ব্যঙ্গ বঙ্গাভিধান - ০২

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
লিখেছেন সংসারে এক সন্ন্যাসী (তারিখ: মঙ্গল, ০৯/১০/২০০৭ - ২:৩৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সচলায়তনে সাম্প্রতিককালে মন-খারাপ-করা লেখার ভিড়ে আমার এই লেখাটি মানাবে কি না, ঠিক বুঝে উঠতে পারছি না।

(সবিনয়ে বলে রাখি, এই লেখাটি লঘু রসসৃষ্টির লঘু প্রয়াস। তাই ব্যাকরণ- বা ভাষাগত শুদ্ধতা নিয়ে প্রশ্ন তোলাটা যুক্তিযুক্ত হবে না।
'বঙ্গাভিধান' নাম দিলেও লেখাটিতে কিছু ক্ষেত্রে আমাদের সকলের জানা ভিনদেশী কিছু শব্দের আশ্রয় নেয়া হয়েছে। )

ব্যঙ্গ বঙ্গাভিধান

১১. লিঙ্গান্তর: মহিলা কর্তৃক শয্যাসঙ্গী পরিবর্তন (তুলনা: দেশ থেকে দেশান্তরে - এক দেশ থেকে আরেক দেশে)
১২. জীবিকা: ছোট আকারের জীব
১৩. ষড়যন্ত্র: ছয় যন্ত্রের সমাহার (তুলনা: ষড়ঋতু)
১৪. পায়খানা: খাদ্য প্রাপ্তিস্থল
১৫. সদাচার: সব সময় বাউন্ডারি হাঁকানো অভ্যেস যে-ক্রিকেটারের
১৬. প্রসিদ্ধ: প্রকৃষ্টরূপে সিদ্ধ (উদাহরণ: প্রসিদ্ধ ডিম)
১৭. সীমানা: বর্ডার নয়
১৮. গুরুপাক: ওস্তাদের রান্না
১৯. পরবাস: অন্যের পোশাক
২০. অবচেতনা: অবসরপ্রাপ্ত চেতনা


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

লিঙ্গান্তর: মহিলা কর্তৃক শয্যাসঙ্গী পরিবর্তন (তুলনা: দেশ থেকে দেশান্তরে - এক দেশ থেকে আরেক দেশে)

খাইছে!
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ধুসর গোধূলি এর ছবি
সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আপনার অনুভূতিতে আঘাত দিয়ে থাকলে দুঃখিত।

তবে আমার মনে হয়, শ্লীল-অশ্লীল নির্ধারণের মাপকাঠিটি আপনার বড়োই স্পর্শকাতর। ক'দিন আগে শোহেইল মতাহির চৌধুরীর অতি নিরীহ একটি লেখাতেও (http://www.sachalayatan.com/shohailmc/9247) আপনি অশ্লীলতা খুঁজে বের করতে সক্ষম হয়েছেন।

মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি বলেই আপনার মন্তব্যটি 'ঘ্যাচাং' করলাম না।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

ভাইরে,
গোল্লা মানে কিন্তু শূন্য-ও হইতে পারে চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

হ ধূসর ব্যাটা পুরা দুষ্ট ছেলে। খালি এর ওর শালী ধইরা টানে। ব্যাপার না।

জব্বর হইছে লিখাটা। সকালেই পড়ছিলাম। ব্যস্ত ছিলাম বইলা কমেন্ট করা হয় নাই। চালু রাইখেন।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

শালী ধইরা টানে - মানে শালীন? হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

আরিফ জেবতিক এর ছবি

"অশ্লীল "শব্দ উচ্চারনের জন্য ধুসর কে ব্যন করা হোক। হাসি

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অয়ন এর ছবি

স্কুলে থাকতে বন্ধুরা মিলা কয়েকটা বানাইছিলাম। সেগুলার অশ্লীলতার তুলনায় আপনার লিঙ্গান্তর তো দৈববাণী।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আমার স্টকেও আছে বেশ কিছু, যা জনসমক্ষে প্রকাশ করা সম্ভব নয় চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

লুৎফর রহমান রিটন এর ছবি

অভিধান পড়ে হাসি
শাবাশ, হে সন্ন্যাসী!

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

কোথা রাখি গর্ব!!!
এমন টনিক পেলে
সব কাজকাম ফেলে
অচিরেই দিতে হবে
আরও এক পর্ব হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

বজলুর রহমান এর ছবি

শিব্রামের পরে বাংলাতে punপ্রিয় লেখক খুব দেখিনি, যদিও পানপ্রিয়তার জন্য তস্ লিমা নাসরীন সৈয়দ হককে গাল দিয়েছেন - 'ক' তে বোধ হয়। আরো অনেকের গল্প সবার জানা। পান হলো রঙ্গরস, ঠিক ব্যাংগ নয়। যে ব্যাং মুখে চুমু দেওয়ার জন্য বিজ্ঞাপনে গোঁ ধরে, রাজকুমারী হওয়ার ব্যর্থ লোভ দেখায়, তার চাইতে এ আকর্ষণীয়। ব্যাগ থেকে বার করুন একে একে।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

পান করার পরে pun করার নেশা প্রবল হয় চোখ টিপি

"পান হলো রঙ্গরস, ঠিক ব্যাংগ নয়" - আপনার সঙ্গে আমি প্রায় একমত। প্রায় বললাম এই কারণে যে, অনেক ক্ষেত্রে জানা শব্দের প্রচলিত অর্থ পাল্টে দেয়া যায় ১৮০ ডিগ্রি (যেমন - অপরূপ, সীমানা)। তখন কিছুটা হলেও ব্যঙ্গাত্মক তর্জনি উঁচিয়ে ধরা হয় শব্দটির প্রতি। তাই নয় কি?

আর লেখাটির নাম 'রঙ্গ বঙ্গাভিধান' না রেখে ' ব্যঙ্গ বঙ্গাভিধান' রাখার কারণটি নেহাতই অনুপ্রাস প্রয়োগের প্রলোভন প্রসূত।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

দ্রোহী এর ছবি

হুম.......বাড়ুক শব্দসঞ্চয়। আপনার আপত্তি না থাকলে মাঝে মাঝে দুয়েকখানা শব্দ গল্পের চালুনি দিয়ে চালান করে দেয়া যাবে আশা করি!


কি মাঝি? ডরাইলা?

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

অনুমতি দেয়া হলো দেঁতো হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অতন্দ্র প্রহরী এর ছবি

প্রথমটা পড়েই হাসলাম। খুব চেনা এই শব্দগুলোর এই ধরণের অর্থ কখনো এভাবে চিন্তা করিনি, মাথায়ও কখনো আসেনি। আপনি আসলেই দারুন দেখালেন!
_______________
বোকা মানুষ মন খারাপ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।