ও আমার বাংলা মা তোর

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
লিখেছেন সংসারে এক সন্ন্যাসী (তারিখ: রবি, ০১/০২/২০০৯ - ১২:২৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

কথা: আবু ওমরাহ মাহমুদ ফকরুদ্দিন
সুর: আলাউদ্দিন আলী
শিল্পী: ফাহমিদা নবী


ও আমার বাংলা মা
তোর আকুল করা রূপের সুধায়
হৃদয় আমার যায় জুড়িয়ে

ফাগুনে তোর কৃষ্ণচূড়া
পলাশ বনে কিসের হাসি
চৈতি রাতের উদাস সুরে
রাখাল বাজায় বাঁশের বাঁশি

বোশেখে তোর রুদ্রভয়ান
কেতন ওড়ায় কালবোশেখি
জষ্ঠি মাসে বনে বনে
আম-কাঁঠালের হাট বসে কি

শ্যামল মেঘের ভেলায় চড়ে
আষাঢ় নামে তোমার বুকে
শ্রাবণধারায় বর্ষাতে তুই
সিনান করিস পরম সুখে

O amar bangla maa ...


মন্তব্য

অতন্দ্র প্রহরী এর ছবি

গানের কথাগুলো কী চমৎকার! ধন্যবাদ আপনাকে, দারুন গানটা শেয়ার করার জন্য।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।