• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

চলো যাই চলো যাই

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
লিখেছেন সংসারে এক সন্ন্যাসী (তারিখ: সোম, ০৯/০২/২০০৯ - ৬:৩৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

রবীন্দ্রসঙ্গীত
সমবেতকণ্ঠে


চলো যাই, চলো যাই, চলো যাই —
চলো পদে পদে সত্যের ছন্দে
চলো দুর্জয় প্রাণের আনন্দে
চলো মুক্তিপথে
চলো বিঘ্নবিপদজয়ী মনোরথে

করো ছিন্ন, করো ছিন্ন, করো ছিন্ন —
স্বপ্নকুহক করো ছিন্ন
থেকো না জড়িত অবরুদ্ধ
জড়তার জর্জর বন্ধে
বলো জয়, বলো জয়, বলো জয় —
মুক্তির জয় বলো ভাই

চলো দুর্গমদূরপথযাত্রী চলো দিবারাত্রি
করো জয়যাত্রা
চলো বহি নির্ভয় বীর্যের বার্তা
বলো জয়, বলো জয়, বলো জয় —
সত্যের জয় বলো ভাই

দুর করো সংশয়শঙ্কার ভার
যাও চলি তিমিরদিগন্তের পার
কেন যায় দিন হায় দুশ্চিন্তার দ্বন্দ্বে —
চলো দুর্জয় প্রাণের আনন্দে
চলো জ্যোতির্লোকে জাগ্রত চোখে —
বলো জয়, বলো জয়, বলো জয় —
বলো নির্মল জ্যোতির জয় বলো ভাই

হও মৃত্যুতোরণ উত্তীর্ণ
যাক, যাক ভেঙে যাক যাহা জীর্ণ
চলো অভয় অমৃতময় লোকে, অজর অশোকে
বলো জয়, বলো জয়, বলো জয় —
অমৃতের জয় বলো ভাই

Cholo jai cholo ja...


মন্তব্য

ভূঁতের বাচ্চা এর ছবি

গানটা চমৎকার !
--------------------

--------------------------------------------------------

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।