাশাপাশি একজন প্রেমিকা জুটিয়ে নেবার কথা।
আমার নিজের মত আপাতত বললাম না। তবে দুটি পরিকল্পনার যে কোন একটি বা উভয়েরই বাস্তবায়ন এই জীবদ্দশায় [শক্তি থাকতে থাকতে] দেখে যেতে পারলে ভাল লাগত!
কী ব্লগার? ডরাইলা?
[ডিসক্লেইমার: এটা আলেক্সান্দর শ্মিদ্ৎ-এর মন্তব্য। সংসারে এক সন্ন্যাসীর মতামতের সাথে এর কোনরকম সম্পর্ক নেই।]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
যথারীতি দুর্দান্ত। প্রস্তাবের পক্ষে আমীন!
রাজাকার রাজা কার?
এক ভাগ তুমি আর তিন ভাগ আমার!
"কবুল"-ও বলতে পারতেন, বোধ হয়
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
- তাইলে আমার ভাগে কয়জন পড়লো!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
দ্যাখ, যে কোন কিছুই অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। তোর ভাগে দশজন একসাথে জুটলেও ফায়দা নাই। ভৌগলিক কারণেই কাসেল কোয়ল্নের কাছে, এবং প্রাকৃতিক নিয়মানুসারেই তোর নারীরা আমার সাথে অচিরাৎ পরিচিত হবেন। অতএব তোর কপাল এখন যেমন ঢুঁঢুঁ পরেও তেমনি ঢুঁঢুঁ। মাঝখান দিয়ে শুধুমুধু ভাগের অঙ্ক নিয়া মাথা ঘামাইস না।
হাঁটুপানির জলদস্যু
- প্রিয় দোস্ত আমার, কাসেল যেমন কোলনের কাছে, তেমনি কোলনও কিন্তু কাসেল থেকে খুব বেশী দূরে না। ভৌগলিক আর প্রাকৃতিক কারণে সকল নারী তোর দেখানো পথের উল্টো পথেও কিন্তু হাঁটা দিতে পারে। সেক্ষেত্রে অবশ্য তোর অনেক পাটীগণিতিয় যোগ-বিয়োগের পরে ভেক্টর যোগেই ফেরৎ যেতে হতে পারে। যেখানে শুরু সেখানেই শেষ!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আমার মন খারাপের কারণ তো একটাই। বাইছা বাইছা হেভিওয়েটদের সাথে ভাব জমাস। আমার খাটনি বাড়াস। ৪৮-৫২ কেজির ব্যাপারটা মাথায় রাখিস এর পর।
হাঁটুপানির জলদস্যু
- দোস্ত, আমি ঠিক কর্ছি যদি বিয়া করতেই হয় তাইলে হাবশী-বেঢক্কা কাউরে করুম!
কারণ, এইটাই আমার তরিকা। প্রেম করলে করুম বিশ্ব সুন্দরীর লগে, আর বিয়ে...
তোর মতো গুলাবী বউ বিয়া কইরা দারোয়ান নিয়োগের পয়সা আমার নাই।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
@ ধুসর গোধূলি
শ্যালিক্যালকুলেশন (শ্যালিকা সংক্রান্ত হিসেব) করতে হবে অন্য পদ্ধতিতে
আর সেটি আপনিই ঠিক করে নিন।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
ভালো, মাথা খাটিয়ে বোঝ, যদিও ভাগের ব্যাপারে আমরা (পুং) একবারে পাকা (ক্রিয়া আর পরের ক্রিয়ায় সমানে সমান)
মন্তব্য গুলোও হয়েছে দারুণস্ তাই সবাইকে ধন্যবাদ, পাঠক হয়ে।
@দ্রোহী, বল বর্ধকের সন্ধান চাই প্রতিবেদন লিখুন। আমরা দোয়া করি সেইদিন তুমি বেঁচে থাক, বৎস্য।
@হিমু, মাসের হিসাব নাকি অন্য কিছু ৪১ দিন।
@লীনেন ভাই পরপারে কত জন পাব?
মরণ রে তুহু মম শ্যাম সমান.....
ভাগে নিজের দুইখান পাইলেই হইলো
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
আমিতো মনেহয় শুনসিলাম বাংলাদেশে মেয়ের সংখ্যা ছেলের তুলনায় কম, তাহলে এরকম সিচুয়েসনে আপনার পাটীগণিত কি বলে?
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
মেয়ের সংখ্যা ছেলের তুলনায় কম হলে কিন্তু আসলেই ওই থিওরী ব্যাক ফায়ারস ;)। হা হা হা
~টিকটিকির ল্যাজ
@ মুশফিকা মুমু
তখন হিসেবে আনতে হবে - বাংলাদেশে শতকরা কতোজন মহিলা অ্যালকোহলাসক্ত, কতোজন সামরিক বাহিনীতে বাধ্যতামূলক সার্ভিসে নিয়োজিত, কতোজন চাল্লু পুরুষ প্রেমিকা জুটিয়ে নিতে তত্পর...
আপনার মন্তব্যে ইমো না দেখলে কী যেন নেই মনে হয়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
সন্ন্যাসী মহাশয় - মন্তব্য আর করলাম না, পোস্টই লিখে ফেললাম
ধন্যবাদ, মহাশয়া। আপনার অসাধারণ প্যারোডি-পোস্টে আমি মন্তব্য দিয়েছি।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
এমন সরস হিসেব কিতেব শেখালে কবেই ভালো স্টুডেন্ট হয়ে যেতাম!! এইসব না শিখিয়ে পাটিগণিত শেখায় বলেই পোলাপাইনেরা কিছু শিখতে পারে না ... ... !!
