একটা সাইট খুঁজে পেয়েছি সলিল চৌধুরি সম্পর্কিত। সাইটটির চেহারা নেহাত সাদামাটা হলেও কী নেই সেখানে! তাঁর জীবনী, সাক্ষাৎকার, অধিকাংশ গান বিষয়ে আলাদা আলাদা বিশদ তথ্য এবং সবচেয়ে বড়ো কথা, প্রায় প্রতিটি গান শোনার ব্যবস্থা! আছে বাংলা ছাড়াও হিন্দি ও ভারতীয় অন্যান্য ভাষার গানও।
বাংলা গানের সুর সমৃদ্ধির পেছনে যাঁদের অবদান সবচেয়ে বেশি, সলিল চৌধুরি তাঁদের অন্যতম (হয়তো শ্রেষ্ঠতম) বলেই আমি মনে করি। আপনার কতো প্রিয় গানের সুরকার (এবং প্রায়শই গীতিকারও) তিনি, তা জেনে আপনি চমৎকৃত হবেন নিঃসন্দেহে। কে কেবল গায়নি তাঁর গান! হেমন্ত মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর, মান্না দে, আশা ভোশলে, কিশোর কুমার, মুকেশ, শ্যামল মিত্র, সন্ধ্যা মুখোপাধ্যায়, ধনঞ্জয় ভট্টাচার্য্য, সহধর্মিনী সবিতা চৌধুরি, কন্যা অন্তরা চৌধুরি, হৈমন্তি শুক্লা, অনুপ ঘোষাল, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়, পিন্টু ভট্টাচার্য্য, সুবীর সেন, তরুণ বন্দ্যোপাধ্যায়, গীতা দত্ত, সুলক্ষণা পণ্ডিত, অমিত কুমার, রানু মুখোপাধ্যায়, অরুন্ধতী হোম চৌধুরি, উৎপলা সেন, দ্বিজেন মুখোপাধ্যায়, নির্মলা মিশ্র, উষা মঙ্গেশকর, নির্মলেন্দু চৌধুরি, বিশ্বজিৎ(কোলকাতার চিত্রনায়ক, 'যায় যায় দিন' নামের গান গেয়ে পরিচিতি পান), উষা উত্থুপ, এমনকি সুচিত্রা মিত্র, দেবব্রত বিশ্বাস, সাগর সেন এবং কণিকা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত! এক সময় সাড়া জাগানো 'ক্যালকাটা ইয়্যুথ কয়্যার'-এর অধিকাংশ গানের রচয়িতাও এই সলিল চৌধুরি। পরে 'বোম্বে ইয়্যুথ কয়্যার'-ও তাঁর করা সুরে গান গেয়েছে।
সাইটের ঠিকানা: http://salilda.com/
এবার কিছুটা অন্য প্রসঙ্গ।
চলচ্চিত্র-বহির্ভূত অধিকাংশ গানকে আমরা 'আধুনিক' আখ্যা দিয়ে থাকি। কিন্তু সেটা যুক্তিযুক্ত নয় বলেই আমি মনে করি। লতা যে-গানটি গেয়েছেন ষাটের দশকে, সেটা হতে পারে চিরনতুন, চিরসবুজ, কিন্তু আধুনিক নয়। জনতার কী মতামত?
আরেকখান কথা।
সাইটটি থেকে গান ডাউনলোড করার ব্যবস্থা নেই বলা হলেও চুরি করার সহজ একটি পদ্ধতি আমি হঠাৎ করেই আবিষ্কার করে ফেলেছি। কারুর প্রয়োজন হলে জানিয়ে দেবো 'হাউ টু'।
মন্তব্য
অনেক ধন্যবাদ সন্ন্যাসী।
আমি মহাসলিল ভক্ত!
