৫ | লিখেছেন ধুসর গোধূলি (তারিখ: শুক্র, ১০/১০/২০০৮ - ৪:৪২পূর্বাহ্ন)
- এক কথায় উপলব্ধি কিংবা অনুভব করি দিয়া চালায়া দেয়া যায় না?
কারণ দেখা-শোনা-পড়া-বুঝা, সব মিলেই তো উপলব্ধি বা অনুভব নাকি!
___________ চাপা মারা চলিবে কিন্তু চাপায় মারা বিপজ্জনক
৬ | লিখেছেন তুলিরেখা [অতিথি] (যাচাই করা হয়নি) (তারিখ: শুক্র, ১০/১০/২০০৮ - ৫:০৮পূর্বাহ্ন)
মাঝে মাঝে স্বাদু জিনিস আস্বাদন ও করি।
ধরুন রান্নার ডেমো দিচ্ছেন কেউ টিভিতে,দারুণ সব ডিশ, তখন চাখবার ইচ্ছা ও দেখা দিচ্ছে! অন্যসব ডেমো নাহয় নাই বললাম, আপনারা নিষ্পাপ শিশুরা বখে যেতে পারেন !
মন্তব্য
টিভিতে যখন লেখা ভেসে উঠে তখন আমরা শুধুই দেখি না - পড়িও। তাহলে শুধু দেখাশোনা বলতে হবে না। বলতে হবে পড়াদেখাশোনা বলতে হবে।
কি মাঝি? ডরাইলা?
সঠিক পর্যবেক্ষণ।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
ভাইরে, পইড়া দেইখা শুইনা যখন কিছু বুঝি তখন কি হবে
- টিভি পড়াদেখাশুনাবুঝা করি। কি ভাই তাইনা?
- রেনেসা
আমার কাছে তো টিভি দেখাশুনা করা-টাই মজা লাগতেসিলো বেশি। কেন যে লোকজন এত ভুল ধরে!
_______________
বোকা মানুষ
- এক কথায় উপলব্ধি কিংবা অনুভব করি দিয়া চালায়া দেয়া যায় না?
কারণ দেখা-শোনা-পড়া-বুঝা, সব মিলেই তো উপলব্ধি বা অনুভব নাকি!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
মাঝে মাঝে স্বাদু জিনিস আস্বাদন ও করি।
ধরুন রান্নার ডেমো দিচ্ছেন কেউ টিভিতে,দারুণ সব ডিশ, তখন চাখবার ইচ্ছা ও দেখা দিচ্ছে! অন্যসব ডেমো নাহয় নাই বললাম, আপনারা নিষ্পাপ শিশুরা বখে যেতে পারেন !
নতুন মন্তব্য করুন