সোনা সোনা সোনা লোকে বলে সোনা

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
লিখেছেন সংসারে এক সন্ন্যাসী (তারিখ: মঙ্গল, ১৬/১২/২০০৮ - ১০:১৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সোনা সোনা সোনা লোকে বলে সোনা


কথা: আব্দুল লতিফ
সুর: আব্দুল লতিফ
শিল্পী: সমবেত


সোনা সোনা সোনা লোকে বলে সোনা
সোনা নয় ততো খাঁটি
বলো যতো খাঁটি তার চেয়ে খাঁটি
বাংলাদেশের মাটি রে
আমার বাংলাদেশের মাটি
আমার জন্মভূমির মাটি

জন-ধন বলো, যতো ধন দুনিয়াতে
হয় কি তুলনা বাংলার কারও সাথে
কতো মা'র ধন মানিক-রতন
কতো জ্ঞানী-গুণী কতো মহাজন
এনেছে আলোর সূর্য এখানে আঁধারের পথ কাটি রে
আমার বাংলাদেশের মাটি
আমার জন্মভূমির মাটি

এই মাটি তলে ঘুমাইছে অবিরাম
রফিক-শফিক-ররকত কতো নাম
কতো তিতুমির কতো ঈশা খান
দিয়েছে জীবন দেয়নি কো মান
রক্তশয্যা পাতিয়া এখানে ঘুমাইছে পরিপাটি রে
আমার বাংলাদেশের মাটি
আমার জন্মভূমির মাটি

Somobeto - ShonaSh...


মন্তব্য

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

গীতিকার ও সুরকারের নামের জন্য s-s-কে ধন্যবাদ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

s-s এর ছবি

সন্ন্যাসী, ইউ রক! ইউ সিম্পলি রক!

"কতো তিতুমির কতো ঈশা খান
দিয়েছে জীবন দেয়নি কো মান"

এই জায়গাটা শুনলেই গা কেমন শিরশির করে, লোকগানে এমন উদ্দীপনার শব্দ আর শুনে ছি বলে মনে পড়েনা। একদম প্রাণটা ধরে টান দেয়। আমরা, সেই তিতুমীরের বংশধরেরা যেন ভুলে না যাই!
বড় সুন্দর গান, দূরদেশে বসে শুনলে মাটির সোঁদা গন্ধটা আবার নাকে এসে লাগে। ইউ রক, ম্যান!

জীবন জীবন্ত হোক, তুচ্ছ অমরতা

রায়হান আবীর এর ছবি

ছোট থাকতে খুব শুনতাম এই গানটা

=============================

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।