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
আমি আছি। আমার ধারণায়, রবীন্দ্র-নজরুলের পরবর্তী সময়ে সলিল চৌধুরী বাংলা গানকে দিয়েছেন সবচেয়ে বেশি।
তা সন্ন্যাসী ভাই, চুরিবিদ্যাটা শেখান না। জনসমক্ষে না হলে ইমেলে।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
দেশাত্মবোধক- ও গণসঙ্গীত রচনায় সলিল চৌধুরির দক্ষতার কথাটি আলাদাভাবে উল্লেখ করা প্রয়োজন। অতি বিখ্যাত 'বিচারপতি তোমার বিচার', 'ও আলোর পথযাত্রী' বা 'এই দেশ এই দেশ আমার এই দেশ' ছাড়াও আছে অল্পখ্যাত বা প্রায়-অখ্যাত অসাধারণ কিছু গান।
যেমন, মান্না দে-র গাওয়া এই গানটি:
http://www.salilda.com/playlists/songs/nonfilm/bengali/masssongs/maanbonaa_manna.m3u
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
মান্না দে-র গাওয়া এই চমৎকার গানটি স্বাধীনতাযুদ্ধের সময় অনেকবার শুনেছি আকাশবাণীতে।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
চুরিবিদ্যাটি জনসমক্ষে প্রকাশ করা হচ্ছে।
১. xmplay নামের অতি খুদে (২৬০ কিলোবাইট) একটা মেডিয়া প্লেয়ার ডাউনলোড করতে হবে। ইন্টারনেটে বিনামূল্যে লভ্য।
২. প্লেয়ারটির অপশনসে গিয়ে ইন্টেগ্রেশন বিভাগে 'all' টিপে পরে 'apply' ক্লিক করতে হবে।
৩. সলিল সাইটের যে কোনও গানের লিংক টিপলেই xmplay গানটি বাজাতে শুরু করবে। গানটি শেষ পর্যন্ত শুনে নিয়ে প্লেয়ারটির প্লে-লিস্টে গানটির নামের ওপরে রাইট ক্লিক করলে মেন্যুতে দেখাবে 'write to disk'. ওখানে ক্লিক করলেই গানটি mp3 ফরম্যাটে রেকর্ড হয়ে জমা পড়বে হার্ডডিস্কে।
পড়তে জটিল মনে হলেও ব্যাপারটি একবারেই সাদাসিদে। পরীক্ষা করে দেখতে বলি।
ঐতিহ্যবাহী WinAmp-এর পরিবর্তে xmplay ব্যবহার করি বলেই পদ্ধতিটি আবিষ্কার করতে পেরেছি। xmplay-এর চেহারা 'জুইতের' না হলেও (স্কিন ব্যবহার করে তার ওপরে কসমেটিকসের প্রলেপ দেয়ার ব্যবস্থা অবশ্য আছে) তার কাজে আমি তৃপ্ত।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
আপনার পোস্ট দেখার পর সব গুলো ডাউনলোড কিউতে দিয়ে রেখেছি। প্রায় ৮০% ডাউনলোড হয়ে গিয়েছে। বিরাট খনি একটা। খুব যত্ন নিয়ে করা ওয়েবসাইট।
তবে আপনার পদ্ধতি সোজা হলেও কায়িক শ্রম বেশী। ওরা এমপিথ্রী প্লে লিস্টের লিংক দেয়। সেটা ডাউনলোড করে প্রোগ্রামারসপ্যাডে (pspad.com) খুলে দেখলাম ভিতরে ওয়েবসাইট কি লেখা। তারপর সবগুলো পেইজের এইচটিএমল সোর্স থেকে লিংকগুলো পার্স করে বের করে সেখান থেকে সার্চ-রিপ্লেস করে আসল ইউআরএল গুলো তৈরী করে নিলাম। পাঁচ মিনিটের মধ্যে সবগুলো ইউআরএল ফ্লাশেগেট-ডাউনলোডারে ফেলে টিভি দেখতে চলে গেলাম।
অনেক ধন্যবাদ আপনাকে ওয়েবসাইটটির জন্য।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
ডাউনলোড করার বিদ্যাখান আমিও শিখবার চাই...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
ভাই আপনে তো আমারে পাগলা বানায় দিলেন।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
আমিও তো পাগল হইয়া বইসা আছি।
সাইট তো না, অনন্ত খনি!
সাইটটার নাম হতে পারতো 'সলিল সমগ্র'।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
অসাধারণ!
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
সলিল চৌধুরীর সেই ফেলে আসা গানে ...
প্রিয় পোস্টে যোগ করে রাখলাম। এটাই প্রথম যুক্তকরন।
আপনাকে উত্তম ঝাজা।
খনির মতো খনি একটা পাইছেন বটে।
ওরে খাইছে রে! সিরাম সাইট একখান!!
কি মাঝি? ডরাইলা?
গানের উপর মাউস পয়েন্টার রাখলে যে লিংকটা দেখায় সেটা এইরকম
http://www.salilda.com/playlists/songs/nonfilm/bengali/masssongs/urutaka.m3u
এখন http://www.salilda.com/playlists/ এই অংশটা মুছে লিখুন http://24.225.180.90/ আর একদম শেষে m3u এর জায়গায় mp3 লিখুন। তাতে লিংকটা দাড়াবে এইরকম
http://24.225.180.90/songs/nonfilm/bengali/masssongs/urutaka.mp3
এটাই গানের ডাউনলোড লিংক। এখন এই লিংকগুলো ডাউনলোড ম্যানেজারে ফেলে মাহবুব ভাইয়ের মতো টিভি দেখতে চলে যান।
সাইটের ঠিকানার জন্য সন্ন্যাসীকে অসংখ্য ধন্যবাদ।
@এস এম মাহবুব মুর্শেদ
@অয়ন
জানার কোনও শেষ নাই
জানার চেষ্টা বৃথা তাই...
ধন্যবাদ।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
- আগ্গুন সাইট। বুকমার্ক করে রাখলাম।
লতার কেনো যে কাঁদাও, বড় বিষাদ ভরা রজনী- আজ নয় গুন গুনের মতোই প্রিয় তালিকায়।
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
"ছোট্ট গোল রুটি" সিরিজটা পড়ার উদ্দেশ্যে সন্ন্যাসীর ব্লগে ঢুঁকে এই অমূল্য রত্ন পাওয়া গেলো। পোস্টের প্রায় ৫ মাস পরে হলেও বিরাট একটা ধন্যবাদ না দিয়ে পারা গেলো না।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
আপনি আমার লেখা পড়েন?
