মাঝি নাও ছাইড়া দে
কথা: এস এম হেদায়েত
সুর: আহমেদ ইমতিয়াজ বুলবুল
শিল্পী: সাবিনা ইয়াসমিন
মাঝি নাও ছাইড়া দে
ও মাঝি পাল উড়াইয়া দে
গা রে মাঝি গা কোনও গান
একদিন তোর নাও মাঝি
ভাসবে না রে নীল নদীর জলে
সেদিন তোর গান মাঝি
শুনবে না কেউ গাইবে না বলে
ও কলের নৌকা কাইড়া নিবে সুর
যন্ত্রের নাও ধোঁয়া ছাইড়া
আঁধার করল নীল আকাশটারে
সেই দিন তোর নাও মাঝি
শূন্য হয়ে থাকবে রে পাড়ে
ও চল রে মাঝি যাইরে বহু দূর
O majhi.mp3 |
মন্তব্য
কথা ও সুর আহমেদ ইমতিয়াজ বুলবুলের না?
নতুন মন্তব্য করুন