ধনধান্য পুষ্পভরা
রচনা ও সুর: দ্বিজেন্দ্রলাল রায়
শিল্পী: সমবেত
ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা
ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি।
চন্দ্র সূর্য গ্রহ তারা, কোথায় উজল এমন ধারা!
কোথায় এমন খেলে তড়িত্ এমন কালো মেঘে!
তার পাখীর ডাকে ঘুমিয়ে উঠি, পাখীর ডাকে জেগে।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি।
এমন স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়!
কোথায় এমন হরিৎক্ষেত্র আকাশ তলে মেশে!
এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে!
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি।
পুষ্পে পুষ্পে ভরা শাখী; কুঞ্জে কুঞ্জে গাহে পাখী;
গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে -
তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি।
ভায়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ!
ও মা, তোমার চরণ দু'টি বক্ষে আমার ধরি,
আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি।
Somobeto - dhana d... |
মন্তব্য
গানের কথা দেবার জন্য ধন্যবাদ...
স্কুলে থাকতে কখনো দ্বিজেন্দ্রলালের নাম উচ্চারন করতে পারতামনা... মুখ দিয়ে কেন জানি জিতেন্দ্রলাল বের হয়ে যেত... এই জন্য টীচারের বকাও খাইসি বহুত...
_______________
এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
জাতীয় সঙ্গীত হিসেবে আমার দ্বিতীয় পছন্দ এই গানটা। তৃতীয়টি 'আজি বাংলাদেশের হৃদয় হতে'।
"ভায়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ!
ও মা, তোমার চরণ দু'টি বক্ষে আমার ধরি,
আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি।"
----- ----- ------- ----------- ---- ---
হায়! (দীর্ঘশ্বাস!)
"পুষ্পে পুষ্পে ভরা শাখী; কুঞ্জে কুঞ্জে গাহে পাখী;
গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে -
তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে।"
----- ------ ----- ----- ----- ----- ---- ----
এই অংশটা আমি স্কুলে থাকতে সবসময় সবাইকে ডায়েরিতে লিখে দিতাম ,অনুপ্রাসের কারণে সবাই সমবেত সঙ্গীতে এই জায়গাটা ভুল করতো !
---- ----- ------ ---- --------- ------------ ------------- ------------
এই গানটা নিয়ে এতো স্মৃতি আছে যে আসলেই একটা পুরো রচনা লেখা যাবে এটা নিয়ে!
অনেক অনেক পুরনো স্মৃতি মন্থনে বাধ্য করলেন, সন্ন্যাসী। অনেক আবেগপ্রবণ হয়ে পড়ছি এই গানটির সামনে।
জীবন জীবন্ত হোক, তুচ্ছ অমরতা
সুপ্রিয় সন্ন্যাসী: এই গানটি কাদের গাওয়া? এরা সুরটা বেশ কিছুটা পরিবর্তন করে গাইছে বলে মনে হলো। বিশেষতঃ অন্তরার প্রতি লাইনের শেষের দিকটা। আমি খেয়াল করে শুনতে গিয়ে টের পেলাম।
জীবন জীবন্ত হোক, তুচ্ছ অমরতা
ইন্টারনেট থেকে সংগৃহীত এই গানটি কাদের গাওয়া, তা উল্লেখ ছিলো না মূল উৎসে
অতীব প্রিয় এই গানটি যে-সুরে শুনে আমি অভ্যস্ত, তার সাথে তারতম্য আছে বর্তমানটির। তবে কোনটি আসলে সঠিক, তা স্বরলিপি না দেখে আমি বা আপনি কী করে বলবো?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
"শতবর্ষের সুর" নামের আটটি সিডির একটিতেও মিললো এই গানটির দেখা। কয়েক জায়গায় সুর একটু অন্যরকম লাগলো। কান অভ্যস্ত নয় বলে।
পুনশ্চ. ইস্নিপস আপলোড করতে দিলো না!
অনেক আগে গাওয়া আমাদের জাতীয় সঙ্গীতটিও শুনে দেখতে বলি।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
নতুন মন্তব্য করুন