মধুর তোমার নাই যে শেষ ....
___________________________
বুড়োরা সবাই সমস্বরে বললো, "নবজন্ম", আমি চাইলাম "একটা রিওয়াইন্ড বাটন"
সিলেবাস বদলানো দরকার! আপনার সঙ্গে একমত
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
অস্ট্রেলিয়ার পরিসংখ্যানটা আমার জানা নাই, এখানেও মনেহয় মেয়েদের সংখ্যা ছেলেদের তুলনায় কম নতুবা হিমু ভাইয়ার মতে আমার কপালটাও ধুগো দাদার মতন ঢুঁঢুঁ। দ্বিতীয়টাই বেশি যৌক্তিক লাগছে নিজের কাছে।
--------------------------------------------------------
অ্যাতো পেসিমিস্ট হইলে ক্যাম্নে কী!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
কি ঝামেলা জামাই, প্রেমিক১, ২, ৩ তারপর আরও দুই বলদের ভার? পুরুষগুলোর বুদ্ধি আসলেই হাটুতে----
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........
বুজতার্লাম্না
"পুরুষগুলোর বুদ্ধি আসলেই হাটুতে" বলেই হয়তো। ইট্টু বুঝাইয়া দিবেন?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
হা হা হা
সন্ন্যাসীও যে ভাল গণিতবিদ হয়, জানা ছিলো না তো !
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
আমারে গণিতবিদ কইলেন ক্যান? আমি তো নিরীহ অনুবাদক মাত্র। এই লেখার বক্তব্যে আমারে জড়ানোর ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ করি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
খুব মজা পেলাম আপনার পোস্টটি পড়ে এবং আলোচনাগুলো পড়ে। একই ধরণের আলোচনা চলছে স্ট্যানলি কুবরিক এর 'ড. স্ট্রেঞ্জলাভ' এর শেষের দিকের এ দৃশ্যটিতে যাতে ভবিষ্যত পৃথিবীর সারভাইভাল এবং ব্রিডিং মাস্টার প্লানের আলোচনা চলছে 'ওয়ার রুম'-এ। নীচের এই ক্লিপটি উপভোগ করার মত:
===============================================
ইন্টারন্যাশনাল ক্রাইমস স্ট্র্যাটেজি ফোরাম (ICSF) || মুক্তাঙ্গন: নির্মাণ ব্লগ
মন্তব্য ও সুন্দর ভিডিওর জন্য ধন্যবাদ।
আপনাদের পরিচ্ছন্ন সাইটটি দেখে ভালো লাগলো।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
আহ এমন যদি হতো...
ডিসক্লেইমারঃ আমার পরিচিত জনেরা আমারে ভূল ভুইঝেন্না...এমনেই কথাটা বললাম...
---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল
"আমার পরিচিত জনেরা" নাকি "আমার পরিচিত বিশেষ একজন"? ঠিক কইরা কন
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
একজন??
দুই জনও তো হতে পারে...
---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল
তা-ই তো!
সঠিক করে তাহলে বলি: "আমার পরিচিত বিশেষ দুই বা ততোধিক জন"। এবার ঠিকাছে?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
উফফ...
আবার ততোধিক জনের কথা আনলেন কেন গুরু...আপনারে নিয়া আর্পারিনা
গুরু ইমো গুলার দেয়া শিখাই দেন্না।
---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল
- আইচ্ছা "নাইজন" হৈলে কেম্নে কী!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
@ রায়হান আবীর
ভবিষ্যতের কথা কে কৈতে পারে, কন? তাইয়্যাডভান্স দিয়া রাখলাম।
ইমো দিবার্তরিকা জিজ্ঞাসা করিয়া আর্লজ্জা দিবেন্না
কবে থাইকা ভাইবা রাখসি একখান্ডিটেইল পোস্ট দিমু! কিন্তু আমার্মতোন ফাঁকিবাজ (আমার্পোস্টগুলার্সাইজ দেখলেই ব্যাপার্টা বুজতার্বেন) যে কবে লেইখা উঠতে পারবো!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
চমৎকার হিসাব!
সব ছেড়ে-ছুড়ে মনে হয় ইউক্রেনেই যেতে হবে! নিয়ম বাৎলান
হ! যেচে পড়ে নিজের পায়ে কুঠারাঘাতের ব্যবস্থা করি আর কি!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
ইউক্রেনে যাইবার মন চায় . . . .
যে রাতে গুঁজেছো চুলে বেগুনি রিবন বাঁধা ভাট,
সে রাতে নরকও ছিলো প্রেমের তল্লাট।
. . . . . . . . . . . . . . . . . . (আবু হাসান শাহরিয়ার)
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
গানও গাইতে পারেন, "মনে কয় যে উইড়া যাই সোনার ইউক্রেইন..."
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
রয়ে সয়ে ! রয়ে সয়ে !!
তথাস্তু
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
সুন্দর গাণিতিক ফর্মুলা।
..সংসারে এক সন্ন্যাসীর অনুবাদের এ সিরিজটা আমার বেশ প্রিয়।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
এই হিসেব পুরুষদের পছন্দ না হয়েই পারে না
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
বঙ্গদেশে কোন অংশ বেশি ভাই? আমরা যদি ভাগবাটোয়ারা করি তাইলে সমস্যা নাই, তবে অপরপক্ষ যদি আমাদেরকে ভাগ করতে বসে তাইলে!!
_________________________________
| আবজাব | আদি ব্লগ |
_________________________________
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
ভাগ-বাটোয়ারা সব নিজেদের মধ্যে।
বাইরের পাবলিক, সাইডে চাপেন!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
নতুন মন্তব্য করুন