অ্যাদ্দিন হলো লিখছি (হোক অনিয়মিত), কোনওদিন আপনার কোনও মন্তব্য পেয়ে ধারণা করেছিলাম, কামরাঙা সিরিজের লেখকের যাবতীয় লেখাই আপনি অস্পৃশ্য বলে ধরে নিয়েছেন
ভুল ভাঙলো।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
সত্যি কথা বললে, "কামরাঙা সিরিজ"ই বরং পড়া হয়। এবং তারচেয়ে বলা ভালো আমি পড়ার আগেই কনফুর আবৃত্তি শোনা হয়! ওই সিরিজে মন্তব্য করা হয় না কারন, হাসতে থাকি, কি লিখবো খুঁজে পাই না!
"ছোট্ট গোল রুটি" এতদিন পড়া হয় নি, এবার থেকে শুরু করলাম। ছোট গল্প বলে কথা।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
সলীল চৌধুরী মানেই আমার কাছে 'এই রোকো, পৃথিবীর গাড়িটা থামাও, আমি নেমে যাব/এই কুলি, মহাকাল, আমার স্বপ্নভরা লাগেজ নামাও/এ গাড়ি যাবে না, আমি অন্য গাড়ি নেব' কিংবা 'কাল রাত্তিরে সারা কাগদ্বীপে হরতাল হয়েছিল'। ধন্যবাদ একার সন্ন্যাসীকে, সলীল চৌধুরীর বিশাল আর্কাইভের খোঁজ দেওয়ার জন্য। সবাই যখন চুরিবিদ্যা রপ্ত করতে ব্যস্ত, আমি তখন তার ইন্টারভিউগুলো মনোযোগ দিয়ে পড়ার অবকাশ খুঁজছি।
.................................................................................
"নোবেল-বুকার নিয়ে এত কেন ফুর্তি করে বোকা পাঠকেরা?/মিডিয়ার উলুবনে সবই যেনতেনপ্রকারেণ।/প্রাচ্যের পদক হাতে স্নানে যায় বনলতা সেন।" -আবু হাসান শাহরিয়ার
____________________________
বন্ধুত্ব মানেই তুমি বিচ্ছেদের চুক্তি মেনে নিলে
[আবু হাসান শাহরিয়ার]
আমি কিন্তু কাঁচকলা দেখাইনি!
চমৎকার এই খনির সন্ধান দেয়ার জন্য ধন্যবাদ দিচ্ছি না যদিও, তবে আবারো প্রমাণ করলাম নিজের কাছেই, যে কোন ভাল কিছুই আমি জানি সবার পরে (বুঝতেই পারছেন)!
_______________
বোকা মানুষ
পেলেন, সেটা নিয়ে খুশি হবেন, তা নয়! বসেছেন আগে-পরে হিসেব কষতে!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Life is what happens to you
While you're busy making other plans...
- JOHN LENNON
(আজ তাঁর বয়স হতো ৬৮)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
এই লেখাটা কবে লিখেছিলেন সন্ন্যাসী?????
জীবন জীবন্ত হোক, তুচ্ছ অমরতা
এক বছর তিনদিন আগে - ৭ অক্টোবর, ২০০৭
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Life is what happens to you
While you're busy making other plans...
- JOHN LENNON
(আজ তাঁর বয়স হতো ৬৮)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
আপনেরে কি হুদাকামে গুরু মানি?
এই লেখা এতদিন চোখের আড়ালে ছিলো?
প্রিয় পোস্টে এডিত হইলো
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
উপরের নির্দেশনা মোতাবেক গানগুলো আপনি নামিয়ে রাখেন
পরে আমি সিডিতে নিয়ে আসবো নে
জনগণের সুবিধার্থে সমস্ত বাংলা গানের ডাউনলোড লিঙ্ক দেয়া হলো।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Life is what happens to you
While you're busy making other plans...
- JOHN LENNON
(আজ তাঁর বয়স হতো ৬৮)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
সমস্ত ননটেকি জনতার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন
প্রচারে: এলাকাবাসী
আপনে মিয়া মানুষ না...
একটা মহামানব...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আপনি আসলেই পুরুষ না, মহাপুরুষ (সন্ন্যাসী)!
_______________
বোকা মানুষ
... অনেক বেশি রকমের ধন্যবাদ দিয়া ছোট করনের ইচ্ছা ছিলোনা, তাও করলাম!
----------------------------
ইহাসনে শুষ্যতু মে শরীরং
ত্বগস্থিমাংসং প্রলয়ঞ্চ যাতু।
অপ্রাপ্য বোধিং বহুকল্পদুর্লভাং
নৈবাসনাৎ কায়মেতৎ চলিষ্যতি।।
- ললিতবিস্তর
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
কই যে হারালেন সন্ন্যাসী দা
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
নতুন মন্তব্য করুন