কথা: আজিজুর রহমান
সুর: ধীর আলী মিয়া
শিল্পী: সুবীর নন্দী, ফাহমিদা নবী, খায়রুল আনাম শাকিল, ঝুমা খন্দকার, শারমিন সাথী
পলাশ-ঢাকা কোকিল-ডাকা আমার এ দেশ ভাই রে
ধানের মাঠে ঢেউ খেলানো - এমন কোথাও নাই রে
ছলছল ছড়িয়ে নিরবধি
রূপালি হাল বইছে নদী
দখিন হাওয়ায় দোল জাগানো পরশ বুকে পাই রে
ধানের মাঠে ঢেউ খেলানো - এমন কোথাও নাই রে
ঝরঝর ঝরিয়ে বাঁশের পাতা চোখে স্বপন আনে
অনেক কথা রূপকথা যে নীরব মায়ায় টানে
গুনগুন গুনিয়ে বাতাস এসে
পল্লীফুলের গন্ধে মেশে
ফসল ভরা মাঠের ডাকে মন হারিয়ে যায় রে
ধানের মাঠে ঢেউ খেলানো - এমন কোথাও নাই রে
Polash dhaka kokil... |
মন্তব্য
১০০তম ব্লগ পোস্টের অভিনন্দন!
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
নতুন মন্তব্য করুন