শিল্পী: অনুরাধা পাড়ওয়াল
বাংলা আমার মা
বাংলা আমার মা
অবাক চোখে দেখি মায়ের অপার মহিমা
বাংলা আমার মা
বাংলা আমার মা
বাংলা আমার মা
আকাশ জুড়ে সারাটাদিন গাঙচিলেদের খেলা
দীঘির জলে পদ্ম দোলে বনে ফুলের মেলা
আকাশ জুড়ে সারাটাদিন গাঙচিলেদের খেলা
আমার মায়ের অথৈ রূপের নেই যেন সীমা
বাংলা আমার মা
বাংলা আমার মা
বাংলা আমার মা
বাংলা মা যে মিশে আছে আমার মনে-প্রাণে
বাউল গানের দোলা যেন লেগেছে মোর গানে
বাংলা মা যে মিশে আছে আমার মনে-প্রাণে
ধরণীতে আমার মায়ের নেই যে উপমা
বাংলা আমার মা
বাংলা আমার মা
বাংলা আমার মা
আমার সুখে মায়ের বুকে খুশির তুফান ছোটে
আমার দুখে মায়ের পরাণ ব্যথায় ভরে ওঠে
আমার সুখে মায়ের বুকে খুশির তুফান ছোটে
ক'জনই আর পায় গো এমন স্নেহময়ী মা
বাংলা আমার মা
বাংলা আমার মা
বাংলা আমার মা
অবাক চোখে দেখি মায়ের অপার মহিমা
বাংলা আমার মা
বাংলা আমার মা
বাংলা আমার মা
বাংলা আমার মা
বাংলা আমার মা
Anuradha - Bangla ... |
মন্তব্য
আছেন কোনও ভাই-বোন, যিনি জানেন এই গানটির গীতিকার ও সুরকার কে?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
নতুন মন্তব্য করুন