স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে এই গানটি বাজানো হতো নিয়মিত।
কথা ও সুর: সলিল চৌধুরী
বিচারপতি তোমার বিচার করবে যারা
আজ জেগেছে এই জনতা, এই জনতা
তোমার গুলির, তোমার ফাঁসির,
তোমার কারাগারের পেষণ
শুধবে তারা ওজনে তা
এই জনতা এই জনতা
তোমার সভায় আমীর যারা,
ফাঁসির কাঠে ঝুলবে তারা
তোমার রাজা মহারাজা,
করজোড়ে মাগবে বিচার
ঠিক যেন তা এই জনতা
তারা নতুন প্রাতে প্রাণ পেয়েছে
তারা ক্ষুদিরামের রক্তে ভিজে প্রাণ পেয়েছে
তারা জালিয়ানের রক্তস্নানে প্রাণ পেয়েছে
তারা ফাঁসির কাঠে জীবন দিয়ে
প্রাণ পেয়েছে, প্রাণ পেয়েছে
গুলির ঘায়ে কলজে ছিঁড়ে প্রাণ পেয়েছে
প্রাণ পেয়েছে এই জনতা
নিঃস্ব যারা সর্বহারা তোমার বিচারে
সেই নিপীড়িত জনগণের পায়ের ধারে
ক্ষমা তোমায় চাইতে হবে
নামিয়ে মাথা হে বিধাতা
রক্ত দিয়ে শুধতে হবে
নামিয়ে মাথা হে বিধাতা
ঠিক যেন তা এই জনতা
Bichaarpoti tomaar... |
মন্তব্য
মাথা খারাপ হয়ে যায় এই গান শুনলে। রেঁনেসা'র ভার্সনটাও খারাপ লাগে নাই। শুঞ্ছিলেন্নাকি?
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
শুন্সিলাম। আসলেই খারাপ গায় নাই। তবে এইটার মান উপ্রে। হওয়ারই কথা। সলিল চৌধুরীর নিজের সঙ্গীত পরিচালনায় রেকর্ড করা না!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
ঠিক্কথা।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
সন্ন্যাসীর্কাইভের পরিবেশনা সবসময়ই মন ছুঁয়ে যায়। ধন্যবাদ।
একটু আগেই পড়লাম, লিখসেন - আমার গানের রুচির সাথে আপনারটা মেলে না। এখন লিখতেসেন, মন ছুঁয়ে যায়। কেমন পরস্পরবিরোধী হয়া গেল না?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
এগুলো তো ভাই দেশের গান। আপনি বাংলাদেশি, আমিও। আপনি বাংলা গান ভালবাসেন, আমিও। দেশের জন্য ভালবাসা আছে আপনার, আমারও। তাহলে বলেন, এক্ষেত্রে কেন রুচি বা পছন্দ মিলবে না? এগুলো তো সবার মন ছুঁয়ে যাবার মতোই গান, তাই না?
দেশের গান যদি বাদ দেন, তাহলে কিন্তু আবার আলাদা কথা
দেশাত্মবোধক প্রতিটা গানই আমার ভালো লাগে, তা কিন্তু বলতে পারছি না। অতএব এখানেও পছন্দ-অপছন্দের ব্যাপার আছে।
যাকগে, তর্ক বাড়িয়ে লাভ কী? বরং থামলে ভালো লাগে
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
পছন্দ-অপছন্দের যে ব্যাপারটা বললেন, আপনার সঙ্গে একমত
চমৎকার এই গানগুলো শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ, সন্ন্যাসী'দা। ভাল থাকবেন
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
আমিও বুড়া আঙ্গুল দেখাইলাম...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
গীতিকার,গানের কথা, সুরকার, শিল্পী'র তথ্য সহ আমাদের কালজয়ী দেশের গানগুলোর আর্কাইভ ...
অসাধারণ একটা কাজ হচ্ছে এইটা .. অসাধারণ !
চোখে পানি চলে আসে এসব গান শুনলে।
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
(তালিয়া)
------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
এই গানটা ওয়ান অফ মাই ফেবারিটস।
---------------------------------
বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?
---------------------------------
বাঁইচ্যা আছি
সত্যিই এই সাইট টা দেখে আমি খুবই আনন্দিত আরো এই ধরনের সাই আরো তৈরী করা হোক বাংলাদেশ যুগের সংংেগ্গ তাল মিলিয়ে এগিয়ে যাক আরো বহু ধাপ মাথা উচু করে ধারাক বহিবিশ্বের এই প্রত্যাশায় মনজুরুল ইসলাম
নতুন মন্তব্য করুন