'টিভি দেখা' বিষয়ে এক বালখিল্য চিন্তা

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
লিখেছেন সংসারে এক সন্ন্যাসী (তারিখ: বুধ, ০৩/১০/২০০৭ - ৭:৩৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

শুরুতেই বলে রাখি, মশকরা করার একটি অপপ্রয়াস এই ক্ষুদে লেখাটি।

যখন বলা হয় 'টিভি দেখা', এই শব্দযুগল পুরো ঘটনাটির প্রতিফলন ঘটাতে পারে না বলেই আমার মনে হয়। কারণ আমরা টিভি শুধু দেখিই না, শুনিও।

তাই বলা উচিত, আমরা টিভি দেখাশুনা করি। হাসি


মন্তব্য

দ্রোহী এর ছবি

টিভিতে যখন লেখা ভেসে উঠে তখন আমরা শুধুই দেখি না - পড়িও। তাহলে শুধু দেখাশোনা বলতে হবে না। বলতে হবে পড়াদেখাশোনা বলতে হবে।


কি মাঝি? ডরাইলা?

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

সঠিক পর্যবেক্ষণ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অতিথি লেখক এর ছবি

ভাইরে, পইড়া দেইখা শুইনা যখন কিছু বুঝি তখন কি হবে

- টিভি পড়াদেখাশুনাবুঝা করি। কি ভাই তাইনা?

- রেনেসা

অতন্দ্র প্রহরী এর ছবি

আমার কাছে তো টিভি দেখাশুনা করা-টাই মজা লাগতেসিলো বেশি। কেন যে লোকজন এত ভুল ধরে! চোখ টিপি
_______________
বোকা মানুষ মন খারাপ

ধুসর গোধূলি এর ছবি

- এক কথায় উপলব্ধি কিংবা অনুভব করি দিয়া চালায়া দেয়া যায় না?
কারণ দেখা-শোনা-পড়া-বুঝা, সব মিলেই তো উপলব্ধি বা অনুভব নাকি!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

তুলিরেখা [অতিথি] এর ছবি

মাঝে মাঝে স্বাদু জিনিস আস্বাদন ও করি। হাসি
ধরুন রান্নার ডেমো দিচ্ছেন কেউ টিভিতে,দারুণ সব ডিশ, তখন চাখবার ইচ্ছা ও দেখা দিচ্ছে! অন্যসব ডেমো নাহয় নাই বললাম, আপনারা নিষ্পাপ শিশুরা বখে যেতে পারেন !

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।