শোনো একটি মুজিবরের থেকে

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
লিখেছেন সংসারে এক সন্ন্যাসী (তারিখ: শনি, ১০/০১/২০০৯ - ৩:৪৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রাত্যহিক "বজ্রকণ্ঠ" অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ভাষণ প্রচারের পর এই গানটি বাজানো হতো।

গায়ক ছিলেন অংশুমান রায়, খ্যাতনামা লোকগীতি শিল্পী। কিন্তু মূল গানটি খুঁজে পাইনি কোত্থাও। কারুর কাছে থাকলে শেয়ার করার অনুরোধ জানাই।

গীতিকার এবং সুরকারের নাম নিশ্চিত করার জন্য বিপ্রতীপকে ধন্যবাদ।

লিংকে দেয়া গানটি "রেনেসাঁ"-র করা কাভার ভার্শন।


রচনা: গৌরী প্রসন্ন মজুমদার
সুর: অংশুমান রায়

শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি
আকাশে-বাতাসে ওঠে রণি
বাংলাদেশ, আমার বাংলাদেশ
বাংলাদেশ, আমার বাংলাদেশ

শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি
আকাশে-বাতাসে ওঠে রণি
বাংলাদেশ, আমার বাংলাদেশ
বাংলাদেশ, আমার বাংলাদেশ

সেই সবুজের বুকচেরা মেঠোপথে আবার যে যাবো ফিরে
আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো
শিল্পে-কাব্যে কোথায় আছে হায় রে এমন সোনার খনি

শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি
আকাশে-বাতাসে ওঠে রণি
বাংলাদেশ, আমার বাংলাদেশ
বাংলাদেশ, আমার বাংলাদেশ

বিশ্বকবির সোনার বাংলা নজরুলের বাংলাদেশ
জীবনানন্দের রূপসী বাংলা রূপের যে-তার নেইকো শেষ
বাংলাদেশ

বিশ্বকবির সোনার বাংলা নজরুলের বাংলাদেশ
জীবনানন্দের রূপসী বাংলা রূপের যে-তার নেইকো শেষ
বাংলাদেশ

জয় বাংলা বলতে মনে রে আমার এখনও কেন ভাবো
আবার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো
অন্ধকারের পূব আকাশে উঠবে আবার দিনমণি

শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি
আকাশে-বাতাসে ওঠে রণি
বাংলাদেশ, আমার বাংলাদেশ
বাংলাদেশ, আমার বাংলাদেশ

Renaissance - Shon...


মন্তব্য

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবসে গানটি যোগ করা হলো দৃশার দেশাত্মকবোধক গানের সংগ্রহশালায়

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

বিপ্রতীপ এর ছবি

এই গানের গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার এবং সুরকার অংশুমান রায়

আমার কাছে একটা পুরাতন ভার্সন আছে, ইস্নিপ্সে তুলে দিলাম। ঠিক কার কন্ঠে বুঝলাম না...

Get this widget | Track details | eSnips Social DNA

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

তথ্যের জন্য ধন্যবাদ, বিপ্রতীপ। সংশোধন করে দিলাম।

আপনার দেয়া গানটিও কাভার ভার্শন মন খারাপ
মূলটি নেই কারুরই কাছে, তা কি সম্ভব?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

বিপ্রতীপ এর ছবি

নাহ...আর কোন ভার্সন পাইলাম না। আমার কাছে রেঁনেসা আর এইটাই ছিল মন খারাপ

তবে নতুন করে করলেও রেঁনেসার এই এ্যালবামের প্রায় সবগুলো গানই ভাল্লাগছে...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...

সিরাজ এর ছবি

আমাদের বাসায় একটা SP রেকর্ড ছিল সম্ববত EMI এর। রেকর্ডের এক পিঠে বঙ্গবন্ধুর ভাষণের একটু অংশের পরে বাংলায় (পুরুষ কন্ঠে) এবং রেকর্ডের অপর পিঠে বঙ্গবন্ধুর ভাষণের একটু অংশের পরে ইংরেজীতে (নারী কন্ঠে) ঐ একই গান ছিল। যদি ঐটিই হয় তবে খুঁজে দেখতে পারি।
:.:::....:..::..:.::...:.:.:...:.:..:..:::....::..:...:..:.:.:....:..:.:.:.:.
To see Photos Visit: www.sirajul.com

:.:::....:..::..:.::...:.:.:...:.:..:..:::....::..:...:..:.:.:....:..:.:.:.:.
To see Photos Visit: www.sirajul.com

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

পুরুষ-কণ্ঠটি অংশুমানের হবার সম্ভাবনা শতকরা ৯০!
ভাই, খুব বেশি কষ্ট না হলে দয়া করে গানটির (ভাষণসহও হতে পারে) এমপি৩ বানিয়ে দিতেন যদি!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সিরাজ এর ছবি

কষ্ট না, মায়ের আলমারীতে হামলায় সক্ষম হবো কিনা সেটাই প্রশ্ন! চেস্টা করব..

:.:::....:..::..:.::...:.:.:...:.:..:..:::....::..:...:..:.:.:....:..:.:.:.:.
To see Photos Visit: www.sirajul.com

:.:::....:..::..:.::...:.:.:...:.:..:..:::....::..:...:..:.:.:....:..:.:.:.:.
To see Photos Visit: www.sirajul.com

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।